নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
দেখো এই কন্ঠস্বর খুলে-
সেখানে দুমড়ে মুছড়ে আছে হাজার বুলেট
তাই বুলেট রেখেছি নিজের নাম !
খুলে দেখো এই নাড়িভুঁড়ি-
সেখানে ঘর বেঁধে আছে বিস্ফুরিত শত গ্রেনেড
তখন মনে হয় আমি বুলেট নই, আমি গ্রেনেড !
খুলে দেখো মাথার এই খুলিটা-
সেখানে মগজ পুরে আছে ছিন্ন বিচ্ছিন্ন নিস্তব্ধ দেহ
তখন মনে হয়,
নই তো আমি বুলেট নই তো আমি গ্রেনেড,
ভালোবাসি ভাবতে নিজেকে ধর্ষিতা !
এই দেখো,
শরীরের প্রতিটি লোমকূপ বেঁচে আছে বিষাক্ত বারুদে
চেয়ে দেখো আমার চোখে,
কবে থেকে আমি আর কাঁদি না তা ভুলে গেছি
দৃষ্টির গহীনের প্রিয় নদীটা হয়ে আছে দীর্ঘ চৌচির।
কেনো জানো?
ওরা যে রক্ত পিপাসায় এক ফোঁটাও অবশিষ্ট রাখে নি
সেদিনগুলোতে জল আর রক্ত ঘোষণা করেছিলো একাত্মতা
যে রক্ত গিয়েছিলো শুকিয়ে তা জেগে উঠেছিলো চোখের জলে।
তোমরা একটি কালো রাতের দৃশ্যপটে শিঊরে ওঠো
আর আমি এমন অনেক রাত নিয়ে ঘুমিয়ে আছি নীরবে
তোমরা ইতিহাস বলো একাত্তরের
আর আমি বেঁচে আছি এখনো একাত্তর গিলে
হৃদয়কে ইতিহাস বানিয়ে বিসর্জন দিচ্ছি নিজেকে আজও।
জানো,
কে আমি?
আমি তোমাদের উড়ানো পতাকা,
আমি তোমাদের মাড়িয়ে চলা মৃত্তিকা
আমি তোমাদের অবহেলিত নিঃস্ব দেশমাতৃকা ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
২| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৬
সুমন কর বলেছেন: তোমরা ইতিহাস বলো একাত্তরের
আর আমি বেঁচে আছি এখনো একাত্তর গিলে
হৃদয়কে ইতিহাস বানিয়ে বিসর্জন দিচ্ছি নিজেকে আজও। -- সুন্দর এবং ভালো লাগা।
২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৩| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৭
দৃষ্টিসীমানা বলেছেন: জমাট বাঁধা অভিমানের কবিতা ? শুভ কামনা ।
২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
শুভ কামনা ।
৪| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৪
অগ্নি সারথি বলেছেন: আমি তোমাদের উড়ানো পতাকা,
আমি তোমাদের মাড়িয়ে চলা মৃত্তিকা
আমি তোমাদের অবহেলিত নিঃস্ব দেশমাতৃকা ।
২৮ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৫| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর হয়েছে ভাইয়া
শুভেচ্ছা রইল
২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
শুভেচ্ছা আপনাকেও । ভাল থাকুন ।
৬| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা পড়লাম। অনেক অনেক ভালো লাগা রইল ভাই।
অনেক অকৃতজ্ঞ মানুষকে বলতে শুনি, কি লাভ বাংলাদেশের অতীত মনে রেখে!! তখন খুব কষ্ট লাগে, তারাও এদেশেরই নাগরিক!!!
আমি ভুলতে চাই না ভাই আমাদের নির্মম অতীত।
শুভকামনা রইল আপনার প্রতি।
২৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
আপনার জন্যও রইলো শুভ কামনা । ভাল থাকুন ।
৭| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা ।
২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
৮| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৮:১০
জুন বলেছেন: দেশপ্রেম, আবেগ আর দৃপ্ত কন্ঠের মিলিত কবিতায় অনেক ভালোলাগা রইলো কথাকেথি
বেশ অনেকদিন পর আপনার দেখা পেলাম ব্লগে।
ভালো থাকুন আর নিয়মিত থাকুন আপনার সমৃদ্ধ কবিতার পসরা নিয়ে
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৯
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার শুভ কামনায় ভাল লাগলো বেশ।
আপনিও ভাল থাকুন ।
৯| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৩
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
সুন্দর রূপকল্প ।
শেষের লাইনটি চমৎকার ---
আমি তোমাদের অবহেলিত নিঃস্ব দেশমাতৃকা ।
সব হাহাকার এখানেই জমাট বেঁধে আছে ।
৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, এখানে হাহকারসবই দিতে চেয়েছি ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
১০| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৪
বিলিয়ার রহমান বলেছেন: জানো,
কে আমি?
আমি তোমাদের উড়ানো পতাকা,
আমি তোমাদের মাড়িয়ে চলা মৃত্তিকা
আমি তোমাদের অবহেলিত নিঃস্ব দেশমাতৃকা ।
দারুন বলেছেন!:
প্লাস!
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।
ভাল থাকুন ।
১১| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৯
মানবী বলেছেন: চমৎকার কবিতা! পড়ার সময় এই লেখার কথা বার বার মনে পড়ছিলো!
"ভালোবাসি ভাবতে নিজেকে ধর্ষিতা !"
-ধর্ষিতা নিঃসন্দেহে তবে ভাবতে ভালোবাসেনা মনে হয়! তীব্রযন্ত্রণা সহ্য করেই ধর্ষিত হয়ে যাচ্ছে ৪৬ বছর ধরে!
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ আপু।
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: নিজেকে ধর্ষিতা ভাবতে ভালবাসি বলেছি ধর্ষিতাদের সম ব্যাথায় ব্যথিত হতে । যদিও তাদের ব্যাথার সিকিভাগও অনুভব করতে আমরা ব্যার্থ ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
ভাল থাকুন ।
১২| ২৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৬
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা। কবিতার শেষ তিনটে চরণ খুবই আবেদনময় মনে হলো আমার কাছে!
কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: চমৎকার কবিতা। অনেক ভাল লাগল।