নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

দোস্ত, দহনে আছিস নাকি তারা গুনিস!

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৭


জনম জনম... এই পথ ধরে.... নীরবে, নিভৃতে । কিছু কিছু আকাঙ্ক্ষা, ধীরে ধীরে গড়েছে এই আকাশচুম্বী অদ্রি!

ঐন্দ্রজালিক, তীব্র দৃষ্টি ধ্যানী- খুনে খুনে গৌধূলী । সন্ধ্যায় ঘর বেঁধে রাত্রির পৃথিবীতে এভাবেই জলের গায়ে প্রেম লেখে সবাই। তবুও ঘোর কাটে না, মৌহ লেগে থাকে চোখের পাতায়, রাজ্যে নিভু নিভু আলেয়া। একদল বেহালাবাদক সুর বাঁধে ' ব্যার্থ প্রেম' শিরোনামে ! আজ না হয় থাক মর্মব্যাথী অদ্রির এই বুক। অন্য এক পরাণ নিয়েই লিখি আজ ।

অদ্রির এই বুকে স্বচ্ছ আলোকরশ্মি । জোনাক দিয়ে সাজানো বাগান, রংধনু সাজে অজস্র প্রজাপতি, লাস্যময়ী মেঘ । অমর অনুভব, জলের হাঁসফাঁশ, বিহঙ্গের ফিসফাস, শুকনো পাতায় আত্মার হাতছানি ! সবুজে সবুজে শিশির, সোনালি রৌদ্র, ফাল্গুনী বাতাস, সংবৃত শিহরণ । সম্পর্কের এক অবিচ্ছেদ্য বাঁধনে ঘুড়ি ওড়ে স্বার্থহীন হৃদয় নিয়ে। ইচ্ছেরা অগোছালো নিত্যে সাজায় ধ্রুপদী শিল্প ।

অদ্রির এই বক্ষ বিশালতার আবরণে সাজানো । তাই এতে নেই অচেনা কোন দাগ, নেই অস্থির কোন ছায়া । শুধু আছে মসৃণতা, অমর লাবণ্য ! এ এমন এক অদ্ভুত পৃথিবী, যে কোন ক্ষণে, যে কোন অসারতায় জ্বেলে দিতে পারে আলো। ওরা বলে এটা নয়, এরা বলে ওটা নয়, তারা বলে এ তো অসম্ভব, সে বলে ও পথে যেও না ! শুধু তোরা কাঁধে হাত রেখে বলিস, 'বল এবার, তোর কী সমস্যা ? 'এক সেকেন্ডে মনের সকল দরজা জানালা খুলে বের করে দেই সকল বিষণ্ণতা। বলি, ওহ বন্ধু !

সৌন্দর্যে মাতাল আলগোছে এই পৃথিবীর নাম- বন্ধু, সই, সখা, দোস্ত !


ছবি কৃতজ্ঞতা- নেট বন্ধু !

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৮

সুমন কর বলেছেন: এক সেকেন্ডে মনের সকল দরজা জানালা খুলে বের করে দেই সকল বিষণ্ণতা -- হুম, তাহলে তো ভালোই হয় !!

শুভ রাত্রি। ভালো লিখেছেন।

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

উচ্ছ্বাস...

২| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০১

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকে বন্ধু দিবসের শুভেচ্ছা।
হ্যাপি ফ্রেন্ডশীপ ডে।

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনাকেও বন্ধুত্বের শুভেচ্ছা । যাবতীয় বন্ধুত্ব অটুট থাকুক ।

৩| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: সন্ধ্যায় ঘর বেঁধে রাত্রির পৃথিবীতে এভাবেই জলের গায়ে প্রেম লেখে সবাই। তবুও ঘোর কাটে না,মৌহ লেগে থাকে চোখের পাতায়, রাজ্যে নিভু নিভু আলেয়া। একদল বেহালাবাদক সুর বাঁধে ' ব্যার্থ প্রেম' শিরোনামে !

লাইনটা খুব ভালো লেগেছে +

সৌন্দর্যে মাতাল আলগোছে এই পৃথিবীর নাম- বন্ধু, সই, সখা, দোস্ত !

ভালোবাসার উপরে পৃথিবী টিকে আছে ।


ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার জন্যও রইল অশেষ শুভ কামনা ।

৪| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লেখনি।

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

সুন্দর থাকুন ।

৫| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



সৌন্দর্যে মাতাল আলগোছে এই পৃথিবীর নাম- বন্ধু, সই, সখা, দোস্ত !
এমন লেখায় বলতেই হয় .............

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর প্রশংসা । অনেক ভাল লাগলো ।

বন্ধুত্বের শুভেচ্ছা । সম্পর্ক থাকুক অটুট ।

শুভ কামনা রইলো ।

৬| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩০

নীলপরি বলেছেন: শুধু তোরা কাঁধে হাত রেখে বলিস, 'বল এবার, তোর কী সমস্যা ? ' --

মন ছুঁয়ে গেল লাইনটা । ++++++

ধ্যাণী< ধ্যানী হবে কি ?

শুভকামনা ।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: আপনারটাই সঠিক । কৃতজ্ঞতা রইলো ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৭| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৩

অর্ক বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছামন্ত্রণ রইলো।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকুন ।

৮| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০১

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ মুগ্ধতা।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

ভাল থাকবেন ।

৯| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৮

সামিয়া বলেছেন: বাহ!!! চমৎকার! + + +

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১০| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৫

সোহানী বলেছেন: সৌন্দর্যে মাতাল আলগোছে এই পৃথিবীর নাম- বন্ধু, সই, সখা, দোস্ত ! .............. এর উপর কোন বর্ননা নেই.................+++++

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১১| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন অদ্রি।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন:

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.