নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

সেই আঁচল ।

১৩ ই মে, ২০১৭ দুপুর ১২:২৯




যে আঁচল ঊড়িয়ে পৃথিবী তোমায় দেখেছে
এতে তো ঢুকে যেতে পারে হাজারো মায়ার পৃথিবী !
জানো সে আঁচল কী ? বলবো না, এ তোমাদের ধাঁধা !
সহজ করে দিতে পারি যদি তবে চাও-
যেখানে জন্মেরও আগে থাকো আদুরের উষ্ণ আলাপে
যার মালিক হতে হয় তাকে-
কষ্টেরও পিঞ্জিরায় বাসা বেঁধে সে হাসে !
পৃথিবী অবাক তাকিয়ে রয় এ কেমন নয়ন !
এবার বলো দেখি সে আঁচলের কথা ?
বলবো না, এ তোমাদের ধাঁধা !

আরও সহজ চাও ! ঠিক আছে তবে শোন বোকার দল-
যে ব্যথা কারো হয় না শুধু সেথা জন্ম নেয়
তার তরে কেউ নয় ভাগীদার- পৃথিবী পায় একটি উপহার ।
অচেনা জগতে যখন কেঁদে উঠে একটি ফুল তখনও
ব্যথার মুখ লুকিয়ে আদুরে বুক চেপে ধরে- ওরে কাঁদিস না !
বলো দেখি এ মহিমা কী ? বলবো না, এ তোমাদের ধাঁধা !

আরও সহজ করে দেবো ! ওরে হাঁদারাম, এ কেমন বোকা তোমরা !
শোন তবে আরও সহজ,
সে এক কুখ্যাত খুনি-
সকল নিজস্ব সৌন্দর্য গলা টিপে খুন করে সেই ফুলের তরে।
ফুল পাপড়ি মেলে- তাঁর বুকে জমে নিঃশ্বাস
সকল সুখের ফোয়ারা বুকে হজম কোরে লাস্য হাসিতে বলে- আমি ভালো ।
এভাবে সে বহু খুনের খুনি সেজে অবশেষে সেই ফুলের ঘ্রাণ খোঁজে
জমিয়ে রাখা সেই নিঃশ্বাস ফেলবে বোলে ।
কিন্তু কোথাও তো ঘ্রাণ নেই- সে ফুল নাকি বিক্রি হয়ে গেছে !
তখনও সেই আঁচল ঘাপটি মেরে থাকে সেই লালিত ফুলের সান্নিধ্য চেয়ে
তবুও কখনো চায় না তিলক সর্বনাশ
কেউও যদি চায় করতে- সে দেখায় ক্রুদ্ধ চক্ষু !
এভাবে কোন একসময় সেই ফুলকে মৃত্যু সত্যে ছেড়ে দেয়-
কিন্তু অদৃশ্য আঁচলকে উড়িয়ে দেয় সে ফুলের অসর্বনাশে !

বলো দেখি এ কোন আশ্চর্য ? চিনতে পারো কী ?
আর বলবো না- এ তোমাদের ধাঁধা !
চেয়ে দেখো আপনালয়ে
হয়তো পাবে কোন কোনাকানিতে !


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৩২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা। ভালো লাগলো।


শুভকামনা আপনার জন্য।

১৩ ই মে, ২০১৭ রাত ৯:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার জন্যও শুভ কামনা ।

২| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৫০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা ++
বেশ ভালো লাগলো, অসাধারণ।

তবে ধাধা টার উত্তর বের করতে একটু সময় লাগবে আরো কয়েকবার পড়তে হবে।

১৩ ই মে, ২০১৭ রাত ৯:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: নো প্রব্লেম । সময় নিয়ে বের করুন ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৩| ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৫২

কানিজ রিনা বলেছেন: খুব ভাল হয়েছে কবিতা, সবিতাদের অপমান
কবিতায় উঠে আসল বেশ ভাল লাগল।
ধন্যবাদ,

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৪| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:১৮

ভ্রমরের ডানা বলেছেন:
মায়ের মত আপন কেবা এ জগতে হায়,
বুক উজানো ভালবাসা নয়ন মদিরায়!

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৫| ১৩ ই মে, ২০১৭ বিকাল ৫:২১

শাহরিয়ার কবীর বলেছেন:

খুব সুন্দর কবিতা +++

শুভ কামনা রইল ।

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার জন্যও শুভ কামনা ।

৬| ১৩ ই মে, ২০১৭ রাত ৯:০১

সুমন কর বলেছেন: দারুণ। +।

মায়ের আঁচলে লুকিয়ে থাকা, আমার আর হবে না !!

১৩ ই মে, ২০১৭ রাত ৯:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: শুনে খারাপ লাগলো । যেখানে থাকুক মা ভালো থাকুন ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৭| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১:৫৪

অনুকথা বলেছেন: সুন্দর কবিতা।

১৫ ই মে, ২০১৭ সকাল ১০:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৮| ১৬ ই মে, ২০১৭ রাত ৯:১০

সাহসী সন্তান বলেছেন: এক জননীর জন্য আর এক জননীর সাথে সরাসরি দেখা হয় না প্রায় দশ মাস! আহারে, ফোন দিলেই খালি কান্না করে! সম্ভাবত আমার জীবনে আম্মারে যতটা জ্বালাইছি, এতটা জ্বালানো আমার আর কোন ভাই-বোন জ্বালায় নাই! :(

ছোট থাকতে সারাক্ষন আঁচল ধইরা পথ চলতাম! আমার অন্যান্য আন্টিরা আম্মারে কইতো- 'এর থেকে ছেলেরে আঁচলের লগে বাইন্ধা রাখ! তুই ক্যামনে বাঁচিস, একটু দম ফেলারও সুযোগ দেয় না!'

আর ওদের কথা শুইনা আম্মা ওদেরকেই বরং বকা দিয়া আমার মাথায় হাত বুলাইয়া কইতো- 'আমার ছেলেরে কিছু কইবি না! এইটা আমার নাড়ি ছেড়া ধন!'

এই ধরনের কবিতা গুলো পড়লে খুব মন খারাপ হয়ে যায়!

১৬ ই মে, ২০১৭ রাত ১০:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: এক জননীর জন্য আর এক জননীর সাথে সরাসরি দেখা হয় না প্রায় দশ মাস! - বুঝলাম না ব্যাপারটা ।

মায়ের সাথে এমন স্মৃতি প্রায় সবারই কাছাকাছি ।

মন খারাপ করে দেয়ার জন্য দুঃখিত ।

সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ ।

সুন্দর স্মৃতিতে থাকুন ।

৯| ১৬ ই মে, ২০১৭ রাত ৯:৪০

বিলিয়ার রহমান বলেছেন: মে মাসের ২য় রবিবারের কবিতা!

ঠিক দিনে ঠিক বিষয় নিয়ে লেখা!:)


ধাঁধাটা ধাঁধাই থাকুক!!! কবিতার আঁচল ধারিনীদের জন্য শ্রদ্ধা, ভালোবাসা অফুরান!

++

১৬ ই মে, ২০১৭ রাত ১০:২১

কথাকথিকেথিকথন বলেছেন: ধাঁধা না ধরার কথা বলে তো সব ফাঁসই করে দিলেন । এ ক্যামন ধাঁধায় ফেললেন বলুন তো !!!

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১০| ১৬ ই মে, ২০১৭ রাত ১০:২৯

সাহসী সন্তান বলেছেন: জননী জন্মভূমি বইলা একটা কথা আছে না? আমি সেইটারেই বুঝাইছি! বাকিটা আপনার মত ধাঁধা! তবে এই ধাঁধাটা ধাঁধাই থাকুক..... ;)

১৬ ই মে, ২০১৭ রাত ১০:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ও আচ্ছা । বেশ গভীরে গিয়ে বলেছেন, তাই খুঁজে পাই নি ! সে তো লক্ষ অমরে গড়া জননী ।

এই ধাঁধাঁ মনের মধ্যে ক্লিয়ারই থাকুক ।

১১| ১৬ ই মে, ২০১৭ রাত ১০:৩১

কল্লোল পথিক বলেছেন:

কেমন আছেন মশাই?
কবিতা চমৎকার হয়েছে।
লাইক দিলাম।

১৬ ই মে, ২০১৭ রাত ১০:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । মশাই !!

অনেকদিন পর এলেন । আমি ভাল আছি, আপনি ভাল আছেন ?

অনেক ধন্যবাদ ।

১২| ১৬ ই মে, ২০১৭ রাত ১১:০০

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,





পৃথিবী জোড়া মায়ের আঁচল যেন দুলে উঠলো কবিতায় ।

সুন্দর হয়েছে ধাঁধার এই কবিতা ।


( অসম্ভব দুঃখিত , আপনার নিকটি কপি করে যথাস্থানে পেষ্ট করেছি ঠিক কিন্তু হয়নি যে, পোস্ট করার পরে দেখতে পেলুম ।
আপনার আগে গিয়াস উদ্দিন লিটন ‌এর পোষ্টে মন্তব্য করতে গিয়ে, যেমন করি তার নামটি কপি করেছিলুম । আপনার এখানে আপনার কপিকৃত নিকটির বদলে তার নামটিই পেষ্ট হয়ে গেছে।
লজ্জিত , এমন মারাত্মক ভুল আমার হবার কথা ছিলোনা । অনুগ্রহ করে আগের মন্তব্যটি মুছে দিন । }

১৬ ই মে, ২০১৭ রাত ১১:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: লজ্জিত হয়ে আমাকে তো লজ্জায় ফেলে দিলেন ।

মুছে দিয়েছে ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১৩| ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

২০ শে মে, ২০১৭ রাত ৮:০১

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

আলোয় থাকুন ।

১৪| ২১ শে মে, ২০১৭ সকাল ১১:০৭

শামছুল ইসলাম বলেছেন: সেই আঁচলের মায়ায়,
জীবন সবাই কাটায় ।

২১ শে মে, ২০১৭ রাত ১০:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

উজ্জলতায় থাকুন ।

১৫| ২১ শে মে, ২০১৭ রাত ১১:০৪

জেন রসি বলেছেন: এ এমন এক ধাঁধা যার উত্তর সবার অস্তিত্বে মিশে আছে। :)

২২ শে মে, ২০১৭ রাত ১২:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: যেখানে অস্তিত্বের শুরু....

অনেক ধন্যবাদ ।

দীপ্তশিখা জ্বেলে থাকুন।

১৬| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কথায় ধাঁধাও করা হয়েছে, ধাঁধার উত্তরও দেয়া হয়েছে।
কবিতায় ত্রয়োদশ ভাল লাগা + +

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.