নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

\'মেয়ে কবিতা\'

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯


সময়ের সংকীর্ণতায় ক্ষণিকের সন্ধ্যা
আষ্টেপৃষ্ঠে ঠিক যেন- আঁকাবাঁকা নদীর মত...
দ্বিধান্বিত নিঃশ্বাসে নিজেকে রাখে লুকিয়ে
স্নিগ্ধ ভোর নিদ্রাহীন ফুটে থাকে আঁখিতে তার
ওষ্ঠ-অধরে যেন বন গোলাপের অতৃপ্ত শিহরণ ।
আঁড়ালে পুষে রাখে খরস্রোতা প্রেম সমুদ্দুর...
আকাঙ্ক্ষার দেয়ালে চুরি হওয়ার সুখ লিখে রাখে
কোন অতন্দ্র বৈরাগী ভুল করে নীরবে অনুভব লিখবে
আঁধারের দেহে আবেগ দিয়ে উজ্জ্বল হাসি ফোটাবে !

আবেগ-অশ্রুতে বিভাজিত রাত্রি যাপণ...
মহাকালের কিছু প্রশ্নে তুমি জর্জরিত করো নিজেকে-
তুমি হন্যে হয়ে কাকে খোঁজো তোমার হৃদয়ে ?
তুমি কী যাচ্ছো হারিয়ে সুযোগ্য রাত্রিতে?
কোন অজানা ঘ্রাণে কী তুমি ভালবাসা খুঁজো ?
জেগে থাকা অমাবস্যায় তুমি কী জ্যোৎস্না দেখো ?
হৃদয়ের গর্জে উঠা কথপোকথনের শিহরণে তুমি কী নিশ্চুপ থাকো ?
জানালার মরচে পড়া গ্রিলে দাঁড়িয়ে...
তোমার কী ইচ্ছে করে ঠিকানাহীন বিহঙ্গের মত উড়ে যেতে ?

অতঃপর মহাকাল উত্তরের অপেক্ষায়...
এভাবে কত প্রহর তোমার নির্জন সন্ধ্যায় জ্যোৎস্নাঘেরা অমাবস্যা লুকিয়ে রাখবে তুমি ?

তোমার দেহে ভাঁজে প্রতিদিন কত পুরুষ যায় মরে !
তোমার নেশাক্ত কাজলের উষ্ণতায় ঝড় উঠে কত হৃদয় মন্দিরে !
তোমার এলো চুলে কত প্রহর অন্তর্ধান করে !
তোমার অহংকার ব্যাখ্যায় কত কবিতা যায় সহমরণে!
তুমি যখন আলতা পায়ে ছুটে চলো নূপুর রাজ্যে
মৃত্তিকার হৃদয়ে উঠে বিধ্বংসী কাঁপন !
তোমার অশ্রুপাতে কত মৃত হাতের অনুশোচনা !

অবশেষে...
তোমার মিথ্যে গুণগ্রাহীর লোভিত চক্ষু
নিভৃতে তোমার দেহে আঁকে সর্বনাশ ।
তুমি কী জানো ? অজান্তেই...
তুমি হাজারও অবিন্যস্ত পাপ-অনুভবে এভাবেই যাও মিশে...

দেহে তোমার বিষ জমে
তুমি অনুভব কর উত্তপ্ত লাল সমুদ্র...
নিজেকে নিজে উদ্ধার করতে যখন তুমি হিমশিম খাও
তখন তুমি অসহায় চিত্তে মহাকালের চোখে স্বপ্ন বুনো
এমন কারো অপেক্ষায় প্রহরের পর প্রহর দাও পিষে।

...কোন এক ভোরে উত্তরীয় বরফ রাজ্যে সূর্য ওঠে
তুমি বক্ষ উজাড় করে দাও তার তীর্যক তাপের সান্নিধ্যে
গলিয়ে দিতে সকল বিষাক্ত লাল বরফ!
নিজেকে তুমি ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখো
সমুদ্রে, শৃঙ্গে, গুহায়, অরণ্যে....
রাতজাগা বিহঙ্গরা বাসা বাঁধে তোমার অঙ্গে
আর তুমি ভেবে নাও, তুমি শুদ্ধ হয়েছো
পৃথিবী চক্ষু বুজে ভেবে নেয় তুমি সয়ে গেছো...

'ছেলে কবিতা'

'ছেলে কবিতা'(অপ্সরা'স চ্যালেঞ্জ!)


ছবি বন্ধু- গুগল ইমেইজ ।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২০

শাহরিয়ার কবীর বলেছেন:

আবেগ-অশ্রুতে বিভাজিত রাত্রি যাপণ...
মহাকালের কিছু প্রশ্নে তুমি জর্জরিত করো নিজেকে-
তুমি হন্যে হয়ে কাকে খোঁজো তোমার হৃদয়ে ?


কবিতা পড়ে মাথা ঘুরায় !! :-<


কবিতার ভিতর থেকে ভিতরের গভীরতা উপরের লাইনেগুলোর মাঝে লুকিয়ে। :)


( ভুল হলে শিখিয়ে দিবেন)

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:




পাঠকের কখনো ভুল হয় না । যেকোন লেখায় পাঠকের বিবিধ রকমের অনুভূতি হওয়া একদম স্বাভাবিক । আপনার কোটকরা লাইনগুলোয় ছাড়াও সামগ্রিক কবিতায় আরো কিছু আছে লুকিয়ে !

কবিতা পড়ে মাথা ঘুরায় ! একটু বিশ্রাম নিয়ে নিন ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২০

প্রামানিক বলেছেন: ...কোন এক ভোরে উত্তরীয় বরফ রাজ্যে সূর্য ওঠে
তুমি বক্ষ উজাড় করে দাও তার তীর্যক তাপের সান্নিধ্যে
গলিয়ে দিতে সকল বিষাক্ত লাল বরফ!


চমৎকার কবিতা। ধন্যবাদ

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ ।


শুভ কামনা রইলো ।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯

মনিরা সুলতানা বলেছেন: তাহলে ছেলে কবিতার জন্য অপেক্ষা করি মিলিয়ে পড়ব ।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা । না, আগে এটা পড়ে নিন । 'ছেলে কবিতা'র সাথে এর হয়তো কোন মিল থাকবে না । তাই এই কবিতা আলাদাভাবে পড়ে নিলে সমস্যা নেই ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



মেয়ে কবিতার মেয়েদের জন্যে এটাই যন্ত্রনাময় চির সত্য - পৃথিবী চক্ষু বুজে ভেবে নেয় তুমি সয়ে গেছো...

ভালো লিখেছেন ।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:





তাই এই চরণ দিয়ে করেছি কবিতার শেষ । সুন্দর জায়গা ব্যাখ্যা করেছেন। যদিও এর কোন ব্যাখ্যা নেই যন্ত্রণাময় ছাড়া ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইল ।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অবশেষে...
তোমার মিথ্যে গুণগ্রাহীর লোভিত চক্ষু
নীভৃতে তোমার দেহে আঁকে সর্বনাশ ।
তুমি কী জানো ? অজান্তেই...
তুমি হাজারও অবিন্যস্ত পাপ-অনুভবে এভাবেই যাও মিশে...

কঠিন এক সত্য তুলে ধরেছেন। মেয়ে কবিতায় এটাই হওয়া উচিৎ শিক্ষণীয় মেয়েদের জন্য।
অসাধারণ।
শুভ কামনা।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ ।

আপনার জন্যও শুভ কামনা ।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা। মেয়ে কবিতায় মেয়েদের নিয়ে লেখায় চির সত্য উঠে এসেছে। পরবর্তীটার অপেক্ষায় রইলাম।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:



মন্তব্যে ভাললাগা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৭| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৯

নাগরিক কবি বলেছেন: এক কথায় অসাধারণ

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৮| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: কঠিন ভাষা ।একটু সহজ হলে ভালো হত ।বুঝতেই পারলাম না মেয়েদের নিয়ে ভালো না খারাপ বললেন । :|

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা । সহজ কথা বলা যায় না সহজে !

মেয়েদের নিয়ে খারাপ কিছু বলি নি । বলেছি কিছু ভাল আর কিছু বাস্তব আর কিছু অনুভব...

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৯| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নিজেকে তুমি ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখো
সমুদ্রে, শৃঙ্গে, গুহায়, অরণ্যে....


ভালো লাগলো লাইন দু'টো।

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১০| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

ধ্রুবক আলো বলেছেন: তুমি কী জানো ? অজান্তেই...
তুমি হাজারও অবিন্যস্ত পাপ-অনুভবে এভাবেই যাও মিশে...

খুব গভীর একটা কথা। প্রকান্ড সত্য মেশানো।

১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১১| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

শায়মা বলেছেন: আহা মেয়ে কবিতা!!!!!!!

এইবার লেখো ছেলে কবিতা!!!!!!!

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

কথাকথিকেথিকথন বলেছেন:



ওকে ! কবিতা নিয়ে কিছু বললেন না যে, পরিমার্জন করেছি তো !

১২| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০

মলাসইলমুইনা বলেছেন: কবিতা পড়ার জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে দেখছি ! আমাকে ডক্টরেট অফ কবিতা না করেই ছাড়বেনা এই ব্লগ মনে হচ্ছে ! মাত্রই মনে হচ্ছিলো ব্যাথাট্যাথা সব সেরেছে !

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা হা । সহজ কবিতাকে কঠিন বলে ফেললেন যে !
ব্যাথা পেতে পেতে ব্যাথা সেরে যাবে !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৩| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

শায়মা বলেছেন: ১২. ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০ ০
মলাসইলমুইনা বলেছেন: কবিতা পড়ার জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে দেখছি ! আমাকে ডক্টরেট অফ কবিতা না করেই ছাড়বেনা এই ব্লগ মনে হচ্ছে ! মাত্রই মনে হচ্ছিলো ব্যাথাট্যাথা সব সেরেছে !
ভাইয়াকে হৃদয়ে বেদনা জাগাতে হবে!!!!!!!!!!!!!!!

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা ! কথা সত্য । উনি মনে হয় প্রেমের প্রথম স্টেজে, থার্ড ডিগ্রি স্টেজে আসলে বুঝতে পারবে ব্যাথা কারে কয় ! তখন খট্বাঙ্গ পরাণও অমৃত লাগবে !!!!

১৪| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

শায়মা বলেছেন: কবিতা নিয়ে বলিবোক। হাতের কাজটা শেষ করি!

১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:





ওকে । অক্কে !

১৫| ১০ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সুমন কর বলেছেন: শায়মা বলেছেন: আহা মেয়ে কবিতা!!!!!!!

এইবার লেখো ছেলে কবিতা!!!!!!! .......ভালোই হয়েছে।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০১

কথাকথিকেথিকথন বলেছেন:



হা হা ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১৬| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১১

জুন বলেছেন: মেয়ে কবিতা পড়ে মুগ্ধ এখন ছেলে কবিতার অপেক্ষায় কথাকেথি :)
+

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:





আসছে আসছে । কামিং ভেরী ভেরী সুন !

মন্তব্যে ভাললাগা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১৭| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

আখেনাটেন বলেছেন: .কোন এক ভোরে উত্তরীয় বরফ রাজ্যে সূর্য ওঠে
তুমি বক্ষ উজাড় করে দাও তার তীর্যক তাপের সান্নিধ্যে
গলিয়ে দিতে সকল বিষাক্ত লাল বরফ!
---চমৎকার।

*নীভৃতে = নিভৃতে

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেক ধন্যবাদ বানানটা ধরিয়ে দেয়ার জন্য । ঠিক করে দিচ্ছি ।

ভাল থাকুন সবসময় ।

১৮| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫

উম্মে সায়মা বলেছেন: খুব ভালো লাগলো মেয়ে কবিতা!

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৯| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৩

কালীদাস বলেছেন: আচ্ছা, এইটাই তাহলে পার্ট-১!!
সামনে কেউ এই ধারায় অন্য কিছু আনে কিনা ভাবছি B-))

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা হা । আনলে মন্দ কী !! ভাল ভাল কবিতা বের হবে !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২০| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তোমার দেহে ভাঁজে প্রতিদিন কত পুরুষ যায় মরে !
তোমার নেশাক্ত কাজলের উষ্ণতায় ঝড় উঠে কত হৃদয় মন্দিরে !
তোমার এলো চুলে কত প্রহর অন্তর্ধান করে !
তোমার অহংকার ব্যাখ্যায় কত কবিতা যায় সহমরণে!
তুমি যখন আলতা পায়ে ছুটে চলো নূপুর রাজ্যে
মৃত্তিকার হৃদয়ে উঠে বিধ্বংসী কাঁপন !
তোমার অশ্রুপাতে কত মৃত হাতের অনুশোচনা !
'তোমা'ময় মেয়ে বাক্য, অসাধারণ !

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

২১| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

জাহিদ অনিক বলেছেন:


ইহা একটি উচ্চ মার্গীয় এবং একই সাথে প্রাসঙ্গিক প্রশংসামূলক মন্তব্য।

১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা । মন্তব্যের ভঙ্গি পছন্দ হয়েছে !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

২২| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

অপ্‌সরা বলেছেন: মেয়ে কবিতা হয়েছে এরপরে ছেলে কবিতাও হলো এইবার ছেলেপেলে নাতিপুতি কবিতা লিখবে কে কে !!!!! হাত তোলো হাত তোলো!!!!! :D

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩২

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা । নাতিপুতি, দাদাদাদি, পরদাদা... সোব লিখতে হবে । আপনি শুরু করুন ঢংয়ী কবিতা দিয়ে !!

২৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

নীলপরি বলেছেন: পড়েছিলাম আগেই । মন্তব্য করতে দেরী হোলো ।

অনবদ্য হয়েছে । ++++++++

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

২৪| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫০

শায়মা বলেছেন: ঢঙ্গী কবিতা!!!!! সে আমার চাইতে ভালো কে পারবে!!!!!! :)

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা ! আপনার অপারেটিং সিস্টেমে কঠোর এন্টিভাইরাস প্রোটেক্টেড ঢং ঢংওয়্যার ইন্সটল করা আছে !! এখন সেটা রান করে লিখে ফেলুন। ইউ আর সো মিন! ওহ নো... ব্লা ব্লা দিয়ে!! আমরা সবাই ঢং স্টাইলে মন্তব্য করবো। যেমন- ওহ ইয়েস, ওয়াও ইউ আর সো গুড হানি বানি...ইত্যাদি ইত্যাদি !!! হা হা

২৫| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩২

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখেছেন!!!:)


শেষের পাঁচটা লাইন একটু বেশিই ভালো লেগেছে!!:)



++

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:






অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৬| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

শায়মা বলেছেন: গুড গুড !!! তোমরাও ঢং শিখিবেক!!!! :):):)

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:





বললেই হলো নাকি ! আমি ঢং শিখবো না!!

২৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:



নারী সবকিছুর মাঝে আছেন, প্রকৃতি তাঁকে দিয়ে বিরাট অনুভুতি, বিরাট ভালোবাসা; পৃথিবীর সব ভাবনা, সব ভালোবাসা ঘুরেফিরে নারীর কাছেই আসে্, সেখানেই শুরু, সেখানেই পরিসমাপ্তি

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর মন্তব্যে ভাললাগা । পৃথিবীর সকল নারী নিরাপদে থাকুক ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৮| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

খায়রুল আহসান বলেছেন: কবিতায় বেশ কিছু চমৎকার ভাবনা উঠে এসেছে। এখন তো আর কথায় কথায় উদ্ধৃত করার উপায় নেই, তাই বিরত র'লাম।
অনেক বর্ণনাই কবির গভীর পর্যবেক্ষণ ক্ষমতার পরিচায়ক। কবিতায় ভাল লাগা + +
চাঁদগাজী এর মন্তব্যটা (২৭ নং) ভাল লেগেছে।

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১২

কথাকথিকেথিকথন বলেছেন:


বিশ্লেষনাত্বক পাঠকদের জন্য ব্যাপারটা কষ্টকরই হয়ে গেলো বটে । স্তবক কিংবা লাইন গুণে বলতে হবে মনে হচ্ছে !!!
সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা । চাঁদগাজী ভাই গভীর ভাবনা থেকে মন্তব্য করেন ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

২৯| ২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

শামচুল হক বলেছেন: মেয়ে কবিতা ভালই লাগল। এবার পুরুষ কবিতা চাই।

২৪ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:






অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৩০| ২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

শায়মা বলেছেন: কথাকথি ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!

চলো এবার ছেলে মেয়ে নাতিপুতি কবিতাগুলোও লিখে ফেলি!!!!!!!!!! :)

২৪ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:


হা হা হা । আমি ছেলে কবিতা লিখছি এখন ! এরপর নাতিপুতি, দাদা পরদাদা...

৩১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ছেলে কবিতাটি আগেই পড়েছিলাম আজ পড়লাম মেয়ে কবিতা। তবে কি মানুষ তথা ছেলেদের বিষাক্ত ছোঁবলের দায় নিতেই মেয়েদের জন্ম?
কবিতার মাঝে আজন্ম নিগৃহীতার চির বন্দীতের প্রকাশ পেয়েছে যার দায় আসলে কোনো মেয়ের নয়।

মেয়ে তুমি হবে মুক্ত স্বাধীন। যে যার পরাধীনতার শিকলেই বাঁধতে চাক আর চক্ষু দিয়েই বিষ বাস্প ছড়িয়ে দিক তার শরীরে। ফুৎকারে সেই বাস্প নিভিয়ে দেবার শক্তি জন্মাক তাদের হৃদয়ে।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:




এখানে শুধু ছেলে বলাটা মনে হয় ঠিক নয় । বলতে হবে নোংরা মস্তিস্কের অমানুষগুলো ।

সুন্দর মন্তব্যে ভাল লাগা ।

অসংখ্য ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৩২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


অদ্ভুত ভাবেই আমার ভাবনার সাথে মিলে গেল! অপূর্বতা!

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাললাগা।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.