নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
যে আকাশ তুমি করেছিলে রঙিন,
অজস্র নক্ষত্রে সাজে সে আকাশ
হৃদয়ের অদৃশ্য বৃত্তগুলো পাগল হয়,
বারণ ভেঙ্গে ডুব দেয় কালো সমুদ্রে
শুষ্ক ঠোঁটে নেমে আসে নীলাভ সন্ধ্যা ।
চন্দ্রালোকে যখন উড়ে যায় একটি গাঙচিল,
বক্ষ খুলে বলতে ইচ্ছে হয় তাকে খুব,
'ও গাঙচিল !
এনে দাও না আমার হারিয়ে যাওয়া নক্ষত্রগুলো
যেভাবে হয়েছো তুমি নিশাচর !
সীমাহীন পথ তোমার বিস্তৃত ডানায়,
থাকো যদি বিরহে তুমি, তবে
তোমার ঝরে যাওয়া পালকের একটি করে নাও আমায় !'
সেই গাঙচিল হয়তো ছিলো অপেক্ষায়
নক্ষত্রগুলো তাকিয়ে থাকে দৃষ্টিহীন চোখে
দৃষ্টান্ত হয়ে অধরার নিঃসঙ্গ বুকে ।
০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫
অপ্সরা বলেছেন: বাহ ভাইয়া!!!!
মুগ্ধ হলাম!!!!
আমি মুগ্ধ হলাম!!!!!!
০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: এটা কিন্তু রিম্যাক ভার্সন । অরজিনাল কিন্তু বিগতটা- বেশ বড় । নস্টালজিক ভাইয়ের কথা রেখে এটা সৃষ্টি, উনি বলেছিলেন কেটেকুটে আরো ছোট করে দেখতে ! গাম্ভীর্য বাড়বে !
তাহলে মনে হচ্ছে সার্থক কাব্য । তোমার মত মহীয়সী নারী মুগ্ধ হয়েছে তাতে !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১০
সুমন কর বলেছেন: আরে, এটা তো ভালো হলো। ভালো লাগা রইলো।
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: হুম, কষ্ট তাহলে সার্থক !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯
সাহসী সন্তান বলেছেন: তার মানে গাঙচিলকি আজও অধরাই রয়ে গেল? তবে সে যে দূর থেকে আস্কারা দিয়ে যাচ্ছে সেটা খুব ভাল ভাবেই বুঝতে পারছি! এমন আস্কারা না পেলে কি আর এতসুন্দর কবিতা বের হতো? মনে তো হয় না!
গতবারের কবিতাটা বুঝতে একটু কষ্ট হলেও আজকেরটা বেশ সহজবোধ্য! মানে মাথায় উপ্রে দিয়া যায় নাই আরকি!
চমৎকার কবিতায় ভাল লাগা! শুভ কামনা কথাকথি!!
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । তাহলে তো মনে হয় আস্কারা দেয়াই ভাল ! !
আপনি বুঝতে পেরেছেন জেনে ভাল লাগলো অনেক ।
আপনার জন্যও শুভ কামনা রইলো ।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০০
বিজন রয় বলেছেন: সুন্দর।
অধরের কােণে কােণে রূপোলি স্রােত
অধরের অগ্নিকোণে রূপোলি স্রোত।
ভাললাগাস্বরূপ দু'লাইন দিয়ে গেলাম।
তবে অধর আর অধরার পার্থক্য আছে নিশ্চয়ই।
শুভকামনা।
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: ভালো লাগার দারুণ প্রকাশ । লাইনগুলো সুন্দর, ভাল লেগেছে ।
শুভ কামনা রইলো বেশ ।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৭
ধ্রুবক আলো বলেছেন: কবিতাটা সুন্দর হইছে,, দারুন লেখনি
+++
শুভ কামনা
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল ।
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ ভালো লাগল।
++++
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ভালো লাগা এই ভাললাগার মধ্যে !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৬
হাসান মাহবুব বলেছেন: গাঙচিলের কাছে আকুতিটা খুব সুইট লাগলো।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার সুইট লাগছে শুনে ভাল লাগলো অনেক ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
"শুষ্ক ঠোঁটে নেমে আসে নীলাভ সন্ধ্যা।"
সুন্দর উপমা। পুরোটাই সুন্দর।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
কথাকথিকেথিকথন বলেছেন: ভালো লাগলো অনেক আপনার সুন্দর ভাব প্রকাশে ।
ধন্যবাদ এবং শুভ কামনা রইলো ।
১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:২০
সায়েদা সোহেলী বলেছেন: ভালো হয়েছে,, যথেষ্ট সহজবোধ্য,,,,
০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: হুম, ভাল লাগছে জেনে । কর্মটা দেখছি যথেষ্ট সফল হয়েছে। এবার থেকে আরো নিরীক্ষণ চালিয়ে কবিতা পোস্ট দিতে হবে !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০২
ফারহানা শারমিন বলেছেন: সুন্দর।ভাল লাগল।
১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লাগল
১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
শাব্দিক হিমু বলেছেন: সেই গাঙচিল হয়তো ছিলো অপেক্ষায়
নক্ষত্রগুলো তাকিয়ে থাকে দৃষ্টিহীন চোখে
দৃষ্টান্ত হয়ে অধরার নিঃসঙ্গ বুকে ।
ভালো লাগলো। প্লাস