নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

হৃদিস্থ ।

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৭



সেই কোমল হাতে মোটাসোটা খসখসে আঙুলটা ধরে এখন আর হাঁটা হয় না
পাই না কাঁধে পরম আদরে রাখা সেই হাতের স্পর্শ
বড্ড অভিমান হয় নিজের সাথে নিজের, হলাম কেন বুড়ো !
বাবা, তুমি না হয় থাকতে সেই আগের মত চারপাশ জুড়ে
আমি খেলা করতাম তোমার চোখের আঙিনায় ।

আমি সাগরের অতলে কখনো যায় নি, তবে ছিলাম বাবার দু'হাতের ছায়ায়
কখনো যত্নে, কখনো আদরে কিংবা কখনো আদুরে শাসনে !
এ কোন গহীন সমুদ্রতুল্য ছায়া ছিলো না, ছিলো তার থেকেও বেশি
মনে বিষণ্ণতা ভর করলে বাবার সেই হাসিমুখটুকু পড়ে মনে
আমিও হেসে দেই, শিখে গেছি শত বিষণ্ণতায়ও কীভাবে হাসতে হয় ।

ছোট্টবেলায় হারিয়ে যাওয়ার ভয়ে বাবা নিতেন তুলে আমায় আপন বক্ষে
বাবার হৃদপিণ্ড ধক..ধক করতো, আমি পেতাম টের আমার কোমল হৃদপিণ্ডে
এমন অকৃত্তিম ভালবাসার আদান-প্রদানে স্বস্থির রাজ্যে ঘুম নামতো চক্ষু ভেঙ্গে
আমি অজস্র রঙিন স্বপ্নে থাকতাম বিভোর বাবার হৃদয়ের আষ্টেপৃষ্টে
অজস্র সুখে ঘুরতাম লাগামহীন কিন্তু পেতাম না খুঁজে বাবার হৃদয়ের সীমানা !

আমি আজ অনেক দূরে, মনে হয় হারিয়ে ফেলেছেন যেন বাবা আমাকে
বাবা খোঁজে আমার হৃদপিণ্ড, আমি খুঁজি বাবার- একটু স্বস্থির ওম পাওয়ার জন্য
মুঠিয়ে যাওয়া বাবা এখনো যেন চায় সন্তানকে আগলে রাখতে দু'চোখের সীমানায়
রাত গভীর থেকে গভীর হয়, আমি অনুভব করি সেই ছোট্টবেলার বাবার শরীরের উষ্ণতা
সেই নাক ডাকা, আমার ছোট্ট মাথার পশ্চাতে লেগে থাকা বাবার সেই হাতটুকু
জানি বাবাও এখনো সেভাবেই মনে অজান্তে নিজেকে মেলে রাখেন
কিন্তু সেখানে আমি নেই, এখানে নেই বাবা ।

বাবা তুমি আছো এই হৃদয়ের গভীরে, খুব যতনে
কাছে না পেয়েও সুখে দুখে তোমাকেই দেখি সেই ছোট্টবেলার চোখ দিয়ে
তোমাকে অনুভব করি সেই ছোট্টবেলার কোমল হৃদপিণ্ড দিয়ে
তুমি জড়িয়ে আছো আমার আষ্টেপিষ্টে, তোমাতেই আমার সৃষ্টি
তুমি আছো আমার দৃষ্টি জুড়ায়ে, যেখানে ভালবাসার পরিমাপ মিলেছে অর্থহীন হয়ে ।


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৪০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৩

কল্লোল পথিক বলেছেন: বাবা তুমি আছো এই হৃদয়ের গভীরে, খুব যতনে
কাছে না পেয়েও সুখে দুখে তোমাকেই দেখি সেই ছোট্টবেলার চোখ দিয়ে
তোমাকে অনুভব করি সেই ছোট্টবেলার কোমল হৃদপিণ্ড দিয়ে
তুমি জড়িয়ে আছো আমার আষ্টেপিষ্টে, তোমাতেই আমার সৃষ্টি
তুমি আছো আমার দৃষ্টি জুড়ায়ে, যেখানে ভালবাসার পরিমাপ মিলেছে অর্থহীন হয়ে।


অসাধারন হয়েছে।
কবিতায়+++++++++

১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

২| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৫

সুমন কর বলেছেন: খুব ভালো লাগল।

১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৩| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৬

সিক্ত শ্রাবণ বলেছেন: খুব সুন্দর।

১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৪| ২০ শে জুন, ২০১৬ রাত ৩:০৫

কালনী নদী বলেছেন: very nice poem about father!!!
may god bless your father and you a long life for live together as like as before.
goes to favorite.

২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:২২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৫| ২০ শে জুন, ২০১৬ সকাল ১০:০৩

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৬| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১:১২

জেন রসি বলেছেন: আমাদের এই কন্টিনেন্টে বাবার সাথে সন্তানের সম্পর্কে একটা অন্যরকম আবেগ মিশে থাকে। আপনার কবিতায় সেই আবেগের স্পর্শ পেলাম।

২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: আমাদের মধ্যে সকল সম্পর্কই আবেগতাড়িত থাকে । আমরা এমনি । বাবা সন্তানদের দূরত্ব একটু বেশি থাকলেও ভালোবাসা থাকে পূর্ণ, আমরা সাধারণত মায়েদের সাথে বেশি ঘনিষ্ঠ হই ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৭| ২০ শে জুন, ২০১৬ দুপুর ২:২০

আরণ্যক রাখাল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন

২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৮| ২০ শে জুন, ২০১৬ দুপুর ২:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাবা তুমি আছো এই হৃদয়ের গভীরে, খুব যতনে
কাছে না পেয়েও সুখে দুখে তোমাকেই দেখি সেই ছোট্টবেলার চোখ দিয়ে


পংতি দুটো আমার মরহুম বাবার কথা গভীরভাবে স্মরণ করিয়ে দেয়।

বাবা দিবসের অসাধারণ কবিতা। ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন।

২০ শে জুন, ২০১৬ রাত ৮:০২

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার বাবার আত্মার মাগফেরাত কামনা করি ।

একটা লেখা তখনি সার্থক যখন লেখাটা পড়ে কেউ আবেগতাড়িত হয়। এটা লেখকের জন্য অনেক বড় পাওয়া ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

৯| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:২২

আলোরিকা বলেছেন: ' মা ' শব্দটি শুনলে যেমন চোখে ভেসে ওঠে এক পরম মমতাময়ীর মুখ , তেমনি ' বাবা ' শব্দটিও এক পরম নির্ভরতার - যেন ছায়া দানকারী বিশাল এক বটবৃক্ষ ! পৃথিবীর সকল বাবা ভাল থাকুন । কবিতাটি অসম্ভব ভাল লেগেছে :)

২০ শে জুন, ২০১৬ রাত ৮:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: সকল সন্তানের জন্যই বাবা মায়ের কম্বিনেশানটা বড়ই আধ্যাত্মিক । ভালো থাকুক সকল বাবা মা ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১০| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৫

বিজন রয় বলেছেন: কবিতাটির নামকরন স্বার্থক হয়েছে।
অন্তরিস্থ।

২০ শে জুন, ২০১৬ রাত ৮:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, অন্তরিস্থ ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১১| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৫:১৮

অপরিচিত সেই আমি বলেছেন: ভাল

২০ শে জুন, ২০১৬ রাত ৮:২০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১২| ২১ শে জুন, ২০১৬ ভোর ৬:০৩

খায়রুল আহসান বলেছেন: আমি খেলা করতাম তোমার চোখের আঙিনায় - স্মৃতিচারণের এ কাব্যিকতায় মুগ্ধ হ'লাম!
কিন্তু সেখানে আমি নেই, এখানে নেই বাবা - প্রগাঢ় অনুভূতির চমৎকার অভিব্যক্তি!
একজন বাবা হিসেবে অভিভূত হ'লাম, বাবার প্রতি এমন হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি পড়ে!

২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার মন ছোঁয়ে যাওয়ায় অনেক ভাল লাগলো। সকল সন্তানের মনেই বাবার জন্য হৃদয়ে থাকে অন্যরকম ভালোবাসার ঘর, যা থাকে অপ্রকাশিত । ঠিক তেমনি বাবাও রাখে সন্তানের জন্য চারপাশ ঘেরা আস্থার আস্তরণ ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৩| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪৯

তামান্না তাবাসসুম বলেছেন: মন খারাপ করা কবিতা :(

কেন যে বড় হলাম :(

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ কেন যে বুড় হয়ে গেলাম ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো । :)

১৪| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৫

বিজন রয় বলেছেন: অাপনার খবর কি?

নতুন পোস্ট দিন।

০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: এইতো আছি দিনপাতে ।

নতুন পোস্ট দিলাম ।

মনে করায় ভালো লাগলো বেশ ।

কৃতজ্ঞতা এবং শুভকামনা রইলো ।

১৫| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৪

আমি তুমি আমরা বলেছেন:



বাবা তুমি আছো এই হৃদয়ের গভীরে, খুব যতনে
কাছে না পেয়েও সুখে দুখে তোমাকেই দেখি সেই ছোট্টবেলার চোখ দিয়ে
তোমাকে অনুভব করি সেই ছোট্টবেলার কোমল হৃদপিণ্ড দিয়ে
তুমি জড়িয়ে আছো আমার আষ্টেপিষ্টে, তোমাতেই আমার সৃষ্টি
তুমি আছো আমার দৃষ্টি জুড়ায়ে, যেখানে ভালবাসার পরিমাপ মিলেছে অর্থহীন হয়ে ।

ভাল লেগেছে :)

০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৬| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০০

বিজন রয় বলেছেন: কেমন আছে?
অনেক দিন দেখি না।

চলে আসুন।

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: এইতো ভাল আছি ।

আপনিও নিশ্চয় ভাল আছেন ।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

বিজন রয় বলেছেন: প্রিয় কথাকথিকেথিকথন ।

আপনাকে বড্ড অনুভূত হচ্ছে হৃদয়ে। চলে আসুন।

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: আসার চেষ্টায় আছি !

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৭

খায়রুল আহসান বলেছেন: সকল সন্তানের জন্যই বাবা মায়ের কম্বিনেশানটা বড়ই আধ্যাত্মিক -- আপনার এ প্রতিমন্তব্যটা (৯ নং) খুব ভাল লেগেছে।
আপনি এখানে দীর্ঘদিন ধরে অনুপস্থিত আছেন। ভাল আছেন তো? আপনার নতুন কবিতার অপেক্ষায় আছি।

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার প্রতিমন্তব্য পাঠের অভ্যাসটা বেশ চমৎকার ।

আমি ভালো আছি । আপনিও নিশ্চয় ভাল আছেন । ভাল থাকুন সারাক্ষণ ।

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: বাবার সাথে আমার প্রত্যক্ষ্য কোন স্মৃতি নেই।মায়ের মুখেই বাবার মহানুভবতার কথা শুনেছি।অনেক ভালো লাগল লেখা

০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: দুঃখিত ।

আপনার বাবার আত্মার মাগফেরাত কামনা করছি ।

ভাল থাকুন মায়ের ছায়ায় সারক্ষণ ।

২০| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০৭

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



ভালো লাগলো ।
"মা" যদি থাকেন সন্তানের কায়া হয়ে , তবে "বাবা" থাকেন তার ছায়া হয়ে । সে ছায়া ধরা যায়না । শুধু অনুভবই করা যায় ।

৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দে ছন্দে যথার্থই বলেছেন । এই অনুভবের মুল্যায়ন করা সম্ভব নয়, এ অমূল্য ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.