নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

এ যেন পুরো বাংলার প্রতিধ্বনি !

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫


খোকার মুখের বুঝতে না পারা প্রথম বুলি
একটি বাংলা শব্দ
খোকা শুনে এসেছে কতকথা জন্মের পূর্বে
মাতৃগর্ভে গুটিসুটি হয়ে বসে ছিলো
তারও বেশ ইচ্ছে হয়েছিলো কিছু বলার
সেই ইচ্ছেটুকু ছিলো বাংলাভাষা।
সে কানপেতে ছিলো-
বৃদ্ধ, যুবক যুবতী, কিশোর কিশোরীর গালগপ্পে!
তারও বেশ স্বাদ জেগেছিলো কিছু গপ্প করার
সেই স্বাদটুকু ছিল বাংলাভাষা।

মায়ের থলেতে এদিক ওদিক চষে বেড়ায় সে
পাখ পাখালীর কিচিরমিচির শোনে
পাতা ঝরার মরমর শব্দ শোনে
বাতাসের সোঁ-সোঁ আওয়াজ শোনে
হাঁস, মোরগের ডাক শোনে
কুকুরের ঘেউ ঘেউ চিৎকার শোনে
পাশের বাড়ির যুদ্ধাহত নুরু পাগলের প্রলাপ শুনে
ছেলেমেয়েদের দলবেঁধে স্কুলে যাওয়ার গল্প শোনে
পুশকুনির ঘাটে জলমগ্ন বউদের সাংসারিক গল্প শোনে...
এভাবে সে মায়ের থলে বড় করতে থাকে
তার ওজন ঢের হয়
হাত পাও বেড়েছে ঢের
এই বেড়ে উঠা বাংলাভাষা ।

যে রক্ত চুষে সে বেড়ে ওঠে
তার মধ্যে ডুবে থাকে মায়ের শঙ্কিত মুখ
এই শঙ্কিত মুখ বাংলাভাষা ।
বাবা যখন মায়ের পেটের উপর তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে
কেমন আছো তুমি? কবে আসবে তুমি? তর সইছে না যে !
এসব বলে তার বাবা পেটের উপরে তার কপালে চুমো খায়।
এই চুমো বাংলাভাষা।
তার বাবার এইসব পাগলামো দেখে তার মা খিলখিলিয়ে হেসে ওঠে
তখন বাবাও হেসে ওঠে,
থলের মধ্যে খুনসুটিতে সেও হেসে ওঠে!
এই হাসিগুলো বাংলাভাষা।

একদিন তার ভূমিষ্ঠ হওয়ার খবর ছড়ায় চারদিকে
প্রিয়জন সবার চিন্তিত মুখ
সে আসবে তো পূর্ণাঙ্গ কান্না নিয়ে?
এই চিন্তিত মুখগুলো বাংলাভাষা ।
সে জন্ম নিয়ে কেঁদেকেটে সবাইকে হাসিতে ভাসালো
এই কান্না ছিল তার পুষে রাখা বাংলার প্রথম ধ্বনি
এভাবে সে বাংলায় খেয়ে পরে বেড়ে ওঠে
মায়ের আঁচলের আড়ালে সে কোমল স্তনবোটায়-
চুক চুক শব্দে শুষে নেয় তার বেড়ে ওঠা
সেই চুক চুক শব্দ বাংলাভাষা।

এভাবে একদিন হঠাৎ স্পষ্ট করে সে বলে উঠে- 'মা'
চারপাশের সবাই খানিকের জন্য থমকে দাঁড়ায়
তারা যেন এই বাংলার প্রথম জন্ম দেখলো!
বাংলাভাষা যেন সদ্য ভূমিষ্ঠ হলো!
সবার মুখে বাঁধনহারা প্রশান্তি খেলে যায়
এ যেন তাদের আওয়াজ, এ যেন সবার আওয়াজ
এ যেন পুরো বাংলার আওয়াজ...


ছবি বন্ধু- গুগল ছবিঘর ।

মন্তব্য ৫০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫০

রিএ্যাক্ট বিডি বলেছেন: একুশের গল্প :- https://youtu.be/dhKGUG7uD64

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:


মাতৃভাষার শুভেচ্ছা...

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:





মাতৃভাষার শুভেচ্ছা...

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৪

সুমন কর বলেছেন: এখন পর্যন্ত (২০.০২.১৮/২১.০২.১৮) একুশ নিয়ে পড়া, এটি উত্তম একটি কবিতা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০১

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাললাগা ।

মাতৃভাষার শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৬

জাহিদ অনিক বলেছেন:

কবিতার ভাব চমৎকার !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০২

কথাকথিকেথিকথন বলেছেন:





মাতৃভাষার শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৩

নূর-ই-হাফসা বলেছেন: বেশ ভালো লাগলো

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন:




মতৃভাষার শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।



৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৫

ওমেরা বলেছেন: কবিতা টা আমার খুব ভাল লাগছে ! ধন্যবাদ সুন্দর কবিতার জন্য ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

কথাকথিকেথিকথন বলেছেন:





মাতৃভাষার শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:১২

মলাসইলমুইনা বলেছেন: শুনে কবিতার একুশে তর্পন
কবি,ভরেছে আমার এই মন !!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১০

কথাকথিকেথিকথন বলেছেন:





মাতৃভাষার শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইল ।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৩

সোহানী বলেছেন: অসাধারন।

খুব মিস করি একুশের সকাল। স্কুল কলেজ ভার্সিটি লাইফে কখনো মিস করিনি প্রভাত ফেরী। এখানে উইকএন্ডে একটা প্রোগ্রাম হয়তো করবো, খুব সাদামাটা ভাবে।

অনেক ভালো থাকেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:



হ্যাঁ, এসব আপনাদের জন্য পীড়াদায়ক । তারপরও বলি জীবন ভাল কাটুক পরবাসে আপনাদের ।

মাতৃভাষার শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে++

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে.......
চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রী বেশে বাঙালিকে সর্বদা চলার প্রেরণা জোগায় একুশ।
আজ সেই অমর একুশে।শোক বিহ্বলতা,বেদনা আর আত্মত্যাগের অহংকারে উদ্বেলিত হওয়ার দিন আজ।
সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:



ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

মাতৃভাষার শুভেচ্ছা।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫

খায়রুল আহসান বলেছেন: বাংলা ভাষা যেন সদ্য ভূমিষ্ঠ হলো - শিশুর প্রথম 'মা' ডাকের সাথে বাংলা ভাষা সদ্য ভূমিষ্ঠ হবার ভাবনাটা সত্যিই আমার কাছে অসাধারণ মনে হলো।
একুশের শুভেচ্ছা...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর মন্তব্যে বেশ ভাললাগা।

মাতৃভাষার শুভেচ্ছা।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।


১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩

করুণাধারা বলেছেন: খুব ভাল লাগল কবিতা!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ।

মাতৃভাষার শুভেচ্ছা।

শুভ কামনা রইলো।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: যে উদযাপনের উদ্দেশ্যে কবিতা সেটা মাথা থেকে বের করে দিলে, দীর্ঘ কবিতার প্রধান যে দুর্বলতা, সেইটা পরিলক্ষিত হইছে। মনোযোগ ধরে রাখতে সমস্যা হইছে।

ভাষা দিবসের শুভেচ্ছা।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০২

কথাকথিকেথিকথন বলেছেন:





পাঠক ভেদে লেখার প্রতি প্রতিক্রিয়ার ভীন্নতা স্বাভাবিক বিষয়। তাই নিজস্ব অনুভূতিকে প্রাধান্য দিয়ে লিখি আমি। গবেষণাপ্রসূত দৃষ্টিকোণ থেকে যদি আমার লেখাকে দেখেন তাহলে আমি লেখককূলের মধ্যে পড়ি না। আমার লেখাগুলো একজন লেখক হয়ে উঠার উদ্দেশ্য থেকে প্রণীত নয় মোটেও। হয়তো একদিন সে পথে চলতেও পারি। আপনার মনোযোগী পাঠ তখন কাজে দেবে নিশ্চিত। আপনার এই ব্যাপারটা ভাল লাগে সচরাচর পাঠক থেকে বের হয়ে আপনার অভিমত ব্যাক্ত করেন।

অনেক ধন্যবাদ।

মাতৃভাষার শুভেচ্ছা।

শুভ কামনা রইলো।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি আপনার লেখাকে সম্ভ্রমের চোখে দেখি। এবং সকলের লেখাকেই। গঠনমূলক সমালোচনা সবসময় সম্ভব হয় না। তবে পছন্দের পাশাপাশি অপছন্দটাও বলে থাকি। এবং আমার লেখাতেও আমি সেইটাই প্রত্যাশা করি। মন্তব্য করার সময় আমি ভালো না লাগাকে ব্যক্ত করতে পছন্দ করছি ইদানীং। ভালো লাগা অংশটা সেখানে উহ্য থেকে যায়। কেউ কেউ অন্যরকম কিছু ভাবতে পারে। আপনি লেখককূলের মধ্যে নাও পড়তে পারেন, তবে আমি আপনার পাঠককূলের মধ্যে পড়ি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০০

কথাকথিকেথিকথন বলেছেন:



আপনার মধ্যের এই অভ্যাসগুলো প্রথম শ্রেনীর ভাল অভ্যাস, অন্যের লেখার যথেষ্ট মূল্যায়ণ করা, প্রয়োজনবোধে যৌক্তিক সমালোচনা করা এবং নিজস্ব প্রতিক্রিয়া জানানো। আমার পোস্টে আপনি আমন্ত্রিত। একজন আলোচক এবং একজন সমালোচক হিসেবে। এমনটা সকল পাঠকের পক্ষ থেকে আমি আশাকরি। লেখককূলের মধ্যে আমি না পড়লেও আমার অনুভুতিকে প্রাধান্য দিলেও পাঠককূলের সমালোচনাগুলো আমার কাছে বিশেষ মর্যাদা পায়। তাই কোনকিছু ভাবার প্রশ্নই আসে না এবং এই কোনকিছু ভাবা থেকে নিজেকে যথেষ্ট দূরে রাখি। তবে নিজেকে পাঠককূলের মধ্যে রেখে আপনার লেখায় আলোচনা করতে পারলেও সমালোচনা করতে পারবো কীনা সে বিষয়ে আমি কোন নিশ্চয়তা দিতে পারবো না। কারণ কারো লেখায় সমালোচনা করতে আমার অতৃপ্তিবোধ হয়!

ফিরতি মন্তব্যে ভাললাগা।

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

মোস্তফা সোহেল বলেছেন: আমার কাছে কবিতা ভাল লেগেছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

মাতৃভাষার শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: একুশের কবিতা
সুন্দর কবিতা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ ।

মাতৃভাষার শুভেচ্ছা ।

শুভ কামনা রইল ।

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

আখেনাটেন বলেছেন: ভালোলাগল আপনার ভাবনা।


সব শিশুই কি মাতৃগর্ভে এখন বাংলা বাংলা ডাক পাড়ি শুনে জঠরে বড় হতে থাকে। শুনছি ঢাকা শহরের উঁচুতলার মা-বাবারা টুইংকল টুইংকল বলে বাচ্চাকে বড় করছে।

সেক্ষেত্রে কবিতাটা কেমন হতে পারে ভাবছি?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:





আপনার ভাবনার কোণ থেকে এই কবিতা শূন্য । তাই সিংহভাগ নিয়েই আপাতত ভাবী। গুটি কয়েক না হয় বাদ থাকলো !


অনেক ধন্যবাদ ।

মাতৃভাষার শুভেচ্ছা রইলো ।

শুভ কামনা রইলো ।

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


কবিতা বেশী লম্বা হয়ে গেছে; শুরুর দিকটার নিহিত রহস্যটুকু(খোকা শুনছে, বলতে চাচ্ছে) খুবই পছন্দ হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:


ছোট করা যেত । তবে লিখতে লিখতে কখন যে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না !!

মন্তব্যে ভাললাগা ।

অনেক ধন্যবাদ ।

মাতৃভাষার শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




বাংলাভাষার প্রসব ইতিহাস । চমৎকার লিখেছেন ।
খায়রুল আহসান কথা ধার করে বলতে হয় ---- বাংলা ভাষা যেন সদ্য ভূমিষ্ঠ হলো -

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাললাগলো বেশ ।

মাতৃভাষার শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯

আরজু পনি বলেছেন: আপনার কবিতা মানেই অসাধারণ কিছু!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেকদিন পর আপনাকে দেখলাম। ভাল আছেন তো?

অনেক ধন্যবাদ।

মাতৃভাষার শুভেচ্ছা।

শুভ কামনা রইলো।

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৩

নীলপরি বলেছেন: অনবদ্য লাগলো । শেষ স্তবকটা তো বিশেষ করে ভালো লাগলো ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ।

মাতৃভাষার শুভেচ্ছা।

শুভ কামনা রইলো।

২১| ০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: নতুন কবিতা পড়ার জন্য এসে ছিলাম, না পেয়ে কবি হতাশ !!! :)

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা হা !
নতুন কোন লেখা নেই কী পোস্ট দেবো !

খবর নেয়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

২২| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

কালীদাস বলেছেন: সহজ সরল শব্দের ব্যবহারে এত জোরাল বক্তব্য! সুন্দর :)
বসন্ত কেমন কাটছে? ;)

১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫১

কথাকথিকেথিকথন বলেছেন:




এখনো পর্যন্ত ভাল কাটছে ! আপনারও নিশ্চয় ভাল কাটছে ?

মাতৃভাষার শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৩| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪১

শায়মা বলেছেন: ভাষা দিবসের যোগ্য কবিতা!!!!!

১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন:




খুব সুন্দর ব্লগযোগ্য মন্তব্য ।

মাতৃভাষার শুভেচ্ছা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৪| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

মাতৃভাষার শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০

মনিরুল ইসলাম বাবু বলেছেন: চমৎকার

০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ ।

মাতৃভাষার শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.