নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি, তুমি ঝরে পড়ো জীবনে ।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৯



বৃষ্টি, তুমি এই গোধূলিলগ্নে একমুঠো রোদ দিয়ে যাও
আমি তোমার নিকট ঋণী হয়ে থাকবো সারাজীবন
রুটি রুজির এই সংসারে মাঝে মাঝে তুমি হয়ে উঠো ক্ষুধার যন্ত্রণা
যার নেই চাল চুলো সে কী পারে তোমার আর্শিবাদ নিতে !
তুমি হয়তো এতো কিছু বোঝ না, শুধু দেখ প্রেমিক-প্রেমিকার অবগাহন!
তুমি বড্ড একঘেয়ে, সুখ বোঝ দুঃখ বোঝ না, ভালোবাসা দেখ সংগ্রাম দেখ না
তোমার সংসারে প্রকৃতির বসবাস, হয়তো তাকে নিয়ে তুমি সুখেই আছো ।

পোড়ানো রৌদ্রের শেষে তুমি উত্তাল হয়ে উঠো, ভেঙ্গে দাও জগতের সংসার
তুমি কী কখনো হিসেব কষে দেখেছো, কত উদ্ভাস্তের পিতা তুমি ?
কতজনের কুলখানি হয়েছে তোমার এই ধ্বংসাত্বক বুকে ?
না, তুমি তা দেখ নি, তোমার এসব দেখতে বয়েই গেছে ।
আদিম থেকে অবধি তোমার লীলায় পৃথিবী হচ্ছে সবুজ
এটুকুই তোমার তৃপ্তির ঢেকুর তোলে বৈকি

তবুও আমরা তোমাকে চাই সময় অসময়ে
প্রকৃতিবোদ্ধারা বলেছেন, তুমি নাকি পৃথিবীর প্রাণ
তাই তোমার কাছে করি আকুতি,
বিনাশে নয়, তুমি ঝরে পড়ো জীবনে ।


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৫

অবনি মণি বলেছেন: বৃষ্টি, তুমি এই গোধূলিলগ্নে একমুঠো রোদ দিয়ে যাও
আমি তোমার নিকট ঋণী হয়ে থাকবো সারাজীবন

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: তাই তোমার কাছে করি আকুতি,
বিনাশে নয়, তুমি ঝরে পড়ো জীবনে ।
খুব সুন্দর বলেছেন। কবিতা অনেক ভাল লাগল।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
এখন প্রকৃতি যেন অভিশাপ নয় আর্শিবাদ। বৃষ্টি দেখে কেউ আনন্দ পায় আবার কেউ কষ্ট । যদিও কবিতা তেমন বুঝিনা , তারপরেও মনে হচ্ছে, খুব সুন্দর লিখেছেন ।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা না বুঝেও মনে হয়েছে কবিতা সুন্দর হয়েছে । এ এক সুন্দর প্রাপ্তি ।

শুভ কামনা ।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: চমৎকার লিখেছেন
ভাল লাগল অনেক

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০২

তারেক ফাহিম বলেছেন: খুব সুন্দর লিখছেন

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১১

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১২

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩০

গুলশান কিবরীয়া বলেছেন: বৃষ্টি তো জীবন ফোঁটায় , তবে এও ঠিক বৃষ্টির ঢল ধশ নামিয়ে জীবন বিনাশও করে । ভালো লেগেছে কবির চিন্তাটুকু ।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা

৮| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবনায় ভিন্নতার স্বাদ মন্দ নয়!

৮০+ গোল্ডেন জিপিএর ২০ কিন্তু অধরাই থেকে যায়! কিন্তু ওটা মূখ্য হয়ে ওঠে না ;)

আর সকল সৃষ্টির পেছনেই বেদনা থাকে- জন্ম থেকে যার শুরু.. তাই আপাতত ক্ষ্যমা কইরে দেন :)

কবিতায়+++

@এটুকুই তোমার তৃপ্তির ঠেকুর তোলে বৈকি/ ঠেকুর = ঢেকুর বলতে চেয়েছিলেন কি?

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । সুন্দর বলেছেন । বৃষ্টি প্রকৃতির অন্যতম একটা সৌন্দর্য এবং উপকারী ।

হ্যাঁ আমি ঢেকুরই বলতে চেয়েছি । অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

ভাল থাকুন ।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০০

ফারহানা শারমিন বলেছেন: বৃষ্টি,তুমি এই গূধোলীলগ্নে একমুঠো রোদ দিয়ে যাও।+++

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৮

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১১| ২৫ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বিনাশে নয়, তুমি ঝরে পড়ো জীবনে ।
অসাধারণ +++++

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১২| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৪

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর কবিতা! :)



প্লাস!:)

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




বৃষ্টি, বোধহয় একমুঠো রোদ এনে দিতে পারেনা উল্টো রোদটাকে কেড়ে নেয় । সে যা দিতে পারে তা হলো - রুক্ষ প্রান্তরে প্রানের দোলা । আবার অতিবৃষ্টি জীবন হননের কারন হয়েও দাঁড়ায় কখনও সখনও ।
ভালোই লিখেছেন ।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: অনাবৃষ্টি অতিবৃষ্টি দুটোই ক্ষতিকর । আর এর জন্য মূলত আমরাই দায়ী । প্রকৃতির দূষণ ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১২

জুন বলেছেন: তারপরও বৃষ্টি ভালোলাগে কথাকেথিকথিকথন ।
কবিতায় ভালোলাগা ।
+

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০০

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ তা তো অবশ্যই । এই জায়গায় কবিতা লেখিয়ে এবং ভ্রমণপিপাসু একই সূতোয় বাঁধা !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: এক গেয়ে নাকি এক ঘেয়ে হবে কবি? সঠিক জানিনা।

সাবলিল উপস্থাপনা।

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: দুঃখিত । একঘেয়ে হবে।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: তবুও আমরা তোমাকে চাই সময় অসময়ে
প্রকৃতিবোদ্ধারা বলেছেন, তুমি নাকি পৃথিবীর প্রাণ
তাই তোমার কাছে করি আকুতি,
বিনাশে নয়, তুমি ঝরে পড়ো জীবনে
-- কবিতার চমৎকার সমাপ্তি! + +
বিনাশের চেয়ে সৃষ্টিতেই বৃষ্টির বেশী অবদান।

২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: আমরা মানুষ অল্প দুঃখেও অনেক বেশি আবেগী হয়ে যাই । তাই ভুলে যাই অবদান যত।
তাই তো বলেছি বৃষ্টিকে পৃথিবীর প্রাণ ।

অনেক ধন্যবাদ । ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.