নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

নাবালকের হাসি।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৯


দুঃখগুলো হারিয়ে যাচ্ছে,
হতাশাগুলো মিলিয়ে যাচ্ছে
দীর্ঘঃশ্বাসগুলো পুড়ে যাচ্ছে
দুঃস্বপ্নগুলো গুটিয়ে নিয়েছে নিজেকে
অপ্রাপ্তিগুলো পড়ছে না মনে
আফসোসগুলো বুক ছিঁড়ছে না
বিষণ্ণতাগুলোর খোঁজ মিলছে না
ব্যার্থতাগুলো পীড়া দিচ্ছে না
একাকীত্বের প্রহরগুলো ছেড়ে গেছে কবে!
অস্থিরতাগুলো নিজেদের গুছিয়ে নিয়েছে...

যেন সেখানে নেই কোন আগামী, নেই আজ
নেই কোন অতীত।

এই যে দেখো,
সুখ নেই, হাসি নেই
উচ্ছ্বাস নেই, প্রেম নেই
নীরবতা নেই, গুনগুন নেই
প্রাপ্তি নেই, সফলতা নেই
আড্ডা নেই, গল্প নেই
ফোনকল নেই, সম্পর্ক নেই
চোখ নেই, আকাশ নেই
পূর্ণিমা নেই, জল নেই
ফুল নেই, মধু নেই
সমুদ্র নেই, হৃদয় নেই.....

জীবনের খসড়া
জীবনের দ্যোতনা
জীবনের শিল্প
জীবনের বৃত্তান্ত
জীবনের মধ্য গগন

পর্দার আড়ালে হাসি,
উড়ন্ত বাজপাখি
ফাল্গুনী বাতাস
হৃদয়ের আচল
হৃদয়ের রুমাল
জ্যোৎস্না ভরা শীত
ব্যাকুল উঠোন বাড়ি
রৌদ্র সকাল
লাল বিকেল....

নীরব নদী
নিশ্চলা বক
থমকে যাওয়া গাছ
পাতার দুঃখগুলো
পড়ন্ত অক্সিজেন
নাবালকের হাসি....



ছবিবন্ধু- একটি মোবাইল!

মন্তব্য ৪০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৭

ঋতো আহমেদ বলেছেন: এতো এতো নেই এর পর জীবনের দ্যোতনা, ফাল্গুনী বাতাস ও লাল বিকেলের শেষে নাবালকের হাসি। বাহ্ ! ভালো লেগেছে কবিতা। ++

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:



আপনার সুন্দর মন্তব্যে ভাল লাগলো বেশ।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৬

কাইকর বলেছেন: ভাল লাগা রইলো

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

৩| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২১

নীলপরি বলেছেন: এতোসবের পরও এরকম কবিতায় ভালো লাগা রয়েই গেলো । ++

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:




কীসব পরে!

অনেক ধন্যবাদ।

শুভ কামনা।

৪| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৩

যবড়জং বলেছেন: যাচ্ছে, না, নেই, নেই, নেই .................. তবুও নাবালকের হাসিটা আছে বলে মনে হয় :) ++

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৪

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা।

৫| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪৯

চঞ্চল হরিণী বলেছেন: নীরব নদী
নিশ্চলা বক
থমকে যাওয়া গাছ
পাতার দুঃখগুলো
পড়ন্ত অক্সিজেন
নাবালকের হাসি

প্রতিটি শব্দগুচ্ছ যেন এক একটি কবিতা। ছয় সারিতে ছয়টি টুকরো কবিতা ! যেন আপনার নিক কথাকথিকেথিকথন একদম সার্থক! দারুণ! দারুণ !

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:





আপনার চমৎকার মন্তব্য মুগ্ধ করলো।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৬| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

ধ্রুবক আলো বলেছেন: অসাধারন কবিতা +++

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৭| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

৮| ২০ শে জুলাই, ২০১৮ ভোর ৫:০৪

সোহানী বলেছেন: কৃতদাসের হাসি বইটি কি পড়েছিলেন??? অনেকদিন পর আপনার কবিতা তা মনে করিয়ে দিল.............

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন:



লেখার পরে মনে পড়েছে কৃতদাসের হাসির কথা! নাম পাল্টাবো ভেবেছিলাম পরে ভাবলাম থাক!

সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৯| ২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

জাহিদ অনিক বলেছেন:

নেই নেই কিছুই নেই, কেবল নেই-টাই আছে।

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৩

কথাকথিকেথিকথন বলেছেন:



হ্যাঁ, নেই টাই আছে শুধু !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১০| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৪

সামিয়া বলেছেন: সব মিলিয়ে তবু এইসব দিনরাত্রি

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

কথাকথিকেথিকথন বলেছেন:


হ্যাঁ, সবকিছু মিলিয়েই দিনরাত্রি ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১১| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৬

সুমন কর বলেছেন: নেই নেই নেই..............কত কিছুই নেই !!

২১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:



হ্যাঁ, আবার সবই আছে !

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১২| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
মন্তব্যে অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

আপনিও ভালো থাকুন।

২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:





ফিরতি মন্তব্যে অনেক ভাললাগা।

শুভ কামনা রইলো।

১৩| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৫

মনিরা সুলতানা বলেছেন: প্রতিটি স্তবক আলাদা করেও ভালো লাগলো !!
কবিতায় মুগ্ধতা !!

২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৬

কথাকথিকেথিকথন বলেছেন:






মন্তব্যে বেশ ভাললাগা।

অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

১৪| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:

বিষণ্ণতা মাখা ক্যাকটাস ফুলের মত কবিতার বদন! সুন্দর! নান্দনিক!

২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাললাগা বেশ।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৫| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৫

জুন বলেছেন: এত নেই নেই পড়ে মাথা চক্কর দিলো কথাকেথিকথন । কবিতাটির পরতে পরতে বিষন্নতা মাখা থাকলেও সত্যি বলতে কি বেশীরভাগ সময় দুঃখময় কবিতাগুলোই ভালোলাগে । যেমনটি লাগলো আপনার কবিতাটি।
+

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা ! এটাতে দুঃখময় কোথায় থাকলো ! কোন কিছুই নেই, দুঃখও নেই সুখও নেই ! মাঝখানে অবস্থান করা জীবন !

মন্তব্যে বেশ ভাললাগা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইল ।

১৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫২

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,




জীবনে এক সময় সব কিছুই নেই হয়ে যায় । শুধু থাকে অসীম আকাশ আর ধুঁ-ধুঁ মাটি । আর থাকে নেই হয়ে যাওয়া কিছু স্মৃতি ।

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩০

কথাকথিকেথিকথন বলেছেন:





শূন্য থেকে শূন্য!

সুন্দর মন্তব্যে ভাললাগা বেশ।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৭| ২৮ শে জুলাই, ২০১৮ ভোর ৪:১৪

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতায় মুগ্ধ................... ++++

২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন:







অনেক ধন্যবাদ।

ভালো থাকুন।

১৮| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: কবিতার তারিখটা প্রথমে খেয়াল করিনি। শিরোনামটা দেখে প্রথমে ভেবেছিলাম, গত দু'দিন ধরে যে নাদানের প্রহসনমূলক হাসি নিয়ে সারা দেশ জুড়ে কান্নার আহাজারি চলছে, সেই হাসিটার কথাই হয়তো বলেছেন কবিতায়। কিন্তু কবিতা পড়ে বুঝলাম, একের ভেতরে অনেক কিছুই বলেছেন।
যাহোক, কবিতায় এত কিছু নেই নেই এর পরেও অন্য সব সুন্দর কিছুর সাথে 'নাবালকের হাসি'টাও জুড়ে দিয়েছেন দেখে ভাল লা্গলো। + +

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:





আপনার ধারণার কবিতাও হতে পারতো । কিন্তু আমি তো এর আগে লিখে ফেলেছি !

নেই এবং নেই এই দুয়ের মাঝের যে অবস্থান সেখানের কিছু আলাপ ছিলো কবিতায় ।

সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১৯| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম স্তবক আমার কাছে এলোমেলো মনে হলো। ২য় স্তবক ইগনোর করে বাকিটুকু ভালো লেগেছে।

শুভেচ্ছা রইল।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:



তার মানে আমি ধরে নেবো এটা মন্তব্য করার একটা ডিপ্লোমেটিক ধরণ! তবে বক্তব্য ক্লিয়ার, প্রথম দুই স্তবক ভাল লাগেনি, বাকীটুকু ভাললেগেছে আপনার !

মন্তব্যে ভাললাগা অনেক ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

২০| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫১

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১২

কথাকথিকেথিকথন বলেছেন:






অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.