নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
এ যেন নিশীথ পূর্ণিমায় জন্ম নেয়া কোন ফুল !
নিষ্পাপ চোখে ছড়ায় অচেনা খুশবু
গুটি গুটি পায়ে পুরুষের রঙ ঝরে পড়ে
মৃত্তিকার ছাপে লেগে থাকে নিশ্ছিদ্র স্থিরতা
জন্মের সংবাদে ঘোষিত হয়-
নিকটে উদ্দেশ্য প্রণোদিত এক যুদ্ধ সৈন্যসামন্তহীন ।
কিশোরীয় ধূসর গোঁফে আবেগ তাড়নায়
শরীরভিত্তিয় রহস্য ভেদে কেটে যায় ঘড়ির কাঁটা
উদাস হৃদয়ে শূণ্যতার এক অদ্ভুত খেলাঘর
চোখের জলে শত অভিমান গড়িয়ে পড়ে ঠোটে
কেউ কোথাও নেই-
একাকীত্বের কাঁথা গায়ে জড়িয়ে রাত্রি কেটে যায়
কতশত অযাচিত নির্জর স্বপ্নে বিভোর হয়ে ভোর ফোটে !
এ নয় বুঝ, এ নয় অবুঝ-
দেহের ছলনায়, সময়ের কাঁটাতারে আটকে পরে বালকীয় হৃদয়।
এভাবে ঢেউয়ে ঢেউয়ে তীরের বয়স বাড়তে থাকে.....
গড়িয়ে যাওয়া সন্ধ্যাগুলো ধীরে ধীরে রাত্রি হয়ে যায় ।
দেহের রেখায় প্রসারিত হয় অন্ধকার লোমকূপ
দৈহিক সীমানা ছাড়িয়ে সে এখন কারো হৃদয়ে প্রেম জমায়
গভীর নিশ্চয়তায় রচনা করে অযাচিত প্রেমকাব্য
হৃদয়ের অলিগলিতে লালনীল আঁধারী
হাতে হাত রেখে হেঁটে যায় দু'টি সঙ্গোপন অজানা কোন গন্তব্যে...
বিজ্ঞজন বলে এই প্রেমের কোন অর্থ নেই
কিন্তু সদ্য যৌবনে প্রবেশ করা হৃদয়ে... অর্থহীন অন্যসব !
রঙিন মানচিত্র যখন বিচ্ছেদের জলে ভেসে যায়
সমুদ্র তখন গান গেয়ে যায়-
কোন বিহঙ্গ তার বুকে উড়ে না যাওয়ার দুঃখে...
নিষ্পেসিত হৃদয়ে যখন আবারও সজীবতার সঞ্চারণ ঘটে
গুরুজনের মুখ বেয়ে তেড়ে আসে অসংখ্য ধনুক
পাড়ি দিতে হবে গহীন সমুদ্র- জীবন নামক শঙ্কায়
ঘাবড়ে যাওয়া হৃদয় কেঁপে উঠে অজানা শিহরণে
দায়িত্বের শিকল পায়ে বেঁধে ধীরে ধীরে এগিয়ে যায় সে
ধুলোমাখা পকেট ভর্তি রঙিন স্বপ্ন- বন্দি করতে পূরণ
নিজকে ব্যাতিরেকে অন্যের বাগানে ঘ্রাণ ছড়াতে
মহাকাল বলে দিয়েছে- এ অসুখই তোমার সুখ !
পৃথিবী মুচকি হেসে আগাম সুধায়- সয়ে যাবে বেচারা....
ছবি বন্ধু- গুগুল ইমেইজ ।
**এই কবিতাটি নিশ্চিতভাবে 'অপ্সরা' কে উৎসর্গ করলাম।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৮
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬
এফ.কে আশিক বলেছেন: অসাধারণ লিখেছেন কবি।
কবিতায় ভালো লাগা রইল...+++
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০২
নূর-ই-হাফসা বলেছেন: কথা গুলো সুন্দর ভালো লেগেছে ।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০২
ধ্রুবক আলো বলেছেন: পৃথিবী মুখকি হেসে আগাম সুধায়- সয়ে যাবে বেচারা।
বেচারার আর কি করার আছে!!
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫০
কথাকথিকেথিকথন বলেছেন:
হুম । কিছুই করার নেই !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০২
সুমন কর বলেছেন: কি আর বলব, পড়তে ভালো লেগেছে। মেয়ে কবিতা হলো, ছেলে কবিতা হলো....এবার আমরা কবিতা হোক !!
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা । সে আর বলতে । আমরা কবিতার কনসেপ্ট নিয়ে ভাবতে হবে !!
মন্তব্যে ভাল লাগা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৩
ধ্রুবক আলো বলেছেন: সুমন ভাইয়ের কমেন্ট ভালো লাগছে +++
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫১
কথাকথিকেথিকথন বলেছেন:
আমারও ভাল লেগেছে !
৭| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১১
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: এ জীবনে সবই সয়ে যায় কোনো না কোনো ভাবে।
দারুন কবিতা।
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২
কথাকথিকেথিকথন বলেছেন:
হুম। সবই সয়ে যায় । এটাই নিয়ম ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৮| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৫
অপ্সরা বলেছেন: নিশ্চিতভাবে আমাকে উৎসর্গ!!!!!!!!!!!!!!!!
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!!!!!!!!!
তারপরেও থ্যাংক ইউ !!!!!!!!!!!!
তবে আমি এখন আবার ছেলে কবিতা আই মিন কোনো খট্টাঙ্গ পূরান লিখিতে পারিবোক না!
আপাতত রোবোট হাসব্যান্ড নিয়ে বিজি আছি!!!!!!!!
আসিতেছে রোবোট হাসব্যান্ড!
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা ! এতো থ্যাংকিউ আমি কোথায় রাখি !!
ভেতরের কথা হচ্ছে আপনি আমার মেয়ে কবিতার চ্যালেঞ্জে ছেলে মেয়ে কিংবা প্রেম কাব্য লিখিয়া ফেলিয়া একাকার করে ফেলেছিলেন ! তাই এই কাব্য লিখিতে হইলো, তাই আপনাকে উৎসর্গ ! কাব্য ভাগাভাগি রীতি মজার ছিলো। বিপথে গিয়ে আপনি আমাকে বিপদে ফেলে দিলেন !! হা হা
এই কবিতার জন্য আপনাকে কোন কাব্য রচনা করিতে হইবে না । কারণ এখানে এর সমাপ্তি ।
রোবট মেয়ে রোবট হাসব্যান্ড লিখছে । ভেবেই অন্যরকম অনুভব হচ্ছে !! পড়ার অপেক্ষায় !
৯| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
অপ্সরা বলেছেন: ওহ এটা প্রিয়তে রেখে দেই ওকে!!!!!!!!!
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন:
থ্যাংকিউ থ্যাংকিউ থ্যাংকিউ.... !!
১০| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮
কুঁড়ের_বাদশা বলেছেন: কবি ভাই,এ কুঁড়ের বাদশাকে উৎসর্গ করে কি কোন কবিতা লেখা যায়?
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২১
কথাকথিকেথিকথন বলেছেন:
বাদশাকে উৎসর্গ করার মত এমন কিছু তো আমার কাছে নেই ! আমি সাদাসিদে কিছু কবিতাই তো লিখি মাত্র !!
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
১১| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪
অপ্সরা বলেছেন: ঐ আমি কেনো রোবোট মেয়ে হবো!!!!!!!!!!!
বাট রোবোট হাসব্যান্ড কিনতে যাচ্ছি!
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৩
কথাকথিকেথিকথন বলেছেন:
কিনতে ! ইহা কী শুনলাম !!! কিন্তু তার দেখভাল করতে তো আপনিও রোবট হতে হবে । ল্যাঙ্গুয়েজ বুঝবেন কীভাবে !!
১২| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এ সুখের কোন সীমা-পরিসীমা নেই।
দারুণ কবিতা লিখেছেন। শায়মাপুকে উৎসর্গ করার ভাবনাটাও বেশ লাগল। আপনাদের উৎসর্গের পালা চলতে থাকুক আর আমরাও পেতে থাকি বিভিন্ন স্বাদের কবিতার মজা।
আপনাকে আবারও ধন্যবাদ।
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা । চলুক .... আচ্ছা আমি তো অপ্সরাকে উৎসর্গ করেছি, কিন্তু আপনি শায়মা লিখলেন যে ! উনি কে ? উনিই কী অপ্সরা !??
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৩| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর শব্দ চয়নে ভাব প্রকাশ ।
ভালোলাগা ।
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪১
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
১৪| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৮
প্রামানিক বলেছেন: রঙিন মানচিত্র যখন বিচ্ছেদের জলে ভেসে যায়
সমুদ্র তখন গান গেয়ে যায়-
কোন বিহঙ্গ তার বুকে উড়ে না যাওয়ার দুঃখে...
চমৎকার কাব্য কথামালা।
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
১৫| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:০৮
অলিউর রহমান খান বলেছেন: ভালো লেগেছে শব্দ চরন গুলো। বেশ্!
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৪
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
১৬| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪
তামান্না তাবাসসুম বলেছেন: অসাধারন !
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৭
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৭| ২৫ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
মলাসইলমুইনা বলেছেন: এমন অনবদ্য কাব্যের কথাকথিকেথিতে অল্প কথনে অনেক ভালো লাগার কেতন উড়িয়ে দিলাম |
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৭
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা । মজা পেলাম মন্তব্যে ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২
জাহিদ অনিক বলেছেন:
মুগ্ধপাঠ !
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
১৯| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটি প্রথম শ্রেনির কবিতা ।
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০১
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা । মন্তব্যের ধরণ ভাল লেগেছে ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
২০| ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩০
জুন বলেছেন: কবিতায় অসংখ্য ভালোলাগা ও যোগ্য উৎসর্গ ।
কিশোরীর ধুসর গোফ পড়ে মজা পাইলাম
প্রথম লাইনে।নিশীত নাকি নীশিথ হবে কথাকেথি !
+
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা । আপনি মজা পেলেন জেনে ভাল লাগলো অনেক ।
হ্যাঁ, বানানটা ভুল ছিলো । ঠিক করে দিয়েছি ।
অসংখ্য ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২১| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০২
কালীদাস বলেছেন: কবিতাটা মনে হয় বুঝতে পেরেছি ভুলভাল যেটাই বুঝি না কেন, সেকেন্ড পার্টটা ভাল লেগেছে বেশি।
অপসরাও কি ছেলে কবিতা লিখেছিলেন না? নাকি অন্য কোন শিরোনামে? বয়স হয়েছে, ভুলে যাই অনেক কিছু
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা । উনি ছেলে কবিতা লিখতে গিয়ে লিখে ফেলেছেন প্রেমের কবিতা ! অগত্যা আমাকে এমন কষ্টে ফেললো । তাই লিখে উনাকে উৎসর্গ করে দিলাম !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২২| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১০
সকাল রয় বলেছেন: সুন্দর কাব্য।
৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৪
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
২৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
৩০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৮
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩
জেন রসি বলেছেন: প্রেম,যাপিত জীবন এবং সংঘাত। মনে হচ্ছে এমনটাই বুঝলাম।
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন:
ঠিকই বুঝেছেন । কৈশরের ধাঁধাঁ, প্রেম, সংগ্রাম এসবে বাঁধা ছেলের রূপ আঁকতে চেয়েছি ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৫| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২১
উম্মে সায়মা বলেছেন: কিছু পঙক্তিমালায় একজন পুুরুষের জীবন বলে গেলেন! অসাধারণ হয়েছে....
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮
জুন বলেছেন: অনেকদিন হলো কিছু লিখছেন না যে কবি !
০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা ! কবি ! নিজেকে কেউ কবি বলে সম্বোধন করলে কেমন যেন অনুভূতি জাগে । তা কী ভাল না মন্দ বুঝে উঠতে পারি না !
সময় হয়ে উঠছে না । তাই পোস্ট দিতে পারছি না । একটা লেখা লিখেছি হয়তো আজকে দেবো ।
অনেক ধন্যবাদ স্মরণ করার জন্য ।
অনেক ভাল থাকুন ।
২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫
নায়না নাসরিন বলেছেন: ভাইয়া আপনার কবিতা আমার অনেক পছন্দের । এটাও ভাল লাগলো অনেক । ++++++
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩
কথাকথিকেথিকথন বলেছেন:
জেনে অনেক ভাল লাগলো ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
২৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
যথার্থ ছেলে কবিতা হয়েছে । কবিতা বক্তব্যের সবটাই ছেলেচিত অর্থাৎ ছেলেদের কথা নিয়ে ।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১
কথাকথিকেথিকথন বলেছেন:
তেমনি লেখার চেষ্টা ছিলো । আপনার বক্তব্য শুনে বেশ ভাল লাগলো । মনে হচ্ছে পেরেছি !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬
শামচুল হক বলেছেন: নিজকে ব্যাতিরেকে অন্যের বাগানে ঘ্রাণ ছড়াতে
মহাকাল বলে দিয়েছে- এ অসুখই তোমার সুখ !
ভালো লাগল।