নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

কবি ।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:১১



কবি আজও বসেছে লিখতে
তবে কোন প্রতিবাদী কবিতা নয়
জাতির জন্য নয় কোন জাগরণ
নয় কোন অভুক্ত প্রেমিকের হৃদয়ে জেগে উঠা প্রেম
দুঃখ-সুখের আবেগমাখা কোন বর্ণনাও আজ নয় !
লিখতে বসেছে কবি এমন একটি কবিতা-
যার কোন বিষয় নেই, নেই কোন উদ্দেশ্য, হবে না কোন অর্থ !
সবাই কেন লেখার মধ্যে অর্থ খোঁজে ?
পারে না যারা নিজেদের জীবনের কোন নির্দিষ্ট অর্থ বের করতে !

এমন কবিতা লিখবে কীভাবে কবি !
লাজ লজ্জাহীন নারীর মত শুধু ছুটে যাবে কী তার চরণ !
নাকি কোন নিঃস্বের ছোট্ট কুঁড়ে ঘরের মত ছন্দ হবে তার !
শব্দগুলো রাতদিন খেটে অভুক্ত পড়ে রইবে কী !
যে কবিতায় নেই কোন অর্থ সে তো এমনি হওয়ার কথা ।

কবিতানুরাগীরা হবে হতাশ, দেখে কবির কবিত্ব
হোক হতাশ, এতে কবি চিন্তিত নয় কিঞ্চিৎও !
যারা এতকাল কবিতার ভরণ পোষণে হৃদয়ের ক্ষুধা মিটিয়েছে
তাদের আবার অনুরাগ কীসের এতো ?
অর্থহীন কবিতা লিখে কবির শান্তি মিলছে
তাতে হলে হোক পৃথিবী অশান্ত !
এমন কত পৃথিবী ধ্বংস হয়ে গেছে কবির চোখে !
তার খবর রেখেছে কয়জনে !

যুগের গহীনে কতশত কবি গেছে হারিয়ে অর্থহীন হয়ে
কতরাত উদরের যন্ত্রণায় ভিজেছে কবিতার খাতা !
কেউ রাখে নি খোঁজ, ভিক্ষুকের মত পেতে ছিলো হাত শুধু কবিতার জন্য
এরপর ? কবিকে গালি দিয়ে চরণগুলো বুকপকেটে নিয়ে হলো বিদায়
একবারও কেউ দেখে নি পেঁছন ফিরে,
দু'হাতের ভাঁজে একবুক যন্ত্রণা নিয়ে কবি দেয় লাগিয়ে দরজার অর্থহীন খিড়কি
ঘুণেধরা টেবিলের বুকে আছে পড়ে কবিতার খাতা,
চরণগুলোয় লেগে আছে তাজা অশ্রুর দাগ ।


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৪২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক সুন্দর কবিতা খুবই ভাল লাগল । ধন্যবাদ

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৩৭

বিজন রয় বলেছেন: কবি আজ তারার ফুল আর ইতিহাস।
+++

আপনার যত লেখা পড়েছি এটি আমার কাছে সহজ লেগেছে, মানে খুব দ্রুতই লেখার ভিতরে প্রবশ করতে পেরেছি।
কবিতা নিয়ে আমার সীমাবদ্ধতা অনেক সেজন্য বললাম।

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: আপনি সহজে বুঝতে পেরেছেন জেনে ভালো লাগলো । এই কবিতাটা ইচ্ছে করে সহজ শব্দ এবং বাক্যে লিখেছি ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৩| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৪৭

কল্লোল পথিক বলেছেন:




অনিন্দ্য সুন্দর কবিতা।
একরাশ ভালো লাগা রেখে গেলাম।

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৪| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:৩৮

সাহসী সন্তান বলেছেন: আপনার মেজরিটি পার্সেন্ট লেখাই মনে হয় আমার পড়া! তবে সত্যি কথা বলতে, আজকের কবিতাটির মত এতটা ভাল অন্য কোন দিন বা অন্য কোন কবিতায় লেগেছিল কিনা জানি না। মনে হয় মনটা আজ একটু উদাস উদাস বলেই এমন অবস্থা!

আসলে সত্যিটা হলো মানুষ কবিতাকে ভালবাসে, কবিকে নয়! কবিতার প্রচারে হয়তো কবি বিখ্যাত হয়ে যান, কিন্তু থেকে যান সেই নিভৃতে! তাই যদি না হবে তাহলে কবিদের এত দূর্দশা কেন? :(

যারা এতকাল কবিতার ভরণ পোষণে হৃদয়ের ক্ষুধা মিটিয়েছে
তাদের আবার অণুরাগ কীসের এতো?

-এই দুই লাইন আমিও বুক পকেটে নিয়ে বিদায় হলাম!
শুভ কামনা রইলো!

০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । শুনেছি কবিদের মন উদাস হয়, এখন দেখি গবেষকদেরও মন উদাস হয় !! হা হা

আপনি ভালভাবে বুঝেছেন এবং ভাল লেগেছে জেনে আমারও অনেক ভাল লাগছে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল ।

আপনার জন্যও শুভ কামনা থাকলো । :)

৫| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

শামছুল ইসলাম বলেছেন: বাহ্, বেশ চমৎকার ভাবনাঃ

//লিখতে বসেছে কবি এমন একটি কবিতা-
যার কোন বিষয় নেই, নেই কোন উদ্দেশ্য, হবে না কোন অর্থ !//
.
.
.
কেমন হবে সেই কবিতাঃ

//এমন কবিতা লিখবে কীভাবে কবি !
লাজ লজ্জাহীন নারীর মত শুধু ছুটে যাবে কী তার চরণ !
নাকি কোন নিঃস্বের ছোট্ট কুঁড়ে ঘরের মত ছন্দ হবে তার !
শব্দগুলো রাতদিন খেটে অভুক্ত পড়ে রইবে কী !
যে কবিতায় নেই কোন অর্থ সে তো এমনি হওয়ার কথা ।//

.
.
তাতে পাঠকের কী প্রতিক্রিয়াঃ

//কবিতানুরাগীরা হবে হতাশ, দেখে কবির কবিত্ব
হোক হতাশ, এতে কবি চিন্তিত নয় কিঞ্চিৎও !///

.
.
কবির হৃদয় কী আজ একটু বিক্ষুব্ধঃ

//যারা এতকাল কবিতার ভরণ পোষণে হৃদয়ের ক্ষুধা মিটিয়েছে
তাদের আবার অণুরাগ কীসের এতো ?
অর্থহীন কবিতা লিখে কবির শান্তি মিলছে
তাতে হলে হোক পৃথিবী অশান্ত !
এমন কত পৃথিবী ধ্বংস হয়ে গেছে কবির চোখে !
তার খবর রেখেছে কয়জনে !//


বোধ হয় তাইঃ

//কেউ রাখে নি খোঁজ, ভিক্ষুকের মত পেতে ছিলো হাত শুধু কবিতার জন্য
এরপর ? কবিকে গালি দিয়ে চরণগুলো বুকপকেটে নিয়ে হলো বিদায়
একবারও কেউ দেখে নি পেঁছন ফিরে,
দু'হাতের ভাঁজে একবুক যন্ত্রণা নিয়ে কবি দেয় লাগিয়ে দরজার অর্থহীন খিড়কি
ঘুণেধরা টেবিলের বুকে আছে পড়ে কবিতার খাতা,
চরণগুলোয় লেগে আছে তাজা অশ্রুর দাগ ।//


অভিমানী কবির অভিমানী কবিতা হৃদয় ছুঁয়েছে।

ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা জুন, ২০১৬ রাত ৮:২১

কথাকথিকেথিকথন বলেছেন: পনার সূক্ষ্ম বিশ্লেষণ বেশ ভাল লেগেছে ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

৬| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

সাহসী সন্তান বলেছেন: শুনেছি কবিদের মন উদাস হয়, এখন দেখি গবেষকদেরও মন উদাস হয়!!

-ক্যান গবেষকদের বুঝি মন বলে কিছু নেই? তাই তাদের মন উদাস হতে পারবে না! সব ভাল মন কি শুধু কবিদেরই আছে নাকি? আর আমি গবেষক আপনারে কে বলল? এ পর্যন্ত গবেষণাধর্মী কোন পোস্ট করেছি বলেও তো মনে করতে পারতেছি না! :((

ফিলিংস-রাগ লাগতাছে খুউব! কবির প্রতিউত্তরে মাইনাচ!

০৪ ঠা জুন, ২০১৬ রাত ৮:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: মানুষ মানেই মন থাকবে স্বাভাবিক, তবে তা ডিফার করে, কবিরা কবিতা লিখে তাই তাদের উদাস হওয়াটা জরুরী, গবেষকরা গবেষণা করে তাই মন সতর্ক থাকা জরুরী, উদাস হলে গবেষণার মোড় ঘুরে যেতে পারে । এতে করে তার বড় লসও হতে পারে !! এটা আমার গবেষণা !! হা হা

কী বলেন ! আপনি গবেষণা করে তাস খেলার ইতিহাস বের করছেন, ডায়নোসের ইতিহাস বের করেছেন, আরো কত কী !

মাঝে মাঝে রাগ হইলে ভালো, মন উপর চাপ কমে, মানসিক স্বাস্থ ভালো থাকে । এটাও আমার গবেষণা !! হু হু

৭| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

সুমন কর বলেছেন: কবি'রা বুঝি এমনই..............!!

কবিতায় ভালো লাগা রইলো। সুন্দর।

০৪ ঠা জুন, ২০১৬ রাত ৮:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: হয়তো এমন, হয়তোবা এমনই না !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৮| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩২

হাসান মাহবুব বলেছেন: অভিমানী কবির চোখ জুড়ে ঘুম নামুক।

০৬ ই জুন, ২০১৬ রাত ১২:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা ! সেটাই ভালো !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৯| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:২৮

কালনী নদী বলেছেন: অনেকদির পর আপনার কবিতা পড়েছি। খুব ভালো লেগেছে! সংগ্রহে রাখছি কবি ভাই।
সবসময় ভালো থাকেন।

০৬ ই জুন, ২০১৬ রাত ১২:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

আপনিও ভাল থাকুন অশেষ । :)

১০| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫১

উল্টা দূরবীন বলেছেন: বিষয় নেই এমন একটি বিষয়ও মাঝে মাঝে বিষয় হয়ে যায়।

কবিতা ভালো পাইছি। থ্যাঙ্কু।

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: হুম, না বিষয়গুলোও বিষয় !

আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । :)

১১| ০৮ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কবির কবিতা বেশ লাগল

শুভেচ্ছা আর শুভকামনা রইল

০৮ ই জুন, ২০১৬ রাত ১১:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনার জন্য শুভ কামনা রইলো । :)

১২| ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:৩৮

আমি তুমি আমরা বলেছেন:



অর্থহীন কবিতা লিখে কবির শান্তি মিলছে
তাতে হলে হোক পৃথিবী অশান্ত !
এমন কত পৃথিবী ধ্বংস হয়ে গেছে কবির চোখে !
তার খবর রেখেছে কয়জনে !

চমৎকার কিছু লাইন।অষ্টম ভাল লাগা :)

১০ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৩| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা কথাকথি আপুনি/ভাইয়া!:)

১০ ই জুন, ২০১৬ রাত ১০:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৪| ১১ ই জুন, ২০১৬ রাত ৯:৪২

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১২ ই জুন, ২০১৬ রাত ১:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৫| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: যুগের গহীনে কতশত কবি গেছে হারিয়ে অর্থহীন হয়ে
কতরাত উদরের যন্ত্রণায় ভিজেছে কবিতার খাতা !
কেউ রাখে নি খোঁজ, ভিক্ষুকের মত পেতে ছিলো হাত শুধু কবিতার জন্য
এরপর ? কবিকে গালি দিয়ে চরণগুলো বুকপকেটে নিয়ে হলো বিদায়
একবারও কেউ দেখে নি পেঁছন ফিরে,
দু'হাতের ভাঁজে একবুক যন্ত্রণা নিয়ে কবি দেয় লাগিয়ে দরজার অর্থহীন খিড়কি
ঘুণেধরা টেবিলের বুকে আছে পড়ে কবিতার খাতা,
চরণগুলোয় লেগে আছে তাজা অশ্রুর দাগ ।" অর্থহীন কবিতা পড়ে মন খারাপ হলো কেনো? বিশেষ করে উপর্যুক্ত অংশ?

১২ ই জুন, ২০১৬ রাত ৯:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । এইতো পারফেক্ট রিডার- অর্থহীন লেখায়ও অর্থ খুঁজে বের করে ফেলে ! তাই তো হয়েছে মন খারাপ !


ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৬| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

অশ্রুকারিগর বলেছেন: সবাই কেন লেখার মধ্যে অর্থ খোঁজে ?
পারে না যারা নিজেদের জীবনের কোন নির্দিষ্ট অর্থ বের করতে !


সত্যিই কি তাই !

১২ ই জুন, ২০১৬ রাত ৯:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: হয়তো তাই, হয়তো তাই না ! জীবন জীবনই, একে সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না, আবার সকল ব্যাখ্যাই সঠিক !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৭| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৪:২২

খায়রুল আহসান বলেছেন: মনে হচ্ছে, কবিতাটা একটানে লেখা। কবিতার পংক্তিগুলোর স্রোতধারা দেখে তাই মনে হলো। অবশ্য জানিনা, সত্যি তা ঠিক কিনা।
অর্থহীন কবিতা লিখে কবির শান্তি মিলছে
তাতে হলে হোক পৃথিবী অশান্ত !
এমন কত পৃথিবী ধ্বংস হয়ে গেছে কবির চোখে !
তার খবর রেখেছে কয়জনে !
- তাই হোক, তথাস্তু!

একবারও কেউ দেখে নি পেঁছন ফিরে,
দু'হাতের ভাঁজে একবুক যন্ত্রণা নিয়ে কবি দেয় লাগিয়ে দরজার অর্থহীন খিড়কি
ঘুণেধরা টেবিলের বুকে আছে পড়ে কবিতার খাতা,
চরণগুলোয় লেগে আছে তাজা অশ্রুর দাগ
- কবিকূলের প্রতি সমব্যথী এই কবিকে আন্তরিক অভিনন্দন!

১৩ ই জুন, ২০১৬ রাত ৯:১২

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা সাধারণত আমি একটানেই লিখি । কারণ পরে হয়তোবা সেই স্পৃহাটা পুনরায় ফিরে পাওয়া যাবে না । এডিটিং টা পরে করলেও সমস্যা হয় না ।

আমি আসলে কবি না । আমার কাছে সত্যিকার কবি হয়ে উঠা টা একধরণের দীর্ঘ সাধনার মত মনে হয় এবং দেশের সাহিত্যে মূল্য সংযোজন হওয়ার মত ব্যাপার হওয়া উচিত । এছাড়াও কবিতার মাধ্যমে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, জীবনবোধ, চিন্তা-চেতনায় পরিবর্তন আনায় অবদান রাখতে হবে । তবেই তো তাকে একজন কবি বলা যায় । দুই চার লাইন বা দুই চারটা কবিতা লিখলেই তাকে কবি বলতে আমি অপারগ । তাই নিজেকেও কবি মনে করতে পারি না ।


ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৮| ১৩ ই জুন, ২০১৬ রাত ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: দ্বিতীয় অনুচ্ছেদে আপনি যা যা বলেছেন, তার সাথে আমিও পুরোপুরি একমত। খুব সুন্দর বলেছেন।

১৪ ই জুন, ২০১৬ রাত ১:২১

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার সহমত সহ ফিরতি মন্তব্যে ভাল লাগলো । আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

১৯| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:১৬

গেম চেঞ্জার বলেছেন: দারুণ! বরাবরের মতোই!!

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২০| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১০:১০

তামান্না তাবাসসুম বলেছেন: অসাধারন!
পোস্টে +++

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২১| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৮

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




কবিতার ক্ষুধা । এবং ক্ষুধার কবিতা ।
সব কিছুর অর্থ সব সময় না খোঁজাই ভালো ।
স্বচ্ছ কবিতা, সহজবোধ্যতার জন্যে ।

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: তা তো বটে । অর্থ খুঁজে কী হবে যেখানে অর্থ খোঁজাই বৃথা !

হা হাহা, যাক অবশেষে আমার একটি কবিতা আপনার কাছে সহজবোধ্যভাবে ধরা দিলো !! দিল খুশ হুয়া !!!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.