নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

রাত্রিত্ব-দুই।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩


রাত্রিত্ব মুছে গেলে দিন আসে না, শূন্যতা আসে । শূন্যতাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়, ঠিক আত্মার মত । আত্মাও একটা বিশাল শূন্যতা । এটা দেহের বাইরে এবং ভেতর নিরুদ্দেশভাবে ছটফট করে।আচ্ছা আত্মা কী আয়ানায় তাকায় ? তবে তো সেও নিজেকে দেখতে পেত ! সময়ের সাথে তার বিবর্তন পরিলক্ষিত হতো, রাত দিনের উলোটপালট অনুভূত হতো তার হৃদয়ে ! আচ্ছা আত্মারও কী হৃদয় আছে, নাকি সে স্বয়ং হৃদয় । হতেও পারে, পাপে তার দেহের পঁচন ধরে । সে তো দেহ ধরে রাখতে পারে না, তার চোক্ষের সান্নিধ্যে পোকামাকড় খেয়ে নিঃশেষ করে দেয় তার ঐশ্বর্যের শরীর। সে কী ভাবলেশহীন থাকে, নাকি ঠুকরে কেঁদে ওঠে...। আপাতত থাক চির অমর আত্মার কথা। কথা হচ্ছিলো রাত্রি নিয়ে, রাত্রির রঙ নিয়ে, রঙ্গ নিয়ে ।

নিরাসক্ত রাত্রি, তাকে অনেকে বলে বিস্বাদ, অনেকে বলে পরম বন্ধু । আমার কাছে সে বন্ধু, অতি নিকটের। মাঝে মাঝে মনে হয় যেন আমি তারই রূপ। পরম আবেশে সে আমাকে আলো দিয়ে জ্বালিয়ে রাখে । আমার ভালো লাগে । সে বলে আমাকে, জন্মের আগে তুমি আমার কাছে ছিলে, অতঃপরও তুমি আমার । আমার এক অদ্ভুত রঙ আছে সবকিছু পালটে দেয়ার। পৃথিবীর গর্ভে আমার অজস্র নিশানা রয়েছে । তুমি চাইলে দেখতে পারো । তার কথাগুলো আমাকে টানে । আমি নির্দ্ধিধায় পরম সুখে তার বুকে ঢুকে পড়ি । আমার খুব ইচ্ছে হয় তাকে আমার সেই অতঃপরের গল্প শুনাতে। কিন্তু কোন এক অজানা সূতা টেনে ধরে রাখে আমার ইচ্ছেকে। সেখানে ঘাত, অপঘাত, প্রতিঘাত অনেক । আমার কাছে মনে হয় রাত্রি আমার সব জানে, যেমন করে আমি তার অনেক কিছুই জানি। কিন্তু সে কখনো আমার কাছে আমার কোন কিছু উদ্ধৃত করে নি। তার লুকিয়ে রাখার ক্ষমতা অনেক গভীর । আমি শুনেছিলাম বহু আগে স্বন্যাসীর মুখে রূপকথার গল্পের মত করে- রাত্রি তার সিংহভাগই উদ্ধৃত করে না, উদগিরণের ছোঁয়ায় লাগব করে দেয় ! হয়তো সে তাই করছে, দিনকে আগলে রেখে তাকে আলোয় ছড়িয়ে দিচ্ছে....

কোন এক মুহূর্তে হঠাৎ আমি টের পাই, আমার বিগত অস্তিত্বের। বহুকাল সে অস্তিত্ব রঙ্গিন পাথর হয়ে ছিলো । পাথরেরও জীবন আছে সে অস্তিত্ব আমাকে বারংবারই তা প্রমাণ দিয়ে যাচ্ছে । রাত্রির সাথে খুনসুটি ছেড়ে আমি কিঞ্চিত স্থবির হয়ে পড়ি । আমি আনমনা হয়ে তাকিয়ে থাকি দূরে কেউ একজন আলেয়াকে দেহে মেখে দৌড়াচ্ছে ! কিন্তু সে জ্বলছে, এমন কোন যন্ত্রণায় অস্থির নয় । তার মুখে আমি হাসি দেখছি, যেন শীতল কিছু গায়ে মেখে সে দৌঁড়াচ্ছে ! যেন সে চারপাশে শান্তি ছড়িয়ে দিচ্ছে ! রাত্রি কী তা দেখছে ? হয়তো দেখছে । আমার হৃদয়ে যন্ত্রণা অনুভূত হয় । যেন আগুন্তুকের দেহের আলেয়া আমাকেও টানছে ! হঠাৎ যন্ত্রণাক্লেষ্ট হয়ে আমি উগরে দেই। কী অদ্ভুত । ব্যামোতে খাদ্যের উচ্ছিষ্টাংশ না বের হয়ে বের হয়ে আসলো থোকা থোকা আলেয়ার লাভা ! ছত্রভঙ্গ আলেয়াগুলোয় ভেসে উঠছে আমার বিগত ইতিহাস, অতঃপরের ইতিহাস....

আলেয়ায় মিশে পুড়ে পুড়ে একদিন মধ্য গগণে সূর্য উঠেছিলো । ঠিক যেন ফিনিক্সের শৃঙ্খল হৃদয় ! সে আলোয় আমি কোন এক মেঘার্ত শৃঙ্গের চূড়ায় বক্ষ উজাড় করে দিয়েছিলাম । ফিনিক্সের হৃদয়ে সান্নিধ্যে আমার হৃদয়ের পক্ষ থেকে একটি অলিখিত সন্ধি উথাপিত হয়েছিলো, আমার বক্ষে বসবাস করার চিরন্তনী সন্ধি। এই গহীন আঁধারের বক্ষে সে হারিয়ে যায় । কূলে কূলে আলো জ্বালিয়ে আদিমতর সুখবাণী ছড়িয়ে উড়ে যায় সে ! সবাই দেখে আমার চক্ষে জ্বলন্ত শিখা, আমি হেঁটে যাচ্ছি একগাল শীতল হাসি নিয়ে পথের পর পথ...... ছাই উড়ে উড়ে মিশে যাচ্ছে বাতাসের দেহে.... অথচ নিঃসৃত হয় কোন গহীন অরণ্যে লুকিয়ে থাকা মৃগনাভ গুল্মের সর্বগ্রাসী ঘ্রাণ.... উন্মাদ হয়ে ফিরে আত্মাহুতি দেয়া অজস্র আত্মা ! ওরা পেতে চায় আমার এই ফিনিক্স পাখির সুখ... কিন্তু ওরা পারে না আমাকে ছুঁতে, কারণ ওরা মৃত্যুর পূর্বে মৃত্যুর পরোয়ানা জারি করে নিজেকে করেছে মৃত মৃত্তিকা.... ওরা পারে নি আমার মত সীমাহীন বিস্বাদের রাজ্যে বিচরণ করতে, ওরা পারে নি রাত্রির আকাশ পোড়া নিঃশ্বাস বক্ষে ধারণ করতে.... ওরা পারে নি হৃদয় পুরে রাখতে রাত্রিতে... ওরা পারে নি আমার মত ভস্ম থেকে জেগে উঠতে....

রাত্রি আমাকে তার বক্ষে তুলে নিয়ে হাঁটছে । তার চোখের অগোচরে আমি দেখছি বক্ষ থেকে বের হওয়া থোকা থোকা আলেয়াগুলোকে । আবারো রঙ্গিন পাথর গলে কিছু দুঃখ পড়ে গেলো । আমি কিঞ্চিত দুঃখ বোধ করছি। রাত্রির উপর রাগ হচ্ছি ! আমি দেখি অপলক দূরের আমিকে। সে হাসছে আমার দিকে তাকিয়ে, আলেয়ার ধূম্রে তার ছাই উড়ছে.....।

রাত্রি কী জানে তার প্রেমে গড়ে উঠা আমার হৃদয়ের গহীন থেকে গহীনের এই আমিকে ।


ছবি বন্ধু- গুগল ইমেজ ।


&& এই লেখাটি 'আহমেদ জী এস' ভাইকে উৎসর্গ করলাম। &&

মন্তব্য ৪০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

জুন বলেছেন: রাত ভালোলাগে আর ভালোলাগলো আপনার রাত্রি বন্দনা কথাকেথি।
+

০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাললাগা অনেক ।

অসংখ্য ধন্যবাদ ।

শুভ কামনা ।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২০

সুমন কর বলেছেন: রাত্রি হলে নিজেকে খুঁজে পাওয়া যায় !! +।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:




হ্যাঁ, রাত্রি হলেই অনেক অসঙ্গতির মাঝে নিজের একটা সুনির্দিষ্ট অস্তিত্ব খুঁজে পাওয়া যায় !

সুন্দর মন্তব্যে ভাললাগা বেশ ।

অনেক ধন্যবাদ ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

মলাসইলমুইনা বলেছেন: নাক্ষত্রিক রাতের কারুকাজের মতো সুন্দর লাগলো লেখাটা | লেখার রাত্রিত্বের গরিমা যেন দূর পাহাড়ের আড়াল থেকে চাঁদ উঠে আঁধার দূর কড়া পূর্ণিমা আলোয় ভরিয়ে দেবার মতো মনটাও কোন ভালোলাগায় ভরিয়ে দিলো | রাত্রিত্বের শ্রেষ্ঠত্বের মুগ্ধতা মন্দ্রিত লেখায় ভালোলাগা |

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

কথাকথিকেথিকথন বলেছেন:






পূর্ণিমার আলোয় ভরে যাক হৃদয় । পূর্ণিমাও রাত্রির সৌন্দর্য্যের নিদর্শন ।

চমৎকার মন্তব্যে ভাললাগা বেশ ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২১

শাহরিয়ার কবীর বলেছেন: রাত যত গভীর হয়
পার্থিব জগৎটাকে তত
অপার্থিব মনে হয়...। :(
হুমম,পড়লাম,পন্ডিতদের সামনে বেশি কিছু বলতে নেই। :(
শ্রদ্ধেয় আহমেদ জি এস ভাই এবং কথাকথিকেথিকথন দুই ভাইয়ের জন্য
শুভ কামনা ও ভালবাসা রেখে গেলাম।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:



রাত্রির সৌন্দর্য্যের মধ্যে এই অপার্থিব হয়ে ওঠার ব্যাপারটাও অন্যতম ।

ঠিক বলেছেন । আহমেদ জী এস ভাই একজন পন্ডিত মানুষ ।


সুন্দর মন্তব্যে ভাললাগা রইলো ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

আটলান্টিক বলেছেন: কবিতার সিরিজ বানিয়েছেন ভাইয়া।মারহাবা। এই শীতে আরো বেশি কিছু দরকার। কিবোর্ড ধরেন

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন:




হ্যাঁ, কবিতার সিরিজ ধরেছি । এর থেকে বেশি কিছু তো আমি ধরতে পারি না !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৫

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




উৎসর্গে নিজের নামটি দেখে অবাক লাগলেও কৃতজ্ঞতা জানিয়ে রাখছি শুরুতেই !

আসলে রাত্রি নিয়ে আপনার আগের পর্বে লিখেছিলুম , রাতের গর্ভে শুয়ে থাকে দিনের পিতা ! সে-ই একদিন বর্নণাত্বক ইতিহাস শোনাবে আগামীর পৃথিবীকে ; রাত্রির জঠরে তার দীর্ঘবাসের ইতিহাস !
সে ইতিহাসই হয়তো বলে গেলেন ।
আলেয়ার আলো নিয়ে জেগে থাকা রাতের প্রহরগুলির বর্ণচ্ছটা , পাথরে ফোটা ফুলের সৌরভ নয় পাথরের দুঃখ গলে গলে পড়া নিজের গহীনের আমিকে চেনায় কি ? এর জন্যে আলেয়ার আলো নয়, চাই নিচ্ছিদ্র অন্ধকারের নির্জনতা , নিকষ কালো আঁধারের গর্ভে বিলিন হয়ে যাওয়া ।
রাত্রির হাতে নিজেকে ছেড়ে দেয়া নয় বরং রাত্রিকে নিজের কাছে টেনে নিলেই রাত্রি " রাত্রি" হয়ে ওঠে , আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখে তার গহীন কালো আলোতে চেনায় নিজের আমিকে ।

মাথার উপর দিয়ে গেলেও যতোটুকু ঝাঁপটা টের পেলুম সে ঝাঁপটার ছিঁটেফোঁটা ইতিহাসও লিখতে পারলুম কিনা জানিনে !

শুভেচ্ছান্তে ।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০১

কথাকথিকেথিকথন বলেছেন:



ঠিক আপনার মন্তব্যের রেখা ধরেই এই লেখার উৎপত্তি । তাই আপনাকে ভাললাগার উৎসর্গ।


লেখার মর্মার্থ যথার্থ ধরেছেন । তাই আর ভাল লাগছে ।

অনেক ধন্যবাদ । আপনার প্রতিও কৃতজ্ঞতা ।

শুভ কামনা রইলো ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল কাব্যরসে ভরপুর কাব্য 'রাত্রিত্ব'।
রাতের সাথে জড়িত সবকিছুই যেন গেঁথে রেখেছেন।
মুগ্ধ করলেন কথার মালায়।।

শুভকামনা জানবেন সবসময়।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০২

কথাকথিকেথিকথন বলেছেন:


চমৎকার মন্তব্যে ভাললাগা বেশ ।


অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

ধ্রুবক আলো বলেছেন: বেশ কঠিন কিছুটা আধ্যাতিক বটে।

শেষ রাত্রিতে এক ধরণের কষ্ট খুব জ্বালায়।

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:




শেষ রাত্রিতে কিসের কষ্ট ! আমি তো শুধু ঘুমে থাকি আরো একটু আয়েশ করে কারণ কিছুক্ষণ পরে উঠতে হবে এই ভেবে !!


মন্তব্যে ভাল লাগা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:০৩

রাবেয়া রাহীম বলেছেন: আত্মার আত্মকথন টুকু অপূর্ব বিন্যাস করেছেন !

গভীর রাত্রির সাথে সখ্যতা করি নিজের অতৃপ্ত অনুভব গুলো জাগিয়ে রাখার জন্য ।

অসামান্য ভাবনা
অনেক শুভেচ্ছা রইল

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:




চমৎকার বলেছেন । অতৃপ্ত অনুভবগুলো জাগিয়ে রাখার জন্য রাত্রি হতে পারে পরম বন্ধু ।


সুন্দর মন্তব্যে ভাললাগা ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০০

ওমেরা বলেছেন: পর্ব ১ ও পড়েছি কিন্ত ভাষা খুব কঠিন লেগেছিল তাই কমেন্ট করতে পারি নাই । এ পর্বটা বেশ ভাল লাগল , রাত্রি আমার একটা কারনেই ভাল লাগে রাতের অন্ধকারে ঘুমাইতে অনেক মজা লাগে ।

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:



হ্যাঁ, ঘুমাইতে মজা লাগে অনেক !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৩

নতুন নকিব বলেছেন:



সুন্দর রাত্রি বন্দনায় মুগ্ধতা!

'দিন রাতের আবর্তনে জ্ঞানীদের জন্য রয়েছে অনেক উপদেশ' - পবিত্র কুরআনের এ বানীর কথা মনে পরে গেল পোস্টটিতে চোখ বুলাতে বুলাতে।

অনেক ভাল থাকবেন।

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩

কথাকথিকেথিকথন বলেছেন:




রাত্রি সুন্দর । মূলত প্রকৃতির সকল কিছুই সুন্দর ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা।

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫২

মোস্তফা সোহেল বলেছেন: কত অবলীলায় লিখে যান ভেবেই অবাক হতে হয়!
রাত্রীর বন্দনা ভাল লেগেছে।
ভাল থাকুন।

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর মন্তব্যে ভাললাগা ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

সোহানী বলেছেন: রাত্রির অসাধারন বন্দনা ও বর্ননায় মুগ্ধ। আরো মনোযোগ দিয়ে পড়তে হবে নতুবা এর মূল ভাব উদ্ধার দূরহ! ++++

উৎসর্গ যথার্থ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:



ওকে মনোযোগ দিয়ে পড়ুন । এমন পাঠক ভাগ্যে কম মেলে !

অনেক ভাললাগা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দাবড়ানী খেয়ে আমি একবার পুরা রাত পুকুর পাড়ে ছিলাম, কোন ভয় লাগেনি, বলা জায় রাত্রির সৌন্দর্য উপভোগ করেছিলাম। শুধু বেরসিক মশাদের কামড় 'সৌন্দর্য উদযাপনে' ব্যাঘাত ঘটিয়েছে। =p~

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হা হা ! কামান নিয়ে বসতেন !

মন্তব্যে ভাললাগা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১১

তারেক ফাহিম বলেছেন: একটানে পড়ে গেলাম।

আপনার ব্লগ মনোযোগ দিয়ে না পড়লে বুঝা যায় না।

তবে রাত্রের শেষাংশ আমার কাছে খারাফ লাগে যদি ঘুম ভেঙ্গৈ যায় অথবা ঘুম না আসে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাললাগা রইলো ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৬

জাহিদ অনিক বলেছেন:


দিনের থেকে রাত আমার বেশি ভাল লাগে। আমি যদি সব কিছুর নৈশঃ ভার্সন পেতাম খুব ভাল হত। রাতে সব চুপচাপ থাকে, জেগে থাকতে ভাল লাগে।
দিনের স্বাভাবিক কোলাহলে যা ভাবা যায় না, রাতের নির্জনতায় তা ভাবা যায়, করা যায়।
রাত শব্দটাই একটা মায়া। জড়িয়ে থাকে স্মৃতি, আবেগ অনুভূতি।

ভালো লাগলো রাত্রিত্ব

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:



সুন্দর বলেছেন । রাত জেগে থাকার জন্য হলে ভাল হতো । যদিও আমি রাত জাগি না । জেগে থাকার সুযোগ হয় না মূলত !

রাত মানুষের হৃদয়কে টানে, হৃদয়ের কথপোকথন শুনতে চায় । তাই রাত একটা মায়া ।

সুন্দর মন্তব্যে ভাললাগা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাত্র থেকে দিন প্রকাশিত হয়, আবার উল্টোটা হতে পারে। যা হউক কিছু প্রাকৃতিক সৌন্দর্য আছে যা কেবল রাত্রেই উপভোগ করা যায়।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

কথাকথিকেথিকথন বলেছেন:



হ্যাঁ, কিছু সৌন্দর্য একান্ত রাত্রির জন্য ।


অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
কৃতজ্ঞতা প্রকাশে কৃতজ্ঞ । ভালো থাকুন ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:




প্রতিমন্তব্যে আপনাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ।

শুভ কামনা রইলো ।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ”তাকাও গোধূলিলগ্নের দিকে,
ভাবো রাত নিয়ে এবং যা-কিছু তা ধাপে ধাপে প্রকাশ করে;
তাকাও চাঁদের দিকে যখন তা ষোলকলায় পূর্ণ হয়।
নিশ্চয়ই তোমরা অস্তিত্বের এক স্তর থেকে আরেক স্তরে প্রবেশ করবে।” (সূরা ইনশিকাক-১৬-১৯ )

চক্রাবর্তনে নিত্য ইশারায়
বলে যায় ফিরে চাও দিনে এবং রাতে
ফিরে চাও ফিরে যাও- আপনি আপনাতে
অবর্তনের বর্তমানতো আপেক্ষিক! ফিরে এসো চিরন্তনিতে।
রাতের মাঝে রাত্রি হয়ে, সময়ের মাঝে সময় হয়ে। :)

++++

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনি তো সর্বোচ্চে লেভেলে চলে গেলেন !

চমৎকার কাব্যিক মন্তব্যে অনেক ভাল লাগা ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

শুভ কামনা রইলো ।

২০| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

আটলান্টিক বলেছেন: নিখোঁজ হয়ে গেছেন নাকি?

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:


নিখোঁজ না ! এখনো নিখোঁজ হওয়ার কোন খবর বের হয় নি !

খবর নেয়ার জন্য অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.