নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

গল্প দ্বীপের খোঁজে...

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০১


ভাবছি অনেকদিন ধরে, অনেকদিন... একটা গল্প লিখবো । কবিতায় আর হৃদয় ভরছে না। তাই বিয়োগাত্বকভাবে ভেবে চলেছি... যাবতীয় আনকোরা কাব্যিক ঘ্রাণমাখা শব্দ বের করে দেয়ার একটি অ-পাহারাদার সুযোগ খুঁজছি ! লিখতে বসলেই মস্তিষ্কে রিমঝিম শব্দ ঝরে, কী করে আমি একটি গল্প লিখি ! মাঝে মাঝে রুদ্রমূর্তি হয়ে শব্দগুলোকে মুঠে মুঠে ধরে ধরে হৃদয়ের দেয়ালে আছাড় মারি ! কিন্তু এতে ঘটে হিতে বিপরীত ! হৃদয়ের নরম দেয়ালে ওরা দোল খায়, ওদের পেট থেকে আরো শব্দ উগরে বের হয় ! আমি খুঁজি বিষয় ওরা দেয় শিহরণ, আমি খুঁজি বাক্য ওরা দেয় চরণ, আমি খুঁজি প্যারা ওরা দেয় স্তবক....আমি গুটিসুটি হয়ে লুকিয়ে লুকিয়ে রওয়ানা হই মৃত্তিকা পথে, বিভ্রম জেগে দেখি আমি জোনাকজ্বলা জ্যোৎস্না পথে আকাশতরীতে!

নিতান্তই গল্পের ভেলায় বৈঠা নিয়ে বিপরীতে এঁকে যেতে চাই বহমান স্রোত, গল্পের ঘরে গল্প, গল্পানুভব ! কিন্তু এই অকূল দরিয়ার অতলে শুধুই শব্দের জল, শব্দের জলদেবী- আমার গল্পের ভেলায় হামলে পড়তে চায় ! আমি বৈঠার বেগ বাড়িয়ে দেই, গল্প সাওয়ারি হয়ে ছুটতে থাকি শব্দের সমুদ্রে, অতন্দ্র নাবিকের বেশে নিজেকে উদ্ধার করতে । গল্পের দ্বীপ এখনো বহুদূর, অজস্র খরস্রোতা শব্দ ঢেউ পাড়ি দিতে হবে...

জলের গায়ে জ্যোৎস্না ভাসে
ওরা প্রেম
ওরা অভুক্ত
নিমগ্নে নিঃসৃত নোনা
বিষণ্ণতা
ভাঙন
নীরবতা...

একি ! ওরা আমাকে গ্রাস করতে চাইছে, বিভ্রান্ত করছে, আমি আবারও কবিতায় ঢুকে যাচ্ছি ! নিউরণকে শান্ত করলাম, বুক ভরে নিঃশ্বাস নিলাম । কঠিন শপথে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করলাম- কবিতাকে ছুটি দিলাম। সকল উপকরণাদি- জ্যোৎস্না, জোনাক, চন্দ্র, জল, অশ্রু, অনুভব, প্রেম, সন্ধ্যা, রাত্রি, বিষণ্ণতা, নীরবতা, নিশীথ, ডম্বুর, অঙ্ঘুর, ঘংগুর নীলাম্বরী ঝেড়ে ফেলে দিলাম ! আজ আমি গল্প লিখবো, গল্পের দ্বীপে যাবো । একাকি মধ্য দরিয়ায় গল্পের খড়কুটোয় বানানো ছোট্ট তরীতে খাচ্ছি ঘুরপাক । এখনো তীরের সন্ধান মেলে নি, চোখের আঙ্গিনায় শুধু জলছবি, শব্দকবি। আমি দিশেহারা, পথহারা নাবিক । এগিয়ে যাচ্ছি উদ্দেশ্যহীন গল্পের ভেলায় শব্দের সমুদ্রে ! অনুপ্রেরণা দেবে কে আমায় ? কোন নিশাচর বিহঙ্গ ? যে অথৈ সমুদ্রে চন্দ্রের কিরণে উড়ে যায় কূলের ঠিকানায় ! নাকি হতচ্ছাড়া মেঘদল ? যে আকাশের বুকে বৈঠা চালায় ? আরশিতে রূপ দেখতে দেখতে যে পার করে সমুদ্র !

আমার দেহে কাঁপন, ক্রমশ দূর্বল হচ্ছি । আর কতদূর পাড়ি দিলে একটি গল্প পাবো, হৃদয়ের শীরায় শীরায় যন্ত্রণা । আমি দেখি নিঃসৃত তাজা রক্তের দাগ । বৈঠা থমকে যাচ্ছে, ধীরে ধীরে চেতনা যাচ্ছে খসে । চোখের পাতার সূক্ষ্ম দৃষ্টিতে আমি দেখছি আলো, একটি আকাঙ্ক্ষার গল্পের দ্বীপ । তীর ঘেঁষে সদ্য জন্ম নেয়া কোমল সবুজ ঘাস জল পান করছে ! আমি জেগে রইলাম, অণুপ্রেরণা পেলাম, এই অদূরে তীর, গল্পের দ্বীপ । সুদীর্ঘ পথ গল্পের স্রোত আঁকতে আঁকতে এখন সকল স্রোত আমার অণুকুলে । তাই ভেলা চলছে বৈঠাহীন । গল্পের চাদর গায়ে দিয়ে আমি মুড়িয়ে আছি চাতক পাখির মতো । ঢেউয়ের নৃত্যে ভেলা ভেসে যাচ্ছে তীরে । এই ক্ষতবিক্ষত হৃদয়েও ঢেউগুলো নিয়ে আমার গর্ব হচ্ছে, এ গুলো যে আমার সৃষ্টি !

যখন আমি গল্পের দ্বীপে সবুজ ঘাসের বিছানায় আঁচড়ে পড়লাম তখন চেয়ে দেখি ভেলা বৈঠার অবশিষ্ট এই নিষ্ঠুর শব্দ সমুদ্র খেয়ে নিচ্ছে । আমি চোখ বুজে আকাশ দেখার চেষ্টা করছি । আমি যন্ত্রণাক্লেষ্ট হৃদয় নিয়ে কোথাও হারিয়ে যাই....

....নরম শুভ্র কোমল বনগোলাপের ঘ্রাণ মাখানো বিছানায় জেগে উঠি যখন আমি তখন ভাবতে পারি নি কতকাল আমি হারিয়ে ছিলাম । অজস্র উৎসুক শব্দের দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। আমার মনে পড়ছে, আমি গিয়েছিলাম গল্প দ্বীপের খোঁজে, আমি পেয়েছিলাম সেই অধরা গল্প দ্বীপ ! তবে কেন এই আমি বিরক্তিকর শব্দ ঘরে ! তবে কী সবকিছু বিভম ছিলো, বিভ্রান্তি ছিলো ? আমি বিছানা ছেড়ে বেরিয়ে আসি, উজ্জ্বল রোদের ঝলকানিতে চোখ মেলতে কষ্ট হচ্ছে । আস্তে আস্তে চোখ খুলে দেখি আমার সামনে সেই সমুদ্র যা পাড়ি দিয়ে আমি গিয়েছিলাম গল্প দ্বীপে । আমি চিৎকার দেই, আমি গল্প দ্বীপে খবর পাঠাতে চাই ।

আমার চিৎকার শুনে কিছু শীতল বাতাস আমার কর্ণে লেগে যায়, ওরা বলে- তোমার গল্প তোমার শব্দঘর, শব্দসমুদ্র । তোমার হৃদয় বেঁচে থাকে শব্দে, যাদের তুমি ক্ষরণ চেয়েছিলে ! যাকে তুমি গল্প দ্বীপ মনে করো সে তোমার এই শব্দ সমুদ্রের বুকে বসত করে, এমন আরো অজস্র গল্প দ্বীপ শব্দজলে ডোবে, শব্দজলে জাগে । তুমি নিরাশ হইয়ো না, খুঁজে দেখো তোমার শব্দ, চরণ, অনুভবের রেখা ধরে অজস্র গল্প জেগে আছে উজ্জ্বল হয়ে তোমার অপেক্ষায়....


ছবি- গুগল ইমেইজ !

মন্তব্য ৬২ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯

অপ্‌সরা বলেছেন: তারপর আর গল্পটা লেখাই হলো না !!!!! :-<

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪

কথাকথিকেথিকথন বলেছেন:



হুম, কী করে আর লিখিবো ! ইদানীং কবিতার মুন্সিয়ানায় সেয়ানাগিরি দেখাতে সবাই ব্যাস্ত !!

২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:

শুরুতে আপনার বেশি ভূমিকা করা হয়ে গেছে। এখন থেকে প্রতিদিন পোষ্ট দিবেন..... :)



জলের গায়ে জ্যোৎস্না ভাসে
ওরা প্রেম
ওরা অভুক্ত
নিমগ্নে নিঃসৃত নোনা
বিষণ্ণতা
ভাঙন
নীরবতা...



ভালো লিখেছেন।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা হা । উহা এই গল্পের শুরু ছিল । ইহা একটি গল্প !!

প্রতিদিন পোস্ট দেয়ার মত এতো লিখতে পারি না তো ! আপনাদের মত জাত লিখিয়ে হয়ে উঠতে পারি নি , এখনো অনেক কিছু শিখছি ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:

আপনাদের মত জাত লিখিয়ে হয়ে উঠতে পারি নি ,


আমাদের শায়মা আপুর লাইনে চলে গেলেন।সহজ- সরল মনে একটা কথা বললাম। :(

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:



উনি তো জ্ঞানী । উনার লাইনে যাওয়া কী এতো সোজা !!

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: যখন আমি গল্পের দ্বীপে সবুজ ঘাসের বিছানায় আঁচড়ে পড়লাম তখন চেয়ে দেখি ভেলা বৈঠার অবশিষ্ট এই নিষ্ঠুর শব্দ সমুদ্র খেয়ে নিচ্ছে । আমি চোখ বুজে আকাশ দেখার চেষ্টা করছি । আমি যন্ত্রণাক্লেষ্ট হৃদয় নিয়ে কোথাও হারিয়ে যাই....

চমৎকার কথামালা।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৫

জাহিদ অনিক বলেছেন: কবিতাঃ গল্প দ্বীপের খোঁজে

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা । হ্যাঁ !!

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯

নীলপরি বলেছেন: আমার চিৎকার শুনে কিছু শীতল বাতাস আমার কর্ণে লেগে যায়, ওরা বলে- তোমার গল্প তোমার শব্দঘর, শব্দসমুদ্র ।

অসাধারণ । ++++++++

শুভকামনা ।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

আপনার জন্যও শুভ কামনা ।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার। গল্পের সুন্দর সমাপ্তি হোক। পাঠে আরাম পাওয়া গেল। শব্দ সমুদ্র থেকে দারুন সব শব্দ কুড়িয়ে এনে দারুন মুক্ত গদ্য লিখেছেন। +++

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:



সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা।

অনেক ধন্যবাদ
শুভ কামনা রইলো।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২০

কালীদাস বলেছেন: লোকজন কিরকম ভাবের গল্প লেখে B-))
এই লেখাটা পৈড়া নেশা ধর্তাসে :-<

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা!

মন্তব্যে অনেক ভাললাগা।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৭

মার্কো পোলো বলেছেন:
আমরা গল্প চাই, গল্প লেখা শুরু করেন। :|

২৮ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:



হাহা। এটাই তো একটা গল্প!

অনেক ধন্যবাদ।
শুভ কামনা।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৭

সুমন কর বলেছেন: লেখাটি পড়তে পড়তে একটা ঘোর লাগা অনুভব সৃষ্টি হলো। +।

শুভ সকাল।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০

কথাকথিকেথিকথন বলেছেন:



মন্তব্যে অনেক ভাললাগা।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

শুভ রাত্রি।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

মলাসইলমুইনা বলেছেন: কিন্তু এই অকূল দরিয়ার অতলে শুধুই শব্দের জল, শব্দের জলদেবী- আমার গল্পের ভেলায় হামলে পড়তে চায় ! আমি বৈঠার বেগ বাড়িয়ে দেই, গল্প সাওয়ারি হয়ে ছুটতে থাকি শব্দের সমুদ্রে, অতন্দ্র নাবিকের বেশে নিজেকে উদ্ধার করতে ।গল্প সাগরের পসাইডনকে SOS পাঠিয়ে দেওয়া হয়েছে ঠিক ঠাক | গল্পের সমুদ্র আর আপনাকে ঝামেলা করবে না | লিখতে থাকুন |গল্প থেকে উপন্যাস হয়ে গেলেও ক্ষতি নেই | পাঠক অপেক্ষায় ...|জম্পেশ হয়েছে আপনার লেখা |

৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা । আপনার মন্তব্য পড়ে আশান্বিত হলাম ।

অনেক ধন্যবাদ।

ভাল থাকুন ।

১২| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




নিরাশ হওয়ার কিছু নেই, খুঁজে দেখুন শব্দ, চরণ, অনুভবের রেখা ধরে অজস্র গল্প জেগে আছে উজ্জ্বল হয়ে এক গল্পকারের অপেক্ষায়....

মুক্তগদ্যে এক কবির গল্পের দেশে না যেতে পারার হাহাকার !

৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা হা ! আমার রেখা ধরেই আমাকে সাহস দিচ্ছেন ! তাই বলি নিরাশ হলাম না ।

অনেকদ ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: গল্পকাব্য! না কাব্য গল্প ;)

আমি খুঁজি বিষয় ওরা দেয় শিহরণ, আমি খুঁজি বাক্য ওরা দেয় চরণ, আমি খুঁজি প্যারা ওরা দেয় স্তবক....আমি গুটিসুটি হয়ে লুকিয়ে লুকিয়ে রওয়ানা হই মৃত্তিকা পথে, বিভ্রম জেগে দেখি আমি জোনাকজ্বলা জ্যোৎস্না পথে আকাশতরীতে! . . .

হোক। যা হয় হোক। গল্প, কাব্য, মুক্ত গদ্যকাব্য!
ভাবালূতাইটা যে বড় পাওনা :)

+++++

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা হা । গল্পকাব্য বা কাব্যগল্প নামে একটা শাখা খুলতে হবে দেখছি !


অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৩

পার্থ তালুকদার বলেছেন: বাহ বাহ ! দারুণ লিখেছেন।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৫| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০২

জুন বলেছেন: বাহ গল্প লেখতে না পারার আক্ষেপ হয়তো কেটে গেছে আপনার এই লেখাটি লেখার পর কথকেথি ।
অনেক ভালোলাগা রইলো ।
+

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০০

কথাকথিকেথিকথন বলেছেন:




গল্পই তো লিখলাম, গল্পের ঘোর তো কাটবেই !!

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৬| ২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫১

নিয়াজ সুমন বলেছেন: বাহ! বেশ তো হল…. ভালোলাগা রইলো।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৫

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৭| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩

সামিয়া বলেছেন: অসাধারণ!!! খুবই ভাললাগলো। আপনি অনেক ভালো লিখেন।। +++++++++

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ।

শুভ কামনা ।

১৮| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪১

ফেরদৌসা রুহী বলেছেন: পড়ার পর মনে হচ্ছে যেন শব্দের সমুদ্র থেকে উঠে আসলাম।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা ।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৯| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে। অভিনব ভঙি।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:০২

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২০| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১০

এফ.কে আশিক বলেছেন: তুমি নিরাশ হইয়ো না, খুঁজে দেখো তোমার শব্দ, চরণ,
অনুভবের রেখা ধরে অজস্র গল্প জেগে আছে উজ্জ্বল হয়ে তোমার অপেক্ষায়....

শুভকামনা...

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

২১| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩

জেন রসি বলেছেন: কবি গল্পের দেশে যেতে চায়! গল্পের দেশে গল্প আছে। কিন্তু কবিতার মায়া, শব্দ, বোধ কবিকে ঘিরে থাকে!

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:


হ্যাঁ । ঠিক ধরেছেন । গল্পে কবিতার ভাষা মানিয়ে নেয়া বেশ কঠিন ।


অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২২| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:

উনি তো জ্ঞানী । উনার লাইনে যাওয়া কী এতো সোজা !!


হা, হা, হা.... জ্ঞানী আপনিও !!! ওনার লাইন শুনবে না? ওনাকে রাগে পারলেই মামলা খালাস, তখন জ্ঞান দেয়। এর আগে দিতে না। আর সবাইকে দেখায় আমার রাগ নেই। চাপা স্বাভাবের একজন সে । :)
আর, কোথায় হারিয়ে গেলেন? আপনাকে ব্লগে দেখছি না। আপনাকে ছাড়া আমি আমার কবিতার সুন্দর বিচার-বিশ্লেষণ পাচ্ছি না। :(

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা

উনাকে নিয়ে তো দেখছি আপনার বিস্তর গবেষণা ! এতো কিছু তো জানা ছিলো না !!

হারাই নি ।উঁকিঝুঁকি দিয়ে আছি !

২৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: যখনই কোন আইডিয়ার দরকার হয়, আপনার গল্পে চলে আসি।

পড়ে মাথায় অনেক গল্পের সুতা বের হয়ে যায়।

সত্যি বলছি।

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা ।

শুনে আপ্লুত হলাম । ভাল লাগা মন্তব্যে ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

২৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:

ঠিক আছে, হারিয়ে যান নাই, দেখে খুব ভাল লাগলো !!!! :) জ্ঞানী লোকের পাশে থেকে যদি কিছু জ্ঞান পাাই ।। সেটা আমার চরম সৌভাগ্য..... হাঃ হাঃ হাঃ ..... কাউকে জানার আগে তার সাইকোলজী বোঝার চেষ্টা করি । যদিও আমি নিজেও একজন সাইকো, তারপরেও...।।


(একটা ব্যক্তিগত প্রশ্ন ; আপনি ছেলে না, মেয়ে? কেউ আপনাকে ভাই বলে, আবার কেউ আপু বলে।। যদিও আমি আপনাকে আপু বলে জানি )

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩

কথাকথিকেথিকথন বলেছেন:


আপনি সাইকো ! আমি তা মনে করি না । যদিও ভাল কাজে সাইকো হওয়া অসাধারণ কিছু ।

ব্যাক্তিগত বিষয় ব্যাক্তিগত থাকাই ভাল নয় কী ? আপনি আপনার বিশ্বাসে বিশ্বাস রাখুন । এতে বিভ্রান্তির কিছু নেই । আমি যাই হই না কেন তা আপনার ক্ষতির কোন কারণ হবে না বলে আমি মনে করি ।

২৫| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২১

বিলিয়ার রহমান বলেছেন: অনেকদিন ভেবেছি একটা মন্তব্য করবো!!


করি করি করে আর করা হয়না! :P


কি বুঝলেন????

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩০

কথাকথিকেথিকথন বলেছেন:




বুঝেছি বুঝেছি ! আপনি আমার 'অনেকদিন' কপি পেস্ট করেছেন !

২৬| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:

ব্যাক্তিগত বিষয় ব্যাক্তিগত থাকাই ভাল নয় কী ?

এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে! আর জ্ঞানী লোক সবসময় নিজে লুকতে পছন্দ করে ।। তারা আত্নপ্রচার বিমুক!! এখন এই লাইনটা গবেষণা করেন; আমি কি বোঝাতে চেয়েছি, তার উত্তর পেয়ে যাবেন। :) তবে আপনি একজন ভাল মন্তব্য বিশ্লেষক !!! সকল সম্পক হয় হৃদয় থেকে ... আপনি কে এবং কী । এটা মূল বিষয় না !!! এবার আমি যাই ..... ভাল থাকুন ।। :-B :)


০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪০

কথাকথিকেথিকথন বলেছেন:





এই তো আপনি বুঝতে পেরেছেন । আড়ালে আবডালে যে যেখানে থাকুক ভাল থাকুক । এ হচ্ছে সবকিছুর সারমর্ম ।

আপনিও অনেক ভাল থাকুন ।

২৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: বুঝেছি বুঝেছি ! আপনি আমার 'অনেকদিন' কপি পেস্ট করেছেন !


কেবল এই টুকুনই বুঝলেন মেয়াবাই!!!! :-<

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন:




আরো কিছু কী ছিলো ! সোজা হৃদয়ে ভেজাল সয় না যে ! আপনিই বলে দিন ।

২৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫০

বিলিয়ার রহমান বলেছেন: আর কিছুই ছিলো না!! B-)

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনি এভাবে বিভ্রান্ত করলেন আমাকে !

২৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:

শব্দজলে আক্রান্ত হলাম.... অত:পর....




০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:




অতঃপর...

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৩০| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের ( সামহোয়্যার ইন ব্লগঃ মুদ্রার অন্য পিঠ ) ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:




হ্যাঁ দেখেছি । ইমেইল করেছি । আপনাকে অনেক ধন্যবাদ ।

৩১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: এটা কি গল্প নাকি কবিতা? আমার তো গল্প লেখার ছলে একটা কবিতাই সৃষ্টি হয়ে গেলো মনে হলো। দারুন কাব্যিক। দারুন শব্দমালার ঢেউ এ ভেসে ভেসে গেলাম।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:




এটা কাব্যিক গল্প ! সুন্দর মন্তব্যে ভাললাগা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.