নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
দূর করে দাও দূরত্বে- নক্ষত্র হয়ে
ভেজা ঘাসে পড়ে থাকবে শিশির নীরবে ।
জলের শেষার্ধে ঘুমাও তুমি নেশা হয়ে
বিবস্ত্র আকাশের সূর্য খুঁজবে সমুদ্র শুষে ।
নীল জ্যোৎস্না খুলে দেবে ফুলের পাপড়ি
পাগল ভ্রমর প্রদীপে কাঁদবে অস্তিত্ব ভুলে ।
অতঃপর ইতিহাসের প্রতিটি অক্ষর পোড়া হবে....
দীপশিখায় ছাইগুলো নিজেদের অমর দাবী করবে ।
হবে সবকিছু নিস্তব্ধ, বিদ্ধ ধনুকের ন্যায়
ভুল খুঁজবে সবাই, বলবে- ওহ বিধাতা !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:০৭
কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, এই দুটো নিয়েই যত সমস্যা !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
২| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা ধনুকের সুতোর মাঝে টাংকর দিয়ে গেল।
শুভকামনা কবি!
২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১০
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা ! তাইলে তো ভালোই, কিছুটা ভ্রমরের গান পাওয়া যাবে !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
নীল জ্যোৎস্না খুলে দেবে ফুলের পাপড়ি
পাগল ভ্রমর প্রদীপে কাঁদবে অস্তিত্ব ভুলে ।
পড়ে অনেক ভালো লাগলো ।
শুভ কামনা রইল ভাই।
২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল ।
আপনার জন্যও শুভ কামনা থাকলো ।
৫| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫১
সায়েদা সোহেলী বলেছেন: অতঃপর ইতিহাসের প্রতিটি অক্ষর পোড়া হবে....
সত্যি ই যদি সব পুড়িয়ে গেলেই ফুরিয়ে যেত !!!
লেখায় পরিবর্তন এর ছোঁয়া পেলাম মনে হচ্ছে !!!
++++
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: তা তো সম্ভব নয় । ওরা তো ফায়ার প্রুফ !!
পরিবর্তনের ছোঁয়া ! ঠিক তা নয়, অনেকদিন লেখি নি, আর এতো ছোট কবিতাও আমি কখনো লিখি নি । তাই লেখালেখিতে একটু খাপছাড়া ভাব দেখা দিয়েছে !! এই যা ।
আপনার নিক পিকে এবার একটা হাসির ছবি দেন । অনেকদিন ধরেই তো মুখ কালা করে আছেন, ছোয়ালে সমস্যা হতে পারে !!! হা হা
অবশেষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৬| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫
জেন রসি বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।
কেমন আছেন?
২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি । আপনিও নিশ্চয় ভাল আছেন ?
৭| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা!!!!
২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫
খায়রুল আহসান বলেছেন: ভেজা ঘাসে পড়ে থাকবে শিশির নীরবে - খুব সাধারণ একটা কথা, অতি পরিচিত দৃশ্য। অথচ কত সুন্দর!
নীল জ্যোৎস্না খুলে দেবে ফুলের পাপড়ি
পাগল ভ্রমর প্রদীপে কাঁদবে অস্তিত্ব ভুলে -- কাব্যিক এ চরণ দুটো ভাল লেগেছে।
ভুল খুঁজবে সবাই, বলবে- ওহ বিধাতা! - বাহ! কবিতার সমাপ্তিটাও খুব সুন্দর টেনেছেন।
ভ্রমরের ডানা এর মন্তব্য এবং আপনার উত্তর, দুটোই ভাল লাগলো।
১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার পড়ার ধরণটা চমৎকার । এবং বিস্তারিত মন্তব্যগুলো বেশ ভাল লাগে ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
শুভ কামনা ।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
* মনে হয়, শিরোনাম এবং ছবি বদলে দিয়েছেন।