নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
অ আ ক খ । বাংলার কারুকার্যে ভরা এই মৃত্তিকা । হামাগুড়ি খেয়ে খেয়ে শব্দ বর্ণে কর্ণে ইতিহাসকে হাজার বছর পুরনো করে দিয়ে আজ ঘরে ঘরে বাংলার হয়েছ ঐশ্বর্যে হাজারো তৈজসপত্র । কিন্তু এরই মাঝে একটি ভূখণ্ড হয়েছিলো লাল । এই ভূখণ্ডের কীটগুলো চেয়েছিল মৃত্যু অবধি বাংলায় হবে হৃদয়ের রক্ত সঞ্চালন । তারা হৃদয়ে ভালোবাসার অমর বীজ বুনেছিল স্বপ্ন পূরণের এক অদম্য শপথ নিয়ে । এমনি একটি সময় তাদের স্বপ্নকে ভেঙ্গে দিতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলো ক্ষমতাসীন লোভী পাপিষ্ঠ । তারা কেঁড়ে নিতে চেয়েছিলো হৃদয়ের এই মধুর সম্পদটিকে, দিতে চেয়েছিল ওদের বিষাক্ত কন্টক। রক্ত ঝরেছে, কিন্তু পারে নি ওরা কেঁড়ে নিতে । ইতিহাসের পৃষ্ঠাকে লাল করে পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছিনিয়ে নেয়ার এক অকুতভয় উদাহরণ এঁকে দিলো সকলের হৃদয়ে। অতঃপর সবাই বাংলায় ওম খুঁজে পেল, চিৎকার করে গান ধরলো- পৃথিবী তুমি জেনে নাও আরেকবার, বাঙালি বাংলায় বলে কথা, বাংলাতে পায় সুখ....
ছবি কৃতজ্ঞতা- নেট ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: একুশের শুভেচ্ছা ।
শুভ কামনা ।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২২
বিজন রয় বলেছেন: ভাষা দিবসের শুভেচ্ছা।
প্রাণের ভিতরের বহিঃপ্রকাশ!
ভাললেগেছে।
ঐশর্য্যের ?
কেমন আছেন?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫১
কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকেও ভাষা দিবসের শুভেচ্ছা ।
য-ফলা হবে না । ঠিক করেছি । অসংখ্য ধন্যবাদ ।
আমি ভালো আছি । আপনিও নিশ্চয় ভাল আছেন। শুভ কামনা ।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাঙালি বাংলায় বলে কথা বাংলায় পায় সুখ......
ভালোবাসা থাকুক অম্লান
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: শুভেচ্ছা অনেক ।
শুভ কামনা ।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
সুমন কর বলেছেন: পৃথিবী তুমি জেনে নাও আরেকবার, বাঙালি বাংলায় বলে কথা, বাংলাতে পায় সুখ.... -- ছোট কিন্তু চমৎকার লিখেছেন।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: ভাষা দিবসের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০
গেম চেঞ্জার বলেছেন: বাংলা ভাষায় ভালবাসা! এ ভাষাতেই হোক পথচলা!!