নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

হৃদিস্থ ।

১৭ ই জুন, ২০১৭ রাত ১০:১৬



সেই কোমল হাতে মোটাসোটা খসখসে আঙুলটা ধরে এখন আর হাঁটা হয় না
পাই না কাঁধে পরম আদরে রাখা সেই হাতের স্পর্শ
বড্ড অভিমান হয় নিজের সাথে নিজের, হলাম কেন বুড়ো !
বাবা, তুমি না হয় থাকতে সেই আগের মত চারপাশ জুড়ে
আমি খেলা করতাম তোমার চোখের আঙিনায় ।

আমি সাগরের অতলে কখনো যায় নি, তবে ছিলাম বাবার দু'হাতের ছায়ায়
কখনো যত্নে, কখনো আদরে কিংবা কখনো আদুরে শাসনে !
এ কোন গহীন সমুদ্রতুল্য ছায়া ছিলো না, ছিলো তার থেকেও বেশি
মনে বিষণ্ণতা ভর করলে বাবার সেই হাসিমুখটুকু পড়ে মনে
আমিও হেসে দেই, শিখে গেছি শত বিষণ্ণতায়ও কীভাবে হাসতে হয় ।

ছোট্টবেলায় হারিয়ে যাওয়ার ভয়ে বাবা নিতেন তুলে আমায় আপন বক্ষে
বাবার হৃদপিণ্ড ধক..ধক করতো, আমি পেতাম টের আমার কোমল হৃদপিণ্ডে
এমন অকৃত্তিম ভালবাসার আদান-প্রদানে স্বস্থির রাজ্যে ঘুম নামতো চক্ষু ভেঙ্গে
আমি অজস্র রঙিন স্বপ্নে থাকতাম বিভোর বাবার হৃদয়ের আষ্টেপৃষ্টে
অজস্র সুখে ঘুরতাম লাগামহীন কিন্তু পেতাম না খুঁজে বাবার হৃদয়ের সীমানা !

আমি আজ অনেক দূরে, মনে হয় হারিয়ে ফেলেছেন যেন বাবা আমাকে
বাবা খোঁজে আমার হৃদপিণ্ড, আমি খুঁজি বাবার- একটু স্বস্থির ওম পাওয়ার জন্য
মুঠিয়ে যাওয়া বাবা এখনো যেন চায় সন্তানকে আগলে রাখতে দু'চোখের সীমানায়
রাত গভীর থেকে গভীর হয়, আমি অনুভব করি সেই ছোট্টবেলার বাবার শরীরের উষ্ণতা
সেই নাক ডাকা, আমার ছোট্ট মাথার পশ্চাতে লেগে থাকা বাবার সেই হাতটুকু
জানি বাবাও এখনো সেভাবেই মনে অজান্তে নিজেকে মেলে রাখেন
কিন্তু সেখানে আমি নেই, এখানে নেই বাবা ।

বাবা তুমি আছো এই হৃদয়ের গভীরে, খুব যতনে
কাছে না পেয়েও সুখে দুখে তোমাকেই দেখি সেই ছোট্টবেলার চোখ দিয়ে
তোমাকে অনুভব করি সেই ছোট্টবেলার কোমল হৃদপিণ্ড দিয়ে
তুমি জড়িয়ে আছো আমার আষ্টেপিষ্টে, তোমাতেই আমার সৃষ্টি
তুমি আছো আমার দৃষ্টি জুড়ায়ে, যেখানে ভালবাসার পরিমাপ মিলেছে অর্থহীন হয়ে ।


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৩৫

অপ্‌সরা বলেছেন: বাবার জন্য শ্রদ্ধা!

আর কবিতায় ভালো লাগা! :)

১৯ শে জুন, ২০১৭ রাত ৯:০১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

সুন্দরে উড়ুন ।

২| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৪৩

ক্লে ডল বলেছেন: হৃদয় ছোঁয়া কথামালা!!

বাবা, মা শব্দ দুটোই মধুর!!

১৯ শে জুন, ২০১৭ রাত ৯:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

উচ্ছাসে শিহরিত থাকুন ।

৩| ১৭ ই জুন, ২০১৭ রাত ১০:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গেলাম, এখন নিজে কেই খুঁজে পাচ্ছি না। কবিতার গভীর থেকে বেরিয়ে না হয় একটা মন্তব্য করব!

১৯ শে জুন, ২০১৭ রাত ৯:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল ।

সৌন্দর্য্যে মেতে থাকুন ।

৪| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: টাচি কিন্তু কবিতা ভালো লাগে নাই

স্বস্থির ওম - স্বস্তি হবে বোধহয়

১৯ শে জুন, ২০১৭ রাত ৯:১০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

বিশুদ্ধে থাকুন ।

৫| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৩৯

কানিজ রিনা বলেছেন: বাবা বেঁচে থাকা অবধি সন্তানের দায়ীত্ব্য পালন করে বাবার কাঁধে চোরে রাজার
মত ঘুরতে ঘুরতে একদিন সন্তান বড়
হবে। বাবা মৃত্যুর আগপর্যন্ত সন্তানকে
চোখের আড়াল করতে চাননা।
কিন্তু সন্তানরা খুব সহযেই বাবা মায়ের
চোখের আড়াল মনের আড়ালও করে
দেয়।
অবশ্য হুমায়ুন আহম্মদের মত পিতার কথা
আলাদা।
ছোট্ট কালে পিতা হাড়ানোর হাহাকার বাবা
আমাদের ছেরে পরপারে পাড়ি দিয়েছিলেন।
কত অসহায় আমরা বুঝি। বেঁচে থাকলে
কি কর্তব্য করতাম জানিনা।
আর আমার সন্তানেরা বাবা বেঁচে থেকেও
নাই।
হৃদয় তোলপার তোলপার হোল চোখে পানি
নামল আপনার লিখায়। খুব খুব আবেগ
জড়িত লিখা। ধন্যনাদ।

২০ শে জুন, ২০১৭ রাত ১০:০০

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

শুভেচ্ছায় থাকুন ।

৬| ১৮ ই জুন, ২০১৭ রাত ১২:৪৫

জাহিদ অনিক বলেছেন: হুম্মম । গভীর কথা বলেছেন । বাবা দিবসের শুভেচ্ছা ।
হঠাত করেই কেমন যেন বড় হয়ে গেলাম ।

২০ শে জুন, ২০১৭ রাত ১০:০১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

সুন্দর থাকুন ।

৭| ১৮ ই জুন, ২০১৭ রাত ১২:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা +


বাবা দিবসের শুভেচ্ছা ।

২০ শে জুন, ২০১৭ রাত ১০:০২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভালোয় থাকুন ।

৮| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:১২

মোস্তফা সোহেল বলেছেন: বাবাকে নিয়ে অনেক সুন্দর কবিতা।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

উজ্জ্বল থাকুন ।

৯| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

বাবা তুমি আছো এই হৃদয়ের গভীরে, খুব যতনে
কাছে না পেয়েও সুখে দুখে তোমাকেই দেখি সেই ছোট্টবেলার চোখ দিয়ে


সুন্দর লিখেছেন। বাবা দিবসের শুভেচ্ছা থাকলো।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

আপনাকেও শুভেচ্ছা রইলো ।

শুভ কামনা রইলো ।

১০| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:০৪

বিজন রয় বলেছেন: এই কবিতাটি আগেও কি পোস্ট করেছিলেন?
মনে করতে পারছি না।

আপনাকে ব্লগে আরো একটু বেশি চাই।

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:১০

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যা, করেছিলাম । অনেক আগে ।

সময় কমে গেছে অনেক ।তাই যেন কিছুই হচ্ছে না ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

ভাল থাকুন ।

১১| ১৯ শে জুন, ২০১৭ রাত ৯:৪২

ভ্রমরের ডানা বলেছেন:
বাবা, এক পরম আশ্রয়, আশ্রম!

কবিতার প্রেক্ষাপট অতুলনীয়! খুব ভাল লাগা!

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:১২

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

শুভ কামনা ।

১২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: আমিও বাবা'কে নিয়ে লেখার চেষ্টা করেছিলাম, পারি নি !! দেখি হয় কিনা !!

আপনার কবিতা পড়ে মনটা ভরে গেল। যেন আমারই কথা। অনেক ভালো লিখেছেন।

০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: অতি আবেগের বস্তু নিয়ে লেখা কঠিন । শুভ কামনা রইলো ।

ভাল থাকুন ।

১৩| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৯

কল্লোল পথিক বলেছেন:




বাবার জন্য ভালোবাসা।
কবিতা চমৎকার হয়েছে।

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল কাটুক আনন্দে ।

১৪| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: আমি খেলা করতাম তোমার চোখের আঙিনায় -- খুব সুন্দর অভিব্যক্তি!
কিন্তু সেখানে আমি নেই, এখানে নেই বাবা - একি হাহাকার!
আপনার বাবার শান্তি কামনা করছি। আপনার সন্তানেরাও আপনাকে ভালবেসে এভাবে কবিতা লিখুক!

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:২২

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর কামনার জন্য ।

ভাল থাকুন ।

১৫| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০২

সনেট কবি বলেছেন:





কবি ‘কথাকথিকেথিকথন’ এর হৃদিস্থ কবিতায় মন্তব্য-

ছোট্ট বেলার বাবার স্নেহের স্মৃতির
আবহ সন্তানে টেনে নিয়ে যায় তার
বড় বেলার আবেগ রোমন্থনে, যেথা
বর্তমানে টেনে আনে সুদূর অতীত।
পিতার অন্তর সেতো সন্তান অতলে
লুকানো এক গভীর রহস্য জগৎ
যেথায় থাকে সন্তান চিন্তার আলেখ্য,
সদা তার ভবিষ্যৎ নির্মাণ সাধনা।

এ কারণ সে কারণ অকারণ নয়
পিতৃভাষা ব্যকরণে সন্তান অধ্যায়
সর্বাধীক পঠিতব্য সকল সময়।
না খেয়ে না পরে পিতা রেখে যান তাঁর
সম্পদ সন্তান তরে নিজে কষ্ট ভুগে,
মানব হৃদিস্থ্ তিনি অতুল্য বান্ধব।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:


কাব্যিক মন্তব্যে মুগ্ধ । অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো অশেষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.