নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

সে তোমার নিঃস্বার্থ খেয়ালি ।

১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৫



দূরত্ব, তাকে আমি ভালোবাসি
সূর্যদয়ে, সূর্যাস্তে, রাত্রিতে
হৃদয়ের সকল আবেগ থেকে যাক জন্মের অপেক্ষায় !
তুমি সন্ধ্যা হয়ে ফিরো, যৌবনে থমকে যাও
আমি কিছু ইতিহাস লিখবো এই হৃদয়ের
নীবরে যে জমা করেছে শত কথা, শত আবেগ !

বেহিসেবী, অগোছালো, চন্দ্রবিন্দুহীন জীবনযাপণ
পাশে নেই তুমি, কোথায় খুঁজবো তোমায় ?
অবশেষে তাকাই মৃত্তিকায় গড়া সুপ্রাচীন এই ঘরে
জানালায় উঁকি দিয়ে দেখি মোমের আলোয় দেয়াল
লাল রঙের চাদরে মেখে আছো তুমি অপেক্ষায়
তোমার উষ্ণতায়, এই রঙ গড়েছে এই দেহ
মানচিত্রের রূপালি ক্ষয়ে কেঁদে উঠে প্রতিটি মোম
গলে গলে হতে চায় নিঃশেষ...

আর নয় আনমনে বসে থাকা, চেয়ে দেখো জানালায় বাইরে
এক নিঃস্ব অবয়ব তোমায় নিয়ে দেখে একাকি জ্যোৎস্না
ভেবে নাও তুমি, সেও তোমার অনাকাঙ্ক্ষিত অপেক্ষায়...

এভাবেই থেকো এই ঘরে, আলো হয়ে, ভালোবাসা জ্বেলে
শুধু জেনে রেখো, যার অপেক্ষায় তুমি আলো আঁধার গুজারি
তার ঘরেই তুমি সংসার সাজাও বেখেয়ালে
সে তোমার নিঃস্বার্থ খেয়ালি, পবিত্র প্রেম।


ছবি কৃতজ্ঞতা- নেট

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১:৩১

জাহিদ অনিক বলেছেন: আহা ! পবিত্র প্রেম ।


দূরত্ব, তাকে আমি ভালোবাসি

ভালবাসা ।

১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০০

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

২| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা। +++

১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২১

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

আনন্দে থাকুন ।

৩| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, মনোমুগ্ধকর +++

১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২২

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

সুস্থতায় থাকুন ।

৪| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৫

সুমন কর বলেছেন: বরাবরের মতো সুন্দর হয়েছে।

১৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

সুন্দর মূহুর্তে থাকুন ।

৫| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: বেহিসেবী, অগোছালো, চন্দ্রবিন্দুহীন জীবনযাপণ
পাশে নেই তুমি, কোথায় খুঁজবো তোমায় ?
:( :((
কবিতা সুন্দর হয়েছে +++

শুভ কামনা রইলো কবি ।

২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার জন্যও রইলো শুভ কামনা ।

৬| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪২

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,





বেহিসেবী, অগোছালো, চন্দ্রবিন্দুহীন জীবনযাপণ হলে , খোঁজার মানুষটাকে খুঁজে পাওয়া ভার !
খোঁজার একটা প্যাটার্ণ থাকা চাই তো ! বেহিসেবী হলে প্যাটার্ণটাও অগোছালো হবে ।

সুন্দর হয়েছে । কবির অসহায়ত্ব এখানে উচ্চকিত ।


২৪ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । প্যাটার্ণের কী দরকার, যদি প্যাটার্ণ ছাড়াই ইচ্ছেমত থাকা যায় !!!

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৭| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে

চন্দ্রবিন্দুহীন জীবনযাপণ
মনে ধরছে

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৮| ২৫ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০০

জুন বলেছেন: আমি কিছু ইতিহাস লিখবো এই হৃদয়ের
নীবরে যে জমা করেছে শত কথা, শত আবেগ !

ইতিহাস শোনার অপেক্ষায় কবি ।
অনেক ভালোলাগা রইলো।
+

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: এই ইতিহাস বহিঃবিশ্বের বাইরে । তাই ইতিহাস কাউকে শোনানো যায় না, বোঝানো যায় না । এই ইতিহাস থাকে নিভৃতে, শুধুই হৃদয়ের গহীনে হাঁসফাঁস ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৯| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৭

সামিয়া বলেছেন: বাহ ++++

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভালো থাকুন ।

১০| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৯

খায়রুল আহসান বলেছেন: চন্দ্রবিন্দুহীন জীবনযাপণ - কথাটার অর্থ কী?
দূরত্ব, তাকে আমি ভালোবাসি
সূর্যদয়ে, সূর্যাস্তে, রাত্রিতে
- শুরুটা খুবই চমৎকার হয়েছে।
তার ঘরেই তুমি সংসার সাজাও বেখেয়ালে
সে তোমার নিঃস্বার্থ খেয়ালি, পবিত্র প্রেম
- সমাপ্তিটাও।
বাকী কথা "শুধুই হৃদয়ের গহীনে হাঁসফাঁস"!

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: চন্দ্রবিন্দুহীন জীবনযাপণ- কিছুটা উদাসী, কিছুটা আবেগী, কিছুটা খেয়ালি, কিছুটা বেখেয়ালি...এমনো আরো অনেক কিছুর সমন্বয় হতে পারে । যার জীবন যে যেমন করে সাজায় তাকেই বলেছি চন্দ্রবিন্দুহীন জীবন । চন্দ্রবিন্দু থাকলে সেই শব্দ একটা দেয়ালের মধ্যে আটকে পড়ে, তাই তাকে উন্মুক্ত করে দেয়া । এ বিষয়গুলো আমার বানানো, কোথাও এর এমন কোন ব্যাখ্যা নেই ।

সুন্দর বিশ্লেষণে মুগ্ধ ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.