নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
দু'টি হৃদয়ের দু'হাতের মধ্যে দূরত্ব কতটুকু কিংবা দু'কনিষ্ঠা আঙ্গুলের মাঝে ? এভাবে চলতে চলতে একদিন দু'কনিষ্ঠা আঙ্গুলের আলতো ঘর্ষণে দু'হৃদের মধ্যে আগুন ধরে গেল, অজানা শিহরণের আগুন ! হন্যে হয়ে, রাতভর, নিদহীন দু'হৃদ খুঁজতে থাকে কোথায় তার উদ্ভব...এক বিকেলে দু'জন দূরত্বে দাঁড়িয়ে, নিশিকাব্যের মত, নিশ্চুপ । কিন্তু তারা পুড়ছে একে অপরের অনুভবে ! অতঃপর একটি নিচ্ছিদ্র প্রেম অনুরাগ...এভাবে দু'টি হৃদয় তাদের অনুভব লিখতে লিখতে হারিয়ে গেল...
নিবিড় পর্যবেক্ষণে পড়ে আছে হৃদয়।কিছুক্ষণপর অক্সিজেন মাস্ক খুলে ফেলা হবে। তারা হৃদয়ের মধ্যে তোমাকে জীবিত দেখে কৃত্রিম শ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছিলো হৃদয়টাকে । কিন্তু তাদের সময় ফুরিয়ে গেছে, অপেক্ষমান আছে আরো হাজারো মুমূর্ষু হৃদয়। তুমি বরং তাদের কাছ থেকে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করে হিমঘর থেকে হৃদয়ের লাশটা নিয়ে যেও। তখনও তুমি দেখবে হৃদয়ের সেই লাশে শুধু তুমি অজস্ররকমভাবে বেঁচে আছো। মূলত তোমাকে বাঁচিয়ে রেখেছে বলেই সেই হৃদয়ের মৃত্যু ঘটেছিলো। ধীরে ধীরে হৃদয়ের সমস্ত প্রাণ শুষে নিয়েছিলে তুমি। অতঃপর তোমার সান্নিধ্যে তার কিছু রেখে যাওয়া। তুমি এই শুকনো অনুভূতিহীন হৃদয়টাকে যত্ন করে রেখে দিও....
হীমঘরের অপরপ্রান্ত থেকে অভিমানী আওয়াজ ভেসে আসলো...
তোমার কী মনে পড়ে না তুমি বলেছিলে, 'তোমার আমার মৃত্যু হলে আমাদের প্রেম বেঁচে থাকবে কীভাবে ! আমি চাই আমাদের প্রেম আমাদের শিহরণ জীবন্ত রেখে বেঁচে থাকুক অনন্তকাল... । তাই আমরা দেহভস্ম নিয়ে যে যার মত বেঁচে থাকি, একসাথে আমরা আমাদের হৃদয়ের মৃত্যু উদযাপণ করি, শত বিহঙ্গের পালক ঝরে পড়বে আমাদের ঘিরে, আমরা ডুবে যাব পালকের ভাঁজে! কেউ আর জানতে পারবে না দেহের অন্তরালে আমরা আত্মহত্যা করেছি ! আমাদের নামে আর কোন বদনাম রটবে না । তুমি কী জানো পৃথিবীতে এমন অজস্র মানুষ ঠিক এভাবে আত্মহত্যা করে বেঁচে আছে । অথচ তাদের আত্মহত্যার খবর পৃথিবীতে বেখবর !'
প্রিয়তম, তোমার পূর্বে আমি এখানে পৌঁছে গেছি। অথচ তুমি ভুলে গেলে তোমার কথা । আমার জানা নেই হৃদয়ের অভিশাপ পুষে রেখে তুমি কতকাল এভাবে আমাকে আগলে রেখেছিলে! তবে আমি এই মৃত হৃদয়েও তোমার চক্ষের বিষাদভরা জল অনুভব করেছি । আমার আত্মচিৎকারে এই হিমঘরের সমস্ত হৃদয়ের লাশ বিব্রতবোধ করেছিল । আমি অপেক্ষায় ছিলাম আমাকে এভাবে বিষাদের বাঁধনে বেঁধে না রেখে তুমি আসবে কবে এখানে, কত প্রহর মরে গেল... চেয়ে দেখো চারপাশে, এখানে কত প্রশান্তি ! হৃদয়ের কত লাশ অথচ নিস্তব্দ! জানো তোমার দুঃখে আমি একটুও কাঁদি নি কারণ তবে তো তুমি কান্নার সমার্থক হয়ে যাবে ।কিন্তু আমার কাছে তুমি তো বিষাদ নও, তুমি হলে অজস্র কালের একত্রিত সুখ। আমি চেয়েছিলাম, আমার হৃদয়ের মেঠো পথে হেঁটে হেঁটে পাড়ি দেবো তোমার হৃদয়ের অনন্ত পথ.... সে সময় আমার এসে গেছে । এখানে কেউ আমাকে আর রুখতে পারবে না তোমার প্রতি আগ্রাসী অগ্রসরে। আমার দেহ পৃথিবীর ধোঁকা হয়ে থাক । এখানে আমরা আমাদের দু'টি হৃদয় দিয়ে প্রেমস্বর্গ গড়ে তুলবো...
ছবি বন্ধু- গুগল ইমেইজ !
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন:
এই প্রেম কী তাদের মত ! এখানে কেউ দৈহিকভাবে আত্মহত্যা করে নি শুধু তাদের প্রেম বাঁচিয়ে রাখার জন্য !
রক্তাক্ত নয়, দূরত্বের প্রেম...
সুন্দর মন্তব্যে ভাললাগা বেশ ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬
শায়মা বলেছেন: হৃদয়ের লাশ শিরোনাম পড়ে ভয় ভয় লাগলেও লেখাটা পড়ে প্রেম প্রেম লেখা মনে হলো!
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, এটা শুদ্ধ প্রেমের বিশুদ্ধ হৃদয়ের ছলাকলা ! হৃদয়ের লাশ মৃত না ! বরং জীবিত থেকেও জীবন্ত...
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০
শায়মা বলেছেন: ডানাভাইয়া রক্তাক্ত হৃদয়ে ব্যান্ডেজ লাগিবেক!!!!!! ব্যান্ডেজ এর আগে আয়োডিন!!!!!!!
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা ! ব্যান্ডেজ লাগবে বুঝলাম, আয়োডিন কেন, হেক্সাজল লাগতে পারে !!
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০২
ভ্রমরের ডানা বলেছেন:
তাহার আগে কিছু কুমড়ো আর চিড়ে পানি সাথে দেশি কলা খাইতে হইবেক শায়মা আপু!
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৭
কথাকথিকেথিকথন বলেছেন:
গুড়, দই লাগবে না !
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪
দিলের্ আড্ডা বলেছেন: অতিরিক্ত প্রেম।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৬
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, প্রেম অতিরিক্ত হওয়া খারাপ কিছু নয় যদি তা স্বচ্ছ ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮
জাহিদ অনিক বলেছেন:
হায় প্রেম
চেনাজানা পরিচিত শিহরণে তুমিই হৃদয়ে দিলে রক্ত প্রবাহ
আবার অযথা অজানা অন্যায়ে তুমিই দিলে হৃদয়ের রক্তক্ষরন
হায় প্রেম-- হায় বোকা হৃদয়।
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৮
কথাকথিকেথিকথন বলেছেন:
এখানে চক্ষের আঁড়ালে বয়ে চলা দু'টি হৃদয়ের এক হয়ে মিশে যাওয়ার কথা বলা হয়েছে....
মন্তব্যে ভাললাগা ।
শুভ কামনা রইলো ।
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫
শামচুল হক বলেছেন: লেখাটা ভালই লাগল। ধন্যবাদ
২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৯
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪
সোহানী বলেছেন: তুমি মরছো মরো তাই বলে অন্যেকে এ পথে টানা কেন বাপু
যাক্ বোঝা যাচ্ছে গভীর প্রেম............ জয়ী হোক সে সকল সুখী কিংবা দুখী প্রেম
২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন:
এখানে হৃদয়ের আত্মহত্যার কথা বলা হয়েছে, স্বয়ং ওরা নয় ! দু'টি হৃদয় আত্মহত্যা করে পৃথিবীতে বেঁচে থেকে প্রেমস্বর্গ বানাচ্ছে !!
তাই এটা একটা সুখকাব্য !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩
শায়মা বলেছেন: ডানা ভাইয়া আর কথাকথিভাইয়ু!!!!!!!!!
চিড়ে মুড়ি কলা এইসব পিন্ডি চটকানো ফলার খানা দানা কেনো!!!!!!
২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন:
আমি কী করে বলবো । ভ্রমরের ডানা ভাই হৃদয়ের চিকিৎসা করানোর পর এসব খেতে চাচ্ছে!!
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২২
শাহরিয়ার কবীর বলেছেন: বেঁচে থাকতে চাই এক স্বপ্নের পৃথিবীতে কিন্তু
জীবনটাই যে ব্যকারণহীন গো দাদা! কেউ কথা রাখে না।
প্রতিটি কথা,
প্রতিটি লাইন,
একদম কবিতা মত....
প্রংশসা করে আপনাকে ছোট করা ইচ্ছা আমার নেই....
শুভ কামনা রইল।।
২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২
কথাকথিকেথিকথন বলেছেন:
হৃদয়ের মৃত্যু মানে দৈহিক মৃত্যু নয়, তাই বলেছি, আমার দেহ পৃথিবীর ধোঁকা হয়ে থাক । দু'টি হৃদয় আত্মহনন করেছে একে অপরের আগ্রাসী শিহরণে। অতঃপর তারা বাঁধাহীন পৃথিবী খুঁজে পেলো যেখানে শুধু হৃদয় দিয়ে আবাস গড়বে ইচ্ছেমত !!
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৬
সচেতনহ্যাপী বলেছেন: ভালবেসে ব্যার্থ হয়ে আত্মহত্যাকে আমি দ্বিতীয় পরাজয় মনে করি।। বেচে থেকেই সেই ভালবাসাটাকে আরো উজ্জল করা যায়।।
২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫
কথাকথিকেথিকথন বলেছেন:
এখানে সেই আত্মহত্যার কথা বলি নি । বলেছি হৃদয়ের আত্মহত্যা ! তাই তো শিরোনাম 'হৃদয়ের লাশ' ! হৃদয়ের মৃত্যু মানে দৈহিক মৃত্যু নয়, তাই বলেছি, আমার দেহ পৃথিবীর ধোঁকা হয়ে থাক । দু'টি হৃদয় আত্মহনন করেছে একে অপরের আগ্রাসী শিহরণে। অতঃপর তারা বাঁধাহীন পৃথিবী খুঁজে পেলো যেখানে শুধু হৃদয় দিয়ে আবাস গড়বে ইচ্ছেমত !! তাই এটা একটা সুখকাব্য ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০
নীলপরি বলেছেন: কাহিনী পড়ে মুগ্ধ হলাম । +++++
২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬
আটলান্টিক বলেছেন: জটিল কবিতা লিখেছেন দেখছি।আমি কিন্তু মরতে চায়না
হিমঘরের ভেতর একা থাকতে কার ভাল লাগে বলেন?
কবিতায় প্লাস দিলাম
২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা ! কথা কিন্তু সত্য তবে হৃদয়ের হীমঘরে থেকে দেখতে পারেন । শুনেছি ওটা বেশ জায়গা !!
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: এমন আধ্যাত্মিক লেখা কার না পড়ে ভালো লাগে বলেন?
ভালো লাগা রেখে গেলাম।
২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
রুদ্র জাহেদ বলেছেন: প্রথমে ভয় পেলেও পড়তে পড়তে মনে হলো হৃদয়ের লাশ জীবনীশক্তিতে ভরপুর। অসাধারন!
২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩
কথাকথিকেথিকথন বলেছেন:
মন্তব্যে ভাললাগা বেশ ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: রসময় প্রেমকাব্য, এসবই বুঝি কথাসাহিত্যিকদের কথাসাহিত্য।
অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম ভাই কথামালায়।
গড়ে উঠুক প্রেমের স্বর্গ
২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩
কথাকথিকেথিকথন বলেছেন:
মন্তব্যে ভাললাগা রইলো ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
সুমন কর বলেছেন: হৃদয়ের লাশ বুঝি কেউ দেখিতে পারে...........!!
তবে আপনার লেখা পড়ে পাঠকের লাশ হবার কোন কারণ নেই। কারণ লেখা ভালো হয়েছে। আবার পড়ার অপেক্ষায় রইলাম....
২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা ! হৃদয়ের লাশ দেখতে পাওয়া যায়, অনুভবে !!
মন্তব্যে বেশ ভাললাগা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দু'টি হৃদয় আত্মহনন করেছে একে অপরের আগ্রাসী শিহরণে। অতঃপর তারা বাঁধাহীন পৃথিবী খুঁজে পেলো যেখানে শুধু হৃদয় দিয়ে আবাস গড়বে ইচ্ছেমত !!
সত্যিই কি এমন বাঁধাহীন পৃথিবী আছে? কোথায়? কোন গ্যালক্সিতে! আমি যাব হা হা হা
হুম। স্বপ্নময় ভালবাসার স্বপ্নকাব্য!
+++
২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, আছে তো ! নিজের ভেতরে এমন বাঁধাহীন গ্যালাক্সি আছে । অনুভব করলেই ধীরে ধীরে এগিয়ে যাবেন!
মন্তব্যে ভাললাগা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২০| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২১
ধ্রুবক আলো বলেছেন: সুমন ভাইয়ের মন্তব্যের সাথে একমত।
তবে শেষের অংশটা বেশি ভালো লেগেছে +।
২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
২১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
'হৃদয়ের লাশ'.... অসাধারণ!!! ভাই শিরোনামই তো যথেষ্ট ছিল। এরপর আর লেখার কী দরকার ছিল?
ভালো লেগেছে।
২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা ! মন্তব্যটা একটু বেশি মিঠা হয়ে গেল নাহ !!
অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
২২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০
কালীদাস বলেছেন: মনে হচ্ছিল শী উপন্যাসের কোন পার্ট পড়ছি। অতি গভীর প্রেমে পড়ছেন নাকি ছ্যাঁক খাওয়ার জন্য জান নিশপিশ করছে?
নতুন বছর শুভ হোক আপনার
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা !! প্রেম কভু দেখে নি মোর মুখ !!
অনেক ধন্যবাদ ।
আপনার জন্যও শুভ কামনা ।
২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কালীদাস ভায়ের মত আমারও কিছু সন্দেহ হচ্ছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা হা ! সন্দেহ করা ভালো অভ্যেস নয় !!
দিয়েছিনু যাহারে হৃদের আলিঙ্গন সে নহে স্পর্শের বৃত্তে ! রাত্রিত্বে যাহারে খুঁজি রাত্রি তাহাকে জানিয়াও থাকে নিশ্চুপ !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬
বিজন রয় বলেছেন: ছবি দেখে কি বুঝবো?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮
কথাকথিকেথিকথন বলেছেন:
দু'টি হৃদয়ের লাশের মিলন!
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গভীর প্রেমের কাব্য।
ভাল লাগা রেখে গেলাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
তেমন দু'টি হৃদয়ের মাঝে কোনও ফাঁক থাকেনা , চুল পরিমানও নয় । তারা একে অপরে বিলীন । কিন্তু দু'টি হৃদয় বিলীন না হলে তার মাঝে দু'আঙুল ফাঁকও দুই আলোকবর্ষ দুরত্বে বিরাজমান । এর মাঝেই চলে মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশানের খেলা । সে খেলায় যে সুপ্ত তাপ , তা চামড়া না পোড়ালেও মেপে দেখা যায় । কিন্তু যদি যে খেলার টানে একে অন্যের দিকে ছুটে আসে কলিশন কোর্স ধরে তবে বুঝতেই পারছেন --- ঠাসসসসসসসসস বুমমমমমমম।
তাতে যে তাপ, সে তাপে পুড়ে পুড়ে হৃদয়ে যে হুতাশন জ্বলবে তারই বয়ান এই লেখায় ।
এটা হলো সৃষ্টির নিয়ম । দু'টি বস্তু আকর্ষিত হবে , একে অপরে মাঝে মিলেমিশে আরেক বস্তুপিন্ডের জন্ম দেবে ।
এই লেখায় তা হয়নি বলেই কলম থেকে ঝরছে পাড় ভাঙানির গান, পুড়ে পুড়ে লাশ হওয়ার গান ....................
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, অথবা হয়েছে একটি সমাপ্তি আরেকটি শুরুর জন্য । সেই শুরু সুপ্ত কোন পৃথিবীতে নিভৃতে গড়ে বনানী !
সুন্দর মন্তব্যে বেশ ভাল লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫২
জুন বলেছেন: শায়মার প্রথম মন্তব্য পড়ে অনেক হাসলাম কথাকেথি ।
হৃদয়ের লাশ শিরোনাম পড়ে ভয় ভয় লাগলেও লেখাটা পড়ে প্রেম প্রেম লেখা মনে হলো!
+
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০০
কথাকথিকেথিকথন বলেছেন:
তিনি রসিক মানুষ । হাসাতে জানেন ভাল ! আমিও হাসছি !!
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন ।
২৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১
পার্থ তালুকদার বলেছেন: চমৎকার বাক্যচয়ন !! ভালবাসার কাব্যমালা ।
শুভকামনা জানবেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৩
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
আপনার জন্যও শুভ কামনা ।
২৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৩
অপ্সরা বলেছেন: জুন আপু কথাকথিভাইয়ার হৃদয় এখন কাবাব হয়ে গেছে!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন:
রান্নার প্রতি আপনার টান আছে বলেই কী যে কোন কিছুকেই কাবাব বানিয়ে ফেলবেন নাকি ! এখন লেগেছেন আমার হৃদয়ের পেঁছনে !!
৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১
আখেনাটেন বলেছেন: প্রথম প্রথম সকলেই প্রেমস্বর্গই গড়ে তোলে। কখন যে সে স্বর্গে হাতিরঝিলের পচা পানি ঢুকে নরকে পরিণত হয় দুজনের
কেউ পায় না।
লেখা ভাল্লাগ্ছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা ! এখানে কিন্তু নরকের পরের সংস্করণ ব্যাখ্যা করা হয়েছে ! তাই আর নরক আসার সম্ভাবনা নাই ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৩১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২
শায়মা বলেছেন: তোমার হৃদয়ের পিছে কে লাগে! পোড়া গলা মরা ঝরা হৃদয়!!!!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
কথাকথিকেথিকথন বলেছেন:
আমার হৃদয় সদ্য জন্ম নেয়া হৃদয়ের মত সবসময় স্নিগ্ধতায় থাকে আর কিনা সেটাকে আপনি পুড়ে কাবাব হয়ে আছে বললেন ! কীভাবে পারলেন !!
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
প্রেম পিয়াসী আকুল হৃদয়ের খোজ কজনেই বা রাখে। ব্যাধিগ্রস্ত এই পৃথিবীর বুকে লাইলী মজনু, শিরি ফরহাদ হারিয়ে গেছে অনেক আগেই। তবুও কিছু হৃদয় পোড়ে বলেই এখনো ঘুরছে প্রেমের চক্রগতি! কবিতায় একটি হৃদয়ের মানচিত্র দেখেছি। রক্তাক্ত! কোন সন্দেহ নেই তবে ভালবাসায় ভরপুর!
শুভকামনা কবি!