নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
সূর্য নিশিতে ছিলো আমার একগুচ্ছ ইচ্ছে
ফুল হয়ে খুশবু ছড়াবো সবার নিঃশ্বাসে ।
চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, ঘোরে ঘড়ির বিশ্রামহীন কাঁটা
হৃদয়ের ছোট্ট কুঁড়ে ঘরে অনুভবের কত রঙ্গ তামাশা !
কবিতা নিয়ে হয়তো গায় নি কেউ কোন গান, কবিতার জন্য হয়তো কেউ উৎসর্গ করে নি জীবন ।কিন্তু তুমি মনে করো যদি হৃদয়েরও জীবন আছে, তবে তুমি ভুল করছো কবি নামক এক ধরণের উর্বশী বিহঙ্গকে উপেক্ষা করে। যারা উৎসর্গ করছে তাদের হৃদয়ের জীবন শুধু কবিতার তরে, কবি রেখেছে তাদের আত্মার অন্তরিক্ষে। এই যে সম্পর্ক, এ এক অবিচ্ছেদ্য, অলৌকিক !
কত কবি কাটিয়েছে তাদের জীবন নিঃসঙ্গতায়, সকল স্নায়বিক সম্পর্ককে খামখেয়ালীপনা দেখিয়ে বেছে নিয়েছে স্বেচ্ছায় নির্বাসন । সত্য এই যে, তারা কখনো নিজেদের নিঃসঙ্গ করে নি, তারা কবিতার নিকট থেকে নিকটে গমন করেছিলো । সত্য প্রেমে মানুষ মৃত্যুকেও উপেক্ষা করে ঠিক তেমনি কবিদের প্রেম হয় কবিতার সাথে । বাস্তব পৃথিবী হয়ে যায় কল্পনা, এখানে সে যা ইচ্ছে তা করে বেড়ায় নির্দ্বিধায় । হয়তো সে খুনসুটি করছে কোন শব্দের সাথে কিংবা করছে সে কোন চরণের সাথে বেহুদা অভিমান ! পৃথিবীর কোন রাজা তার রাজ্য নিয়ে টিকে থাকার অদম্য মৌনবাসনা নিঃসঙ্কোচে কখনো বলে দিতে পারে নি । কিন্তু একজন কবি খুব সহজ শব্দে কঠিনভাবে বলে দিতে পারে, এই রাজ্য আমার, নো ওয়ান ক্যান টাচ মাই রেলম, নো ওয়ান উইল !
কবিরা বলে, কবিকে নয়, কবিতাকে ভালোবাসো । নিঃসঙ্গ কবিকে ভালোবেসে শুধু নিঃসঙ্গতাই যোগ হবে । কিন্তু কবিতাকে ভালোবেসে দেখো, তোমার নিঃসঙ্গতা ঘুঁচবে । জৈবিক স্রোতধারায় কবির চোখ হয়তো তোমাকে শুধু ধোঁকাই দেবে, কিন্তু মানস তরঙ্গে তার গভীরতায় তুমি হারিয়ে যাবে । মূলত বয়ে চলা জীবনের চোখে, 'কবিরা বদ্ধ উম্মাদ।' আর কবিদের চোখে, 'এসব জীবন শুধুই এক অনাকাঙ্খিত অপচয় !' জীবন বলে, 'ভালবেসে শুধু শুধু নিঃসঙ্গতা বাড়ে বৈকি, কখনো কমে না ।' কবিরা বলে, 'ভালোবেসে যাও, ভালোবাসা অমর, যেখানে আত্মার মৃত্যু নেই সেখানে ভালোবাসা মৃত্যু হয় কী করে ! ভালোবাসাতো আত্মারই পরিপূরক । ভালোবাসাই শুধু জড়ো করতে পারে একই রেখায় অজস্র হৃদয়। ভালোবাসা বিনে অন্যসব শুধুই চক্ষুদ্বয়ের তীক্ষ্ম বিভ্রান্ত ।' কবিরা চেনে শধু হৃদয়কে, দেখে শুধু হৃদয়কে । কবিদের ভাবতে পারো তুমি হৃদয়ের এক অদম্য সমার্থক ! যেখানে নিভে যায় সকল আলো, শুধু নেবে না কবিদের চোখ ।
কবিতার কাণ্ডারি হবো বলে কিছু স্বপ্ন নিয়ে এসেছি আমি তোমাদের এই গম্ভীর নগরীতে । অথচ হয়ে যায় সব মিথ্যে, কখনো যাই হারিয়ে তোমাদের তৃষ্ণার্ত দৃঢ় দৃষ্টির কাছে, দাও হারিয়ে আমায় তোমাদের অপ্রতিরোধ্য শব্দের খেলায়। অধরার এই জীবনে কবিতার হয়তো নেই কোন প্রয়োজন, অথবা এ শুধু সময়ের অসুস্থ অপচয় । তবুও আমি শব্দ কামড়ে থেকে যেতে চাই, তোমাদের সান্নিধ্যে, জীবনের চোখে নিঃসঙ্গ হয়ে, উন্মাদ হয়ে!
নিঃশর্ত উৎসর্গ ! সকল কবিতানুরাগীদের ।
ছবি- নেট কৃতজ্ঞতা ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ কবিরা খুব ভালবাসতে জানে ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৬
অপ্সরা বলেছেন: থাকো থাকো কবিভাইয়া। কবিদের মাঝেই থাকো।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: হুম, তা তো বটে ! আপনিও তো একজন কবি । আপনি চলে এসেছেন তাহলে আমার কবিদের মাঝে থাকার পথ ঠিক দিকে এগুচ্ছে !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪১
অপ্সরা বলেছেন: আমি পথভোলা এক পথিক এসেছি
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । গান থেকেতো গানের ড্যান্সটাই মন ভোলায় বেশি !!
আমি কিন্তু পথভোলা না । আপামর জনগণ কিন্তু আপনি একজন স্বতসিদ্ধ কবি বলেই রায় দিয়েছে। আপনার সাথে আমার প্রথম দিকের কবিতা গুলোয় এবং আপনার কিছু পোস্টে কবিতা কবিতা খেলা হয়েছে । আপনার প্রতিউত্তরে কী কবিতা লিখবো তা ভেবে তো আমি বেহুঁশ হয় যেতাম বার বার !!!
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৯
অরুনি মায়া অনু বলেছেন: নিঃসঙ্গ কবিকে ভালোবেসে শুধু নিঃসঙ্গতাই যোগ হবে । কিন্তু কবিতাকে ভালোবেসে দেখো, তোমার নিঃসঙ্গতা ঘুঁচবে " খুব সুন্দর বলেছেন। কবিতাই একমাত্র মাধ্যম যার দ্বারা অব্যক্ত সব বলা যায়। কবিতা কাঁপিয়ে দিতে পারে বিশ্ব। অবশ্যই কৃতিত্ব রয়ে যায় কবির।
সুন্দর এই লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার বলেছেন । ইতিহাসে কবিতার ক্ষুরদ্বার অনন্য হয়ে আছে ।
তাই তো রবীন্দ্রনাথ 'সোনার তরী' কবিতাটি লিখেছেন ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২১
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
খুব সুন্দর লিখেছেন।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি কবি নই , তবে কবিদের দলে থাকতে চাই ।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: আপনি গুণীজন । গুণীজনেরা কবিদের দলে থাকবে এই তো স্বাভাবিক !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২০
সাহসী সন্তান বলেছেন: জীবনের নিঃসঙ্গতা ঘোচাতে কবিতাই যে শ্রেষ্ট মাধ্যম সেটা আমিও বুঝি। বে-খেয়ালে এখানে নিজের মনের অনেক কিছুই উঠিয়ে দেওয়া যায়। সেটা সুখেরও হতে পারে, আবার দুঃখেরও হতে পারে। তাইতো কবি এবং কবিতা, আমি উভয়ের সাথেই থাকি।
চমৎকার মুক্ত গদ্য! শুভ কামনা কথাকথি!
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: বে-খেয়ালে এখানে নিজের মনের অনেক কিছুই উঠিয়ে দেওয়া যায়। সেটা সুখেরও হতে পারে, আবার দুঃখেরও হতে পারে । - আপনার কথাগুলো চমৎকার ।
সাহসী সন্তানরাই তো কবি এবং কবিতা উভয়ের সাথে থাকে ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬
বিজন রয় বলেছেন: এই তো আপনি আপনার নিজস্ব, স্বকীয়ধারায় ফিরে এসেছেন।
যতদুর মনে পড়ছে আপনার প্রথম দিককার পোস্টগুলো এরকম ছিল।
চমৎকার!!
আপনার ভিতরের সফট বিষয়গুলিকে আরো একটু নিরবতা দান করুন।
শুভকামনা।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৭
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার ভিতরের সফট বিষয়গুলিকে আরো একটু নিরবতা দান করুন- হ্যাঁ, এই বিষয়ে আরো মনযোগী হতে হবে।
আপনার জন্যও শুভ কামনা রইলো ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১২
এডওয়ার্ড মায়া বলেছেন: শব্দে উন্মাদ হওয়া ভাল ।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিরা বলে, কবিকে নয়, কবিতাকে ভালোবাসো ।
অনেক সুন্দর লিখেছেন ।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: হুম, কবি এবং কবিতা নিয়ে গান আছে । গান বেশ ভাল লেগেছে । গানের এই পাঞ্চ লাইনটা অসাধারণ- ঘুমোও বাউন্ডুলে ঘুমাও এবার !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২০
শাব্দিক হিমু বলেছেন: তরতাজা ভালোবাসাগুলো আজ কবিদের অবদান, ভালোবাসায় বসন্ত আসে কবির হৃদয় তরঙ্গ হতে, কবিতায় ভেসে মিশে যায় অনুভূতির পল্লবে পল্লবে, ভালোবাসা হয়ে উঠে সতেজ, উপভোগ্য।
খুব ভালো লেগেছে লেখাটা।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার কথাগুলো চমৎকার । কবির কবিতা মানেই তো ভালোবাসা !
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৮
সুমন কর বলেছেন: প্রতিটি লাইন ভালো লেগেছে।
কবিদের ভাবতে পারো তুমি হৃদয়ের এক অদম্য সমার্থক ! যেখানে নিভে যায় সকল আলো, শুধু নেবে না কবিদের চোখ।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৮
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
জেন রসি বলেছেন: শব্দের নেশায় মাতাল হওয়া চলুক। চিয়ার্স।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০২
কথাকথিকেথিকথন বলেছেন: হুম, চিয়ার্স !!
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৪
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বাস্তব পৃথিবী হয়ে যায় কল্পনা, এখানে সে যা ইচ্ছে তা করে বেড়ায় নির্দ্বিধায় । হয়তো সে খুনসুটি করছে কোন শব্দের সাথে কিংবা করছে সে কোন চরণের সাথে বেহুদা অভিমান ! পৃথিবীর কোন রাজা তার রাজ্য নিয়ে টিকে থাকার অদম্য মৌনবাসনা নিঃসঙ্কোচে কখনো বলে দিতে পারে নি । কিন্তু একজন কবি খুব সহজ শব্দে কঠিনভাবে বলে দিতে পারে, এই রাজ্য আমার, নো ওয়ান ক্যান টাচ মাই রেলম, নো ওয়ান উইল।
এই কথাগুলো খুবই ভালো লাগলো। অসাধারণ দর্শন।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৬
মনিরা সুলতানা বলেছেন: কবিরা বলে, কবিকে নয়, কবিতাকে ভালোবাসো ।
আমি কবি কবিতা সবাই কে ভালোবাসি !!!
শুভ কামনা
০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: আপনিও তো একজন কবি । কবিরা তো কবি এবং কবিতা দুইটাই ভালবাসবে এ তো নিয়ম ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯
খায়রুল আহসান বলেছেন: কবিদের প্রেম হয় কবিতার সাথে - কি চমৎকার একটা কথা বললেন!
একজন কবি খুব সহজ শব্দে কঠিনভাবে বলে দিতে পারে, এই রাজ্য আমার, নো ওয়ান ক্যান টাচ মাই রেলম, নো ওয়ান উইল ! - অসাধারণ!
নিঃসঙ্গ কবিকে ভালোবেসে শুধু নিঃসঙ্গতাই যোগ হবে । কিন্তু কবিতাকে ভালোবেসে দেখো, তোমার নিঃসঙ্গতা ঘুঁচবে - কবিতা যখন হয় চিন্তার সাথী, তখন আর নিঃসঙ্গতা থাকে না।
নিঃশর্ত উৎসর্গটুকুও খুব ভাল লাগলো। পোস্টে প্লাস + +
২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার বিশ্লেষণধর্মী পাঠ বেশ ভালো লাগলো । যদিও আপনি এভাবেই পাঠক্রিয়া সম্পন্ন করেন !
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
ভাল থাকুন ।
১৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৪
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের সংখ্যা খুব বেশী নয়, তবে বেশ কিছু ভাল ভাল মন্তব্য এসেছে এ লেখায়, এবং প্রতিমন্তব্যও। সেগুলোতে 'লাইক' দিয়ে গেলাম।
২৮ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: মন্তব্যে এবং প্রতিমন্তব্যও পড়েছেন জেনে খুব ভাল লাগলো । লেখার পাশাপাশি প্রতিক্রিয়াগুলোও পড়া ভাল অভ্যাস ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৫
মারুফ তারেক বলেছেন: তবুও আমি শব্দ কামড়ে থেকে যেতে চাই, তোমাদের সান্নিধ্যে, জীবনে চোখে নিঃসঙ্গ হয়ে, উন্মাদ হয়ে।
এভাবেও বলে দেয়া যায়..
কবিরা ভালোবাসতে জানে, খুব ভালোবাসতে জানে।