নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

বিনিদ্র কথোপকথন ।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২১



- কবি, তুমি ঘুমাও এবার । অবসন্ন ভোর সন্নিকটে!

- গিয়াছে চলিয়া যে পাইয়াছিলাম কোন এক মধুর গগনে গোপনে ধূম্রজালের আঁড়ালে...

- তুমি কী এবার সাধুতে চলে গেছো !

- ডোন্ট টক, দেয়ার ইজ সামথিং আই কেয়ার ।
সুধাইয়া দিয়াছিলাম অন্তরিন্দ্রিয়ের হাঁসফাঁস বিষণ্ণতাগুলো চুপি চুপি তার হৃদয়ের কর্ণে...

- হয়েছে তোমার এবার ? কবি ? নয়তো আমিও শুরু করে দেব কিন্তু ! এই দিলাম...
থাকতে নেই কোন সৌজন্যতা হারিয়ে যাওয়ায়
যতসব ছিন্ন করে অগোচরে ঢুকে যাও অজানার পথে
চেয়ে দেখ এই জীবনের কোন রঙ নেই চেনা ধুলিকণায় !


- স্টপ ! স্টপ !!
শুষ্ক হৃদয়ে করো কী রোপণ ?
ভালোবাসা ? নাকি দীর্ঘশ্বাস ?
যোজন যোজন দুয়ারে থাকিয়াছি অপেক্ষায়....


- আবার ! আবারও তুমি ভুল পথে যাচ্ছ? এই শোন, এবার ঘুমাও ভাই । তোমার মস্তিষ্কের ব্যাটারী শেষ হয়ে গেছে !

- তুমি আমার সাথে এমন করছো কেনো ! বারংবার আমাকে কবি বলে সম্বোধন করছো কেনো ?

- ওমা ! এ কী বলছো তুমি ! তোমাকে কী বলে ডাকবো তাহলে ?

- কবি বাদে যে কোন কিছু ।

- তোমার সাথে কবি ছাড়া আর কিছু যাবে বলে আমার মনে হচ্ছে না । তুমি যে লিখে চলেছো অজস্র কবিতা !

- কবিতা লিখলেই সবাই কবি হয় না ।

- কী বলেরে এই পাগলা কবি ! তাহলে তোমাকে কী বলে ডাকবো ?

- তুমি ডাকতে পারো আমায় উদ্ভাস্তু ।

- এ কেমন সম্ভাষণ ! আমি এই নামে তোমায় ডাকতে পারবো না ।

- হ্যাঁ, আমি উদ্ভাস্তু । তোমার কী মনে হয়েছে আমি জীবন নিয়ে ভেবেছি কখনো ? সবাই যা নিয়ে দলছুট, আমি নীরব, নিষ্প্রভ । জীবনের ঘরে আমি নিষ্প্রাণ উদ্ভাস্তু। তাকেও তুমি জিজ্ঞেস করে দেখো, সেও বলবে আমার হেঁয়ালিপনার কথা ।

- এসব বিভ্রান্তিমূলক কথা ছাড়ো । তোমার কবিতাই তো এক একটা জীবন । তোমার সাথে আর কথা বলতে ইচ্ছে করছে না । এখন ঘুমাতে যাও, আমারও চলে যাওয়ার সময় হয়ে গেছে ।

- যেও না চলিয়া মোরে একাকী করিয়া
তুমি না থাকিলে যায় মোর অন্তর পুড়িয়া
এই ঘরপোড়া জীবনে তুমিই যে হয়েছো আমার এক টুকরো আলো
প্রত্যুষের আঁড়চোখে তোমায় দেখি, নিদ্রাহীন হৃদয়েও দেখি তোমায়
তোমার বক্ষে রেখে মোর বক্ষ মরিতে চাইয়াছি যে ওগো ।


- ধুত ! এতো ইমোশনাল করে দিও না তো ! তুমি এখন না ঘুমালে আমায় দেখবে কীভাবে প্রত্যুষে ।
তুমি বলছো যাকে আলো সে তো যায় হেরে সেই আলোতেই । আমার সময় পুরিয়ে আসছে, জানো না আমি দেখতে পারি না ভোর, না পারি দ্বিপ্রহর, বিকেল... । আলোর এক একটি ক্ষণ আমার মৃত্যু । সন্ধ্যায় হয় জন্ম আমার, যখন তোমার হয় প্রত্যুষ । তোমার নিদ্রাহীন দিবায় আমি বহুদূর, থেকো না তুমি সেথায়, নয়তো দেখে ফেলবে আমার বিশ্রী স্বার্থপরতা ! পারবেনাকো ছুঁতে আমায় মায়াবী তোমার ওই দুই চোখে । রেখেছো কী আমায় এই চোখের আঁড়ালে , যেথায় তুমি জ্যোতিহীন দৃষ্টিচারী !
এ কী ! তুমি কাঁদছো কেনো, কবি ?

- জেনে রেখো যেইদিন আমার নীদ্রাহীন চোখ না দেখিবে তোমায়
সেইদিন মরণ হইবে আমার এই শহরে, চোক্ষের আঁড়ালে, নিঃসঙ্গ নিঃশ্বাসে।


- না, না । বলো না কবি এভাবে । কোথাও যেন খুব ব্যাথা অনুভব হয় ।
জনম জনম তোমার কৃপায়, তোমার একচ্ছত্র হয়ে যেন দিতে পারি তোমায় বিদায় । জানো তো তুমি, আমার মরণ তোমারও পরে, তারও পরে, এরও পরে ! এভাবে কত কবি এই হৃদয়ের জমিনে রক্তজবা হয়ে ফুটে আছে, তার সৌরভেই তো এই দেহে এতো রূপ, এতো ঝংকার । ভাবছি রাখবো তোমায় সাদা গোলাপ করে ।
একি ! কবি, তুমি ঘুমিয়ে পড়লে যে ! যাক ভালোই হলো । আমার স্বার্থপরতাকে আজও ডেকে রাখতে পারবো । কবির চুলগুলো কেমন রুক্ষ হয়ে গেছে ।
গেঁথে দেই তার চুলগুলোর মাঝে কিছু জ্যোৎস্না, হয়তো তার নিদ্রাভূত চোখে কিছু আঁধার খেলা করবে সুখ স্বপ্ন হয়ে । কবি তুমি কী জানো, দেখি আমি তোমায়, যখন দেখো না তুমি আমায় । চললাম কবি, তোমার প্রত্যুষের অপেক্ষায়.....


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৬

বিজন রয় বলেছেন:
- জেনে রেখো যেদিন আমার নীদ্রাহীন চোখ না দেখিবে তোমায়
সেদিন মরণ হবে আমার এই শহরে, চোখের আঁড়ালে, নিঃসঙ্গ নিঃশ্বাসে।

???

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: প্রশ্নটা বুঝি নি । কোন ভুল হয়েছে কী ?

২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

মোস্তফা সোহেল বলেছেন: বেশ ভাল লাগল।ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: কথাকথিকেথিকথন সুন্দর লিখেছেন:)

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪

অগ্নি সারথি বলেছেন: সুন্দর কাব্যকথন!

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা লিখলেই সবাই কবি হয় না ।

একমত । শব্দ চাষ করলেই ভাষা হয় ..........

আমিও যে নই কোন কবি
পুরো জীবন আমার মিছে সবি ! B-)

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । তবে কবি হয়ে উঠুন !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯

বিজন রয় বলেছেন: না, সম্ভবত আমিই বুঝিনি।

সাধু-চলিত, গদ্য-কাব্য মিলিয়ে এক নতুন বিচিত্র ঢঙে লিখেছেন, এজন্য প্রথমেই বিস্ময়।
তারপর হৃদয়াঙ্গম হলো।

নতুন কিছু দেখলে চমকে ওঠা মন্দ নয়।

আজকে আপনার আর আমার পোস্ট প্রায় পর পর একই সময় এলো।
শুভলক্ষণ!!

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: ও আচ্ছা । তবে এখন একটা ভুল ধরা পড়েছে । আপনার বোল্ড করা শব্দে 'হবে' না হয়ে 'হইবে' হবে । কারণ কবি এই চরণগুলো সাধুতে বলেছে !

আপনি তো অনেক কম লিখেন । সেই দিক থেকে প্রায় একসাথে পোস্ট দেয়া তো বিস্ময়ই বলা যায় !!

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭

বিজন রয় বলেছেন: ঠিক কম লিখি তা না, বলতে পারেন পোস্ট করি কম।

আসলে অত পোস্ট করলে প্রতিউত্তর করতে অনেক সময় লাগে।
তাই পোস্ট কম দেওয়া।

আপনারা বেশি বেশি পোস্ট করুন আমরা সেটাই পড়বো আর কথা বলবো।

শুভকামনা রইল কথা।

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: যদিও বেশি পোস্ট দেওয়া মহাত্ম নয় ভালো পোস্ট দেয়াই মহাত্ম ! সেদিক থেকে আপনি এগিয়ে আছেন ।

লেখালেখির প্রতি আমার অতটা আগ্রহ নাই । জাস্ট ফিগার্ড ইট আউট ! দ্যাটস ইট ।

আপনার জন্যও শুভ কামনা রইলো ।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৩

সাহসী সন্তান বলেছেন: "তোমাকে কী ডাকবো তাহলে?" শব্দটা 'তোমাকে কী বলে ডাকবো তাহলে?' হলে ভাল হতো! "তুমি যে লিখে চলছো অজস্র কবিতা!" এখানে চলছো না লিখে চলেছো লিখলে পড়তে ভাল লাগবে!

আমার কাছে উপরোক্ত দুইটা বিষয় চোখে বাঁধছিল সেজন্যই উল্লেখ করে দিলাম! ঠিক করলেও চলবে, না করলেও চলবে; বাকিটা আপনার এখতিয়ার!

তবে সত্যি বলতে লেখাটা পড়েছি কিন্তু খুব কমই বুঝেছি! মানে উপলক্ষ, কারণ, ভাবার্থ বা সারমর্ম কিছুই ধরতে পারিনি! এ ব্যার্থতাটা কি কেবলই আমার? নাকি এটাকে একজন বিকারগ্রস্থ কবির বিনীদ্রো প্রলাপ বলেই ধরে নেবো (এ্যানালাইছিস করার চেষ্টা করলাম)? ;)

পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার কথাই রেখে দিলাম । মনযোগী পাঠক হিসেবে আপনার মেলা ভার । এমন পাঠক পাওয়া সৌভাগ্য আমার । পড়ার পাশাপাশি যে কীনা এনালাইসিস করে !

কবিতার প্রসঙ্গে আসি । লেখার মধ্যে কবি কেউ একজনের সাথে কথা বলছে । সে কে ? আমি যদি বলি সে 'রাত্রি' তবে সব বিভ্রম যায় গুছে ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

শুভ কামনা রইলো ।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



কথোপকথনের অদ্ভুত ঢঙটি ভালো লাগিলো । চলিত, সাধু, ইংরেজি মিলিয়া মিশিয়া একাকার হইয়াছে বিধায় প্রথমেই পেরেশান হইতে হইয়াছে ইহাকে কোন শ্রেনীতে ফেলিব ভাবিয়া । পরে ভাবিয়া দেখিলাম, দুই জনের কথোপকথনে কতো রঙ-ঢঙ ই তো চলিতে পারে ! তাই ইহাকে সেই শ্রেনীতেই ফেলিয়া তবেই রসাস্বাদন করিয়া পুলক অনুভব করিলাম ।

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । আপনার এমনতর মন্তব্য পাইয়া হইয়াছি আমি পুলকিত । মন্তব্যের রন্ধ্রে রন্ধ্রে খেলা করছে রসাত্বক আলাপন !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৯

সাহসী সন্তান বলেছেন: আমি যখন যেটা পড়ি তখন সেটা মনযোগ সহকারেই পড়ি এবং সেই অনুপাতে মন্তব্য করারও চেষ্টা করি! আমার কেন জানি না মনে হচ্ছে আপনি 'বিকারগ্রস্থ কবি' শব্দটার প্রতি ইন্ডিকেট করেই প্রতিউত্তরটা করেছেন! ভুলও হতে পারে!

যাহোক, তবে সেটা বলতে কিন্তু আমি আপনাকে বুঝাই নাই! লেখার মধ্যে উল্লেখিত কবিকেই বুঝিয়েছি! আর কথপোকথন যে রাত্রীর সাথেই হয়েছে সেটাও বুঝেছিলাম আগেই!

You know how it came to me today and yesterday responded to both, So come again! No reason to be upset?

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: এইটা ভালো অভ্যাস নিঃসন্দেহে ।

এই লেখার কথপোকথনটা মূলত মিষ্টি স্বাদের । কবি এবং রাত্রির মধ্যে সম্পর্কটা বেশ চমৎকার । তাই এখানে কবি এবং একটি রাত্রির মধ্যে ভালোবাসা, আবেগ, অনুভূতি, চলচাতুরির আদান প্রদান মাত্র । আর শেষে বলা হয়েছে এভাবে কত কবি চলে গেছে কিন্তু রাত্রি সেই আগের মতই রয়ে গেছে । তার সাথে কতশত কবির খুনসুটি হয়েছে তার হিসেব নেই ! আর রাত্রি তার বুকে এই কবিকে রাখতে চেয়েছে সাদা গোলাপ করে !

ফিরতি মন্তব্যে ধন্যবাদ অনেক ।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: সন্ধ্যায় হয় জন্ম আমার, যখন তোমার হয় প্রত্যুষ - এ কথাটা থেকেই বোঝা যায়, কবি কার সাথে কথা বলছেন।
ব্যতিক্রমী কবিতা, কিন্তু পরিচিত আলাপন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার মনযোগী পাঠ সবসময় আমাকে উৎফুল্ল করে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাধু চলিত মিশ্রনে, নতুন ডঙের কবিতা ভাল লেগেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২২

ভ্রমরের ডানা বলেছেন:

নিঃশব্দ কথামালার প্রেম জোছনা নামায় সন্ধ্যা তারায় আর বলে-

জেনে রেখো যেইদিন আমার নীদ্রাহীন চোখ না দেখিবে তোমায়
সেইদিন মরণ হইবে আমার এই শহরে, চোক্ষের আঁড়ালে, নিঃসঙ্গ নিঃশ্বাসে।



অসাধারণ!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও মনে হয় বিনিদ্র রজনি যাপন করছি, পড়ছিও আবোল তাবোল। তাই মাথায় কিছু ঢুকলো না। এত কঠিন করে না লিখলে কি হয় না বাপু?

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । কঠিন কই ! সহজ সরল ভাষায় একজন কবি এবং রাত্রির মধ্যে কিছু কথোপকথন মাত্র !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

শুভ কামনা রইলো ।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬

জুন বলেছেন: চললাম কবি, তোমার প্রত্যুষের অপেক্ষায়...
..
রাত্রি আজকের মত কথা হলো সাঙ্গ , সুর্য রথের ঘোড়া ছুটিয়ে চলেছি আকাশের পুব প্রান্ত থেকে পশ্চিমে । তখন আবার কথা হবে নিশি ।

(জগৎবিখ্যাত ইতালীয়ান শিল্পী পিটার পল রুবেন্সের আঁকা "চ্যারিওট অভ দ্যা সান" ।)
গ্রীক সুর্য্য দেবতা এপোলো নিশি অবসানে স্বর্গ থেকে আকাশপথে ঘোড়া ছুটিয়ে বের হচ্ছে মর্ত্যবাসীকে দিনের আলোয় উদ্ভাসিত করার জন্য। স্বর্গের দেবীরা ঘিরে আছে চারিদিকে , বিদায় জানাচ্ছে তাকে সারাটি দিনের জন্য ।
আপনার অপুর্ব কবিতার সাথে এ ছবিটি প্রাসংগিক মনে হলো কথাকথিকেথন

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: আমারও তাই মনে হলো । এই ছবিটা আমি অনেক দেখেছি বাট তার ব্যাখ্যা আমার জানা ছিলো না । তাই এই ব্যাখ্যার সাথে সাংঘর্সিকতা বেশ কাকতালীয় । আপনার এমন বিশ্লেষণাত্বক মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে ।

অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

শুভ কামনা রইলো ।

১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

সায়েদা সোহেলী বলেছেন: হুম কটকটিকথন পড়লাম , একবার না দুই দুইবার !!! :`> প্রথম বার চোখে ঝাপসা দেখলাম #:-S , কমেন্ট পড়ে মনে হইলো আবার পড়ি B:-) কিন্তু এখনত পুরাই আন্ধার দেখিরে ভাই !!!! মনে হয় মর্ম কথা খুজিতে খুজিতে আমি |-)


নতুন বছরের শুভেচ্ছা , যদিও মাইনাস দেওয়া উচিত ,নতুন বছরের শুরুতে নতুন সূর্য আকাশ বাতাস পাক পাখালির কলরব সমৃদ্ধ লেখা দিবে ,তা না রাত নিয়ে !! /:)

০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২

কথাকথিকেথিকথন বলেছেন: এই লেখায় প্রথমজন রাত দ্বিতীয়জন কবি । তাদের মধ্যে একটি আলাপমাত্র । সেখানে কিছু আবেগ, অনুভূতি জড়িয়ে আছে এই যা ।লেখা এতো কঠিন নয় বৈকি ।

হা হা হা । অবশ্য এই সুবাদে আমার কথা আপনার মনে থাকবে সারা বছর !!!

আপনাকেও শুভেচ্ছা।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: ধুত ! এতো ইমোশনাল করে দিও না তো ! তুমি এখন না ঘুমালে আমায় দেখবে কীভাবে প্রত্যুষে ।

বিনিদ্র কথোপকথন ভালো লাগল।

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.