নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

অনুভবের অদ্ভুত ঢং- রঙে মেখেছে !

০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৭



নীল সমুদ্রকে দেখি আমি বুকে অজস্র নক্ষত্র নিয়ে বসে থাকতে রাত্রির দেহে । গুচ্ছ বৃক্ষ ডানা নুয়ে জল সেবন করে হেরে যাওয়া শেকড়ের অনুরোধে ! ওরা এভাবে প্রকাশ করেছে প্রেমের যন্ত্রণা । আত্মাকে জীবন দিয়েছে মৃত্যুর কুঁড়েঘর সেজে ।

আমি তো শুধু বলেছিলাম সেদিন, 'তোমাকে ভালোবাসি'

অতঃপর সন্ধ্যা কাঁদলো, রাত কাঁদলো, সূর্য কাঁদলো এই স্বপ্নচূড়া হৃদয়ে । আমার ভোর হলো অজানা কোন তল্লাটে- জনহীন একাকি মানব শরীর, গলে পড়ছে মৃত্তিকা কণা । যে পথে এগিয়ে গেছি সে পথে ছড়িয়ে পড়েছে হৃদয়ের কর্পূর ঘ্রাণ । চেয়ে দেখার কেউ ছিলো না, প্রক্ষালিত করার কেউ ছিলো না, লজ্জা ঢেকে এই অসহায় হৃদয়ের সৎকার করার কেউ ছিলো না......... অনুভবের অদ্ভুত ঢঙ- রঙে মেখেছে !

দু'হাতের রৈখিক জমিনে ছাই নিয়ে দৌঁড়াচ্ছি আমি দিব্যি, রঙিন জল উড়ে যাচ্ছে বিহঙ্গের চোখে, সর্বাঙ্গে তৃপ্তিভরে নিচ্ছি দুঃখ । সেই যোজন দূর থেকেও সে শুনেছে হৃদয়ের অকৃত্তিম তৃপ্তির আদান-প্রদানের শূন্য দৃষ্টির হাহাকার । সে দেখেছে শূন্য দৃষ্টির ইতিহাসে শুধু তার অস্তিত্ব, পাতা পুড়ে পুড়ে হচ্ছে ছাই......

না পাওয়ার আসক্তিতে ভাসিয়ে দেয়া ঠিকানাহীন অতি যতনের শূন্য তরী....

......অতঃপর ক্ষণিকের তীব্র আশংকাগুলোকে ভেঙ্গেচুরে ফিরে এলো সেই তরী, সে চিঠি লিখেছে,

প্রিয়তম......


সেই চিঠিতে কর্পূরের ঘ্রাণ ছিলো । আজ এই তল্লাটে দুটি হৃদয় একসাথে...... অনুভবের অদ্ভুত ঢং- রঙে মেখেছে !



ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ১৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!!!

দারুন প্রকাশে অনুভবের রঙকে ছড়িয়ে দিলেন ভিন্নমাত্রায় বহুমাত্রায় :)

+++++++++

০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভাল থাকুন সারাক্ষণ ।

২| ০৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

রুদ্র জাহেদ বলেছেন: খুব ভালো লাগল

০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভাল থাকুন অশেষ ।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভাল থাকবেন সারাবেলা ।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

গেম চেঞ্জার বলেছেন: পড়তে দারুণ লাগছিল!

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

শুভ কামনা সারাক্ষণ ।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৭

সুমন কর বলেছেন: পোস্টে আগে ঘুরে গিয়েছিলাম। ঘোর লাগা, পড়তে ভালো লেগেছে।

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: জানি । লাইক দিয়ে গিয়েছিলেন !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

সারাক্ষণ ভাল থাকুন ।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৫

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




বাহ্‌.... প্রতিক্ষিত চিঠি এসেছে বলেই না লেখায় অনুভবের এতো অদ্ভুত ঢঙ, রঙ মেখে গেছে ।
সুন্দর ।

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: একটি আশান্বিত চিঠির অপেক্ষায় সবাই থাকি, কেউ পায় কেউ পায় না !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

সারাবেলা ভাল থাকুন ।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

সাহসী সন্তান বলেছেন: না বুঝেও যদি ভাল লাগা জানানোটা কোন অপরাধ না হয়ে থাকে তাইলে তাতেই সই! ;) তবে বুঝিয়ে দিলে ধইন্ন্যা (একটু সহজ সসরল ভাষায় লিখলে কি হয় বুঝি না)! :(

শুভ কামনা কথাকথি!

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০১

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা ! এখানেই কবি নীরব !!!

শুভ কামনা সারাবেলা ।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লেখা ভাল লাগল খুব

২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভাল থাকবেন সারাবেলা ।

৯| ২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০০

আমি তুমি আমরা বলেছেন: প্রক্ষালিত-মানে কি?

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধুয়ে পরিস্কার করা হয়েছে এমন ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভাল থাকুন সারাক্ষণ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.