নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
ফুলগুলো ঝরে গেল- বেশি তো হয়নি ফুটেছিল !
ক্ষণজন্মা এই ফুলের যেন পাপড়ি ছিল না
কিন্তু অফুরান নেশামাখা ঘ্রাণ ছিল-
এখনো খুব খেয়ালে পঞ্চেন্দ্রিয়ের শ্রম ।
এতো কীসের প্রেম হয়েছে এদের নেশায় ?
যেন প্রতিটি ফোঁটায় ফোঁটায় অসুখী মাখামাখি !
কত করে বলেছিলাম- তোমরা কে ?
তারা কোন কথা বলেনি- শুধু ঘ্রাণ বিলিয়ে দিয়েছে ।
যখন ফুলগুলো শৈশবে-
বাঁধন ছিড়ে পড়ে যেতে চাইতো
আহ্লাদি দুষ্টমিতে মাততো
অভিমানে কেঁদেকেটে হয়রান
আনন্দে খিলখিলিয়ে অগোছালো
কতই না তুলতুলে আদুরে ছিল
ইচ্ছে হত স্নিগ্ধ কপোলটা টেনে-
একটা নরম চুমো কশিয়ে দেই !
কিন্তু ঝরে যাওয়ার ভয় !-
তাই অপূরণই রয়ে গেলো ।
খুব হঠাৎ করেই তারা পুরনো হয়ে গেল
স্নিগ্ধতা ঢেকে মরিচিকায় রূপ নিলো
যেন 'সময়' পেয়েছে মৃত্তিকার মায়া !
পাখি ফিরে গেল, মেঘগুলো ঝরে গেল
সমুদ্র পেল যৌবন, রাত্রি পেল সুখ সঙ্গম ।
এভাবে ফুলগুলো গুড়োগুড়ো হয়ে গেল
দুঃখ গেলা বাতাস তা বুকে ধারণ করে-
ঢুকে গেল লোহিত গহীনের চিত্রকল্পে।
ছবি বন্ধু- নেট ।
০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইল ।
২| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++
একটি ফুলের ধারা একটি জীবন কাল ফুটিয়ে তুলেছেন। অসাধারণ।
০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৯
জাহিদ অনিক বলেছেন: চিত্রকল্প ভাল লাগলো। বিরহের চিত্রকল্প।
০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৮
সুমন কর বলেছেন: ভালো লাগল। +।
কিন্তু চুমো তো কশিয়ে দেয়া যায় না............মাইর দেয়া যেতে পারে। ..................হাহাহা
০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৪
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
রুলীয়াশাইন বলেছেন: সুন্দর
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: চরম সত্য তুলে ধরেছেন ভাইয়া। এই পৃথিবীর সবকিছুই ক্ষনস্থায়ী। কবিতায় ভালোলাগা ও মুগ্ধতা রেখে গেলাম।
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৮| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: এভাবে ফুলগুলো গুড়োগুড়ো হয়ে গেল
দুঃখ গেলা বাতাস তা বুকে ধারণ করে-
ঢুকে গেল লোহিত গহীনের চিত্রকল্পে - কবিতার সমাপ্তিটা খুব সুন্দর হয়েছে। + +
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
বিরহিত ফুলের চমৎকার কবিতা!