নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
বৈশাখ যখন দরজার কপাট কাঁপিয়ে ভারী গলায় বলে উঠে, তুমি ঝড়!
হৃদয়ে বাজে তখন ফ্যাকাসে আকাশের বজ্রপাত ধ্বনি
বৃষ্টিস্নাত রাত্রির আম ঝরা ঝুম ঝুম সুর....
ভরদুপুরে কাঁঠালি রৌদ্রের আঁটিফাটা ঘ্রাণ
বেপরোয়া বালকদের নুয়ে পড়া গাছ বেয়ে পুকুরে লাফ ঝাঁপ ।
অতন্দ্র নাবিকের চোখে সমুদ্র উপেক্ষা করার দুঃখ
দখিনা আনাড়ি হাওয়ায় উড়ে যায়-
পড়ন্ত বিকেলের শুকোতে দেয়া গ্রাম্য রমনীর রঙিন শাড়ি...
হৃদয়ের হাঁটে চলে বিগত দেনা পাওনা
হালখাতায় মিষ্টিমুখর দর কষাকষি
অতীত ভবিষ্যতের বর্তমান হালচাল!
প্রকৃত প্রেমিকরা তপ্ত বহিঃশিখায়ও প্রেম খুঁজে বেড়ায়....
আমি বলছি না বৈশাখ, তুমি ততোদিক অভিমানী
কর সব চুরমার, জরাজীর্ণ ঘর কম্পমান
তুমি দু'বেলা খাওয়া মুখের অভিসম্পাত নিয়ে যাও উড়ে....
তারপরও তোমাকে অভিনন্দন,
লাল গালিচায় তোমার জন্য আগমনী ফুলঝুরি
তুমি বাংলার জীবনের প্রথম চুম্বন
প্রথম প্রেম ফিরে পাওয়ার গুঞ্জরণ
কপোত কপোতির আকাঙ্ক্ষিত চোখে লেগে থাকা-
অধৈর্য্য ভালোবাসার প্রথম আহ্বান
সবুজ ধানের দেহে যৌবন ধরা আগুন
কৃষানের চোখের স্বর্ণদেবী তুমি !
সন্ধ্যার আঁধারে যেন আকাশ প্রেম গড়ে সমুদ্রের সাথে
উত্তাপ বাড়ে, জনজীবনের শরীরে দৈনন্দিন হাঁসফাঁস
বৈশাখ, আমি বলছি না তুমি বড্ড আলগোছে
আমি বলছি না, তোমাকে বোঝা বড় দায়
আমি বলছি না, তুমি সদ্য যুবতী হওয়া কোন নারীর মত...
এই আলো, এই আঁধার-
তুমি খেলো বিভ্রান্ত কবির হৃদয়ের সাথে
সে যখন রৌদ লিখে, তুমি তখন তামাটে
সে যখন লিখে নিস্তব্ধতা, তুমি তখন চুরমার
সে যখন লিখে মমতাময়ী সমুদ্র, তুমি তখন জলোচ্ছ্বাস!
তবুও বাংলা তোমার সাথে খেলে
পরাজিত হয় বিজয়ের বেশে তোমাকে পেয়ে
ঘরে ঘরে কিশোর কিশোরীর রঙিন হট্টোগল
তুমি এসে পড়েছো, তুমি এসে পড়েছো !
ধ্বনিতে রবরব উচ্ছ্বাস
তরুনীর ফুলঝরা শাড়ির পাড় ধরে তুমি উড়ে বেড়াও...
যুবক আত্মহারা, সে লেখে প্রেম তার কব্জিতে !
মিষ্টি মন্ডায় সদ্য দাঁত গজানো শিশু হেসে উঠে মায়ের কোলে
সবার মুখশ্রীতে অন্তরে মুখরিত হয় আদিম সুরে
এসেছে বৈশাখ,
ওহে বাঙালি, শোনরে পাগলের দল
আবারো এসে পড়েছে বৈশাখ
আগুনঝরা রূপে, নতুন দশার দিশা নিয়ে....
ছবি বন্ধু- গুগল ইমেইজ ।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা ! ঢঙ্গী বৈশাখ !!
২| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০
দিবা রুমি বলেছেন: বৈশাখ সবসময় সব বাঙির ভাল লাগে।
তাই বৈশাখকে নিয়ে লেখা গান কবিতা সবই ভাল লাগে
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন:
এই ভাললাগা থাকুক সরাক্ষণ,,,,,
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইল ।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪
মনিরা সুলতানা বলেছেন: কী যে চমৎকার বৈশাখের রুপ আঁকলেন !!!! চমৎকার !!!
তার রুদ্রতা,তার ধ্বংস তার চোখ ধাঁধানো রঙের মেলা আদুরে মেঘ মাল্লার ঈশান কোণের কালো।
সব ই এনেছেন।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর মন্তব্যে ভাললাগা বেশ ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮
নীল মনি বলেছেন: ভীষণ ভালো লিখেছেন। একদম A +
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা !
মন্তব্যে ভাললাগা ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩
শায়মা বলেছেন: ওগো রুদ্র দুঃখে সুখে
সেই কথাটি বাজলো বুকে ......
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯
কথাকথিকেথিকথন বলেছেন:
মেঘ তখন এসে উড়ে
বৃষ্টি ঝরায়ে জীবন বোঝে !
৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫
সুমন কর বলেছেন: সব দেখি তুলে ধরেছেন.....দারুণ।
ব্লগে কম দেখা যাচ্ছে.......!!
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১১
কথাকথিকেথিকথন বলেছেন:
সময় সুযোগ হচ্ছে না । এই কবিতা গত একমাস ধরে লিখছি । আজ একটু সময় দিতে পেরেছি তাই শেষ হলো ।
সুন্দর মন্তব্যে ভাল লাগলো বেশ ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।
৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮
কাওসার চৌধুরী বলেছেন:
কবিতাটি বুঝলাম।
অনেক চেষ্টা করেও কবির নামটা উচ্চারণ করতে পারলাম না।
এটা আমার ব্যর্থতা!!!
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৭
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা ! কবিতা বুঝলেই হবে !
মন্তব্যে ভাললাগা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৯
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৭
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০২
শায়মা বলেছেন: ৫. ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮ ০
নীল মনি বলেছেন: ভীষণ ভালো লিখেছেন। একদম A +
আসলেও ........
৮. ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮ ০
কাওসার চৌধুরী বলেছেন:
কবিতাটি বুঝলাম।
অনেক চেষ্টা করেও কবির নামটা উচ্চারণ করতে পারলাম না।
এটা আমার ব্যর্থতা!!!
হা হা হা আমরাও পারি না ভাইয়া!
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২২
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা !!
১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৭
ওমেরা বলেছেন: বৈশাখী গুনগান ভালই লাগল।
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর ভাললাগা। এই ভালোলাগা থাকুক অমলিন।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
১২| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১১
নীল মনি বলেছেন: শুকরিয়া শায়মা আপু ও কথাকথিকেথিকথন
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন:
ফিরতি মন্তব্যে ভালোলাগা।
ভাল থাকুন।
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১২
শাহরিয়ার কবীর বলেছেন: বৈশাখকে এতো নাচা গানা করে নিয়ে আসা হল ,,,, তারপরেও তার নাম কালবৈশাখ হয়ে গেল ।।
কবিতা ভাল হয়েছে++
বাংলা নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল।।
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা হা। কালবৈশাখী তো হচ্ছে বৈশাখের অন্যতম রূপ!
সুন্দর মন্তব্যে ভাললাগা।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৪
চাঁদগাজী বলেছেন:
বৈশাখে খরতাপে আম পাকা শুরু করলে, বৈশাখকে ভালো লাগে
২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫২
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যা, আমপাকা বৈশাখের সৌন্দর্য!
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
১৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭
রাজীব নুর বলেছেন: বেশ ভালো লাগলো পড়তে।
২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৬
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
১৬| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮
জাহিদ অনিক বলেছেন:
হে ভৈরব হে বৈশাখ---
কারে দাও ডাক
২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৮
কথাকথিকেথিকথন বলেছেন:
ডাক দেয় বাংলাকে, ডাক দেয় বাঙালিকে।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
১৭| ২০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৯
সৈয়দ তাজুল বলেছেন: ছচল্লিশ পঙ্খিতে বৈশাখের রূপ এঁকেদিলেন ব্লগের কপালে!
মধুময় ব্লগ আজ বৈশাখী কথা বলে।
২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর মন্তব্যে ভাললাগা।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
১৮| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৩
সনেট কবি বলেছেন: কষ্ট করে লিখেছেন। চমৎকার হয়েছে।
২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
১৯| ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৯
তারেক_মাহমুদ বলেছেন: আহা কি সুন্দর বৈশাখের রূপ!!
আপনার, কবিতায় চমৎকারভাবে ফুটে উঠেছে, কি মায়া জড়ানো,নস্টালজিক করার মত কবিতা।এজন্য কবিদের আমার বড্ড হিংসে হয়।
২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা! কবিদের হিংসে হয়!! মজা পেলাম!
সুন্দর মন্তব্যে ভাললাগা বেশ।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
২০| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বৈশাখী বন্দনায় মুগ্ধতা
+++++++
২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
২১| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮
কিরমানী লিটন বলেছেন: কাব্যে নান্দনিকতায় বৈশাখের ছবি- মুগ্ধ ভালোলাগা+++
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
২২| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯
সোহানী বলেছেন: বৈশাখে বৈশাখি রুপের বর্ননায় ভালোলাগা..............
২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
২৩| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৪
আরাফআহনাফ বলেছেন: বৈশাখ আর গ্রামকে নিয়ে অসাধারন লিখেছেন - বিভ্রান্ত কবি!
এত সুন্দর কবিতায় কিছু টাইপো রয়ে গেছে, আশা ঠিক করে দিবেন - আরো সুখপাঠ্য হবে
জুম জুম < ঝুম ঝুম, ততদিক < ততোধিক, হাঁসফাশ<হাঁসফাঁস, জলচ্ছ্বাস < জলোচ্ছ্বাস
++++++
ভালো থাকুন - শুভ কামনা সবসময়ের।
০১ লা মে, ২০১৮ রাত ১০:২৭
কথাকথিকেথিকথন বলেছেন:
বানান ধরিয়ে দেয়ার জন্য কৃতজ্ঞতা
মন্তব্যে বেশ ভাললাগা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২৪| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২১
সেলিম আনোয়ার বলেছেন: শেষটা এমন হলো কেন??
পাগলের দল কেনু??
০১ লা মে, ২০১৮ রাত ১০:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন:
বৈশাখ তো একটা পাগলামো ! এই আঁধার এই রৌদ । তাই সবকিছু পাগলামো !
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
কবি হাফেজ আহমেদ বলেছেন: হু। বোশেখের দারুণ ব্যাখ্যা দিলেন । আজ সকালে ঢাকা শহরকে অন্ধকার আর বিকেলে আলোকিত করেছে বৈশাখ।
ভালো লাগলো।
০২ রা মে, ২০১৮ সকাল ১০:২০
কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যা, সেইদিন খুব অদ্ভুত ছিলো । এই তো বৈশাখ ক্ষণে ক্ষণে রঙ বদলায় ।
মন্তব্যে বেশ ভাললাগা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২৬| ০২ রা মে, ২০১৮ রাত ১২:৫৫
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
০২ রা মে, ২০১৮ সকাল ১১:২০
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২৭| ০২ রা মে, ২০১৮ সকাল ১১:৩৯
আখেনাটেন বলেছেন: চমৎকার বৈশাখের বর্ণনা।
তবে ভাইজান বৈশাখ কি কৃষাণের চোখে স্বর্ণদেবী নাকি অাত্ঙ্কদেবী। একবার শিলাবৃষ্টি শুরু হলে দফারফা ফসলের।
+++
০২ রা মে, ২০১৮ বিকাল ৩:৩১
কথাকথিকেথিকথন বলেছেন:
তা তো বটে ! দু'দিকই রয়েছে ।
মন্তব্যে ভাললাগা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
২৮| ০২ রা মে, ২০১৮ বিকাল ৪:৫৫
মনিরুল ইসলাম বাবু বলেছেন: কবিতায় মুগ্ধতার আবেশ ছড়ানো
১৫ ই মে, ২০১৮ রাত ১১:৪২
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইল।
২৯| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,
এ যেন বৈশাখের স্তব গান ...........................
০৭ ই জুন, ২০১৮ রাত ১০:১৯
কথাকথিকেথিকথন বলেছেন:
মন্তব্যে ভাললাগা।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৩০| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ৯:১৩
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কবিতায় বৈশাখ দারুন রূপে ধরা দিলো।
০৭ ই জুন, ২০১৮ রাত ১১:১৯
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৩১| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:১৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: তরুনীর ফুলঝরা শাড়ির পাড় ধরে তুমি উড়ে বেড়াও...
যুবক আত্মহারা, সে লেখে প্রেম তার কব্জিতে !
মিষ্টি মন্ডায় সদ্য দাঁত গজানো শিশু হেসে উঠে মায়ের কোলে
সবার মুখশ্রীতে অন্তরে মুখরিত হয় আদিম সুরে
এসেছে বৈশাখ,
-- বোল্ড অংশটা কেমন যেন জোর করে ঢুকিয়ে দেওয়া বা আগে পিছের সংগে বেখাপ্পা মনে হয় না?
০৭ ই জুন, ২০১৮ রাত ১০:২২
কথাকথিকেথিকথন বলেছেন:
আমি মূলত একসাথে চলছে এমন একটা ক্যানভাস আঁকতে চেয়েছি । তাই এই চরণগুলোর একসাথে অবতরণ !
সুন্দর মন্তব্যে বেশ ভাললাগা ।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৩২| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
জুন বলেছেন: বৈশাখ আজ আষাঢ়ে পরিনত হয়েছে কথাকেথি। ভালোলাগলো আপনার কবিতাটি।
+
০৭ ই জুন, ২০১৮ রাত ১১:০৯
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৩৩| ১৪ ই মে, ২০১৮ সকাল ৯:৫৮
নীলপরি বলেছেন: বৈশাখের শব্দচিত্রে অভিভূত হলাম । ++++++
০৮ ই জুন, ২০১৮ রাত ১২:০২
কথাকথিকেথিকথন বলেছেন:
মন্তব্যে ভাললাগা।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৩৪| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৫৯
বিজন রয় বলেছেন: বৈশাখের অপর নাম পরিবর্তন হতে পারে।
আপনার একটি দীর্ঘ কবিতা পাওয়া গেল।
+++
০৮ ই জুন, ২০১৮ রাত ১২:০৩
কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর মন্তব্যে ভাললাগা।
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
৩৫| ০৭ ই জুন, ২০১৮ রাত ১০:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ
০৮ ই জুন, ২০১৮ রাত ১২:০৪
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো ।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭
শায়মা বলেছেন: বৈশাখ মানে সাজুগুজু সাদা লাল শাড়ি
সাথে লাল নীল হলুদ কমলা চুড়ি
আর বৈশাখ গান
আর সাথে নাচ ধিনা তান !!!