নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
প্রিয় ফাল্গুন !
তুমি রাজ বসন্তের প্রথম গুনগুন
তোমাকে শুকোতে থাকা শিশিরের-
উষ্ণ শুভেচ্ছা এবং স্বাগতম...
এবং ভালবাসা-
সদ্য নেমে আসা নরম রৌদ্রের
যৌবন ফিরে পাওয়া বৃক্ষের
দখিনা হাওয়ার উন্মাতাল নৃত্যের
পাখপাখালির রিনিঝিনি সুরের
সাতরঙা সতেজ ফুলের...
তোমার ভূমিষ্টিক গন্ধে
প্রেম জাগে মানব হৃদয়ে
নিঃশ্বাসে ভরা পুষ্প ঘ্রাণ
যেন তোমাতে খোঁজে প্রাণ
শুকনো নদীর বুকে বসে থাকা গাঙচিল
যেন খুঁজে পায় আগমনী সুখের দিন ।
আসমানী নীলে উড়ে হলুদিয়া পাখি
কিশোরের নাটাইয়ে বাঁধা ভালোবাসা সবি
হৃদয়ের ভ্রমর খুঁজে অচেনা কোন ফুল
পৌঁছে দিতে চিনচিনে প্রেম সমুদ্দুর!
কোথায় সে ?
কোন সে অরণ্যে আমার অপেক্ষায় !
যতবার তুমি আসো হৃদয়ে
অতীত যায় খেই হারিয়ে
শেষের পুরনো তুমিতেই
যেন খুঁজে পায় নতুন ছবি !
খুঁড়িয়ে চলা জীবনে তারুণ্য জাগে
তোমার এই সম্ভাবনার শেষ ভাগে
তুমি যেন অমর তারুণ্য !
প্রিয় ফাল্গুন
তোমার রঙে হারিয়ে যেতে
তোমার অঙ্গে নিজেকে সাজাতে
তোমার রূপে নিজেকে রাঙাতে
তোমার গন্ধে নিজেকে সৌভিত করতে
তোমার তারুণ্যে নিজেকে ফিরে পেতে
অপেক্ষার প্রহর আজ নেমেছে শূন্যতে !
আজ তুমি খুব নিকটে
ছুঁয়ে দিতে ইচ্ছে করছে তোমার ওই তুলতুলে গাল
তুমি স্মিত হেসে আমাকে মুক্ত করো-
আবারও হৃদয়ের এই অকাল প্রোঢ়ত্বে থেকে
আবারও নিয়ে এসো তোমার হৃদয়ের সান্নিধ্যে
আবারও ভূমিষ্টের ঘ্রাণ মেখে দাও আমার এই হৃদয় জুড়ে....
ছবি বন্ধু-গুগল ইমেইজ ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
বসন্তের শুভেচ্ছা ।
ভাল থাকুন ।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
ওমেরা বলেছেন: প্রথম কমেন্ট করতে না পারলে ও প্রথম লাইক কিন্ত আমার ভাইয়া ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা । ওকে ঠিক আছে । আমি বুঝতে পেরেছি !
অনেক ধন্যবাদ ।
বসন্তের শুভেচ্ছা ।
শুভ কামনা ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
ওমেরা বলেছেন: ফাল্গুনের কবিতা Excellent হয়েছে ভাইয়া ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
কথাকথিকেথিকথন বলেছেন:
ফিরতি মন্তব্যে অশেষ ধন্যবাদ ।
ভাল থাকুন ।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
প্রামানিক বলেছেন: বসন্তের চমùকার কবিতা। ধন্যবাদ
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ।
বসন্তের শুভেচ্ছা।
শুভ কামনা।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাসন্তি নৈবদ্যে ভাললাগা!
চেতনায় তারুন্য রলে ফাল্গুন প্রতিক্ষন
বাসন্তি আর ভ্যালেন্টাইনের প্যাকেজ শুভেচ্ছা রইল কবি
+++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা। ভাল বলেছেন প্যাকেজ শুভেচ্ছা। আপনার জন্যও রইলো।
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ।
বসন্তের শুভেচ্ছা।
শুভ কামনা রইলো।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার । খুব ভালো লাগলো
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ।
বসন্তের শুভেচ্ছা।
শুভ কামনা রইলো।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
মলাসইলমুইনা বলেছেন: হৃদয়ের খামে ভরা কই আর থাকলো ? ফাগুনের বর্ণিল বন্দনা ফাল্গুনী হয়ে ছড়িয়ে পড়লো যেন মনের মন্দিরের আনাচে কানাচে -সবখানে ভালোবাসার আলো জ্বেলে | ফাল্গুন বন্দনার কবিতায় ভালোলাগা |
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩
কথাকথিকেথিকথন বলেছেন:
এই যে ছড়িয়ে পড়া, খামে জমা আছে বলেই তো!
বসন্তের শুভেচ্ছা।
ভাল থাকুন।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫
অপ্সরা বলেছেন:
প্রিয় ফাল্গুন !
তুমি হৃদয়ে রিনিঝিনি সূর
কঙ্কন কিঙ্কিনী নুপ্পুর নিক্কনে
বাঁজো সুমধুর..
বন বনান্তে ছড়িয়ে যাও
ভরিয়ে দাও আলোক ডালায়
বসন্ত- মঞ্জরীর পুস্পরেণু,
আকাশে মেলো পাখা
বাতাসে ভাসাও বসন্ত বেহাগ...
সেই বেহাগ সুরে উদাস বাঁশরিয়া
কাড়ে কার মন?
শুধু অকারণ?
কোন সে বিরহীনী বঁধু
পা বাড়ায়, হারায় আঁধারিয়ায়....
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন:
হৃদয়ের পালাবদলে নেশাক্ত নিক্কন
ঝংকার হৃদয়ের কর্ণে
যে সুর বাজে গহীনে
বেহালার মত করে
হলদিয়া সুরে তা কোথায় নিরুদ্দেশ!
আমি খুঁজি তারে পথের পরে পথে
আলগোছে বৃক্ষ শুধায় এই দেখো আমার ডালে
পক্ষী উড়ে যায় কোথায় রঙ লেগেছে বলে
আমি খুঁজি তারে এই লয়ে সে লয়ে
মধুর গুঞ্জরণে, সুবাসিত নিঃশ্বাসে
আমি খুঁজি তারে রাত্রির নির্লিপ্ততায়
আমি খুঁজি তারে....
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
হৃদয় চিরসবুজ রাখার কৌশল যদি জানা থাকে তবে হৃদয়ে অকাল প্রৌঢ়ত্ব বাসা বাঁধার কথা নয় । সে জানাটা হলো, হৃদয়ের বাগান ফাগুনকে চিরস্থায়ী বন্ধবস্ত দেয়া ।
যে ফাগুনের জন্যে হাহাকার সেই রঙিন ফাগুনের শুভেচ্ছা ।
( আগের মন্তব্য মুছে দেবেন অনুগ্রহ করে )
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০
কথাকথিকেথিকথন বলেছেন:
সেই কৌশল তবে রপ্ত হোক সবার হৃদয়ে। ফাগুনের চির সবুজ আগুন লেগে থাকুক হৃদয়ে!
আপনাকেও রঙিন বসন্তের শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৭
সোহানী বলেছেন: ওওওওও হাঁ ফাগুন......... দেশে আর যাই হোক এ ছোট্ট ছোট্ট পর্বগুলো ছিল দারুন আনন্দময়। এতো চমৎকার ভাবে বসন্ত বরন মনে হয় কোন দেশ করে না......।
ফাগুন+ভালোবাসা দিবসের শুভেচ্ছা......
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৭
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যা, এই দেশের মানুষদের আবেগ ভালবাসা ভীষণ!
আপনার উচ্ছ্বসিত মন্তব্য বেশ ভাল লেগেছে। যুগল শুভেচ্ছায় আফ্লুত। আপনার জন্য যুগল শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ফালগুণ স্বাগত কাব্য!
বসন্ত কে দেয়া নৈবদ্য ভালোলেগেছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৪
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ।
বসন্তের নির্ঝর শুভেচ্ছা।
শুভ কামনা রইলো।
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭
ভাইরাস-69 বলেছেন: এ ফাগুনে সুখের বাতাস আসুক কোন রঙিন খামে কবির জীবনে।
কবিতা ভাল লিখেছেন+
শুভ কামনা রইল কবি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৫
কথাকথিকেথিকথন বলেছেন:
মন্তব্যে ভাললাগা।
বসন্তের শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাব্য, আজকের দিনের শুভেচ্ছা নিন ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনার জন্যও রইলো বসন্তের শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪০
উম্মে সায়মা বলেছেন: সুন্দর বসন্ত কাব্য।
ফাগুনের শুভেচ্ছা!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
বসন্তের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
বসন্তের শুভেচ্ছা ।
ভাল থাকুন ।
১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
আহব্বান মুগ্ধ করেছে। চমৎকার। ফাগুন আসুক প্রতিটি মনে প্রতিটি ক্ষণে!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, প্রতিটি হৃদয়ে উঠুক বসন্তের গুঞ্জরণ ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইল ।
১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০
*** হিমুরাইজ *** বলেছেন: বসন্ত বন্দনা ভাল লেগেছে কবি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
বসন্তের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩
তারেক ফাহিম বলেছেন: ফাল্গুন ঋতুরাজের প্রথম গুনগুন
.........চমৎকার। ভালোলাগা জানবেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫০
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ।
বসন্তের শুভেচ্ছা।
ভাল থাকুন।
২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১
সৈয়দ ইসলাম বলেছেন:
ভালোলাগা জানবেন। বেসম্ভব সুন্দর হয়েছে।
প্লাচ+++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ।
বসন্তের শুভেচ্ছা রইলো।
শুভ কামনা রইলো।
২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো খুব, সুন্দর কথামালা
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১০
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ।
বসন্তের শুভেচ্ছা।
শুভ কামনা।
২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫
বিজন রয় বলেছেন: আমি তো ফাল্গুনে হৃদয়ের আর্তি শুনতে পেলাম, তাই দিলাম!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩
কথাকথিকেথিকথন বলেছেন:
ফাল্গুনে অতীত আর্তির দূরীভূত হওয়ার আশ্বাস রয়েছে....
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১০
জাহিদ অনিক বলেছেন:
ফালগুন তার রঙ রূপ বহুগুণ ছড়িয়ে দিক দিকে দিকে-
চমৎকার ফালগুন বন্দনা কবি
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যা, ছড়িয়ে দিক চারদিকে রাঙা প্রভাতের মত.....
অনেক ধন্যবাদ।
বসন্তের শুভেচ্ছা।
শুভ কামনা রইলো।
২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭
সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো.........শুভ সকাল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৪
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ।
বসন্তের শুভেচ্ছা।
শুভ কামনা রইলো।
শুভ রাত্রি।
২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও বসন্তের শুভেচ্ছা ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮
কথাকথিকেথিকথন বলেছেন:
ফিরতি মন্তব্যে ভাল লাগা ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: এ ফাগুনের রঙে রাঙিয়ে যাক কবির মন ।
ফাগুনের শুছেচ্ছা রইল কবি ভাই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যা, ফাগুনের রঙ্গে রাঙ্গিয়ে যাক সবার মন....
বসন্তের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
২৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৩৭
ডঃ এম এ আলী বলেছেন:
হৃদয়ের খামে আগুন লিখেছেন দারুন। লাল টুক টুক শিমুল ফুলে আগুন জ্বলা দিনে হাওয়ায় উড়িয়ে শুকনো পাতা উদাসীন মনের খবর ফাগুনের খামে ভরে পাঠিয়ে দেয়ার কৌশলটি হয়েছে দারুন ।অশোক ফুলে গুনগুনানি মৌমাছিদের নাচা নাচিতে খামটি যাবে উড়ে উড়ে , রোদ তাতানো সূর্যমণি তাতে দিবে উম, এমন দিনে মনটাতো কেমন কেমন করতেই পারে ।
বসন্তের শুভেচ্ছা রইল
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯
কথাকথিকেথিকথন বলেছেন:
দারুণ কাব্যিক মন্তব্য । একদম লেখার ধাঁচে লেখা !
অনেক ভাললাগা ।
বসন্তের রূপ লাবন্যময় শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ । ভাল থাকুন ।
২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
ঋতুরাজ বসন্তের আগমনে ধরনী নতুন করে সাজে, মানুষের মনকে রাংগিয়ে দেয়
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৫
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যাঁ, মানুষের মন রাঙ্গিয়ে দেয় নানা রঙে, ঢঙয়ে....
বসন্তের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ
শুভ কামনা ।
২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২৫
রাবেয়া রাহীম বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইল
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৭
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনাকেও বসন্তের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন ।
৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: সৌভিত কি আছে?
আরামদায়ক পাঠ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৯
কথাকথিকেথিকথন বলেছেন:
সৌভিত শব্দ নেই । আমি 'সৌভিত করতে' বলতে বুঝিয়েছি তরতাজা ঘ্রাণময় কিছু মাখতে বা বলতে পারেন ঘ্রাণ দিয়ে নিজেকে সাজানো।
বসন্তের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫
খায়রুল আহসান বলেছেন: ফাল্গুনকে নিয়ে রচিত পংক্তিমালা খুব সুন্দর হয়েছে। ফাল্গুনের রঙে রঞ্জিত মন থেকেই কেবল এমন কবিতা বেরিয়ে আসতে পারে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৩
কথাকথিকেথিকথন বলেছেন:
মন্তব্যে ভাললাগা বেশ। ফাল্গুনের রঙ রূপই এমন! তাই না লিখতেই বেরিয়ে আসে!
বসন্তের শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।