নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি শিহরণ ।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২১



হ্যালো বৃষ্টি... আমি বলছি, কোথাও থেকে কেউ একজন!
আমাকে দাও একটু ছুঁয়ে তোমার কোমল হৃদয় দিয়্রে
আমি মেঘ হতে চাই, ঠিক তোমার মত
রাত্রির সমুদ্রে ভেসে বেড়াবো নিশাচর
পাখির ঠোঁটে লেগে যাবো আলতো করে
নীলাভ দেহে হৃদয় এঁকে টুকরো টুকরো হবো
পূর্ণিমা ঢেকে প্রেমে মাতাল হবো চন্দ্রের সাথে
লাগামহীন সময়ের অজস্র গল্প শুষে নেবো
ঝরে পড়বো মাঠ, ঘাট, প্রান্তর, সমুদ্র, শৃঙ্গে
এভাবে দু'চোখে আঁকবো হিসেবহীন অমৃতসুধা...

রঙিন জলে সন্ধ্যার কাঁপন গহীনে
বৃক্ষের দেহে অজস্র রেখা বয়ে চলে
সে জীবন আঁকে মৃত্তিকার তরে
নিষ্পাপ নিঃশ্বাস নিঃসৃত হয় চারদিকে
একটি ভ্রূণ পরিপক্ক হয়, প্রস্ফুটিত হয়!

আমি বার বার ঝরে যেতে চাই
আমি বার বার ভুলে যেতে চাই
আমি বার বার মুছে যেতে চাই....
আমি বার বার হৃদয়কে ভেঙ্গে দিতে চাই-
নিশ্ছিদ্র সুখগুলোয় অথবা অযাচিত বিভ্রান্তে
শুধু একটি সবুজ হৃদয়ের জন্য
যার দেহে থাকবে সবুজ সুবাস
যার নিঃশ্বাসে প্রাণের সঞ্চারণ-
একিভূত আত্মার একাগ্র শিহরণ ।


ছবি বন্ধু- গুগল ।

মন্তব্য ৫০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৯

বিজন রয় বলেছেন: +++++

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০১

কথাকথিকেথিকথন বলেছেন:


অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩

জাহিদ অনিক বলেছেন: হ্যালো বৃষ্টি... আমি বলছি - ওহ দারুণ। বৃষ্টি কথা বলেছে ? সাড়া দিয়েছে??

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:


হা হা । বৃষ্টি কথা বলছে না, বৃষ্টিকেই আমি কে তা বলছি । তাই বললাম- আমি বলছি, কোথাও থেকে কেউ একজন !

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৩| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কবিতা উপহার দিয়েছেন ভাই, কথার মালা গেঁথেছেন হৃদয় ছোঁয়া। মুগ্ধতা।

প্রথম লাইন পরবর্তী কথাগুলো অসাধারণ, গভীর ভালোবাসায় পূর্ণ। কাঙ্ক্ষিত চাওয়া টুকু সমাপ্তিতে সর্বসম্মত।

শুভকামনা রইল কবি ভাইয়ের জন্য।

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:১৩

কথাকথিকেথিকথন বলেছেন:



আপনার মন্তব্যে ভাললাগা রইলো।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা।

৪| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৯

সুমন কর বলেছেন: বৃষ্টিকে ফোন দেয়া এবং কথা বলা, ভালো হয়েছে। +।

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:১৪

কথাকথিকেথিকথন বলেছেন:


অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

৫| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ২:১৬

ধ্রুবক আলো বলেছেন: দারুন হয়েছে ++++

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ।

শুভ কামনা।

৬| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১৪

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ।

শুভ কামনা।

৭| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বৃষ্টি প্রকৃতিতে প্রাণের স্পন্দন আনে।

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৮| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০১

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,





বৃষ্টি বিলাস ।
ওগো বর্ষা তুমি ঝরোনাকো অমন করে ..................

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:




অমন করে ঝরলে কী হয় ! বৃষ্টি বিলাস কার না ভাল লাগে !

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৯| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: নেচে ওঠে মন ঝিরিঝিরি বর্ষার তিরতির কাঁপা পাতার মতন
বাতাসের সাথে দৌড়, জলের সূখ গায় মেখে

ভরা বর্ষায় ঝাপিয়ে পড়া পুকুর জলে
আধো ডুবে আধো ভেসে- জলের বুকে জলের মিলন অনুভব

বড় বড় ফোটায় ফুসকুড়ি ওঠা জলের বিছানায় বর্ষার নক্সি কাঁথা
দেখেছি সৃষ্টির আদি যাত্রায় একই মিলন ছন্দ!

আমার বৃষ্টি বিলাস অনুভব থেকে :)

++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনার বৃষ্টি বিলাস অনুভব মনকড়া !চমৎকার । বেশ ভাল লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১০| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

মহসিন ৩১ বলেছেন: সবুজকে ছুঁতে মেঘকে ার পাহাড়কে ছুঁতে ঝরনাকে ------ বাতিক্রম নাই ; দুঃখ বীণা সুখ !!! ----- কেমনে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১১| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: বৃষ্টি নিয়ে আমার পড়া অন্যতম সুন্দর একটি কবিতা। অসাধারণণণ বললে কম হবে!
শুভেচ্ছা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভেচ্ছা ।

১২| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতা অলংকার অপূর্ব দর্শন.....

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪০

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: আমি বার বার হৃদয়কে ভেঙ্গে দিতে চাই-
নিশ্ছিদ্র সুখগুলোয় অথবা অযাচিত বিভ্রান্তে
শুধু একটি সবুজ হৃদয়ের জন্য
যার দেহে থাকবে সবুজ সুবাস
যার নিঃশ্বাসে প্রাণের সঞ্চারণ-
একিভূত আত্মার একাগ্র শিহরণ ।

সুন্দ+

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৪| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৭

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৫| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৩

জেন রসি বলেছেন: প্রকৃতির ভেতর হারিয়ে যাওয়া অথবা নিজের ভেতর প্রকৃতির অনুসন্ধান।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১১

কথাকথিকেথিকথন বলেছেন:




দু'টোই চমৎকার !


অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৬| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২২

রায়হানুল এফ রাজ বলেছেন: কোন বৃষ্টিকে ডেকেছেন???
মানবী???

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা ! নিশ্চই না ! প্রকৃতির বৃষ্টিকে ডেকেছি, যে জলে দুঃখ নেই, বিস্বাদ নাই ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

দীপংকর চন্দ বলেছেন: সে জীবন আঁকে মৃত্তিকার তরে

ভালো লাগলো। অনেক।

শুভকামনা কবি। অনিঃশেষ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা আপনার জন্যও ।

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৭

শায়মা বলেছেন: বৃষ্টি কি ফোন ধরেছে ভাইয়া?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:



না । আমি রেকর্ড করে যা বলার বলে দিয়েছি !

অনেক ধন্যবাদ ।

কেমন আছেন ?

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: ভালো আছি!!!!!!!! সুখে আছি আঁকাআঁকিতে আপাতত আছি!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪০

কথাকথিকেথিকথন বলেছেন:




গুড গুড । আঁকাআঁকিতে থাকলে ভালো, বাঁকাবাঁকিতে না থাকলেই হয় !!!

২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

শায়মা বলেছেন: ধ্যাৎ আমি তো আঁকাআঁকিতেই থাকি। বাঁকাবাঁকিগুলাই তো বাঁকাতে আসে! শেষে ধনুষ্টকারে মৃত্যু বরণ করে!!!!!!!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৫

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা হা ! ধনুষ্টংকার !! তাদের এমনি হওয়া উচিত ।

২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৯

শায়মা বলেছেন: মৃত্যু হয় তবুও লজ্জা নেই ! ভুত হয়ে আসে!!!!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩

কথাকথিকেথিকথন বলেছেন:





!!!! হোয়াট দ্যা হেল !


দেন ইউ মাস্ট লার্ন এক্সরসিজম থ্রু আর্ট !!! ভ্যানিশ অল ডেভিল'স ফ্রম আর্থ !

২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

নীলপরি বলেছেন: যার নিঃশ্বাসে প্রাণের সঞ্চারণ-
একিভূত আত্মার একাগ্র শিহরণ ।


খুব ভালো লাগলো ।++++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৬

সামিয়া বলেছেন: ভাললাগা ++++

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো ।

২৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

জুন বলেছেন: আমি বার বার ভুলে যেতে চাই
আমি বার বার মুছে যেতে চাই....

তাই কি আর হয় কথাকেথি ! ভোলাও যায় না , মোছাও যায় না ।
+

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০

কথাকথিকেথিকথন বলেছেন:



তাই তো চাওয়া, যা থেকে নেই কোন পাওয়া !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

খায়রুল আহসান বলেছেন: পাখির ঠোঁটে লেগে যাবো আলতো করে - চমৎকার লিখেছেন এ কথাটা।
বাঁকাবাঁকিগুলাই তো বাঁকাতে আসে! শেষে ধনুষ্টকারে মৃত্যু বরণ করে!!!!!!!!! - ২০ নং মন্তব্যের এ অংশটুকু পড়ে বেশ এক চোট হাসলাম।
কবিতায় ভাল লাগা + +

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১০:২২

কথাকথিকেথিকথন বলেছেন:




আমি মজা পেয়েছিলাম সেই মন্তব্যে । ঘটনা সত্য । যারা অন্যকে নিয়ে পড়ে থাকে তারা নিজেকে হারিয়ে ফেলে।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.