নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
আমার এই বক্ষজ্বলা রাত্রিতে নীরবে বয়ে চলে বিস্বাদের মৃত্যু, শুধু সংগোপনে রয়ে যায় হৃদয়ের চিরজীবী দীর্ঘশ্বাসগুলো । অজস্র তারকাপুঞ্জ পেরিয়ে আকাশ, বাতাস, পর্বত, মৃত্তিকা পুড়ে পুড়ে যে শীতল জল বয়ে চলছে নিষ্পেষিত হৃদয়ের গহীনে তার জন্য আমি ঋণী হবো কার নিকট ? একরাত্রিতে আমি দেখি রাত্রি দাঁড়িয়ে আছে আমার চোক্ষে, অলিন্দ ঘিরে, আমি ধ্যানমগ্নে ছিলাম অজস্র মাইলের সমুদ্রের জলরাশিতে...সবেমাত্র বিহঙ্গের আঁখিতে বেঁধেছিলাম সবুজ পাতার ঘর। রাত্রি বলল, তুমি দীর্ঘকাল আমার খোঁজ করেছিলে? আমি ভাবলেশহীনভাবে উত্তর দিলাম, হ্যাঁ ।ক্ষণিকের মধ্যেই আমি অনুভব করলাম, আমি পেয়ে গেছি আমার ঋণদাতাকে ! রাত্রিকে বললাম, আমাকে তোমার হৃদয়ের সঙ্গী করে সঙ্গে নিয়ে চলো, তোমার সেবায় আমি নিমগ্ন হবো। তোমার ঋণ শোধ দেওয়ার মত আমার আর কোন পথ জানা নেই, তুমি পথ দেখাও.... রাত্রির বিহঙ্গরূপ আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আমি বিহঙ্গের আঁখিতে সবুজ পাতার ঘরে বসে রইলাম, দূর থেকে দূরে উড়ে যাচ্ছে রাত্রি আমাকে নিয়ে..... কোথাও... দৃষ্টির সীমানা পেরিয়ে...
সেই থেকে আজ অব্দি রাত্রির সাথে আমার শর্তহীন লেনাদেনা, সে আমাকে দেখায় তার পৃথিবী, আমি অবাক হয়ে তাকিয়ে থাকি আর ভাবী কোথায় আমার সেই আলেয়া ? তখন ভেতর থেকে হুংকার আসে, আমি প্রজ্জ্বলিত ! তুমি রাত্রির সাথে থাকো, আমি তোমার সাথে আছি.... আমি ভিসুভিয়াসের ন্যায় হবো অথবা এর চেয়েও অধিক, তবে তার মত উত্তপ্ত শিখা হবো না, তোমাকে আমি দিয়ে যাবো ছাই উড়িয়ে শীতল শিহরণ, শিহরণের রন্ধ্রে রন্ধ্রে লেগে থাকবে সুপ্ত সুখ...
আমার এই রাত্রিজ্বলা আঁখিতে সুখের অশ্রু গড়িয়ে পড়ে । রাত্রি জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? আমি বলি, প্রিয় রাত্রি তোমার কী কোন দুঃখ নেই ? রাত্রি কিছুক্ষণ স্থির থেকে শুধায়, আমার জন্য পৃথিবী পাপ জমিয়ে রাখে অথচ আমার গহীনে রয়েছে মহাপূণ্যের দিশা। আমি বলি, এর জন্য কী তুমি দুঃখী ? রাত্রি বলে, আমি দুঃখী নই, আমাকে দুঃখ পাওয়া সাজে না। আমি বরং অন্যতম নির্ধারক হয়ে কাজ করি, আমার বুকে কে পাপ করছে আর কে পূণ্য খুঁজছে। দু'টোরই হস্তারক আমি, অন্যতম প্রমাণস্বরুপ আমি নিজেকে উপস্থাপন করবো । তবে আমি পাপীদের আফসুসে পুড়ি, ওদের অবলীলায় করে যাওয়া পাপগুলো আমাকে পোড়ায় যেখানে অপর প্রান্তে রয়েছে নিষ্পাপ । আমি রাত্রি হয়ে সবার পাপ-নিষ্পাপ লুকিয়ে রাখি সমভাবে । প্রায়শ্চিত্ত্বের দরজায়ও অনুতপ্ত অনেকে দাঁড়িয়ে থাকে, তাদের দেখে মায়া হয়। কারো নিষ্কৃতি মেলে, কেউ নতুনভাবে যুক্ত হয়, কেউ ঘুরেফিরে আসে যায়। এভাবে অজস্র শতাব্দী পাপী থেকে নিষ্পাপী হচ্ছে অনেকে, নিষ্পাপী থেকে পাপী, আবার কেউ ঘুরেফিরে পাপ নিষ্পাপে আছে...। তুমি কী মনে করছো এটা ভারসাম্য ? না, এটা মোটেও ভারসাম্য নয়। এটা এক লোকাতীত নিয়ম- নিজেকে চারপাশে পাপের অনেকগুলো উপকরণের মাঝে রেখে নিজেকে নিষ্পাপী করে রাখার। পরিশেষে যে যার মূল্য পেয়ে যাবে । তুমি কী আমার বক্তব্যে উদাস হচ্ছো ?
আমি ভাবছি তবে তুমি একাধারে পাপ এবং পূণ্যের নগরী.... আজ অনেকদিন হয় আমি আমার দুঃখ ভুলে গেছি । কী দুঃখ ছিলো তা আর মনে পড়ছে না । তোমার গল্পে আমি নিজেকে সঁপে দিয়ে জেনেছি জীবনকে। তার আষ্টেপৃষ্ঠে লেগে আছে ক্ষণজীবী ভোগের ঘ্রাণ । যার জন্য কেউ মরতে চায় না । তুমি বরং মহাসৃষ্টি মহাকালের, যার মধ্যে ঢুকে আছে অজস্র শতাব্দীর ক্ষণজীবী অজস্র জীবন, ক্রমে ক্রমে ঘুরে ফিরে তোমার বুকেই বিচরণ... তবে মৃত্যু এবং তুমি কী এক ? আচ্ছা গোরস্থানে কী রাত্রি হয় ? রাত্রি আমার প্রশ্ন শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে আমার দিকে আর আমি নিজেকে বিভ্রান্তিতে অবনত করে রাখি.....
ছবি বন্ধু- গুগল ইমেইজ ।
১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩
কথাকথিকেথিকথন বলেছেন:
বেশ ভাল লাগলো শুনে কয়েকবার পড়েছেন এবং বুঝতে পেরেছেন । কৃতজ্ঞতা রইলো ।
আমরা পাপ মহাপাপ জমাই রাত্রির জন্য তেমনি পূণ্য মহাপূণ্যের খোঁজও রয়েছে এই রাত্রিতে ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কিছু সৌন্দর্য রাত্রেই প্রকাশিত হয়।
১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫
অপ্সরা বলেছেন: বাহ বাহ বাহ !!!!!
আমি তো মুগ্ধ হয়ে গেলাম!!!!!!!!
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৩
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫
জাহিদ অনিক বলেছেন:
রত্রিত্ব-তিন
এরপরে রাত্রিত্ব-চার-পাঁচ --------------- হাজার বছর ধরে চলতে থাকবে তাই না কবি?
সেটা হয়ে যেতে পারে হাজার বছরের এক পুরানো রাতের মত রাত, কিংবা আরব্য উপন্যাসের এক হাজার এক রাতের কাহিনী।
লেখাটা ভালো লেগেছে।
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৪
কথাকথিকেথিকথন বলেছেন:
হতে পারে চার পাঁচ ছয়.... হাজার রজনী !
অনেক ভাললাগা সুন্দর মন্তব্যে...
শুভ কামনা রইলো ।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলতে পারি রবীন্দ্রনাথকে বহির্বিশ্বের মানুষ যতটা না চিনে তার চেয়েও তসলিমা নাসরিনকে বর্তমান বিশ্ব অনেক বেশি চিনে। এখানেই তসলিমার সার্থকতা।
১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনি কী বলতে চেয়েছেন বুঝতে পারি নি । আপনি কী রবীন্দ্রনাথকে রাত্রি বলতে চাইছেন !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজেকে খুঁজতে খুঁজতে রাতের মাঝৈই যেন ফিরে পাওয়া .., অত:পর মূল্যায়ন!
এ পর্বেও বোধের গহনে দারুন চালুনি ছাকা চেতনার মুক্তো মানিকে ভরা!
অনুভবে যা শুধু অনুভব করে নিতে হয়!
হে রাত্রি তুমি মোরে করেছ মহান
তুমি মোরে দানিয়াছ সাধকের সম্মান বলতেই পারেন
সূখ, দু:খ, পাপ-পূন্য অনুতাপ, মুক্তি চক্রাবর্তনের দারুন দিশা লুকিয়ে রাতের গর্ভে!
আপেক্ষিকতায় যে যার মতো করে পায়, ইচ্ছায় বা অনিচ্ছায়! ধাবমান আপনাপন গন্তব্যে!
বরাবরের মতোই মুগ্ধতা
++++
১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০
কথাকথিকেথিকথন বলেছেন:
চমৎকার বলেছেন । রাত্রি মাঝে লুকিয়ে থাকে জীবনের যাবতীয় আদানপ্রদান, অর্জন বিসর্জন !
অনেক ভাললাগা সুন্দর মন্তব্যে ।
অসংখ্য ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৫
অপ্সরা বলেছেন: দুঃখ ভুলে থাকো ভাইয়ু!!!!
রাত্রী কি শুধুই দুস্কের জন্য নাকি!!!!!!
দুঃখ ভুলতে হলে যদি রাত ভুলে আলো ঝলমল দিনও প্রিয় হয় সেই ভালো সেই ভালো!
১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২
কথাকথিকেথিকথন বলেছেন:
রাত্রির সাথে সখ্যতায় তো দুঃখ ভুলে যাওয়ার কথাই তো বলেছি ! রাত্রি সুখ দেয় দুঃখ ভুলিয়ে, আপাতত আমি তা আস্বাদন করছি !
আপনি দিনকে প্রিয় বানিয়ে কিছু লিখুন ! দিনের সৌন্দর্য্য রাত্রি নিকট আঁছড়ে পড়ে গৌধুলী হয়ে...
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭
আটলান্টিক বলেছেন: কি বলতে চাচ্ছেন?
রাত্রি আপনার সব দু:খ দূর করে দেয়???
অন্ধকার থেকে আলোর জন্ম হয়না ভাইয়া।
কবিতায় প্লাস।
১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, রাত্রির মধ্যে আমরা সান্তনা খুঁজি, নিজেকে আবিষ্কার করি !
অন্ধকার থেকে আলোর জন্ম তা তো বলিনি, বলেছি নিভে যাওয়া আলোই রাত্রি এবং রাত্রির মধ্যে আলো লুকিয়ে থাকে ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
মনিরা সুলতানা বলেছেন: বেশ বন্ধুত্ব আপনার রাত্রির সাথে !!
চমৎকার !
১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, কারণ আমি রাতভর ঘুমাই!!
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১
ভ্রমরের ডানা বলেছেন:
রাত্রি আসে নিয়ম করে আর ধুয়েমুছে সাফ করে দেয় দিনের কোলাহল... রাত্রি নিরব স্তব্ধতা, রাত্রি একাকিত্ব বিলাসী মনে জোছনার জোয়ার... রাত্রি একটি অনুপম অনবদ্য কাব্য... রাত্রি প্রেম রাত্রি ভালবাসা... রাত্রি বন্ধু....
রাত্রি কবির বুক সেচে কাব্যমালঞ্চ.. সমুদ্রে ঢেউ, নারিকেল পাতায় করে ফিনফিনে ফিসফাস...
রাত্রি একটি অভিসারী ডাহুকের পাখায় বয়ে চলা বায়ু... রাত্রি একটি অক্লান্তকর্মা কাছিমের ধ্যানমগ্ন চোখ...
রাত্রি একজন কথাকেথির ক্রমাগত কথোপকথন...
২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন:
খুব চমৎকার মন্তব্য করেছেন।
রাত্রির সৌন্দর্য্যের হিসেব শুধু রাত্রি রাখে । নীরব, নিস্তব্দ প্রাণ । হৃদয়ে জাগায় সুপ্ত আলো....
মন্তব্যে বেশ ভাললাগা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
মলাসইলমুইনা বলেছেন: ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে প্রতিদিন যে ভুলগুলো হয় দিনের আলোতে রাতের নির্জনতায় আমি তার শুদ্ধতা খুঁজি ...|রাতের সাথে এটা আমার খুব গুরুত্বপূর্ণ লেনদেন |এই শুদ্ধতা খোঁজার সময় শুধু রাতেই | তাই ক্লান্তি ভোলার সাথে বিশ্রামের আয়োজনের সাথে সাথে রাত্রিত্ব আমার শুদ্ধত্বও অর্জনের সময়ও | অনেক প্রিয় সময় !! ভালোলাগা রইলো লেখায় অনেক |
২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০২
কথাকথিকেথিকথন বলেছেন:
রাত্রিত্বের নীরবতা বেয়ে হৃদয়ে নামে শুদ্ধতা...
অনেক ভাললাগা সুন্দর মন্তব্যে ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।
২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৯
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
এতো দেখছি আরব্য রজনীর " এক হাযার একদিনের " গল্পের মতোন হয়ে যাচ্ছে ! সবে - তিন ................
রাতের আঁধারে পাপগুলো চাপা দেয়াতে সুবিধে তাই রাত্রির বুক জুড়ে শুধুই পাপ । পূণ্যকে কেউ রাত্রির বুকে শুইয়ে রাখেনা ।
তাই রাত্রিত্ব তার চরিত্র হারায় বারেবারে !
২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন:
যারা পূণ্য খুঁজে তারা মহাপূণ্য খুঁজে পায় রাত্রিতে...
এতো রজনী কী আর লেখা সম্ভব !!
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
দুঃখিত " এক হাযার একদিনের " জায়গায় " এক হাযার এক রাত্রির " গল্প হবে ।
২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪০
কথাকথিকেথিকথন বলেছেন:
সমস্যা নেই । আমি বুঝে নিয়েছি ।
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৫
ধ্রুবক আলো বলেছেন: সব কিছু রাত্রিতেই সব কিছুর রাত্রি সুখ, কল্পনা!!
২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, রাত্রির সুখ মহাসুখ !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
১৬| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩২
নূর-ই-হাফসা বলেছেন: রাত্রি নিয়ে অনেক সুন্দর লেখা । ভালো লাগলো অনেক
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৭
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭
মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর কথামালা!
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৭
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৮
সোহানী বলেছেন: সম্পূর্ন ভিন্নধর্মী লিখা ও ভাবনা। আমার জন্য কঠিন বটে....... আসলে নিখাঁদ সাহিত্য বোঝার মতো জ্ঞান আমার নেই তাই বার বার পড়ে বুঝতে হয়।
দ্বিতীয়বার পড়ে কিছুটা বুঝলাম ও + দিলাম.........
২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ভাললাগা দ্বিতীয়বার পড়ে বোঝার জন্য । নিখাদ সাহিত্য এর থেকে অনেক উপরে !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩
প্রামানিক বলেছেন: রাত্রী নিয়ে চমৎকার লেখা। ধন্যবাদ পোষ্টের জন্য।
২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২০| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৩
শামচুল হক বলেছেন: রাত্রী নিয়ে লেখা খুব ভালো লাগল।
২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
২১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০
নীলপরি বলেছেন: রাতকথা খুব ভালো লাগলো ।নিজে পাঠ করে নিজেই শুনলাম ।
শুভকামনা ।
২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন:
নিজে পাঠ করে নিজে শুনেছেন ! ওয়াও !! বেশ ভাল লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন: রাত্রির রঙ শুধুই অন্ধকার !!
রাত্রি নিয়ে ভাল লিখেছেন+++
শুভ কামনা রইল।
২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
আপনার জন্যও শুভ কামনা রইলো ।
২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
জুন বলেছেন: দিবা রাত্রির কাব্য নয় কথাকেথি এ যেন চলমান এক নিশিকাব্য কথিকা। অনেক ভালোলাগা রইলো ।
২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন:
নিশিকাব্যই তো ! নিশীতের জয়গানের গল্প !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২৪| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৪
বৃতি বলেছেন: রাত্রির সাথে একান্ত কথোপকথন, ভাল লাগলো
০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২০
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৭
বৃতি বলেছেন: রাত্রিকথকতা ভালো লাগলো
০২ রা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১০
কথাকথিকেথিকথন বলেছেন: মন্তব্যে ভালো লাগলো বেশ । ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:১৯
ওমেরা বলেছেন: লিখাটা আমার জন্য একটু কঠিন ! কয়েকবার পরার পর বেশ ভাল লাগল । রাতের অন্ধকারে মানুষের চোখ ফাঁকি দিয়ে আমরা সহজেই অনেক পাপ করতে পারি কিন্ত এই রাতই তার সাক্ষী হয়ে থাকবে তেমনি ভাল কাজেরও ।ধন্যবাদ ভাইয়া ।