নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
দৃষ্টির অগোচরে সময়হীন এক নিশাচর- বক্ষে ধারণ করা অজস্র পরাণ
সন্ধি প্রস্তাব নিয়ে নুয়ে পড়া পদ যুগল সিঁড়ি পেরিয়ে ভূ-পৃষ্ঠে পদার্পণ
বিশুদ্ধ নিত্যের শত গুঞ্জরণ উপেক্ষা করে একটি তিলক ফুটেছে মধ্যাকাশে
কার জন্য ? যে বাস করে দেহে অগণিত বর্ষের গুল্ম নিয়ে অদৃশ্য আবাসে
মানববর্ষগুলো যার হৃদয়ে এঁকে দিয়েছে অজস্র সমর ছল ছুতোয় টাল বাহানায়
নেশাক্ত চক্ষে সে এখনো তাকিয়ে থাকে আরো বিষম কিছু গিলে নেয়ার জন্য
এই নেশা কোন যুবকের নষ্ট ছলনার সর্বনাশ নয়, কোন যুবতীর প্রত্যাখিত আত্মহনন নয়
এই নেশা মানবসভ্যতার বিলাসিতা থেকে পাওয়া অব্যাক্ত ত্যাগের নেশা ।
অতঃপর, তার সন্ধি প্রস্তাবে পূর্বের ন্যায় ধ্বংস, উড়ছে ধূসর ছাই, অগ্নির আয়াস...
তার দেহে সভ্যতার অহংকার, নিঃস্বতার অসীম বুভুক্ষা, নিরীক্ষার ভাবহীন ছায়া
অদূরে স্বপ্নভঙ্গ হলে যেন দীর্ঘশ্বাস তেড়ে আসে তীক্ষ্ণ শিকারির ছুড়ে দেয়া ধনুকের বেশে
সন্ধ্যার সোনালী রঙে ভেসে উঠে নীল হাসির কায়া, খোলা দিঘল চুলের ইতিহাস হয় বর্ণিত
স্থির চোখে এক ফোঁটা রক্ত সমর্পিত হওয়ার ক্ষণে এক ছদ্মবেশী একছটা আলো ঢেলে দেয়
সেই আলো গিলে খায় রক্তফোঁটা, মুক্তি পায় জীবন্ত মানবদেহের অন্ত্যেষ্টিক্রিয়া ।
সে চায় না কোন তীব্রতা, সে চায় দীপ্ততা, আলো আঁধারের একক উজ্জ্বলতা
তাই তার সন্ধি প্রস্তাবে ফিরে আসে বারংবার ধ্বংস, সে ধ্বংস করে মানবদেহের বিপদগামী হৃদয়গুলো
সন্ধি প্রস্তাবে পূর্বের ন্যায় সই হয়ে গেলে সে তা উড়িয়ে দিয়ে প্রস্থানে জয়রঙ মেখে ফেরে তার গন্তব্যে
কিন্তু তার এই অহংকারতুষ্ট স্বল্প কালক্ষেপণে উলটপালট হয়ে যায় অনেক ছন্দ অন্বেষী হৃদয়
সে কিছুই জানতে পারে, সে মনযোগী হয় প্রফুল্লচিত্তে অতীত কর্মযজ্ঞে, অভিলাষী হৃদয়ের ঝরে পড়া রক্ত হননে
কিন্তু সে তো জানে না এই হৃদয় মৃত, সে তো জানে না শুধু মৃত হৃদয়েরই রক্ত ঝরে ।
প্রশ্নের অস্থির ধারপ্রান্তে এসে কৌতূহল ঝরে, এই আলোচিত 'সে' কে !
উত্তর আসে, 'সে' তুমি আমি অথবা আমরা !
এই কবিতা যখন ছাপা হলো আগামী ভোরের দৈনিকে
কবিতাপ্রেমীরা হুংকার দিয়ে উঠলো, এই অথর্ব কবি কে ?
কী সব আজেবাজে কবিতা ছাপা হয় আজকালকার দৈনিকে !
শত নিঃশ্বাসেও এই কবিতার কোন অর্থ কেউ খুঁজে পেল না
অতঃপর পরের দৈনিকে কবি দুই চরণ লিখে দিলো-
'বিশ্বাস করো এই কবিতার অর্থ আছে, আমি একটুও মিথ্যে বলছি নে ।'
ছবি কৃতজ্ঞতা- নেট ।
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৫
কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩০
ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ কবিতা, মুগ্ধ হয়ে রইলাম +++++
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৬
কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।
নিরাপদে থাকুন ।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৩
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: উত্তর আসে, 'সে' তুমি আমি অথবা আমরা ........স্রেফ অসাধারণ!! +++++
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৬
কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।
সুন্দর থাকুন ।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৮
শাহরিয়ার কবীর বলেছেন:
রহস্য কিছু তো আছে নিশ্চয় ....................... সবকিছু সামনে আসে না।
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:২৭
কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
সুমন কর বলেছেন: ধীরে ধীরে সুন্দর লাগল।
২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।
বিশুদ্ধতায় থাকুন ।
৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০০
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
বেশ জটিল কিছু মনে হলো । কবিতার অর্থ তো থাকতেই হবে , শুধু বুঝতে একটু কষ্ট ; এই যা !
মোটামুটি লাগলো ।
২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: আপনার কাছে জটিল হওয়াটা আমার কাছে কেন যেন স্বাভাবিক ব্যাপার মনে হয় না ! এটা আমার মনের অজান্তের অভিব্যাক্তি মাত্র ।
অনেক ধন্যবাদ ।
আলোয় থাকুন ।
৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৮
খায়রুল আহসান বলেছেন: 'বিশ্বাস করো এই কবিতার অর্থ আছে, আমি একটুও মিথ্যে বলছি নে ।' -- কবির বলা কোন কিছুই অর্থহীন নয়। কবিরা সব সময়ই "হৃদয়ের কথা বলিতে ব্যাকুল"!
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: আমার অর্থহীন লেখা লিখতেও ভাল লাগে । তাই ওলটপালট চিন্তাগুলোও ওলটপালট করে লিখি !
তবে এই কবিতায় শেষের স্তবকগুলোও কিন্তু কবিতার অংশবিশেষ ।
অনেক ধন্যবাদ ।
সত্যে থাকুন ।
৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন:
+
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।
বীরত্বে থাকুন ।
৯| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪০
সাহসী সন্তান বলেছেন: সম্ভাবত আমার পড়া আজকের সেরা কবিতা এইটা! পুরোটা বুঝতে পেরেছি কিনা জানি না (সে আর পার্লামই বা কবে?), তবে জাস্ট মুগ্ধ হয়ে পড়েছি! কিছু শব্দ, কিছু লাইন এখনো বারবার আওড়াইতে ইচ্ছা করতাছে!
তবে শেষের ছয় লাইনে আইসা মন খারাপ হইয়া গেল! সম্ভাবত ঐ ছয় লাইনটা আমাগো মত কবিতাপ্রেমীদের লাইগাই রচনা করা হইছে (প্রশ্নটা নিজেরেই করলাম আর্কি) ?
চমৎকার কবিতায় ভাল লাগা! আর স্পেশালি থ্যাংকস শেষ লাইনটার জন্য! উহা এখনো মাথার মধ্যে ঘুরতাছে!
শুভ কামনা রইলো!
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৪
কথাকথিকেথিকথন বলেছেন: অনেকদিন পর দেখি ! কেমন আছেন ? সবসময় আশাকরি ভালোই আছেন ।
কবিতা পড়তে ভাল লেগেছে তাই যথেষ্ট । এতো বুঝাবুঝির কাম নাই । এতো বুঝে কী হবে !!
শেষের প্যারাগুলো কবিতারই অংশ তাই ওতে অন্যকোন ব্যাপার বুঝানো হয় নি !!
অনেক ধন্যবাদ ।
সাহসী থাকুন ।
১০| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২
সাহসী সন্তান বলেছেন: ভালোই আছি! আপনার কি অবস্থা? আর সবাইরে দেখি বেশ এক একটা কোয়ালিটিতে থাকতে কইতাছেন, ঘটনা কি? কাওরে সাহসী থাকতে কইতাছেন, কাওরে বিরত্বে, কাওরে আলোয়?
এক একজনের জন্য এক একটা ডেফিনেশন নাকি?
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: আমি ভালো আছি । ভাল থাকুন, ভাল থাকবেন, শুভ কামনা এই শব্দগুলো বলতে আর ভালো লাগে না । তাই চিন্তা করে এগুলো বের করলাম । এতে গভীরতা আছে, উজ্জীবিত হওয়ার উপাদান আছে। আর বলতেও ভাল লাগে ব্যাতিক্রমী কিছু, নিজের মধ্যেও উচ্ছ্বাস কাজ করে এসব আগ্রাসী শব্দে । যেহেতো শব্দ নিয়েই চলছি তাই শব্দ দিয়েই কিছু কারুকার্য করাই যায় বৈকি ।
এই হলো ডেফিনেশনের কাটগড়া !!
১১| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:২৯
শায়মা বলেছেন: বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও
০৬ ই মে, ২০১৭ রাত ১০:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর গান ।
১২| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:৩৪
জাহিদ অনিক বলেছেন: সম্ভবত পৃথিবীর সবই আছে এই কবিতায় ।
ভাল লাগা থাকবে কবিতায় ,শুভেচ্ছা কবি
০৬ ই মে, ২০১৭ রাত ১০:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।
উজ্জ্বলতায় থাকুন ।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এমন মহান কবিকে সবসময় শ্রদ্ধা ভরে স্মরণ করবো ভাই।
এমন অলেখা যে আমি বারবার পড়তে চাই আমার আত্ম শুদ্ধির জন্য। যুগযুগ ধরে ধারণকৃত সকল দ্রোহ যেন বেরিয়ে এসেছে কবির মন থেকে। আমার কাছে অনেক শ্রদ্ধা পেল কবিতা।
কবির জন্য শুভকামনা আর শ্রদ্ধা।