![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
বিনির্জিত নিঃশ্বাস সকল
ক্ষয়িষ্ণু হৃদপিণ্ডের বিপরীতে
মস্তিষ্কের উড়ন্ত কেশে উড়ে
বিগত ধ্বংসস্তূপের বেহিসেবী হিসেব ।
সন্মুখে ইতিহাস দাঁড়িয়ে থাকে
বৃত্তের বাইরে গম্ভীর মুখে
হাতের রেখায় অধরাগুলো দাউ দাউ করে
চক্ষু নিঃসঙ্গতা লুকিয়ে রাখে সময়ের কাছে ।
পাতাহীন অমর বৃক্ষ তাকিয়ে
শুকিয়ে যাওয়া সমুদ্রের দিকে
জীবন্ত পাথর বিহঙ্গের অঙ্গে
বাড়ছে তাদের সংসার পালকে।
কোথাও সদ্য পাপড়ি মেলা ফুলের বুক ফেটে
নিখাদ অংকে বেরিয়ে আসে নবজাত মৌমাছি
ডানায় খোদাই করা কিছু তুলতুলে সুখ
নিষ্পাপ গলে নিষ্পাপ
অপরূপ আসক্তিতে
ত্যাগী চক্ষু ফাঁকি দিয়ে বেড়ে ওঠে
আহা! কী নিভৃতে ! কী নিশ্চুপে!
প্রতি বিন্দু ত্যাগে প্রতি মুঠো সুখ।
একদিন প্রতিটি মুহূর্ত রাঙাবে রঙিন
নিঃশ্বাস চেপে হৃদপিণ্ড পর্যন্ত উঠবে স্বচ্ছ গুঞ্জরণ
কেশে কেশে মিশে যাবে মৌমাছির দল
অধরা পুড়ে অমৃত ঝরবে
চক্ষুর নিঃসঙ্গতাগুলো নিক্ষিপ্ত হবে
অজস্র পাতা নিয়ে বৃক্ষ বিমূর্ত তাকিয়ে থাকবে
আগ্রাসী ঢেউ তোলা যৌবন সমুদ্রের জলে
জীবন্ত পাথরগুলো অজস্র পুষ্পকলি নিয়ে
পতিত হবে সামদ্রিক যত্নে জন্ম নেয়া উর্বর স্থলে
পাথরের সংসারে সংসার গড়বে জলজ প্রাণ।
অবশেষে প্রতিটি ত্যাগের বিনম্র বিসর্জন হবে
অবশেষে একটি জীবন্ত সৎকারের হবে দীপ্যমান পুনরুত্থান ।
ছবি বন্ধু- গুগল ইমেইজ ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৯
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, সবকিছু জীবন ফিরে পাক, বিগত জীবন থেকেও জীবন্ত হয়ে উঠুক হৃদয় প্রাণ !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৪
কিরমানী লিটন বলেছেন: একটি বিশুদ্ধ কবিতা খেলাম এবং তা পরিপূর্ন তৃপ্তিতে। অতলান্তিক অতল ছুঁয়ে গেল। অভিবাদক প্রিয় কথাকথিকেথিকথন ভাই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১০
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৩
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২০
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
ওমেরা বলেছেন: Excellent !!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২০
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩১
বিজন রয় বলেছেন: সৎকারকে দীপ্যমান না করাই ভাল।
কবিতার প্রথম দিকে নিরাশা আর বিস্মৃতি।
আর শেষের দিকে কোন কিছুর জন্ম নিচ্ছে!
ভাবনাগুলো এলামেলো তবে প্রাসঙ্গিক।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন:
এলোমেলো জীবনকে প্রাসঙ্গিক আঙ্গিকে আনতে চেয়েছি । বিদ্ধ বুকের বিপরীত পিঠে গড়ে উঠে নতুন জন্মের দাগ যা বিগতে জীবনের চেয়েও সার্থক ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫
শায়মা বলেছেন:
একদিন প্রতিটি মুহূর্ত রাঙাবে রঙিন
নিঃশ্বাস চেপে হৃদপিণ্ড পর্যন্ত উঠবে স্বচ্ছ গুঞ্জরণ
কেশে কেশে মিশে যাবে মৌমাছির দল
এই লাইনগুলি পড়েই তুলে আনলাম ....
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা ! চমৎকার !!
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪০
ভাইরাস-69 বলেছেন:
প্রেমের মধ্যে আছে মুক্তির আনন্দ আর সীমার মধ্যে আছে অসীমের অনুভূতি।
যদিও আমি কবিতা বুঝি কম কিন্তু আমার কবিতা পড়ার নেশা চরম। আপনার কবিতাটিও বেশ কয়েক বার পড়লাম ।
পড়ে অনেক ভাল লাগল। এ কবিতাটি ব্লগে পোষ্ট দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
শুভ কামনা রইল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫০
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনার আন্তরিক মন্তব্য বেশ ভাল লাগলো ।
আপনাকেও অশেষ ধন্যবাদ ।
ভাল থাকুন।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
অবচেতন মনের শব্দ কোলাহল। মনে দোলা দিয়ে গেল। আধুনিক কবিকে শুভেচ্ছা জানাই!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৫
সোহানী বলেছেন: সবকিছু জীবন ফিরে পাক, বিগত জীবন থেকেও জীবন্ত হয়ে উঠুক হৃদয় প্রাণ !................ অসাধারন!
শায়মা কি এ অর্নামেন্টস্ গুলো বিতরনের লোক খুঁজছে??? আমি আছি............. তাইলে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা ! আমারও তাই মনে হচ্ছে । তিনি মনে হয় বিতরণ করবেন । আপনি ফার্স্ট প্রায়োরিটি !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২০
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪২
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯
সুমন কর বলেছেন: ভালো লাগল।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ ভাল লাগা!
+++++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১
জাহিদ অনিক বলেছেন:
আপনার কবিতা মানেই শব্দে শব্দে কথা-কথার ঝংকার
ভালো লাগলো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১০
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৯
আটলান্টিক বলেছেন: কেমন আছেন কথাভাইয়া?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১
কথাকথিকেথিকথন বলেছেন:
আমি ভাল আছি । আপনিও নিশ্চয় ভাল আছেন ।
শুভ কামনা রইলো ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন লেখা কথাকথিভাই।
পাথরে ফুটুক ফুল
মরা গাঙ্গে জাগুক জোয়ার... ভাসুক পাল তোলা তরী