নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

বিজয়ের নৃশংস মৃত্তিকা।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১০



প্রতিটি সন্ধ্যায় ভীষণ ভয় হয় আমার
আসবে না তো ফিরে সেই গভীর রাত !
হৃদয়ে সঞ্চারিত হয় রক্তাক্ত শিহরণ
নিঃশ্বাসে বারুদের গন্ধ ভেসে বেড়ায় ।

এখনো বিছানায় মাঝরাতে আতঙ্কিত হই
দরজায় কীসের আওয়াজ ?
ওরা দাঁড়িয়ে নেই তো ওপাশে !
একদল রক্তপিপাসু পিশাচ ?
মা এসে বলে, ভয় পাস নে খোকা
ওরা আর আসবে না ফিরে ।
কিন্তু এই কালো রাত ?
তার বুকে যেন ভেসে বেড়ায় রক্তের স্রোত।

প্রতিদিন ঘর থেকে বের হলে
সেই রাস্তা, খেলার মাঠ, স্কুল, মসজিদ, মাদ্রাসা
শুনি বুটের ছুটে চলা সর্বনাশী ধুম ধুম শব্দ
অস্ত্রের ঝনঝন আওয়াজ, ট্রিগারে ঝুলে আছে নিষ্পাপ প্রাণ
শুনি তাদের মুখে মৃত্যুর জয়গান
আমার ভাইদের শেষ নিঃশ্বাস, বোনের নিঃসঙ্গ চিৎকার
শত মায়ের বুক ভরা আর্তনাদ,
আমি দেখি বিশৃঙ্খলায় পড়ে থাকা দেহগুলো, এখানে-সেখানে
কুঁরে কুঁরে খাচ্ছে মৃত হৃদপিণ্ড পোকামাকড়ের দল
শুধু দেখি না আমি আমার অকুতোভয় বীরদের বীরত্ব
গুলি, গ্রেনেট হাতের সেই তীক্ষ্ণ চক্ষু ।
স্বপ্নমাখা বিজয়ে নিথর দেহের অম্লান হাসি !
আমি দেখি শুধু তাদের হিসেবহীন আত্মত্যাগ
আমি দেখি তাদের বুকে গেঁথে থাকা বুলেট
আমি দেখি পড়ে থাকা মা বোনদের নির্লজ্জ দেহ
আমি দেখি নিষ্পাপ শিশুর হাসিহীন নিথর মুখ
আমি দেখি সবুজের বুকে শুধু লাল পড়ে থাকতে, জমাট লাল।

প্রিয় ভূমি,
তুমি জানো ?
ঝরে পড়া রক্তকে আমি ভীষণ ভয় পাই
কারণ কী জানো ?
এই রক্তে বেঁচে থাকে হৃদয়
এই রক্তে বেঁচে থাকে নিরপরাধ স্বপ্ন
তাদের আমি ভাবতে পারি না এভাবে মরতে
অথচ ওই পিশাচগুলো, অবলীলায় ঝরিয়েছিলো সেই রক্ত !
আমার চক্ষু ঘৃণায় ক্ষত বিক্ষত হয়,
দাউ দাউ করে জ্বলে উঠে নিভে থাকা সেই আগ্নেয়গিরি
তখন মন চায় বিজয়ের পদতলে তাদের আবারো পিষে দেই
আবারও তাদের প্রতিটি শিরায় বিজয়ের বিষ ঢুকিয়ে দেই।


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৩৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬

বিজন রয় বলেছেন: +++++

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

বিজয়ের শুভেচ্ছা ।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

প্রামানিক বলেছেন: এই রক্তে বেঁচে থাকে হৃদয়
এই রক্তে বেঁচে থাকে নিরপরাধ স্বপ্ন
তাদের আমি ভাবতে পারি না এভাবে মরতে
অথচ ওই পিশাচগুলো, অবলীলায় ঝরিয়েছিলো সেই রক্ত !


অনেক ভালো লাগল কাব্য কথামালা।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

বিজয়ের শুভেচ্ছা ।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর++++

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

বিজয়ের শুভেচ্ছা ।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
এখনো বিছানায় মাঝরাতে আতঙ্কিত হই
দরজায় কীসের আওয়াজ ?
ওরা দাঁড়িয়ে নেই তো ওপাশে !
একদল রক্তপিপাসু পিশাচ ?


অনেক ভাল লাগা রেখে গেলাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: আবারও ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতি উত্তরের জন্য ধন্যবাদ।

আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১০

কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা গৃহীত হলো ।

আপনিও ভাল থাকুন ।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১

সাহসী সন্তান বলেছেন: কবিতার প্রত্যেকটা পরতে পরতে যেন ভাল লাগা কাজ করছে! আসলে আমার মনে হয় সাধারণ কম্পিলিমেন্টে এই ধরনের কবিতা গুলোর বিশেষত্ব বর্ননা করা কঠিন! তবে কবিতাটা পড়তে গিয়ে মন বেদনায় ভরে উঠছিল! ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়ছিলাম! :(

প্রিয়তে রেখে দিলাম! চমৎকার কবিতায় ভাল লাগা কথাকথি!

শুভ কামনা জানবেন!

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার এমন মন্তব্যও সাধারণ কমপ্লিমেন্টে ব্যাখ্যা করা সম্ভব নয় । তাই আর করলাম না ! শুধু দেখে রইলাম ।মনের মধ্যে বেশ অন্যরকম অনুভূতি খেলা করছে । রেখে দিলাম নিজের স্থায়ী আলমিরাতে ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনার জন্যও শুভ কামনা অশেষ ।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

হাসান মাহবুব বলেছেন: বিজয়ের শুভেচ্ছা রইলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনাকেও বিজয়ের শুভেচ্ছা ।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১০

আমি তুমি আমরা বলেছেন:



এই রক্তে বেঁচে থাকে হৃদয়
এই রক্তে বেঁচে থাকে নিরপরাধ স্বপ্ন
তাদের আমি ভাবতে পারি না এভাবে মরতে
অথচ ওই পিশাচগুলো, অবলীলায় ঝরিয়েছিলো সেই রক্ত !

বেশ ভাল লাগল লাইনগুলো।ষষ্ঠ ভাল লাগা :)

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

বিজয়ের শুভেচ্ছা ।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

সুমন কর বলেছেন: .......মন চায় বিজয়ের পদতলে তাদের আবারো পিষে দেই
আবারও তাদের প্রতিটি শিরায় বিজয়ের বিষ ঢুকিয়ে দেই।


সুন্দর হয়েছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

বিজয়ের শুভেচ্ছা ।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দাউ দাউ করে জ্বলে উঠে নিভে থাকা সেই আগ্নেয়গিরি
তখন মন চায় বিজয়ের পদতলে তাদের আবারো পিষে দেই
আবারও তাদের প্রতিটি শিরায় বিজয়ের বিষ ঢুকিয়ে দেই।

বিজয়ের শুভেচ্ছা +++

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনাকেও বিজয়ের শুভেচ্ছা ।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আসলেই কিছু কিছু স্মৃতি চিরকাল জীবন্ত হয়ে রয়। স্বাধীনতার যুদ্ধ দেখিনি, তবে বি,ডি,আর বিদ্রোহ দেখেছি কাছ থেকে। তাতেই কিছুটা অনুমান করেছিলাম স্বাধীনতার যুদ্ধের ভয়াবহতা।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১১

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার দুর্ভাগ্য যে আপনি এমন একটা ভয়াবহতাকে কাছ থেকে দেখেছেন। তবে এ ও সৌভাগ্য ৭১ এর চিত্র কিছুটা হলেও উপলব্দি করতে পেরেছেন আপনি । কেউ যেন আর এমন নৃশংস দৃশ্যপটগুলোর এর মুখোমুখি না হয় এ আশাই রইলো ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

বিজয়ের শুভেচ্ছা রইলো ।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২১

ধ্রুবক আলো বলেছেন: আমার চক্ষু ঘৃণায় ক্ষত বিক্ষত হয়,
দাউ দাউ করে জ্বলে উঠে নিভে থাকা সেই আগ্নেয়গিরি
তখন মন চায় বিজয়ের পদতলে তাদের আবারো পিষে দেই
আবারও তাদের প্রতিটি শিরায় বিজয়ের বিষ ঢুকিয়ে দেই।
++++++
অভিনন্দন এরকম একটা লেখার জন্য ভাই.,,, অনেক ধন্যবাদ.। হৃদয় কাপানো একটা লেখা...
প্রিয়তে রাখলাম...

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৩

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

বিজয়ের শুভেচ্ছা রইলো ।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৮

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

বিজয়ের শুভেচ্ছা ।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

ওমর আল হাসান বলেছেন: নর পিচাশরা এখনও বাংলার বুকে আছে, ভাই....

১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: হুম । তা তো থাকবেই । যারা দেশে থেকেই দেশের ক্ষতি করে তারাও তো এদের অন্তর্ভুক্ত ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

বিজয়ের শুভেচ্ছা ।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসাধারণ লাগলো ++++++

১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো।

বিজয়ের শুভেচ্ছা ।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১২

ভ্রমরের ডানা বলেছেন:
বিজয় আমাদের গর্ব, আমাদের অহংকার!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, বিজয় এসেছে বলেই তো আমরা এক জাতি, এক দেশ ।

বিজয়ের শুভেচ্ছা ।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১১:০১

খায়রুল আহসান বলেছেন: প্রিয় ভূমি,
তুমি জানো ?
ঝরে পড়া রক্তকে আমি ভীষণ ভয় পাই
কারণ কী জানো ?
এই রক্তে বেঁচে থাকে হৃদয়
এই রক্তে বেঁচে থাকে নিরপরাধ স্বপ্ন
- চমৎকার অভিব্যক্তি! খুব ভাল লাগলো।
কবিতায় দ্বাদশ + +

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

বিজয়ের শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.