নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

শূন্য পরাগ।

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৯



মেঘের ভাঁজে ভাঁজে উড়ে যায় নীলাভ বিহঙ্গ
দেহের প্রতিটি পালকে নিভে যাওয়া প্রদীপ
পেঁছন রেখে যায় তারা পোড়া নিঃশ্বাস
অঝরে বৃষ্টি ঝরে, তরতাজা রঙধনু
পৃথিবীর আনাচ কানাচ আনন্দের শিখা
দেহে তার অজস্র অনাগতের ভীড়
যেখানে সেখানে ভূমিষ্ঠের স্নিগ্ধ ঘ্রাণ !

মহাকাল আকাশচুম্বী নিয়ে বেরিয়ে পড়ে
কোথায় কার ঘর পুড়বে অনলে ?
ভূমিষ্ঠ হবে অজস্র সাদা গোলাপ
নিষ্পাপ দেহে বিষাক্ত পরাগায়ন নেই তো !

মহাকাল পৃথিবীর কোণে কোণে খুঁজে দিশেহারা
চারদিকে আলো, সাদা পাপড়িতে সাজানো স্বচ্ছ জীবন
কোথাও আঁধার নেই, অনাগত পৃথিবী নিশ্চিত সুন্দর
মহাকাল নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, তার স্বপ্নে সুঘ্রাণ।

অতঃপর আবারও সে জেগে ওঠে ভূমিষ্ঠের খবরে
আবারও বেরিয়ে পড়ে আকাশচুম্বী নিয়ে
সে ভুলে যায় বিগত ইতিহাস ।
সেখানে ছিল কিছু বিষাক্ত পরাগায়ন
আলোর মুখোশ পরে পৃথিবীর সর্বনাশ ।

মহাকাল বড্ডই বোকা, সে এখনো বুঝতে শেখেনি
আমরা মুখোশধারী রাগ, হিংস্র রমক
আমরা আসবো এভাবে জনম জনম
মহাকালকে ধোঁকা দিয়ে, তার স্বপ্নের আঁড়ালে দুঃস্বপ্ন হয়ে
জেনে রাখো, আমরা বিনে পৃথিবী আধেক, আমরাই তার পূর্ণতা।


ছবি কৃতজ্ঞতা- নেট ।

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কবিতা

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২০

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২১

বিজন রয় বলেছেন: হুম!

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: হুম ! ধন্যবাদ ।

৩| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৩

বিজন রয় বলেছেন: জেনে রাখো, আমরা বিণে পৃথিবী আধেক, আমরাই তার পূর্ণতা।................. এখানে কি নারীদের কথা বলতে চেয়েছেন?

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: নাহ, অন্যায়কারীদের কথা বুঝিয়েছি । ভাল মানুষ পৃথিবী সুন্দর করে আর খারাপ মানুষ বিনষ্ট করে, সমান সমান ।

৪| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫

বিজন রয় বলেছেন:
মেঘের ভাঁজে ভাঁজে উড়ে যায় নীলাভ বিহঙ্গ
দেহের প্রতিটি পালকে নিভে যাওয়া প্রদীপ
পেঁছন রেখে যায় তারা পোড়া নিঃশ্বাস
অঝরে বৃষ্টি ঝরে, তরতাজা রঙধনু
পৃথিবীর আনাচ কানাচ আনন্দের শিখা
দেহে তার অজস্র অনাগতের ভীড়
যেখানে সেখানে ভূমিষ্ঠের স্নিগ্ধ ঘ্রাণ !

................. এখানে বোল্ড করা ২য় লাইনটি বেমানান লাগছে আমার কাছে। অন্য কি অর্থ হতে পারে বুঝতে পারিনি।

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: প্রদীপ (এখানে প্রদীপ মানে বিহঙ্গগুলোর পালকের কর্মক্ষমতা) নিভে গেলে আলো চলে যায়, তার মানে বিহঙ্গগুলো ভাল নেই । আর প্রদীপ নিভে গেলে সেখান থেকে ধোঁয়া বের হয়, তার মধ্যে থাকে পোড়া তেলের গন্ধ, এই গন্ধ ভাল নয়, তাই বলেছি পোড়া নিঃশ্বাস ।

প্রথম তিনটা চরণ মিলে একটা দৃশ্যপট- গুমট, থমথমে।

৫| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩১

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ কবি।

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৬| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৭

বিজন রয় বলেছেন: ধন্যবাদ, সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য।

সমগ্র কবিতাটিতে একটি উচ্চাঙ্গভাব আছে।
যেটা অনেক ভাল লেগেছে। কবিতার এই স্তরটা বজায় রাখা আবশ্যিক।

০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০

কথাকথিকেথিকথন বলেছেন: যে কোন কবিতা নিয়ে আপনার আগ্রহ ভাল লাগে ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

শুভ কামনা ।

৭| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৪

ওমেরা বলেছেন: আপনার যেমন কঠিন আমি পুরোটা উচ্চারণই করতে পারি না কবিতাটা ও তেমন কঠিন । কমেন্ট গুলো পড়ে তবু একটু বুঝেছি ।

০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০২

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার মন্তব্যে কিছু একটা মিসিং আছে, তবে আমি ধরে নিয়েছি, সেটা হলো আমার ব্লগ নিক ! হা হা হা

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৮| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৮

ধুতরার ফুল বলেছেন: এক কথায় অসাধারণ, চমৎকার, সুন্দর লেখনি ।:)

০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০২

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৯| ০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

ওমেরা বলেছেন: জী ঠিকই ধরেছেন ভাইয়া ! আমি যে এত গাধা মানুষ হবো কবে !!!

০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: এই অতি ক্ষুদ্র বিষয়ে নিজেকে হীন মনে করার কিছু নেই । আর এটা টাইপিং মিস্টেক, এমনটা মাঝে মাঝে সবারই হয়ে থাকে। আমি তো এমনেই একটু মজা করলাম।

আচ্ছা আমার নামে কী ভাইয়া লেখা আছে ! অবশ্য অনেকে আপু ও ডাকে ! যে যার মত ধরে নিয়েছে । হা হা ।

একটু বেশি মজা করে ফেললাম বোধয় ।

১০| ০১ লা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

ওমেরা বলেছেন: না তাতো লিখা নেই , কিন্ত কিছু কিছু নাম এমন বুঝা যায় না আড়ালে ছেলে আছে নাকি মেয়ে আছে । আমার সমস্যা হল কাউকে কোন না সম্মোধন করে কিছু বলতে আমার ভাল লাগে না । আপনার লিখা পড়ে আমার ধারনা হয়েছে আপনি ছেলে তাই ভাইয়া বলি । তবে আমার ভুল হতে ,পারে যদি চান আপনি বলতে পারেন তাতে আমার সুবিধা হবে ।

০১ লা আগস্ট, ২০১৭ রাত ৮:১০

কথাকথিকেথিকথন বলেছেন: আমি কিন্তু একবারও বলি নি ভাইয়া ডাকতে পারবেন না । ভাইয়া / আপু ডাকা আমি পাঠকের হাতে ছেড়ে দিয়েছি । যার যা ইচ্ছে ডাকবে । তবে কোন একদিন বলবো ।

১১| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ৯:৪০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর মনোমুগ্ধকর কবিতা +++

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১২| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:১৮

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১৩| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৭

প্রামানিক বলেছেন: কবিতা খুব ভালো লাগল। ধন্যবাদ

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৪| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৯

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,





এটা ঠিক , আমরা বিনে পৃথিবী আধেক, আমরাই তার পূর্ণতা।

মোটামুটি হয়েছে ।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১৫| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৫১

সোহানী বলেছেন: ওয়াও দারুন তো................+++++ (যদিও কবিতা কম বুঝি)

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১১

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা কম বোঝাও ভাল কারণ বেশি বুঝলে হৃদয়ে বিরহ লেগে যাবে !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৬| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৫

কানিজ রিনা বলেছেন: দুই তিনবার পড়লাম মন্তব্যের উত্তরে বেশ
বুঝলাম ভাল লাগল ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১২

কথাকথিকেথিকথন বলেছেন: মনোযোগী পাঠে মুগ্ধ ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১৭| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৩

নীলপরি বলেছেন: অসামান্য শব্দ দিয়ে তৈরী কবিতাটাও অসামান্য লাগলো । শুধু টাইপো একটু দেখবেন ।
বিণে < বিনে ।

শুভকামনা ।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: বানান ঠিক করে নিয়েছি । কৃতজ্ঞতা রইলো ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৮| ০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমরা মুখোশধারী রাগ, হিংস্র রমক
আমরা আসবো এভাবে জনম জনম


এই দুই লাইনের সাথে শেষ পূর্ণতা শব্দটা বেমানান লাগছে।

উঠে- ওঠে

তৃতীয় আর চতুর্থ স্ট্যাঞ্জায় এসে কবিতায় যে বাঁকটা নিছেন সেখানে আমি বেশ নড়বড়ে ছিলাম। দ্বিতীয় স্ট্যাঞ্জার লাস্ট লাইনের ওই উল্লম্ফন আমায় বেশ অবাক করছে।

আর মেদযুক্ত মনে হইছে।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: খারাপ না থাকলে পৃথিবী আধেক । ভাল- খারাপ আছে বলেই পৃথিবী ব্যালেন্স । খারাপ আছে বলেই আমরা নির্ণয় করতে পারি ভালোর মাপকাঠি। পৃথিবীর সকল মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সাদা গোলাপের মত নিষ্পাপ এবং আলোকিত থাকে । কিন্তু
সবাই কী ভাল থাকে ? তাই কাল্পনিকে গিয়ে আগাম একটি দৃশ্যকল্প আঁকলাম, আসলে কী এমন কিছু হতে পারে- সেই গোলাপের দেহে বিষাক্ত পরাগায়ন! তাই খারপের উপস্থিতি পৃথিবীকে পূর্ণতা দেয় । এটা নির্মম সত্য । পৃথিবী সম্পূর্ণ নিষ্পাপ কখনো হয় নি, হতে পারবে না। প্রত্যেক চরণের মাঝে সূক্ষ্ম সম্পর্ক শুরু থেকে শেষে এসে মিশেছে।

আমি যতদূর জানি 'উঠে' শব্দটি বাক্যের শেষে বসলে 'ওঠে' হয়ে যায় । আর বাক্যের মাঝে কিংবা শুরুতে হলে 'উঠে' হয় ।

'অবাক করা' কী পজেটিভ অর্থে নাকি নেগেটিভ অর্থে ? 'মেদযুক্ত' শব্দটি যদিও কিছুটা আবাস দিচ্ছে !

আপনার কবিতা নিয়ে বিশ্লেষণ আমাকে মুগ্ধ করে । অনেক কৃতজ্ঞতা ।

ভাল থাকবেন ।

১৯| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++

শুভ কামনা রইলো ।

০২ রা আগস্ট, ২০১৭ রাত ৯:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার জন্যও শুভ কামনা রইলো ।

২০| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: নাহ, অবাক হওয়াটা পজিটিভ ছিল।

আমার জানামতে উঠে -অসমাপিকা ক্রিয়া আবার জেগে- এটাও অসমাপিকা। অসমাপিকার পরে একটা সমাপিকা বসে। জেগে ওঠে

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: পজেটিভ জেনে ভাল লাগলো ।

আপনার জানাও সঠিক । তবে 'উঠে' বলার পরে বাক্য শেষ হয় নি, আরো কিছু বলার আছে, প্রশ্ন থেকে যায় ' আবারও সে কেন জেগে উঠে ?' কিংবা যদি ধরি এমন 'সে জেগে উঠে হাঁটতে বের হয়'- এখানে বাক্যটা চলমান, জেগে উঠার পরে সে আরো কিছু করে । তাই আমার মনে হয় উঠে শব্দটাই বসা উচিত। তবে এমন নয় যে আমার যুক্তিটাই সঠিক হবে ।

( আমি ব্যকরণ নিয়ে তেমন ভাবি না, আসলে ঘাঁটতে অনীহা বটে ! আপনার কাছে যদি আরো বেটার কিছু থাকে বলতে পারেন, আমিও জানতে পারলাম ।)

২১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইটা নিয়ে কথা না বাড়ালেও চলতো। তবে আপনার শেষ কথাটার জন্য বলছি। :)

আপনি যে লজিক দেখিয়েছেন সেইটা নিয়ে বলি। বাক্যে যে অংশটি বাকি ছিল ভূপৃষ্ঠের খবর এখনে ভূপৃষ্ঠের বিশেষ্যের বিশেষণ আর খবর তো বিশেষ্য। তাই এই দুইটা আলাদাভাবে কিংবা একিভাবে যদি আমরা phrase ও ধরি তাও ক্রিয়ার উপর নির্ভর করে না। আমার জানায় ভুল থাকা অস্বাভাবিক না।

যাহোক কবিতা ভালো লাগছে সেইটা সবথেকে বড় কথা। ভালো থাকেন।

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার ব্যকরণ জানার পরিধি প্রশংসনীয় । 'ওঠে' করে দিলাম ।

অনেক ধন্যবাদ ।

২২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লেখুনি
কবিতা ভাল লেগেছে......

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

২৩| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: অতঃপর আবারও সে জেগে উঠে ভূমিষ্ঠের খবরে
আবারও বেরিয়ে পড়ে আকাশচুম্বী নিয়ে
সে ভুলে যায় বিগত ইতিহাস ।
সেখানে ছিল কিছু বিষাক্ত পরাগায়ন
আলোর মুখোশ পরে পৃথিবীর সর্বনাশ ।
এক কথায় অসাধারন লাগল।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২১

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৪| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩০

অর্ক বলেছেন: অসাধারণ! অনেক ভালো লাগলো কবিতা। শুভেচ্ছা রইলো।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.