নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
প্রথমত, আমি আমার বিষণ্ণতার সময়গুলো কাটাচ্ছি একাকি । শুধু রাত্রি জানে তার নিরপরাধ বুকে কতশত ক্ষত ! কেউ একজন কিংবা ওরা ছিলো হৃদয়ের কার্ণিশে ঝুলে থাকা সুখ নিদ্রাকে ভেঙ্গে ভেঙ্গে দুঃখের নেশায় ভাগ করে দিতে । কিন্তু আমি কাউকে বলি নি । এবং নিবিড় পরিচর্যায় রেখে যাবো অনন্তকাল তাদের পদচিহ্নের অদেখা নীরব নিশাচর রাত্রিগুলো । ওরা কখনো জানবে না কেউ একজন ওদের সুহৃদ হয়ে ওরা ছাড়াও ওদের অস্তিত্ব আরো একজন টিকিয়ে রেখেছে !
দ্বিতীয়ত, আমি যখন রাত্রি থেকে জন্ম নেয়া আলোকবর্তিকা । আমি রাত্রিকে খুব জানি, খুব চিনি । সে আমার সাথে একাকি একাকি হাঁটে, শূন্যতায়। একদিন তাকে অদ্ভুত হাসি দিয়ে জিজ্ঞেস করেছিলাম, এই দিনের সাথে তুমি হাঁটো কীভাবে ! সে বলে, বিশেষভাবে যদি বলি, রাত্রিনামক কেউ নেই, এই যে আমাকে দেখছো, মূলত আমি হচ্ছি নিভে যাওয়া আলো। এভাবে তার সাথে আমার সখ্যতা বেড়ে ওঠে। ধীরে ধীরে তার চোখে আমি আলো দেখতে পাই । এবং নিজেকে রাত্রি মনে করে তার সাথে দূরত্ব কমাই !
তৃতীয়ত, একটা ঘ্রাণকে আমি খুব তীব্রভাবে অনুভব করি । দুঃখ-সুখের মাঝামাঝি অবস্থান করা একটি সূক্ষ্ম রেখা নাসিক্যে এসে বিঁধে। হৃদয়ের কোণে কোণে পৌঁছে যায় জিজ্ঞাসু দৃষ্টি- তুমি কার পক্ষে ? আমি বিভ্রান্তিতে পড়ে যাই। যদি বলি দুঃখ তবে সুখ অনুভব করবো কীভাবে ! আর যদি বলি সুখ তবে তার অস্তিত্বকে সংজ্ঞায়িত করবো কীভাবে ! এই যেমন কেউ একজন কিংবা ওরা শেষ সান্নিধ্যে আমাকে প্রশ্ন করেছিলো, তুমি কী আমি কিংবা আমাদেরকে হৃদ সংস্পর্শে রেখে সুখী? আমি তখন এই সুখের ব্যাখ্যা দিতে পারি নাই । কারণ তাদের জড়িয়ে আমার কোন দুঃখ ছিলো না । দুঃখের সমাদর পাই নি বলে আমি ছিলাম নিরুত্তর, নির্লিপ্ত । কিন্তু ও কিংবা ওরা ভুল সিদ্ধান্তে আমার থেকে ক্রমশ ক্ষীণ হতে হতে মিলিয়ে গেলো । সে থেকে রাত্রির সাথে আমার দেখা । আগুন্তুক থেকে সে এখন আমার সুহৃদ । কেউ কেউ বলে রাত্রি হচ্ছে দুঃখের উপযুক্ত সমার্থক । কিন্তু আমার সাথে তার সখ্যতা সুখ আলোচনায় । সে সুখকে খুব আপনভাবে তাই দুঃখী একাকীত্বগুলোকে জায়গা করে দেয় তাদের চোখের রূপাগুলোকে নক্ষত্রে রূপ দিতে !
চতুর্থত, আমি আমাকে তার কাছে পূর্ণাঙ্গভাবে কখনো ব্যাখ্যা করি নি । তাই মাঝে মাঝে রাত্রি দুঃখ করে বলে, মনে হয় আমি তোমার সুখ সুহৃদ হতে পারি নি । আমি অজস্র নক্ষত্রের দিকে তাকিয়ে ভাবি, প্রিয় রাত্রি, হয়তো একদিন আমি আমারও একটা বর্ণনাত্বক ইতিহাস শোনাব তোমাকে... হয়তো একদিন.... সেদিন সবাই জেনে যাবে দুই বেলা দু'মুঠো খেয়ে পরে কুঁড়েঘরে বসত করা কোন এক আগুন্তুকের কথা... হয়তো সেদিন সব অচেনা হয়ে যাবে কোন এক কারণে কিংবা অকারণে... হয়তো সে রাত্রিতে আমি নিরুদ্দেশ হবো সামদ্রিক কোন নিলাভ বিহঙ্গের হৃদয়ে ঢুকে... হয়তো তোমাকে ভেঙ্গেচুরে আঁকবো এক অনন্য নিশাচর রাত্রি...।তখন ললুপ্ত চোখে ঘ্রাণমাখা মেঘের আঁড়াল থেকে কেউ উঁকি দেয় ! সে হয়তো জানতে চাইবে, মেঘ হবে ? আমি বলবো, তোমার সীমানা শেষ হলে আমি বলবো... মূলত তুমি হয়ে নয়, তোমার বুকে বিচরণ করে আমি উড়তে চাই চিরন্তর বিভ্রান্ত সুখে..... রাত্রি হয়তো জানবে না তার প্রেমে আমি কত সুদীর্ঘ গভীরতা খুঁজে পাই । তবুও আমি দিন হয়ে তাকে নিয়ে পাড়ি দেবো, দূর থেকে সুদূর... সীমানাহীন কোন অচেনা পথ ধরে....
পঞ্চমত, মিশে যাওয়া আমার অস্তিত্ব অনুভবে রাত্রি । আমি তাকে কিংবা তাদেরকে এক চক্ররেখায় রেখে দেবো, ও কিংবা ওরা আর হারাবে না কোন ভুল সিদ্ধান্তে ! অতঃপর...
ছবি বন্ধুঃ গুগল ইমেইজ ।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৭
কথাকথিকেথিকথন বলেছেন:
অদ্ভুত, অদ্ভুতুডে !! হুম ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৯
শায়মা বলেছেন: সেই কাব্য!!!!!!
মৎস্যকুমারীর সাথে প্রেম ভেবেছিলাম এখন তো দেখি রাত্রী!!!!!!!
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০২
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা । একে বলে লেখালেখির পাগলামী ! কোথায় থেকে কোথায় ইমোশন চলে যায় তা বলা দূরহ !! কাল রাত্রে তো খুঁজেই পাচ্ছিলামনা কমেন্টটার সাথে আর কী যোগ করা যায় ! তাই লেখালেখি বন্ধ রেখেছিলাম । হঠাত এটা এসে উদয় হলো !! রাত্রি !!
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: লিখনি বেশ সে যাই লিখে থাকেন।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০২
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা ।
পাঠে অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৮
রাজীব নুর বলেছেন: পড়লাম।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৩
কথাকথিকেথিকথন বলেছেন:
পড়ার জন্য অনেক ধন্যবাদ । প্রতিক্রিয়া কী ?
শুভ কামনা ।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬
শায়মা বলেছেন: রাত্রিকে নিয়ে লিখেছো এখন দিনমনিকে নিয়ে কে লিখিবেক????
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা । কেন ? এ লেখায় এই তো অনেকটা সময় রাত্রিকে দিনরূপে দেখানো হয়েছে !
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৯
জাহিদ অনিক বলেছেন:
কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ
শুভ কামনা ।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০
সামিয়া বলেছেন: আমিময় পোস্ট।।
নিজেকে নানা ভাবে নানা বর্ণে বিশ্লেষণ ।।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯
কথাকথিকেথিকথন বলেছেন:
নিজেকে নিজে ভাংচি নাকি অন্যরা আমাকাএ ভাঙছে!!
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার লেখা বেশ কয়েক বার না, পড়লে কিছু বুঝিনা ।
তবে আমার কথায় আবার সহজ-সরলের দিকেও যাবেন না।
লিখতে থাকুন। আবার পড়তে আসবো
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা । এ নিয়ে আপনি টেনশন নেবেন না । কারো কথায় ভোলার মানুষ আমি না !! হা হা। ওকে আবারো পড়বেন ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাত্রি ! সত্যি অসাধারন। রাতে দিন লুকিয়ে থাকে, আবার দিনে রাতে! অনুভবের ভিন্নতায় ধরা দেয় কত ভিন্নরুপে!
রাত্রি ভাবনায় না না রাত্রিয়ায়নায় খুঁজে ফেরা অনুভবে, বিশ্লেষনে ভাললাগা!
+++++
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৬
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর মন্তব্যে ভাললাগা বেশ । সবকিছুর রেশই সবকিছুতে আছে !!
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
রাতের গর্ভে শুয়ে থাকে দিনের পিতা ! সে-ই একদিন বর্নণাত্বক ইতিহাস শোনাবে আগামীর পৃথিবীকে ; রাত্রির জঠরে তার দীর্ঘবাসের ইতিহাস !
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর মন্তব্যে ভাললাগ অনেক ।
আপনি কী তাহলে বলছেন অতঃপরের পরের ইতিহাস লিখতে !!
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১
জুন বলেছেন: রাতের ভেতর লুকিয়ে থাকা দিনকে বাইরে টেনে আনছেন আপনার লেখায় কথাকেথিকথন। ঠিক যেন নীচের বিখ্যাত ইতালীয় পেইন্টিং এর মত যেখানে সুর্য্য দেবতা এপোলো রাত্রির আধার ঘুচিয়ে দিনের সুচনা করতে যাচ্ছে তাঁর অশ্বরথ ছুটিয়ে ।
+
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০
কথাকথিকেথিকথন বলেছেন:
বাপরে ! আপনি কোথায় চলে গেলেন !! সাংঘর্সিক মন্তব্যে অনেক ভালোলাগা ।
অসংখ্য ধন্যবাদ ।
ভাল থাকুন ।
১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাত্রীর আগমনের কারণে মানুষ দিনের সৌন্দর্য উপভোগ করতে পারে।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ ঠিক তাই । রাত্রি এক রহস্যময় অনুষঙ্গ মানুষের হৃদয়ের জন্য !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৫
সুমন কর বলেছেন: রাত্রি আমার কাছে খুব আপন !!
আপনার রাত্রিত্ব ভাবনা ভালো লেগেছে।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
চমৎকার ! রাত্রির প্রেমের গভীরতা বেশ । রাত্রিকে ভালোবাসলে সুন্দর ভোর আসে...
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
রাত্রি কবিতার কবিদের অপূর্ব একটি অভিনব অনুঘটক!
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, রাত্রি কবিদের গুরুত্বপূর্ণ অংশ । সুন্দর মন্তব্যে ভাললাগা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১০
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৮
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ।
আপনাকে দেখা যায় না । কেমন আছেন ?
১৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০২
আটলান্টিক বলেছেন: শুভেচ্ছা আপনাকে শুভেচ্ছা
নতুন বছরের শুভেচ্ছা
কেমন আছেন আপনি?
০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা ।
আমি ভালো আছি । আপনিও নিশ্চয় ভাল আছেন ।
শুভ কামনা রইলো ।
১৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একাকীত্ব যাক ঘুচে, জীবন ভরে উঠুক সুখে সুখে।
আসিবেনা আর ফিরিয়া কোনদিন
ফেলে আসা সময়গুলো
সুখ কিংবা মন ভাঙনের কোনোকোনো বিশেষ মুহূর্ত
যে অপ্রিয় কিংবা প্রিয় ক্ষণগুলো ভেবেছি রঙিন।
হ্যাপী নিউ ইয়ার
নতুন বছরের শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় সুপ্রিয়
সুন্দর সুস্থ জীবন বয়ে আনুক অনাবিল সুখসমৃদ্ধি আর আনন্দ,
শুভ হোক প্রতিক্ষণ।
শুভকামনা জানবেন সবসময়, থাকুন ভাবনাহীন।
০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা ।
আপনার জন্যও শুভ কামনা রইলো ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
১৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: অতঃপর রাত্রির বুকে কৃষ্ণগহ্বরের সুপ্ত কুঠুরে কেটে যাবে সীমাহীন প্রতীক্ষার পল পল মুহুর্তকাল। ওদের ভুল সিদ্ধান্তের প্রবেশদ্বার রুখে দিয়ে রুদ্ধ দ্বারের বদ্ধ ঘরে হাহাকারের আর্তনাদ হয়তো চলবে অনন্তকাল । সুদীর্ঘ গভীরতাময় প্রেম ফিকে হয়ে যাবে, হয়ত তার দ্যুতি হারাতে হারাতে একদিন তা হবে ক্রমশ বিলীয়মান ঐ আঁধারের বুকে। পলক ফেলা রাত্রি অবাক চেয়ে রবে। তার অক্ষিপল্লবের ঝিরিঝিরি পাতায় পাতায় জমবে শিশির। দূর্লভ মুক্তোদানার মত অক্ষয় অনর্গল....
নীলাভ বিহঙ্গের হৃদয় কুরে কুরে জন্ম নেবে এক জলন্ত ফিনিক্স। নিশাচর রাত্রির বুক চিরে ক্ষনিকেই জ্বলে উঠে মিলাবে তা আলেয়ায়...
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন:
আলেয়ায় মিশে পুড়ে পুড়ে একদিন মধ্য গগণে সূর্য উঠবে । ঠিক যেন ফিনিক্সের হৃদয় ! সে আলোয় আমি কোন এক মেঘার্ত শৃঙ্গের চূড়ায় বক্ষ উজাড় করে দেবো । ফিনিক্সের হৃদয়ে সান্নিধ্যে একটি অলিখিত সন্ধি উথাপিত হবে, আমার বক্ষে বসবাস করার চিরন্তনী সন্ধি । এই গহীন আঁধারের বক্ষে সে হয়তো হারিয়ে যাবে । কূলে কূলে আলো জ্বালিয়ে আদিমতর সুখবাণী ছড়িয়ে উড়ে যাবে ! সবাই দেখবে আমার চক্ষে জ্বলন্ত শিখা, আমি হেঁটে যাচ্ছি একগাল শীতল হাসি নিয়ে পথের পর পথ...... ছাই উড়ে উড়ে মিশে যাচ্ছে বাতাসের দেহে.... অথচ নিঃসৃত হয় কোন গহীন অরণ্যে লুকিয়ে থাকা মৃগনাভ গুল্মের সর্বগ্রাসী ঘ্রাণ.... উন্মাদ হয়ে ফিরে আত্মাহুতি দেয়া অজস্র আত্মা ! ওরা পেতে চায় আমার এই ফিনিক্স পাখির সুখ... কিন্তু ওরা পারে না আমাকে ছুঁতে, কারণ ওরা মৃত্যুর পূর্বে মৃত্যুর পরোয়ানা জারি করে নিজেকে করেছে মৃত মৃত্তিকা.... ওরা পারে নি আমার মত সীমাহীন বিস্বাদের রাজ্যে বিচরণ করতে, ওরা পারে নি রাত্রির আকাশ পোড়া নিঃশ্বাস বক্ষে ধারণ করতে.... ওরা পারে নি হৃদয় পুরে রাখতে রাত্রিতে... ওরা পারে নি আমার মত ভস্ম থেকে জেগে উঠতে....
১৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
রাত, প্রকৃতির প্রশান্তির বেলা
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:০০
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, রাত প্রকৃতির মধ্যে সুখ প্রশান্তি, সবকিছুর বসবাস ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২০| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
অতঃপরের পরের ইতিহাস লেখা কি আপনার উচিৎ নয় ? সে ইঙ্গিত-ই তো দিয়েছেন রাত্রিকে । রাত্রির কাছে আপনার নিজের পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেননি , বলেছেন - ইতিহাস শোনাবেন ।
তা শোনার অপেক্ষায় থেকে থেকে রাত্রি যদি ভোর হয়ে যায় তবে আর লাভ কি !!!!!!!!!
০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১২
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা । দিনের মাঝে রাত্রি থাকলে তবে ভোর হয়ে যাক ! সেই ভোরেই রাত্রির সাথে বসবো, সারাদিন চলবে কথপোকথন, অতঃপরের পরের ইতিহাস....
ফিরতি মন্তব্যে অনেক ভাল লাগা ।
২১| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০
প্রামানিক বলেছেন: রাত্রী নিয়ে চমৎকার লেখা। খুব ভালো লাগল। ধন্যবাদ
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২২| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৯
মলাসইলমুইনা বলেছেন: রাত্রিত্রের নেতৃত্ব বিষয়ক লেখা ভালো লাগলো | নববর্ষের শুভেচ্ছা |
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৬
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনাকেও অনেক শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫
মনিরা সুলতানা বলেছেন: সব কবি এক জোট হয়ে আপনাকে না ধরে বসে ; তাদের ধ্যান জ্ঞ্যান রাত্রি কে নিয়ে একাই মহা কাব্য রচলেন
বেশ রাত্রি কথন কথাকেথি !!!!
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা । কথায় যুক্তি আছে !! তবে রাত্রি নিয়ে যত মহাকাব্য কিংবা কবিতা কিংবা গল্পই রচিত হোক না কেন এর গভীরতা অনেক গভীর এবং বিস্তৃত !
সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৫
অজানিতা বলেছেন: ভাইয়া, চমৎকার লিখেছেন। খুব গভীরে হারিয়ে যাওয়ার গল্প যেন।
০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর মন্তব্যে ভাললাগা বেশ ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন:
ভস্ম থেকে জেগে ওঠা ভস্মীভূত ভিসুভিয়াস তুমি। সীমাহীন বিস্বাদের রাজ্যে আকাশ পোড়া নিঃশ্বাস বক্ষে ধারণ করে হেঁটে গেছো তুমি প্রান্তরের পর প্রান্তর, অনন্তকাল। মৃত মৃত্তিকার বুকে এঁকে গেছো পদচিহ্ন তবু হৃদয় নিংড়ানো মৃগনাভ গুল্মের দুহাত প্রসারিত সঞ্জীবনী সুধায় সৃষ্টি হলো দীঘল জলরাশি । তাই তোমারই আঁজলায় জাগে সৃষ্টির উল্লাস, ঐ সারনো নদী। কলোকল, ছলোছল, গতী নির্ঝরিণী। হারিয়ে যেতে যেতে পথে ফেলে গেলে আলোকপুঞ্জরেণু। যার বর্ণছচ্ছটায় গহীন আঁধারের বুক চিরে অরুণদয়ের সাক্ষ্য রেখে যায় ঐ বিলুপ্ত দীপশিখা। তোমার হৃদয়ের আলোকিত সন্ধিস্থলে জন্ম নিক চিরস্থায়ী আলেয়া। রাত্রীর তমশ আঁধারিয়া বুক চিরে পথ দেখাক সে অনাগত দিশাহারা যাত্রীকে তার সঠিক গন্তব্যের পথে...
১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন:
হয়তো সংকুল পথিক ফিরে পাবে তার ঠিকানা, হয়তো সে আপন সুখে বাসা বাঁধবে ইচ্ছে ডানার বৃক্ষে ! আমার এই বক্ষজ্বলা রাত্রিতে নীরবে বয়ে চলে বিস্বাদের মৃত্যু, সংগোপনে রয়ে যায় হৃদয়ের দীর্ঘশ্বাস । অজস্র তারকাপুঞ্জ পেরিয়ে আকাশ, বাতাস, পাহাড় পর্বত, মৃত্তিকা পুড়ে পুড়ে যে শীতল জল বয়ে চলছে নিষ্পেষিত হৃদয়ের গহীনে তার জন্য আমি ঋণী হবো কার নিকট ? একরাত্রিতে আমি দেখি রাত্রি দাঁড়িয়ে আছে আমার চোক্ষে ! আমি পেয়ে গেছি আমার ঋণদাতাকে । রাত্রিকে বললাম, আমাকে সঙ্গে নিয়ে চলো, তোমার সেবায় আমি নিমগ্ন হবো, তোমার ঋণ শোধ দেবার আমার আর কোন পথ নেই, তুমি পথ দেখাও.... । সেই থেকে আজ অব্দি রাত্রির সাথে আমার শর্তহীন লেনাদেনা, সে আমাকে দেখায় তার পৃথিবী, আমি তাকিয়ে থাকি আর ভাবী কোথায় আমার সেই আলেয়া ? তখন ভেতর থেকে উত্তর আসে আমি প্রজ্জ্বলিত ! তুমি রাত্রির সাথে থাকো, আমি তোমার সাথে থাকবো । আমি ভিসুভিয়াসের ন্যায় হবো অথবা এর চেয়ে বেশি, তবে তার মত উত্তপ্ত শিখা নয়, তোমাকে আমি দিয়ে যাবো ছাই উড়িয়ে শীতল শিহরণ, শিহরণের রন্ধ্রে রন্ধ্রে লেগে থাকবে সুপ্ত সুখ... অতঃপর পথক ভেবে এ তারই সুখ, এ তারই পথ... আমার এই দেহে যেন আবৃত আছে অজস্র পথিক.... গন্তব্যের নেশায় !
২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪
উম্মে সায়মা বলেছেন: কী সুন্দর করে লিখলেন! আপনার লেখা সবসময় মুগ্ধতা ছড়িয়ে যায়.......
শুভ কামনা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২২
কথাকথিকেথিকথন বলেছেন:
মন্তব্যে ভাললাগা বেশ
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৩
আটলান্টিক বলেছেন: আপনার লেখার উপর আপনার নামের প্রভাব স্পষ্ট।আপনার নাম যেমন অদ্ভুত আপনার লেখাটাও অদ্ভুত।