নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

খসিয়ে দেবো... ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮



সেই দুর্গম পাহাড় । থোকা-থোকা ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা । নীরব রাত্রি । পিনকি জল গড়িয়ে পড়া । সে গুমোট শব্দ ! নিস্তব্ধ প্রাচীন । নীরব সুর । নিত্য পাপকে কুচিকুচি করে কেটে নিশাচর নয়নে পুরে রাখার খোঁজ যেন সে জানে ! গভীর কীর্তন সয় না- সে যদি জানতো, উড়ে যাওয়া বিহঙ্গের ব্যবচ্ছেদে আকাশ পেত স্বাধীনতা । আকাশ, তার নাকি অনেক ঋণ। এই যেমন ধূম, জল, ডানা, লালিমা, শীতল, প্রথম প্রহর, শেষ ডুব, বিরহী বেলা , ধুলোর বাকসো প্রমুখ করেছে নাকি তাকে দায়বদ্ধ । এ আর এমন কী মোর হৃদয়ের আকাশে । সেখানে তো নেই এসবের ভার । যা সকল গ্রাস তার নীলে । কেড়ে নিয়ে ধূমায়িত স্বাদ সকল সাজে সে ছদ্মবেশ ।

এই রোনাধোনা, ছল-ছুতা সয় না তো । শুধু দুর্গম গন্ধের পেয়ালা হাতে কে যেন ডেকে যায়, ওই তো সেই দুর্গম। ধূমের সাথে তার বেশ ভাব, চুমুয় ঝরে ব্যথা, কেড়ে নেয়, ঝরিয়ে দেয়, খসিয়ে দেয় । সজাগ পঞ্চ সেই সুর খোঁজে নেশা ধরায় । খসে খসে পড়ে হয়েছে নাকি তার এত ক্ষত, বলেছে নিজে তার সাক্ষি সেই দুর্গম ।সবে বলে সে ঝরায়ে তার হয়েছে সুখপ্রহর । কিন্তু সে তো বলেনি এ সকলে দুঃখ ছিল ! এ ছিল তার অসুখী অহংকার- গ্রহ গ্রহান্তরেও তার দাঁড়িয়ে থাকার সুপ্ত প্রদীপ । সকল অপরাধ টুপটুপ বেয়ে পড়ার, দোষারোপ করছে সে । কেন শৃঙ্গ থেকে বুক বিদ্ধ করে নিম্নে তার বেয়ে পড়তে হবে ? হয়তো না হয় করলোই গহীনের অবুঝ আমন্ত্রণে প্রথম মুলাকাত, হয়তো একটু মাখামাখি । তাই বলে বেয়ে পড়তে হবে ! খসে দিতে হবে সর্বাঙ্গে, নিজস্বে কেড়ে নেবে !

তুলো সিক্ত নরম ওম কেড়েছে সকল ঘুম । নাহ, সবই হাতড়ে বেড়ানো-সেখানে সকল অদৃশ্য । কে বলেছে এসব মাধুর্যে মোড়ানো মিথ্যে ? ও সেই দুর্গম পাহাড় ? সে গহীন ? তবে সত্য । কত ঝরনা পেয়েছে মৃত্তিকার মায়া তা কী কেউ জানে ? ওহ, সে ডেকেছে ! এই ডাক কী উপেক্ষা করা যায় ! সকল ঘুড়ি, রঙ, ঠিকানা তাই ছেড়েছে সেই দুর্গমের মায়ায় । সে বলেছে আমায় করবে হৃদয়ে হরণ । এই ভালবাসা আমি চাই । এই প্রেম আমার । আমি সেখানে কাঁদবো, ধূম সাজবো, খসিয়ে দেবো শৃঙ্গ থেকে বুক নিম্নে আপন স্বাদে !



ছবি বন্ধু - গুগল ।

মন্তব্য ২৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

ভ্রমরের ডানা বলেছেন:



এত ভেতরে প্রবেশ করেন কি করে! সত্যি প্রশংসনীয়...

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কথার কচকচি ভালো হইছে। কবিতার রঙ-রস-রূপ-ঘ্রাণ পাইলাম।

তবে- সে বলেছে আমায় করবে হৃদয়ে হরণ
আমারে বুঝাই দেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:




কে বলেছে ? দূর্গম সেই পাহাড়, তার মায়া । থোকা-থোকা ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা । নীরব রাত্রি । পিনকি জল গড়িয়ে পড়া । সে গুমোট শব্দ ! নিস্তব্ধ প্রাচীন । নীরব সুর । এই দূর্গম পাহাড় । যে টানে আমাকে !

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: পাঠককে অনেক গভীরে নিয়ে গেল......



খুব ভালো লাগলো আপু।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

ওমেরা বলেছেন: কি অপূর্ব শব্দের সমাহার !

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ !

ভাল থাকুন ।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

নীলপরি বলেছেন: পাঠ করতে খুব ভালো লাগলো । খুব সুন্দর লিখেছেন । ++++

শুভকামনা ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ ।

আপনার জন্যও শুভ কামনা অশেষ ।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০১

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




একটু এলোমেলো মুক্তগদ্য । বেশ দুর্গম্য করে লিখেছেন । বাক্যে দ্যোতনার প্রতি আরও একটু মনযোগী হতে পারতেন ।
আরো লিখুন যেন একদিন শৃঙ্গ থেকে দুর্গম্যতাকে খসিয়ে দিতে পারেন ।
শুভেচ্ছান্তে ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২১

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা ! আমি সে আশাই করি !!

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মানুষের মনে কত কিছুই না লুকিয়ে আছে, আর আছে তা প্রকাশ করার ব্যাকুলতা। লুকিয়ে থাকা মূল্যবান ভাবনাগুলো প্রকাশিত হোক আর আমরাও তার স্বাদ আস্বাদন করি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:




ইচ্ছেপ্রসূত মন্তব্যে ভাললাগা ।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫০

সুমন কর বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন:

এত ভেতরে প্রবেশ করেন কি করে! সত্যি প্রশংসনীয়... ....সহমত।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২৩

উম্মে সায়মা বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন: এত ভেতরে প্রবেশ করেন কি করে!
আসলেই বেশ গভীর। বুঝতে একটু কষ্টই হয়। শব্দেরর খেলা ভালো লাগলো।
ছবিটি খুব সুন্দর....

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:



মন্তব্যে ভাললাগা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

রাতু০১ বলেছেন: সকল ঘুড়ি, রঙ, ঠিকানা তাই ছেড়েছে সেই দুর্গমের মায়ায় । সবাই পারে না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন:




তাই তো কবিতায় লেখা, কবিতার মধ্যেই এর সুখ খুঁজে নেয়া !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

জাহিদ অনিক বলেছেন: ওহ ! কি দারুণ শব্দে শব্দে খেলে গেলেন কথায় কথায়। এই জন্যই আপনি কথাকথিকেথিকথন ।



কালকেই একবার পড়েছিলাম। আজকেও আবারও পড়লাম। আবারও যাতে পড়তে পাড়ি সেজন্য থাকলো প্রিয়তে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনার মন্তব্যে আপ্লুত। ভাল লেগেছে ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

সিগনেচার নসিব বলেছেন: পাঠে সন্তুষ্ট

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.