নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

তীব্র এক অনুভবের আকাঙ্ক্ষা ।

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৬



এক সফেদ আনকোরা দৃষ্টি, নীলাভ অবয়ব
দাঁড়িয়ে আছি অনুভবের এক তীব্র আকাঙ্খায়
নিশ্চিত কিছু একটা হবে, দাঁড়িয়ে আছে অনাথ সন্ধ্যা
হৃদয়ের কোণে সূর্যাস্ত, বেলানগর হচ্ছে ক্রমশ অমসৃণ।

আমার স্বপ্নেরা কোথায় ?
ওরা তো এখনো হয় নি অতীত !
আমার পূরণ হওয়া সুখগুলো কোথায় ?
স্মৃতিরা তো এখনো যায় নি মুছে !
আমার সকাল দুপুর ভোর সন্ধ্যারা কোথায় ?
সেকেলে অভ্যেসগুলো এখনো তো যায় নি ঘুঁচে !
আমার সত্য মিথ্যা বিষণ্ম আত্মাগুলো কোথায় ?
এখনো তো সকল জাগতিক সম্পর্ক অটুট !

আমার সুখ খোঁজা বিহঙ্গগুলো কোথায় ?
হৃদয় দিয়ে তাদের পুষতাম এই রক্তিম খাঁচায়
তারা তো এখনো করে নি আমাকে প্রত্যাখ্যান !
আমার বাহারি রঙের পুষ্প বাগানটা কোথায় ?
যাদের পাপড়ির ঘ্রাণে মাতাল হতাম দিবারাত্রি
আমি তো তাদের কখনো অযত্নে রাখি নি !

তবে চারদিক কেনো এমন শূন্য ?
শূন্যের বক্ষে শূন্য..তার বক্ষেও শূন্য..তার বক্ষেও...
প্রতিটি রেখা অক্ষ দ্রাঘিমায় নীরব শূন্যতা
বিন্দুতে আছে আমার দেহ, আমার অদেহ !

ওই দূরে দেখা যায় ক্ষুদ্র আলো
আমি পতিত হচ্ছি ধীরে ধীরে...ধীরে...ধীরে...
চোখের রঙিন পাতাগুলো অনুমতির অপেক্ষায়
ওরা চোখের আঙ্গিনা থেকে সরিয়ে নেবে দৃষ্টি
দু'হাতে চেয়ে দেখি নেই কোন রেখা অবশিষ্ট
আমি ভেবে পাই না রেখাগুলো কেমন ছিল !
চোখের রঙিন পাতাগুলো ধীরে ধীরে যাচ্ছে নেমে...
আমি আছি তীব্র এক অনুভবের আকাঙ্ক্ষায় ।

ওহ ! আজ ভোরের আলোটা চমৎকার
পর্দার আঁড়ালে যেন সে আনমনে খেলা করে !



ছবি বন্ধু- নেট ।


মন্তব্য ৩৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

শায়মা বলেছেন: বুঝেছি আমার এক সফেদ আনকোরা দৃষ্টি, নীলাভ অবয়ব চোখের ছবি দেখেই এই কবিতার জনম হলো!!!!! B:-)





:P

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: আরে নাহ ! সব মিডিয়ার সৃষ্টি। এন্ডিং এ এমন কোন আবহ নেই !!

২| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৩| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

সোহানী বলেছেন: অনেক ভালোলাগলো........

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:১৫

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৪| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০

রাবেয়া রাহীম বলেছেন:
কবিতাজুরে ভালো লাগা ।
পর্দার পেছনে আনমনে আলগোছে লুকিয়ে খেলা করে ভোরের সতেজ আলো!

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর মন্তব্যে । বেশ ভাল লেগেছে ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৫| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

জাহিদ অনিক বলেছেন: হুম । অনেক বড় একটা ফাঁকা জায়গা, যার অনুভবের আকাঙ্ক্ষা । সেটা তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে ।
কবিতার লাইনে লাইনে , প্রশ্নে প্রশ্নে তার বহিঃপ্রকাশ ।

এমন একটি নিখাদ কবিতা যার ভাবনাটা অনুভবের আকাঙ্ক্ষা দিয়েই সূচনা এবং শেষে দারুনভাবে কিংবা নিদারুনভাবে লিখেছেন

ওহ ! আজ ভোরের আলোটা চমৎকার
পর্দার আঁড়ালে যেন সে আনমনে খেলা করে !
- চমৎকার

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার বিস্তারিত মন্তব্যে ভাল লাগলো বেশ ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৬| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



যা ছিলো একদার তা আজ আর নেই , কবিতার ভাব অনেকটা এমনই ।


কবির সাথে সুর মিলিয়ে আমিও বলি ----

" কোথায় বা সেই জোনাক জ্বলা রাত
অন্ধকারে পিদিম জ্বালা গা’য়ের মেঠোপথ
কোথায় বা সেই কুয়াশা মাখা চাঁদ ।
কোথায় বা সেই হিজলগাছের তল
শিশির ভেজা ভোরবেলার দূর্বাঘাসের দল
কোথায় বা সেই কালো কেশের ঢল........"

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২১

কথাকথিকেথিকথন বলেছেন:

কোথায় ?
কোথাও যেন নেই তাদের কোন ঠাই !

অনেক সুন্দর প্রকাশ হারিয়ে যাওয়া সুন্দরগুলো নিয়ে, সুখগুলো নিয়ে ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৭| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

জেন রসি বলেছেন: কবিতায় একটা সমস্যার কথা বলা আছে। এবং শেষ দুলাইন হচ্ছে সে সমস্যার সমাধান।



১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২২

কথাকথিকেথিকথন বলেছেন:

কবিতা বহুরূপী । আপনার ভাবনাটাও কবিতার একটি অর্থ ।

অনেক ধন্যবাদ ।

৮| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সিনবাদ জাহাজি বলেছেন: আমার স্বপ্নেরা কোথায় ?
ওরা তো এখনো হয় নি অতীত
অনেক অনেক ভালোলাগা

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২২

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৯| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: তবে চারদিক কেনো এমন শূন্য ?
শূন্যের বক্ষে শূন্য..তার বক্ষেও শূন্য..তার বক্ষেও...
প্রতিটি রেখা অক্ষ দ্রাঘিমায় নীরব শূন্যতা
বিন্দুতে আছে আমার দেহ, আমার অদেহ !


চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১০| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিটায় মানুষের জীবনের হিসাব, চাওয়া পাওয়া, দুনিয়াতে বেঁচে থাকার আকুতি এবং পরকালে চলে গিয়ে মুক্তির কথা বলা হয়েছে।

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:
কবিতা বহুরূপী । আপনার ভাবনাটাও কবিতার একটি অর্থ ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১১| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭

ধ্রুবক আলো বলেছেন: ওহ কি সুন্দর কবিতা +++

আমার স্বপ্নেরা কোথায় ?
ওরা তো এখনো হয় নি অতীত !
আমার পূরণ হওয়া সুখগুলো কোথায় ?
স্মৃতিরা তো এখনো যায় নি মুছে !

অসাধারন

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৭

নীলপরি বলেছেন: ওহ ! আজ ভোরের আলোটা চমৎকার
পর্দার আঁড়ালে যেন সে আনমনে খেলা করে !


এককথায় অনবদ্য হয়েছে । +++++

১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভ কামনা ।

১৪| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: অনিয়মিত স্তবক বিন্যাসের একটা কবিতা!

শেষ স্ট্যানজাটা কাপলেট না হয়ে ৬ চরনের হলে ৪,৮,৬ চরনের একটা স্তবক বিন্যাস পাওয়া যেত! যদিও আধুনিক কবিতায় নিয়মিত স্তবক বিন্যাস তেমন দেখা যায না !!


কবিতায় +

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা লেখার ক্ষেত্রে আমি কবিতার অত নিয়ম কানুন মানি না । আসল কথা হচ্ছে আমাকে দিয়ে নিয়ম মেনে কবিতা লেখা হয় না । আমি অনুভূতি, ভাবনা, শিহরণ এ সব কিছুকে প্রাধান্য দেই । তবে যারা মেনে লেখে তাদের স্যালুট ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৫| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১২

ওমেরা বলেছেন: আজকের টা না হোক আগামীকালেরটা অবশ্যই খুব সুন্দর একটা সকাল হবে এই প্রত্যাশা নিয়ে আমরা বেঁচে থাকি ! কবিতা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: আশা নিইয়ে বেঁচে থাকা । এটুকুই জীবন ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৬| ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৩

নাগরিক কবি বলেছেন: প্রতিটি সকাল ই সুন্দর ও নোতুন।

ভাল লেগেছে কবিতাটি

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৭| ১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

এডওয়ার্ড মায়া বলেছেন: দুইবার পড়লাম

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: দুইবার পড়ার পর কী অনুভূতি হলো তা তো জানালেন না ।

অনেক ধন্যবাদ ।

ভাল থকুন ।

১৮| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২১

মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত ভাল লাগা। :)

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৯| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৭

খায়রুল আহসান বলেছেন: তবে চারদিক কেনো এমন শূন্য ?
শূন্যের বক্ষে শূন্য..তার বক্ষেও শূন্য..তার বক্ষেও...
প্রতিটি রেখা অক্ষ দ্রাঘিমায় নীরব শূন্যতা
বিন্দুতে আছে আমার দেহ, আমার অদেহ!
-- খুব কম কবিতায় শূন্যতার এমন হৃদয়ভেদী বর্ণনা পাওয়া যায়। সুগভীর অনুভব থেকে উঠে এসেছে এ কয়টি চরণ।
খুব সুন্দর কবিতা। + +

১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার গভীর পাঠ মুগ্ধ করে ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.