নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
এসো এসো, এখানে এসো... !
শুনে যাও তোমাদের একান্ত গুণগান
যা লিখে রেখেছি আমার অন্তর্গৃহের পুথি খুঁড়ে
মহাকাল নাম দিয়েছে তোমাদের- বাঙালি
বাংলার অঞ্জলি, উদ্ভাসিত আলোর নির্লিপ্ত ছটা
হৃদয়ে লালন করো বীরত্ব, মুখে মধুর সুর !
দেখেছি আমি তোমাদের হৃদয়ে একটি নাম- স্বাধীনতা
তোমরা করেছো নিজেদের বিসর্জন,
কখনো কী ভাবো নি তোমাদের প্রাণের মূল্য ?
হয়তো ভেবেছো, স্বাধীন নিঃশ্বাসের মূল্য এরও অধিক !
দেখ কী তোমরা ?
বাড়ির আঙিনায় নিশ্চিন্ত মনে দাঁড়িয়ে থাকে মায়েরা
খোকা ফিরবে ঘরে মাঠ-প্রান্তর পেরিয়ে !
তোমরা কী দেখো ?
তোমাদের উত্তরসূরিরা কলার উঁচিয়ে নামে রাজপথে
ওরা মিছিলে বলে, এই দেশ আমার, এই মৃত্তিকা আমার !
তোমরা কী দেখো ?
এখানে বেড়েছে প্রাণ, বেড়েছে স্পন্দন
পথঘাট, অলিগলি, হাঁটবাজার, স্কুল-কলেজ
মসজিদ, মাদ্রাসা, মাঠ-প্রান্তর কোথাও খালি নেই এটুকু জায়গা !
তোমরা জানো ?
এরা সবাই বাংলায় কথা বলে, বাংলায় গান গায়
এদের মুখে শুধু শোনা যায় 'বাংলাদেশ', তোমাদের দেয়া বাংলাদেশ !
এরা একে অপরের সাথে তোমাদের অকুতভয় হৃদয়ের গল্প বলে
বলে তোমাদের নিয়ে মিশে যাওয়া সেই মৃত্তিকার কথা !
আমি অবাক হয়ে চেয়ে থাকি,
আমি দেখি তাদের চোখে তোমাদের অগ্নিঝরা চোখ
আমি দেখি তাদের নিঃশ্বাসে তোমাদের উত্তপ্ত নিঃশ্বাস
আমি দেখি তাদের হৃদয়ঘেরা তোমাদের অদম্য বুকটুকু
আমি শুনি তাদের ছুটে চলায় তোমাদের পদধ্বনি
আমি শুধুই দেখি তাদের দেহজুড়ে তোমাদের পাগলাটে বিজয় !
প্রিয় হৃদপিণ্ড
তোমরা ভুল কর নি রক্তিম গোলাপ সেজে
দিয়েছো তোমরা একটি জাতি, একটি দেশ
যার বুকে তোমরা জন্ম নাও ক্ষণে ক্ষণে
তোমরা মরে গিয়ে যাও নি পঁচে
বরং পেয়েছো বেঁচে থাকার একটি নির্মল বুক !
তোমরা কী জানো আমি কে ?
আমি ইতিহাস,
আমি থেকেছি, থাকবো,
আমি লিখেছি, লিখে যাবো !
আমি অপেক্ষা করি ওঁত পেতে তোমাদের বিজয় লিখতে
দাও মোরে এভাবে দিক দিগন্ত 'বিজয়'
আমি লিখে যাবো অমরগুলো !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২১
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৭
শাহরিয়ার কবীর বলেছেন:
বাংলাদেশ -এর জন্মদিনে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।।যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। অদম্যশক্তি মনের মধ্যে রেখে সামনে এগিয়ে যাওয়ার সাহস পাই। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার প্রতিও রইলো আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ।
গভীর শ্রদ্ধা অকুতভয় সেই সকল আত্মার প্রতি ।
শুভ কামনা রইলো ।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতায় +++++
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: আবারও ধন্যবাদ এবং বিজয়ের শুভেচ্ছা ।
ভাল থাকুন ।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩০
জেন রসি বলেছেন: সুন্দর কবিতা। বিজয়ের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ ।
আপনাকেও বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন: অস্থির কবিতা।
অনেক ভালো লাগল।
কবিতার কথাগুলো যদি আমাদের সবার হৃদয় এর কথা হত তাহলে কি যে হতো.....
কথাগুলো সবার হৃদয় এ গেঁথে যাক।
বিজয়ের শুভেচ্ছা!
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার আকুতি সুন্দর । গেঁথে যাক সবার হৃদয়ে । বিজয়ের আলোয় ভরে যাক সবার অন্তর ।
বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৬
ডার্ক ম্যান বলেছেন: ভাল লাগলো। বিজয় দিবসের শুভেচ্ছা
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইল ।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭
অরুনি মায়া অনু বলেছেন: জীবন দিয়েই তাঁরা দিয়ে গেছে নতুন ভোর। মৃত্যুর পরেও হয়ে রয়েছে অমর। সুন্দর লিখেছেন।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
সাদা মনের মানুষ বলেছেন:
এরা সবাই বাংলায় কথা বলে, বাংলায় গান গায়
এদের মুখে শুধু শোনা যায় 'বাংলাদেশ', তোমাদের দেয়া বাংলাদেশ !
এরা একে অপরের সাথে তোমাদের অকুতভয় হৃদয়ের গল্প বলে
বলে তোমাদের নিয়ে মিশে যাওয়া সেই মৃত্তিকার কথা !
.........আমরা সত্যিইতোমাদের নিয়া গর্ববোধ করি।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: তাঁরা তো গর্বেরই ! থাকবে এই হৃদয়ে এভাবে ।
বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
জুন বলেছেন: আবেগময় কবিতা কথা কথি । অনেক ভালোলাগা রইলো।
সাথে বিজয় দিবসের অকৃত্রিম শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: অনেকদিন পর !
আপনাকেও বিজয়ের অকৃত্তিম শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
ধ্রুবক আলো বলেছেন: আপনি লিখে যান সুন্দর সুন্দর সব কবিতা লেখনি.,,,,
অনেক শুভ কামনা রইলো,,
একখানা ভালো লাগা রাখলুম কবিতায় আর প্রিয়তে রাখলাম কবিতাখানি....,
+++++++
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০২
নীলপরি বলেছেন: বাহ , খুব ভালো লাগলো ।
শুভকামনা ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৫
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
মনের মানচিত্রের রক্তিম স্লোগান আঁকা থাকলে পরেই এমন কবিতা লেখা যায় ! লেখা যায় - আমি বাংলায় কথা কই , বাংলায় গাই গান ।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, আমরা বাংলায় কথা কই, বাংলায় সুর তুলি ।
বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৯
ডঃ এম এ আলী বলেছেন: আমি অপেক্ষা করি ওঁত পেতে তোমাদের বিজয় লিখতে
দাও মোরে এভাবে দিক দিগন্ত 'বিজয়'
আমি লিখে যাবো অমরগুলো !
খুবই সুন্দর অনুভুতি
শুভেচ্ছা রইল ।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আমি বাংলায় দেই আমার শ্লোগান
বাংলাতেই মুক্তি পাই..
আরশে, হাশরে কথা কব আমি
নিশ্চিন্তে বাংলায়!
সকল ভাষাই প্রভুর জানি-
তাই কোন ব্যবধান না খুঁজে পাই
আমি হেসে খেলে নিশ্চিন্তে -
বাংলায় স্বর্গে যাই
বিজয়ের শুভেচ্ছা
১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর বলেছেন ছন্দে ছন্দে । ভাষা এবং স্বাধীনতার প্রতি মমত্ব এভাবে সবার মনকে বিস্তৃত করুক ।
বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩
সাহসী সন্তান বলেছেন: হৃদয়ে শিহরণ জাগানো কথামালা! খুব ভাল লাগলো! 'দেখেছি আমি তোমাদের হৃদয়ে একটি নাম- স্বাধীনতা'- বহুদিন পর এমন একটা সুন্দর কথা শুনলাম!
বিজয়ের শুভেচ্ছা কথাকথি! শুভ কামনা জানবেন!
১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: প্রায় সময় নয় সবসময়ই আমার মনে হয় আমার কবিতা লেখা হয় না । এমনো মনে হয় আপাতত কবিতার হেডলাইনে লেখা এসব খামখেয়ালিপনার এই চ্যাপটারটাই বাদ দেই !! কিন্তু যখন আপনারা এভাবে মন্তব্য করেন তখন একটু একটু মনে হয় আমি বোধয় কবিতা লিখতে পারি !! হা হা
অনেক ধন্যবাদ সাহসী সন্তান ।
বিজয়ের শুভেচ্ছা । শুভ কামনা অশেষ ।
১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৯
দ্য ইলিউশনিস্ট বলেছেন: সুন্দর!
বিজয়ের শুভেচ্ছা।
১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর কবিতায় অনেক অনেক ভালোলাগা
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১০
আমিই মিসির আলী বলেছেন: প্রিয় হৃদপিণ্ড
তোমরা ভুল কর নি রক্তিম গোলাপ সেজে
দিয়েছো তোমরা একটি জাতি, একটি দেশ
যার বুকে তোমরা জন্ম নাও ক্ষণে ক্ষণে
তোমরা মরে গিয়ে যাও নি পঁচে
বরং পেয়েছো বেঁচে থাকার একটি নির্মল বুক !
এ দেখি প্রায় বিদ্রোহী।
++
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে ভীষণ উজ্জীবিত হ'লাম। মন্তব্যগুলোও ভাল লেগেছে।
আমি শুধুই দেখি তাদের দেহজুড়ে তোমাদের পাগলাটে বিজয়! - অসাধারণ অভিব্যক্তি!
বিজয়ের মাসের উপযুক্ত কবিতা। বিজয়ের শুভেচ্ছা নিন!
কবিতায় + +
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪
ভ্রমরের ডানা বলেছেন:
অসাধারণ বিজয় কাব্য!
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
২১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: অসাধারন লেখনি!
প্লাস
অনুগ্রহ করে আগের মন্তব্যটা মুছে দিন।
০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
২২| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০১
মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন কবি। শুভ কামনা রইল
১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
আপনার জন্যও শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৫
সুমন কর বলেছেন: আমি ইতিহাস,
আমি থেকেছি, থাকবো,
আমি লিখেছি, লিখে যাবো !
আমি অপেক্ষা করি ওঁত পেতে তোমাদের বিজয় লিখতে
দাও মোরে এভাবে দিক দিগন্ত 'বিজয়'
+++। বিজয়ের শুভেচ্ছা।