নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

অগাণিতিক জলরঙ্গ ।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৬



হে ঢেউ, তুমি নিয়ে যাও কোন অচেনা পথে
আমি হৃদয়ে হেঁটে হেঁটে খুঁজবো শেষ গন্তব্য
শোন, হয়েছে আমার হৃদয়-জলকণায় প্রেম
নীল সন্ধ্যায় পুঁথি শুনবো জলতারাদের সাথে
পুঁথি পাঠক চাঁদ মধুর পরাণ খুলে হবে ধ্যাণী
এ হবে আমার চোক্ষে দেখা সৌন্দর্যের শ্রেষ্ঠ কান্না ।

জ্যোৎস্না ছড়িয়ে দেবে তরঙ্গ সমুদ্র দেবীদের দেহে
জোনাক নিজস্ব প্রতিবিম্বে ধাঁধায় হবে ছন্নছাড়া
জলরথীরা বেষ্টনী গেঁথে দিবে সমগ্র আসর জুড়ে
অদেখা গন্তব্যের অতন্দ্র প্রহরী হলদে ঝিনুক দল
দেয়ালে দেয়ালে, জলরঙা সন্ধ্যা রেখায় রেখায়
রঙধনু খেলে যায় লুকোচুরি, হৃদয়ে সাতরঙা প্রেম।

চোখের আঙ্গিনায় ভেসে বেড়াবে তীব্র আকাঙ্ক্ষার নীল
শুভ্র ছায়ায় ঢেকে যাবে চারপাশ, কর্ণে ধ্রুপদী সুর
হৃদয়ে রংতুলির অবগাহন, সুমধুর বিভ্রান্তি, রঙিন মুখোশ
দেহের প্রতিটি কোণ দুলবে রংতুলির প্রতিটি আঁচড়ে
জলের পাহাড় ঘেঁষে ঝর্ণা ঝরবে, দেহে তার রূপালি মুক্তো
সূর্য উঁকি দেবে পৃষ্ঠ থেকে, উষ্ণ রৌদ্র মিশে যাবে নীলে নীলে ।

জীবনের সান্নিধ্য আমি ছেড়েছি প্রকৃতির সাথে একাকীত্ব গড়বো বোলে
অজস্র মরু দাবদাহ পেরিয়ে এই জলকণার দেহে বুক রেখেছি
এখানে থাকবে গড়িয়ে পড়া প্রতিটি জল ফোটার নিখুঁত হিসেব
জলে জল গড়বে, জল জল রব উঠবে, জলদেবতার দেহ হবে শুদ্ধ
অতঃপর পূরণ হবে আমার একটি বেহিসেবী স্বপ্ন - জলের গায়ে লিখবো একাকীত্ব...


ছবি কৃতজ্ঞতা- গুগল ইমেজ।

মন্তব্য ২৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +

শুভ কামনা রইলো, কবি ।

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:২২

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার জন্যও শুভ কামনা ।

২| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৩| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: জলরঙ্গা- জলরঙা ভালো শোনায় না? ধ্রুপদী হবে। জল ফোটার নিখুঁত হিসেব/ কানে লাগছে

সবমিলে ভালো লাগছে। সুন্দর +

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: আমি সবসময় জলরঙাই লিখি, এখানেও লিখতে চেয়েছিলাম। টাইপিং মিসটেক । ধ্রুপদী হবে, ঠিক করে নিয়েছি । কৃতজ্ঞতা রইলো ।

ভাল থাকুন ।

৪| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৬

সামিয়া বলেছেন: অসাধারণ ++++++++++++

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৫| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫০

ধ্রুবক আলো বলেছেন: জলের গায়ে লিখবো একাকীত্ব... বেশ সুন্দর কথন ++++

দারুন সব শব্দমালা দিয়ে গাঁথা এ কবিতা খানি খুব মনোমুগ্ধকর।

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৬| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৪

নাবিক সিনবাদ বলেছেন: অনেক ভালো লাগলো।।

২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৭| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুণ কাব্য ফেঁদেছেন কবি।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৮| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

সুন্দর থাকুন ।

৯| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫১

গেম চেঞ্জার বলেছেন: শৈল্পিক ঢংয়ের বাহার!!

{হেডলাইন দেখলেই বুঝা যায় এটা আপনার লেখা!

শুভ ব্লগিং!}

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । স্বকীয়তা তাহলে বজায় আছে ।

অনেক ধন্যবাদ ।

ভালো থাকুন ।

১০| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫৫

নীলপরি বলেছেন: জীবনের সান্নিধ্য আমি ছেড়েছি প্রকৃতির সাথে একাকীত্ব গড়বো বোলে
অজস্র মরু দাবদাহ পেরিয়ে এই জলকণার দেহে বুক রেখেছি
এখানে থাকবে গড়িয়ে পড়া প্রতিটি জল ফোটার নিখুঁত হিসেব
জলে জল গড়বে, জল জল রব উঠবে, জলদেবতার দেহ হবে শুদ্ধ
অতঃপর পূরণ হবে আমার একটি বেহিসেবী স্বপ্ন - জলের গায়ে লিখবো একাকীত্ব...
--

দারুন লাগলো ।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১১| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার শিরোনাম, চমৎকার ছবি এবং সর্বোপরি একটি চমৎকার কবিতা!
কবিতা ভাল লেগেছে, কবিতায় নবম + + ।
চোখের আঙ্গিনায় ভেসে বেড়াবে তীব্র আকাঙ্ক্ষার নীল
শুভ্র ছায়ায় ঢেকে যাবে চারপাশ, কর্ণে ধ্রুপদী সুর
হৃদয়ে রংতুলির অবগাহন, সুমধুর বিভ্রান্তি, রঙিন মুখোশ
দেহের প্রতিটি কোণ দুলবে রংতুলির প্রতিটি আঁচড়ে
জলের পাহাড় ঘেঁষে ঝর্ণা ঝরবে, দেহে তার রূপালি মুক্ত
সূর্য উঁকি দেবে পৃষ্ঠ থেকে, উষ্ণ রৌদ্র মিশে যাবে নীলে নীলে
-- চমৎকার অভিব্যক্তি, চিত্রময়।
টাইপোঃ
রূপালি মুক্ত < এখানে মুক্ত কথাটা মুক্তো হবে।
গড়বো বোলে < এখানে বোলে কথাটা বলে হবে।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: 'মুক্তো' ঠিক করে নিয়েছি । 'বোলে' শব্দটা আবেগের সাথে সম্পর্কিত, এই শব্দের ব্যবহার আছে ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

ভাল থাকুন ।

১২| ২৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২০

জুন বলেছেন: জীবনের সান্নিধ্য আমি ছেড়েছি প্রকৃতির সাথে একাকীত্ব গড়বো বোলে
জীবনের সান্নিধ্য ছাড়তে খুব কম মানুষই পারে কবি। কি করে জানি সেই জীবন আবার ঘুরে ফিরে এসে জীবনে হাজির হয়ে যায়।
খুব ভালোলাগলো আপনার কবিতা ।
+

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, তা সত্য । ঘুরেফিরে আবার একই স্রোতে মিলে যায় !

সুন্দর মন্ত্যবে মুগ্ধ ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১৩| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০১

সামিয়া বলেছেন: আগে আরেকদিন কমেন্ট করে গিয়েছি তাড়াহুড়ায়!! আজ সময় পেয়ে আবার কবিতাটি পড়লাম!! কবিতা আমার ভীষণ প্রিয়।।
যাই হোক কবিতাটির প্রতিটা লাইনে লাইনে কি সহজ আর সুন্দর বর্ণনায় অন্য এক স্বপ্নময় জগতে পাঠকদের ঘুরিয়ে নিয়ে এলেন কবি!!! শেষ লাইনটা পড়ে ভেতর থেকে অস্ফুটে বেরিয়ে এলো আহ!!!

অতঃপর পূরণ হবে আমার একটি বেহিসেবী স্বপ্ন - জলের গায়ে লিখবো একাকীত্ব...

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:

ফিরতি মন্তব্যে অনেক ভাল লাগলো । কবিতার প্রতি আপনার অনুরাগ আপ্লুত করলো ।

কবিতার স্বপ্নের রাজ্যে ঘুরে আসতে পেরেছেন বলেই কবিতাটি সার্থক । কৃতজ্ঞতা ।

ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.