নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
মা বলে, খোকা যুদ্ধে যা, অস্ত্র ধর
খোকা বলে, আমি যদি না ফিরি মা?
মা অশ্রুসিক্ত নয়নে বলে, আমি ভেবে নেবো তুই স্বাধীনতা
খোকা বলে, তোমার কথা মনে পড়লে?
মা খোকার মাথায় হাত ভুলিয়ে বলে, চিঠি লিখিস
খোকা বলে, চিঠি যদি না লিখতে পারি?
মা খোকার কপালে চুমো দিয়ে বলে,
ভেবে নিস, এই দেশ তোর মা
তোর প্রতিটি বুলেট তোর মায়ের অশ্রু ফোঁটা
ওদেরকে ছাড়িস না খোকা
মায়ের চোখে খোকা দেখে প্রজ্বলিত আগুন ।
খোকা যুদ্ধে যায়,
মা চেয়ে থাকে খোকার পদচিহ্নে
মা আঁচল পেতে থাকে
যে আঁচলে ছোট্ট খোকা ছটফট করতো
আজ সে যুদ্ধে গেলো
বাবার প্রতিশোধ নিতে
বোনের প্রতিশোধ নিতে
মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে ।
মায়ের চোখে ঘুম আসে না
সারারাত কেটে যায় এপোড় উপোড় করে
জায়নামাজ ভিজে অশ্রু জলে
জানালার ওপাশে চাঁদ জেগে থাকে
খোকা মনে মনে মায়ের কাছে চিঠি লিখে
মা তুমি কেমন আছো ?
তোমার খোকা ভাল আছে, তুমি একটুও ভেবো না
জানো মা ! তোমার খোকা আজ বড্ড সাহসী হয়েছে
তোমার যে খোকা রাতের আঁধারকে ভয় পেতো
সে এখন রাতের আঁধারেই শত্রুদের একে একে হারিয়ে দিচ্ছে!
বুলেটে ঝাঁঝরা করে দিচ্ছে শত্রুর বুক !
মা দাঁড়িয়ে থাকে পথ চেয়ে
খোকা বিজয় নিয়ে ফিরবে
মায়ের চোখের নিচে কালি জমে...
একদিন খবর আসে
লাল সবুজ পতাকা উড়ার
ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতার
তখনো খোকা আসে নি ফিরে...
ছবি বন্ধু- গুগল ইমেইজ ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন:
এমনও অনেক খোকার আত্মত্যাগের বিনিময়ে এই বিজয় ।
বিজয়ের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
শায়মা বলেছেন: বিজয় দিবসের যোগ্য কবিতা।
এই কবিতা আমার ১৬ই ডিসেম্বর আবৃতির জন্য লেখা হয়েছিলো। তুমি বলোনি এটা। আমি সবাইকে বলে দেবো!
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৯
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা ! না বলে সব বলে দিলেন ! আর কিছু কী বাকি রেখেছেন !
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর লেখা বিজয় দিবস নিয়ে ।
শুভ কামনা ।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৯
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
আপনার জন্যও শুভ কামনা ।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০
blogermassud বলেছেন: বিজয় দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রইল।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী ।
কবিতা ভালো লিখেছেন।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা...
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৪
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১
কথাকথিকেথিকথন বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা...
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫৭
ওমেরা বলেছেন: এইটা একটা খুব সুন্দর কবিতা হয়েছে ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা...
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:১২
মলাসইলমুইনা বলেছেন: খোকা নিজে না এসে রক্ত লাল শার্টটাতে ঢেকেইতো স্বাধীনতাকে পাঠালো | স্বাধীনতার লাল সূর্যটা তাইতো এতো রক্তলাল আমাদের | খুবই ভালো লাগা কবিতায় |
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, সেই সবুজের বুকে তাজা রক্তের অমর তেজস্বী...
বিজয়ের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৮
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।+++
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা...
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩০
শামছুল ইসলাম বলেছেন: এমন কবিতা পড়ে এখনো চোখ জলে ভাসে,
যদিও পেরিয়ে গেছে ছেচল্লিশটা বছর ।
হৃদয় নিংড়ানো ভালোবাসা জানবেন ।
প্রিয়তে নিলাম ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর মন্তব্যে ভাললাগা ।
বিজয়ের শুভেচ্ছা...
প্রিয়তে নেয়ার জন্য অনেক কৃতজ্ঞতা ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতার শেষাংশ পড়ে সেই বিখ্যাত গানটার কথা মনে পড়ল-
সেই রেললাইনের মেঠ পথটার পাশে দাড়িয়ে
এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে
খোকা ফিরবে কবে ফিরবে নাকি ফিরবেনা
......................................................
........................................................
স্বাধীনতার কবিতা ভাল লাগলো।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৮
কথাকথিকেথিকথন বলেছেন:
চমৎকার মন্তব্যে ভাললাগা ।
বিজয়ের শুভেচ্ছা...
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: হ্যাঁ। এভাবেই স্বাধীনতা । এভাবেই লাল-সবুজের পতাকা। একটি নতুন মানচিত্র। স্বাধীনতার কবিতা।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর মন্তব্যে ভাললাগা ।
বিজয়ের শুভেচ্ছা...
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮
তারেক ফাহিম বলেছেন: সুন্দর বিজয়ী কবিতা
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৮
কথাকথিকেথিকথন বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা...
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
ধ্রুবক আলো বলেছেন: এরকম অনেক সন্তানই ঘরে ফেরেনি, মাটিকেই ঘর বানিয়ে নিয়েছে।
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সকল শহীদ, শহীদ বুদ্ধিজীবীদের।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪১
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর মন্তব্যে ভাললাগা ।
বিজয়ের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১২
খায়রুল আহসান বলেছেন: শায়মা বলেছেন: বিজয় দিবসের যোগ্য কবিতা।
আমিও তাই বলি!
আমাদের পতাকাটাতে এসব খোকাদের অসংখ্য ছবি আঁকা আছে, পতাকার সাথে সাথে তাদের নামও পত পত করে ওড়ে।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫২
কথাকথিকেথিকথন বলেছেন:
মূলত ওরাই পতাকা ।
বিজয়ের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৬
নতুন নকিব বলেছেন:
কবিতায় মুগ্ধতা!
প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সংগ্রামের অমর শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা....
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫
মহসিন ৩১ বলেছেন: লাল সবুজের পতাকায় বিজয়ের নিশান আজও দেখি ---- সেই দিনের চিহ্ন ঘটনাপঞ্জির সাক্ষী সুধু হতে পারত; আড়মোড় ভাঙ্গা কোন আলস্যের আড়ালে লুকিয়ে থাকে যে দৈত্য তাকে দেখতে চাইনা , মনে করতেও না ----সুধুই চাই ওই পতাকা সকল শহীদের স্মৃতি স্মরণিকা হয়ে আজ হৃদয়ের আলোয়ান হয়েই থাকুক চিরকাল। বিজয়দিবসের শুভেচ্ছা জানবেন।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর মন্তব্যে ভাললাগা ।
বিজয়ের শুভেচ্ছা...
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
সুমন কর বলেছেন: অসাধারণ !! +।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০
কথাকথিকেথিকথন বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা...
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১
জাহিদ অনিক বলেছেন:
চমৎকার কাব্য, বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩২
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনাকেও বিজয়ের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: খোকা বেঁচে নাই কিন্তু পতাকা আছে। পতাকাই আমাদের লাখো খোকা।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, পতাকাই হচ্ছে আমাদের সেই তেজস্বী রক্তের খোকারা ।
বিজয়ের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২২
কালীদাস বলেছেন: ভাল লাগছে
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা...
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৩০ লিক্ষ খোকার আত্মদানে আমরা পেয়েছি একটা স্বাধীন দেশ।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা...
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪
নূর-ই-হাফসা বলেছেন: এমন কত মা যে পথ চেয়ে ছিল । কি অপূর্ব প্রকাশ ঘটলো মা আর ছেলের ভালোবাসা আর আত্নত্যাগের । অসাধারন লাগলো কবিতা ।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন:
চমৎকার মন্তব্যে বেশ ভাল লাগলো ।
বিজয়ের শুভেচ্ছা...
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩১
জুন বলেছেন: দেশ স্বাধীন হয় কিন্ত খোকারা আর মায়ের বুকে ফিরে আসে না । তাদের রক্তে লাল সূর্য্য একে যায় সবুজ জমিনে কথাকেথি। শায়মার সুরেলা কন্ঠে আবৃত্তিটি শুনতে পেলে ভালো হতো । অনেক ভালোলাগার কবিতা +
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪২
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, ওদের স্বপ্নে অর্জিত আমাদের এই বিজয় । ওরা ফিরে এসেছে বিজয় হয়ে ।
উনি আবৃতি করেছেন কিনা আমার জানা নেই ।
বিজয়ের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৫
আখেনাটেন বলেছেন: মায়ের এই কান্না ও অার্তির জন্যই আমাদের এই সোনার বাংলাদেশ।
সুন্দর! সুন্দর!
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, সুন্দর বলেছেন । মায়ের চোখে ছিলো বিজয় ।
বিজয়ের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: অনেক মায়ের খোকা এখনো নিখোঁজ।
বিজয়ের শুভেচ্ছা।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন:
তারা শহীদ । তারা আমাদের আকাশে বাতাসে মিশে আছে সর্বত্র...
আপনাকেও বিজয়ের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৯
আটলান্টিক বলেছেন: আপনি হরর গল্প লেখেন।মাসে একটা হলেও লেখেন।এই ব্লগে হরর সিরিজের খুব অভাব।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন:
কেনো এমন অদ্ভুত চাওয়া ! তাও আমার কাছে !!
২৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১২
আটলান্টিক বলেছেন: আপনার নাম দেখে প্রথমেই আমার মনে হয়েছিলো আপনি মনে হয় উদ্ভট-অদ্ভুত কিছু লেখেন।তাই আরকি
২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনার ধারণা ভুল । আমি যা লিখি তা অনেকে বুঝতে পারে না এই যা !!
২৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৫
আকতার আর হোসাইন বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আরো দুটি লাইন যুক্ত করে আরেকটু তৃপ্তি নিলাম।।
তখনো খোকা আসে নি ফিরে...
ঘুমিয়ে আছে খোকা সে বাংলা মায়ের কোলে
বাংলা মা রেখেছে তাঁকে ত্রিশ লক্ষ শহীদের সাথে অতি আদরে
২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনার চরণগুলো বেশ মিলেছে । চমৎকার।
বিজয়ের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২১
ভ্রমরের ডানা বলেছেন:
নিখোঁজ খোকার ঠিকানা ষোলকোটি হৃদয়....
১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০২
কথাকথিকেথিকথন বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৩১| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৩:৩১
ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি পাঠে আমি মুগ্ধ ।
কবিতাটর বিষয়ে অনেক কথাই স্মৃতির পাতায় ভেসে উঠে ।
অবেগ ধরে রাখা খুবই কঠিন ।
একটু সুস্থ বোধ করলে পরে এক সময় আবার আসব ।
এখন একে প্রিয়তে নিয়ে গেলাম ।
শুভেচ্ছা রইল ।
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনার সুস্থতা কামনা করছি । নিশ্চয় এখন বেটার আছেন ।
অনেক ধন্যবাদ ।
বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
৩২| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩১
ডঃ এম এ আলী বলেছেন: ভুল হয়েছিল , সংশোধন করে গেলাম ।
শুভেচ্ছা রইল ।
০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন:
কী ভুল হয়েছিলো !! কী সংশোধন করে গেলেন !!
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খোকার আত্মত্যাগের বিনিময়ে আজকের বিজয়।