নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
আমি কী হারিয়ে যাচ্ছি ? দিনের পর দিন বাড়ছে দেহ ভস্মের ঘ্রাণ। বৃষ্টির জলে আঁকাবাঁকা পথে ভেসে যায় সদ্য ঝরে পড়া ফুল। আমি তার পথ ধরে মিশে যাই জলস্রোতে । কোথায় তার উদ্দেশ ? কোথায় তার পতিত ? যেতে যেতে কত ভোর, সন্ধ্যা, রাত্রি চেয়ে দেখে আমাদের লুকোচুরি ! ফুলের বয়স বাড়ে, সে হারাতে থাকে ঘ্রাণ, স্নিগ্ধতা...। আমি বিমর্ষ হই... সে হারিয়ে যায়। যে জলে বৃক্ষ পায় প্রাণ, সে জলে ফুল যায় মরে ! আমি জলস্রোত ত্যাগ করি একটি ফুলের প্রয়াণে। আমি নিভৃতে ঘুরি কোন পাতার খোঁজে, যে সবুজ হারিয়ে হয়েছে ধূসর । আমি খুঁজি কোন শৃঙ্গ, যে মেঘ ছুঁতে গিয়ে খসে পড়েছে । আমি খুঁজি সে ঝরনা, যে শেষ পাথরে হয়েছে রুদ্ধ । আমি আরো খুঁজি সেই ক্ষণ, যে ক্ষণে অনেকগুলো হৃদয় ভেঙ্গে গেছে... । আমি অযাচিত গুল্ম দেহে মেখে দেখি প্রকৃতির চোখে জীবন । তার সূক্ষ্ম হিসেব নিকেশ এলোমেলো করে দেয় আমার হৃদয়ের চোখে আঁকা পৃথিবী । সংঘর্ষ বেঁধে যায় ভাবনার গহ্বরে ! সে ভাবে ভারসাম্য, আমি ভাবি তা যৎসামান্য । সে ভাবে বাস্তব, আমি ভাবি কাল্পনিক স্রোতধারা । সে ভাবে সুখ, বিস্বাদ, আনন্দ, জল, প্রেম, বিয়োগ । আমি ভাবি সুখ, আনন্দ, প্রেম ! তার সাথে আমার বনে নি কখনো। সে একরোখা তার নীতিতে, আমিও কম কিসে !
তাই আজ তার সাজে হয়েছি আমি বেশ নিভৃতচারী। তার হৃদয়কে সংক্ষেপে বুঝতে গিয়ে বাড়ছে যেন আমার জনম ! সে যে কত কারিগর নিয়ে বসে আছে! আমি তো শুধু হৃদ পূজারী । তার সন্ধ্যা হয় ঘন্টা বেজে, আমার সন্ধ্যা হয় হৃদয়ের আলো নিভে গেলে । সে কাঁদতে বলে দুঃখ মেপে, আর আমি বলি কাঁদো ভালবাসা মেপে । সে বলে সুখ নাও অংক কষে, আমি বলি সুখ নাও প্রাণ জুড়ে । সে বলে বিস্বাদে মাখো প্রেম বুঝে, আমি বলি বিস্বাদে মাখো প্রেম পেতে !
বোঝাপড়ার এই তারতম্যে প্রকৃতি বলে, আমার হিসেব নিকেশে তোমার হৃদয়কে একবার ফেলে দেখোই না তবে ! প্রকৃতির এই ছলনা অ্মি ধরতে পারি নি বলে অবুঝ হৃদয়ে জমা হলো যত শূন্যতা । প্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে সৌভিত হতে হতে যেন গেলাম হারিয়ে কোন নিঃসঙ্গতায়।
...ধীরে ধীরে বাড়ছে দেহ ভস্মের ঘ্রাণ । হয়তো আগমনী বার্তায় বিরহ, হয়তো রূপ ঝঙ্কার...
ছবি বন্ধু- গুগল ইমেজ ।
২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, এখন বোধয় বাতাসেই আছি । এটাও তো প্রকৃতির সুন্দর একটা অংশ ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৪
অপ্সরা বলেছেন: পথিক তুমি পথ হারাইয়াছো!
তবে ভয় নাহি ......
নাহি ভয় ......
আসিবে সময়.........
দূর সাগরের অকুল পাথারে
অমানিষার অতল অন্ধকারে
অপেক্ষায় রয় শকুন্তলা
দূরবর্তী বাতিঘরে
হাতে নিয়ে প্রবাল দ্বীপের আলো.........
কোনো এক এলিয়েনের তরে!!!!!!!!!!!!!!
হাহাহাহাহাহাহা
২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৭
কথাকথিকেথিকথন বলেছেন:
পথ নাহি হারাবো অচিন পথে
যে পথ নিয়েছি চির চেনা রূপে
দূর্গম উপাত্তে আলো দেখি প্রবাল দ্বীপে
নাহি ভয় আর রাত্রি নিপাতে...
হাহা হা হা । এলিয়েন ! আপনিও তো এলিয়েন, এতো প্রতিভা তো শুধু এলিয়েনদের থাকে !
৩| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৫
অপ্সরা বলেছেন: ১. ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৩ ০
চাঁদগাজী বলেছেন:
" আমি কী হারিয়ে যাচ্ছি ? "
-আপনি বাতাসে আছেন
চাঁদগাজী ভাইয়া জানে কে কোথায় যাচ্ছে তাহার সকল উত্তর!!!!!!!!!
২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮
কথাকথিকেথিকথন বলেছেন:
উনি সবজান্তা । উনি সবার মনের কথা জানে !
৪| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৯
অপ্সরা বলেছেন: আমি এলিয়েন হবো কেনো!!!!!!
আমি তো পরীরাজ্যে বাস করি!
মানে পরী! তাও শুধু পরী না পরীরাণী!
২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
পরীরাণীও এলিয়েনের শ্রেণিবিভাগ । উচ্চ শ্রেণির মধ্যে পড়ে ! আমার সাথে ওদের কথা হয়, ওরা বলে পৃথিবীর কাছে আমরা এলিয়েন তবে এলিয়েনদের মধ্যে সর্বোচ্চ স্থানে পড়ি !!
৫| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "পরীরাণীও এলিয়েনের শ্রেণিবিভাগ । উচ্চ শ্রেণির মধ্যে পড়ে ! আমার সাথে ওদের কথা হয়, "
-ব্লগে কি এসবও দেখতে হবে এই যুগে?
২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা । শেখার কোন বয়স নাই যেমন তেমনি দেখারও কোন বয়স নাই ! কোন যুগে কী দেখবেন কিংবা শুনবেন তা নির্ভর করে কে কী বলছে, কে কী দেখাচ্ছে তার উপর !
শুভ কামনা ।
২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
কথাকথিকেথিকথন বলেছেন:
লেখা কিংবা লেখকের চিন্তা কী আর যুগ মানে !!
৬| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২
অপ্সরা বলেছেন: ৫. ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩২ ০
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "পরীরাণীও এলিয়েনের শ্রেণিবিভাগ । উচ্চ শ্রেণির মধ্যে পড়ে ! আমার সাথে ওদের কথা হয়, "
-ব্লগে কি এসবও দেখতে হবে এই যুগে?
হা হা হা হা হা হা হা হা হা হা
তো কি দেখতে চাও ভাইয়ামনি!!!!!!!!!
তোমার ব্লগে কি কম কিছু দেখিয়াছি আমরা!!!!!!
এখন একটু তুমিও দেখো!!!!!!!!
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা । আর বেশি কিছু দেখাবেন না কিন্তু ব্লগজাতি অক্কা পাইতে পারে !! হা হা
উনার কৌতুহল প্রবল । তা ভাল দিক ।
৭| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৬
ঋতো আহমেদ বলেছেন: আবেগ অনুভূতির শব্দমালায় ভেসে যাওয়া লিখাটি খুব সুন্দর হয়েছে। 'কোথায় তার পতিত' এইখানে একটু খটকা লাগছে। পতন হবে কি? শুভ কামনা।
২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
কথাকথিকেথিকথন বলেছেন:
'পতিত' মানে পড়ে যাওয়া। 'কোথায় তার পতিত ?' মানে 'কোথায় সে পড়বে ?'
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৮| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২০
ঋতো আহমেদ বলেছেন: ভুল হলে ক্ষমা করবেন। পতিত = fallen(পড়ে গেছে) আর, পতন = fall(পড়ে যাওয়া)। যাই হোক, লিখা টি দারুণ হয়েছে। ++
২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
কথাকথিকেথিকথন বলেছেন:
ভুল হবে কেন ! মূলত এসব লেখার ক্ষেত্রে এমন তারতম্য ঘটেই থাকে । এগুলো তেমন গুরুতর ইস্যু নয় । ভাবনার দৃশ্যপটে এভাবেই ধরা দিয়েছে তাই লিখেছি । মূলত এভাবেই ভাবতে ভাল লাগে ।
প্রতিউত্তরে অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
৯| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হারিয়ে যেতে নাহি ভয়,
যদি পাশে থাকে কেউ,
তবু যদি হও একাকি,
হয়ে নিজের কাণ্ডারি,
বইবে না খুশির ঢেউ?
২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন:
একাকি হয়ে হারিয়ে যাওয়ার উচ্ছ্বাস হয়তো কেউ আসিবে ভ্রমণ গদ্যে !
খুশির ঢেউ আগ্রাসী হয়ে বইবে এই হৃদয়ে...
সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১০| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
মলাসইলমুইনা বলেছেন: পাঁচবার পড়লাম মনে হয় | বুঝলাম না বলে, না খুব ভালো লাগলো বলে তা জানি না | লেখা ভালো লাগার জন্য এতো ভাবলে কি চলে ?
"তাই আজ তার সাজে হয়েছি আমি বেশ নিভৃতচারী। তার হৃদয়কে সংক্ষেপে বুঝতে গিয়ে বাড়ছে যেন আমার জনম ! সে যে কত কারিগর নিয়ে বসে আছে! আমি তো শুধু হৃদ পূজারী । তার সন্ধ্যা হয় ঘন্টা বেজে, আমার সন্ধ্যা হয় হৃদয়ের আলো নিভে গেলে । সে কাঁদতে বলে দুঃখ মেপে, আর আমি বলি কাঁদো ভালবাসা মেপে । সে বলে সুখ নাও অংক কষে, আমি বলি সুখ নাও প্রাণ জুড়ে । সে বলে বিস্বাদে মাখো প্রেম বুঝে, আমি বলি বিস্বাদে মাখো প্রেম পেতে !"
এই লাইনগুলো পড়ার পর কি মন্তব্য করতে হয় তা আমি সত্যি জানি না | শুধু জানি এগুলো ভালো লাগার মতো, অনেক বার পড়ার মতো লাইন | আচ্ছা আরেকবার পড়ি লেখাটা...|
২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১২
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা ! আপনার পাঠ ভ্রমণ আরো আনন্দময় হোক ।
সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১১| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
জীবনের হিসেব - নিকেশ মেলেনা কখনও ।
সে জন্যেই তো প্রাপ্তি মধুর , অপ্রাপ্তি বিষের মতোন ।
মোটামুটি হয়েছে ।
তবে আমিও যা বলতে চেয়েছিলুম , দেখি সহব্লগার ঋতো আহমেদ তা বলে দিয়েছেন । তিনি ঠিক বলেছেন ।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮
কথাকথিকেথিকথন বলেছেন:
হিসেব নিকেশ
প্রাপ্তি মধুর অপ্রাপ্তি বিষ ।
চমৎকার বলেছেন ।
আমিও বলেছি তিনি ঠিক বলেছেন । কিন্তু আমি আমার ভাবনার নিরিখে লিখেছিলাম ! পতিত বলতে বুঝিয়েছি, পতনের ঠিক নিরপেক্ষ স্থানকে এবং পতিত হওয়া ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১২
ভ্রমরের ডানা বলেছেন:
সবাই এই কবিতা জগতের সাথে পরিচিত নয়। তাই অনুভব. vague...
আমি কিন্তু ষোল আনাই উসুল করে নিলাম! চমৎকার লাগল কবিতাটি!
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২১
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনার কথা ঠিক । সবাই ধরতে পারে না । তাই হয়তো লেখাগুলো হয়ে যায় কঠিন । তবে আপনি যে ভালভাবে অনুভব করেছেন তা ভাল লেগেছে ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৪
শামচুল হক বলেছেন: ভালো লাগল লেখা।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৫
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি লেখার সময় ভাবের অতল গহব্বরে হারিয়ে যান। আপনার বিভিন্ন লেখাতে সেটি ফুটে উঠেছে।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনি ঠিক বলেছেন । সে সময় কোথায় হারিয়ে যাই বলা কঠিন !
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
১৫| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২
মনিরা সুলতানা বলেছেন: বেলা যে যায় সাঁজ বেলাতে সুরে সুরে ,সুর মেলাতে _
মিলিয়ে ই দেখুন তার সুরে সুর !
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১
কথাকথিকেথিকথন বলেছেন:
সুরে সুরে চলুক সুমধুর... মেলাতে চাই না, মিলিয়ে যাওয়ার ভয় এই হৃদয়ে..
অনেক ধন্যবাদ।
শুভ কামনা ।
১৬| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৭| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কোথায় তার পতিত ?
লাইনটা কি সম্পূর্ণ।
লেখা ভালো লাগছে।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০১
কথাকথিকেথিকথন বলেছেন:
আমি আমার ভাবনার নিরিখে লিখেছিলাম ! পতিত বলতে বুঝিয়েছি, পতনের ঠিক পূর্বে নিরপেক্ষ স্থানকে এবং পতিত হওয়া ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৮| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাব একটি দর্শণ। অনেক ভাল লাগলো।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬
কথাকথিকেথিকথন বলেছেন:
সঠিক ভাবনা একটি দর্শন হতে পারে ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
১৯| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৪
সুমন কর বলেছেন: সে কাঁদতে বলে দুঃখ মেপে, আর আমি বলি কাঁদো ভালবাসা মেপে । সে বলে সুখ নাও অংক কষে, আমি বলি সুখ নাও প্রাণ জুড়ে । সে বলে বিস্বাদে মাখো প্রেম বুঝে, আমি বলি বিস্বাদে মাখো প্রেম পেতে ! -- ভালো লিখেছেন।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২২
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২০| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৮
ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ লিখেছেন। খুব ভালো লাগলো +++
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২১| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৯
জাহিদ অনিক বলেছেন:
কথার খচখচানি ভাল লাগলো। ভাল লাগা রেখে গেলাম না বরং ভাললাগা নিয়ে গেলাম।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা । সুন্দর প্রকাশ ভাবনার । ভাল লেগেছে ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২২| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৮
অপর্ণা মম্ময় বলেছেন: পতিত আর সৌভিত -- এই দুই শব্দের প্রয়োগ ঠিক আছে কী?
শুভেচ্ছা।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন:
শব্দ দু'টোর প্রয়োগ আমার ভাবনায় সঠিক মনে হয়েছে ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৩| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৫
কালীদাস বলেছেন: জঙ্গলে যাওন ছাড়া গতি দেখিনা, কেমুন কঠিন কঠিন সব লেখা লেখে সবাই
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা । জংগলে চলে গেলে তো আরো ভাল । এটা তো জঙ্গল কাব্য !! বলেছি না, প্রকৃতির রন্ধ্রে রন্ধে সৌভিত হতে হতে...! জঙ্গল তো প্রকৃতির একটি প্রকৃত উদাহরণ !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৪| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫১
উম্মে সায়মা বলেছেন: আপনার শব্দ আর ভাষা নিয়ে খেলা বেশ উপভোগ করি....++
২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
কথাকথিকেথিকথন বলেছেন:
জেনে খুব ভাল লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৫| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল কাব্য কথাগুলো....
যে পানিতে বৃক্ষ ফিরে পায় জান সে পানিতে ফুল হারায় প্রাণ ...
২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
কথাকথিকেথিকথন বলেছেন:
দারুণ মিল করেছেন তো ! ভাল লেগেছে ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৬| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৭
বিলিয়ার রহমান বলেছেন: আপনার ফিলোসোফিতে অজান্তেই হাড়িয়ে গেছি। আপনার যায়গায় চলে গেছি আমি নিজে!
স্বার্থক লেখা!
++
২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা ! সুন্দর মন্তব্য করেছেন । এমন করে আমার লেখা বুঝতে পেরেছেন জেনে খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন সবসময় ।
২৭| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০
শাহরিয়ার কবীর বলেছেন:
শব্দের কারিগর !!!
এর বেশি আর কিছু বলতে পারলাম না !!!
২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
মন্তব্যের ধরণ ভাল লাগলো বেশ ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন সবসময় ।
২৮| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
সামিয়া বলেছেন: আরো দীর্ঘ হলে ভাল লাগতো আরো পড়তে ইচ্ছে করছিলো।
অসাধারন +++++
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন:
হুম, আপনার অতৃপ্ততার জন্য দুঃখিত । হয়তো আরো বড় লিখতে পারবো ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৯| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪
নীলপরি বলেছেন: আপনার লেখাগুলো চলমান । নদীর স্রোতের মতো ভেসে যায় । আমিও সেই স্রোতের সাথে ভেসে গেলাম । অসাধারণ লাগলো । ++++++++++++
শুভকামনা ।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১০
কথাকথিকেথিকথন বলেছেন:
বেশ ভাললাগলো সুন্দর করে অনুভব করেছেন বলে ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৩০| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২
আখেনাটেন বলেছেন: কিছু চিরায়ত আবেগ, কিছু না পাওয়ার বেদনা, কিছু হতাশা, কিছু প্রত্যাশা।
কিছু নাম না জানা অভিমান, কিছু ভ্রান্ত ছলনা, কিছু নি:শব্দের অার্তনাত, কিছু মনের গভীরে দাগ কেটে চলা রেখাপাত।
মনে হচ্ছে মনের সাথে মনের টানাপোড়েনের উপাখ্যান।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৩
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর কাব্যিক মন্তব্য । কিছুটা টানাপোড়েন, কিছুটা প্রকৃতিতে মিশে যাওয়া...
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৩১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: প্রকৃতি বড় অদ্ভুত। কখন যে কাকে ভাসায়, ডোবায়?
২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, প্রকৃতি বড়ই রহস্যময় ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৩২| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩২
পার্থ তালুকদার বলেছেন: ওরে বাপরে.. শব্দ নিয়ে খেলা !
বেশ লাগলো।
২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৩৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬
প্রামানিক বলেছেন: ভাব ভাবনা দিয়ে চমৎকার লেখা। ধন্যবাদ
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৩৪| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০২
খায়রুল আহসান বলেছেন: শিরোনাম থেকে শেষ পর্যন্ত আপনার কথাগুলো একটা চমৎকার শৈলীতে, একটা আকর্ষণীয় আবহে অগ্রসর হয়েছে। তবে অন্যান্য কয়েকজন পাঠক যেমনটি বলে গেছেন, পতিত আর সৌভিত শব্দ দুটো নিয়ে আমার একটা অস্বস্তি শেষ পর্যন্ত রয়েই গেল, আপনার দৃঢ়চেতা ব্যাখ্যা বক্তব্যের পরেও।
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন:
এ আমার দূর্বলতা যে আমি হয়তো আমার অনুভবের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারি নি যা পাঠক হৃদয় সহজে গ্রহণ করতে পারে । পরবর্তীতে অবশ্যই চেষ্টা থাকবে আরো ভাল করে ভাষার প্রয়োগ বোধগম্য করে প্রকাশ করার জন্য ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
৩৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭
ভ্রমরের ডানা বলেছেন:
প্রকৃতির এই ছলনা অ্মি ধরতে পারি নি বলে অবুঝ হৃদয়ে জমা হলো যত শূন্যতা । প্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে সৌভিত হতে হতে যেন গেলাম হারিয়ে কোন নিঃসঙ্গতায়।
...ধীরে ধীরে বাড়ছে দেহ ভস্মের ঘ্রাণ । হয়তো আগমনী বার্তায় বিরহ, হয়তো রূপ ঝঙ্কার...
খুব সুন্দর সাজিয়েছেন। মনের কথাই বলে গেলেন! অশেষ ধন্যবাদ কবি!
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন:
মন্তব্যে ভাল লাগা।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৩
চাঁদগাজী বলেছেন:
" আমি কী হারিয়ে যাচ্ছি ? "
-আপনি বাতাসে আছেন