নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ে নিষণ্ণ এক স্বপ্ন !

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫



নীরব আমি কঠিন
রাত্রি আমি ভয়ঙ্কর
নিলাভ আমি দুঃস্বপ্ন
চারপাশ এক আঁধারে, এক ধ্যানে নিভে যায় ঘিরে থাকা নক্ষত্র
বিন্যস্ত ব্যাখ্যাগুলো ডুব দেয় একটি চেনা পথে, চেনা বিভ্রান্তে
জমে থাকা কাপগুলো নীরবে চেয়ে থাকে নিষ্কৃতির অপেক্ষায়
বাড়ছে তাদের সুহৃদ, নীরবে, নিমগ্নচিত্তে
বলেছিলাম তাদের, পড়ে ভেঙ্গে যাও...
ওরা বলে, আত্মহত্যা মহাপাপ !

কীসের এতো যন্ত্রণা ? কা্র কাছে এতো ঋণ?
কে এঁকেছে এই হৃদয়ের নকশা ?
তুমি ? তোমরা ? অথবা তোমরাহীন অন্যকিছু ?
শর্তহীন এই অদৃশ্য ধাঁধাঁয় খুঁজে ফিরি আমি দরজাহীন ঘরের একটি জানালা
গ্রীলের এপাশে বসে আকাশ দেখবো, দেখবো তার নগ্ন দিবারাত্রির সৌন্দর্য
ছুঁতে ইচ্ছে হবে, কপাটের কীলক লাগিয়ে দেব তবে !
পড়ে যাওয়ার ভয় নেই, থাকবে না কোন হারানোর বৃষ্টি ।

আমার একটি মৃত্তিকার আলমারি থাকবে
আলমারির মধ্যে অনেকগুলো ঘর থাকবে
যেন যায় মুছে এক জীবন উদ্দেশ্যহীন, অনায়াসে
সব ইচ্ছে, আবেগ, অনুভব, লালসাকে ঘরগুলোয় রেখে দেব
ঠিক যেমন সবাই নিরাপদ করে রাখে তাদের মূল্যবান সম্পদ
অতঃপর গচ্ছ্বিত সম্পদের উষ্ণ বাতাস গায়ে মেখে-
নিশ্চিন্ত হাসিখুশি মন নিয়ে ঘুরে বেড়ায় এদিক ওদিক !
ঠিক তেমনি,
তাদের আমি গচ্ছ্বিত রেখে নিশ্চিন্ত হৃদয়ে জানালার কপাট খুলে আকাশ দেখবো
তার নগ্নতা দেখবো, তার সৌন্দর্য দেখবো চোখ জুড়িয়ে
কেউ পারবে না বলতে তাদের কাছে কোন ঋণ আছে আমার নাহি আমার কাছে তাদের !




ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কীসের এতো যন্ত্রণা ? কা্র কাছে এতো ঋণ?
কে এঁকেছে এই হৃদয়ের নকশা ?
তুমি ? তোমরা ? অথবা তোমরাহীন অন্যকিছু ?


.....প্রশ্নগুলো মৌলিক মনে হচ্ছে B-)

খুব সুন্দর লিখেছেন +++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪২

কথাকথিকেথিকথন বলেছেন: এখানে কিন্তু তুমির সাথে তোমরাও আছে, এর অর্থ হলো আশেপাশের সকল প্রিয়জন, শুভাকাঙ্খীরাও আছে ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

শুভ কামনা ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার কাছে ভালো লাগলো।
আমাদের সন্তুষ্টি থাকা উচিৎ সৃষ্টিকর্তার উপর।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২০

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, ঠিক তাই ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

শুভ কামনা ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

শুভ কামনা ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

সুমন কর বলেছেন: গতকাল রাতেই দেখেছিলাম। আজ পড়লাম। সুন্দর।

জীবনের অনেক কিছুর হিসাব আমরা মিলাতে পারি না !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক কিছুই মেলে না, মেলানোরই প্রয়োজন কী !

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

শুভ কামনা ।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন,




হৃদয়বৃত্তির দোলায় দুলে যাওয়া কবিতা । সেখানে কেন ঋণ থাকবেনা ? যে জীবন জানালার কপাট খুলে আকাশ দেখায় , সে জীবনের কাছে তো ঋণী থাকতেই হয় ।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: আমরা ঋণের বাইরে থাকতে পারি না । কারণ কিছুই তো আমাদের নয় ! কবিতায় একটি আকুতি 'যদি এমন হতো' ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

শুভ কামনা ।

৬| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১০:২৫

বিলিয়ার রহমান বলেছেন: বিতার মূল টোনটা সম্ভবত শেষ স্টানজায়;

আমার একটি মৃত্তিকার আলমারি থাকবে
আলমারির মধ্যে অনেকগুলো ঘর থাকবে
যেন যায় মুছে এক জীবন উদ্দেশ্যহীন, অনায়াসে
সব ইচ্ছে, আবেগ, অনুভব, লালসাকে ঘরগুলোয় রেখে দেব
ঠিক যেমন সবাই নিরাপদ করে রাখে তাদের মূল্যবান সম্পদ
অতঃপর গচ্ছ্বিত সম্পদের উষ্ণ বাতাস গায়ে মেখে-
নিশ্চিন্ত হাসিখুশি মন নিয়ে ঘুরে বেড়ায় এদিক ওদিক !
ঠিক তেমনি,
তাদের আমি গচ্ছ্বিত রেখে নিশ্চিন্ত হৃদয়ে জানালার কপাট খুলে আকাশ দেখবো
তার নগ্নতা দেখবো, তার সৌন্দর্য দেখবো চোখ জুড়িয়ে
কেউ পারবে না বলতে তাদের কাছে কোন ঋণ আছে আমার নাহি আমার কাছে তাদের !



পুরো কবিতাটি আমি একটা ভিন্ন গন্ধের, ধাঁচের শুরু ও শেষ পেলাম! আর আমার এটা ভালোও লেগেছে খুব!

প্লাস!

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

শুভ কামনা ।

৭| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.