নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

রাত্রিত্ব-চার ।

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩২


রাত্রির সাথে বসে আছি আমি, রাত্রিও বসে আছে আমার সাথে! একটি অবস্থান- সামনে সমুদ্র, পেঁছনে শৃঙ্গ, ডানে জঙ্গল, বামে মরুভূমি, উপরে আকাশ, নিচে মৃত্তিকা একই বর্তিকায় আবদ্ধ । চারপাশে ঘুরছে বাতাস। দিনের আলো এখনো নেভে নি। নীলের সাথে সাথে সারিসারি শ্বেত মেঘদলও রূপ বদল করছে । রাত্রি চুপচাপ বসে আছে । আমি কৌতুহল সংযত করতে না পেরে রাত্রিকে জিজ্ঞেস করলাম, তুমি এমন নীরব হয়ে আছো কেন! রাত্রি কোন উত্তর করলো না, আমার প্রশ্ন শুনে একটু নড়েও উঠলো না! এমন চুপচাপ রাত্রিকে বিগত সময়ে কখনো দেখি নি, যদিও এমন মূহুর্তও রাত্রির সাথে আমার কখনো আসে নি ! আমি দেখার চেষ্টা করলাম রাত্রি ঠিক কোন দিকে দৃষ্টিপাত করে আছে। কিন্তু আমি বিভ্রান্ত। আমি বুঝতে পারছি না রাত্রির চক্ষু ঠিক কোন দিকে মগ্ন! আমি কিছুটা ভীত হয়ে বসে আছি। ভাবতে লাগলাম রাত্রি কী আমার সাথে অভিমান করেছে!

হঠাৎ আমি দেখতে পেলাম রাত্রি প্রসারিত হতে শুরু করলো, অলঙ্কৃত কালো রঙ নিয়ে! চারপাশে লালচে হলুদ বর্ণ লেগে যাচ্ছে...। ধীরে ধীরে চারদিক তার বুকে গ্রাস হতে লাগলো... আকাশ, মৃত্তিকা, সমুদ্র, শৃঙ্গ, জঙ্গল, মরুভূমি... এভাবে চারপাশ যখন রাত্রি সম্পূর্ণ গ্রাস করতে লাগলো আমি বিস্মিত দৃষ্টি অবনত করে রাখতে পারি নি। আমার দৃষ্টির সামনে ক্ষণিকের মধ্যে সবকিছু যেন অদৃশ্য হয়ে গেল, যেন মিলিয়ে গেল সব, ধারণ করলো রাত্রির রঙ! হঠাৎ রাত্রি পেঁছন থেকে জিজ্ঞেস করলো, কী দেখছো অবাক হয়ে! আমি কিছুটা থমকে গিয়ে রাত্রির দিকে দৃষ্টি ফেরালাম, তখন দেখতে পেলাম, অদৃশ্য হওয়া সবকিছু আমার চোখের সামনে ভেসে আছে, সমুদ্র, শৃঙ্গ, জংগল, মরুভূমি, আকাশ, মৃত্তিকা... আমি এক ধ্যাণে রাত্রির দিকে তাকিয়ে রইলাম, এ যেন খুব অচেনা মূহুর্ত! রাত্রিও আমার দিকে তাকিয়ে রইলো অবাক হয়ে। সেও যেন আমার মধ্যে এমন কিছু দেখছে যা আমি তার মধ্যে দেখছি! আমি জিজ্ঞেস করলাম, তুমি কে রাত্রি? রাত্রি উত্তর করলো, আমি তোমাদের নাম দেয়া রাত্রি। তুমি যা দেখছো আমি তাই, আবার হয়তো তাই নয়। তোমাদের দেখার মধ্যে রয়েছে হাজারো কারণ অর্পিত অনুভব। যদি বলি আমি সবকিছু, সর্বময়, সর্বব্যাপ্তি তবে তাই আমি। আমি খুলে দেই সেই চক্ষু যে চক্ষু দিনের আলো অগ্রাহ্য করে! আমি সেই চক্ষু মেলে ধরি যে চক্ষুর সামনে থাকে একটি সত্য আয়না।

আমি বললাম, মানুষ যে রাত্রি নিয়ে অনুভবে লিপ্ত থাকে, যে রাত্রি নিয়ে হৃদয়ে আল্পনা আঁকে, যে রাত্রিকে নিয়ে গল্প কবিতায় মুগ্ধতা প্রকাশ করে তুমি কী সেই রাত্রি? রাত্রি উত্তর করলো, আমি সেই রাত্রি নই, হয়তো কারো কারো কিছু কিছু অনুভব মিলে যায়। ওরা নিজস্ব জ্ঞানে শুধু বিভিন্ন আঙিকে আমাকে ব্যাখ্যা করে। কিন্তু 'আমিকে' তারা ব্যাখ্যা করতে পারে না। তোমাকেও যদি বলি আমাকে ব্যাখ্যা করো তুমিও তা পারবে না। রাত্রির কথা শুনতে শুনতে আমিও তাকে ব্যাখ্যা করতে চেষ্টা করলাম। রাত্রি হঠাৎ বলে উঠলো, তুমিও আমাকে ব্যাখ্যা করতে চাইছো! আমি চমকে উঠলাম, আমি কী ভাবছি রাত্রি তা জানলো কীভাবে! রাত্রি আবার বলে উঠলো, তুমি ভাবছো আমি কীভাবে তোমার হৃদয়ের খবর জেনেছি! আমি মাথা নাড়লাম৷ রাত্রি বললো, তুমি কী জানো, তুমি আবৃত রাত্রি দিয়ে ৷তোমার মধ্যে প্রবহমান সবকিছুই রাত্রির মধ্যে বাস করে, সেখানে কোন আলো নেই। তোমার সেইসব অন্ত্রে দিনকে পৌঁছাতে হলে তুমি তোমাকে খুঁড়তে হবে। আর তুমি যদি তোমাকে খুঁড়ো তবে তুমি কখনো দিনের খোঁজ পাবে না! আমাকে কী তোমার ম্যাজিসিয়ান মনে হচ্ছে? কিংবা মনে হচ্ছে কোন ধাঁধাঁ? উন্নত মস্তিষ্ক দিয়ে ধরে ফেলতে পারলেই আমি ধরা খেয়ে যাবো! না, আমি এমন কিছুই নই। আমাকে ধরতে হবে এমন কোন বিধানও নেই, বরং আমাকে ধরতে চাইলে তোমার মনে হবে আমি দূরে সরে যাচ্ছি ক্রমশ.... কিন্তু আমি দূরে যাচ্ছি না, মূলত আমি সবকিছুকে ধরে রাখি ! মানুষ আমাকে হৃদয়ে ধারণ করে এভাবেই যা আমি নই! আমি শুধু নিয়মতান্ত্রিক কক্ষে চলা এক কক্ষপথ... সবকিছুকে দিন থেকে রাত্রিত্বে ফেলে দেই, আবার সবকিছুকে রাত্রিত্ব থেকে দিনে ফেলে দেই! প্রকৃতিকে আমি নিঃশ্বাস ফেলার জায়গা করে দেই, আমি তাকে চেপে ধরে রাখতে চাই না।

আমি রাত্রিকে চুপ করিয়ে বললাম, তুমি নিজেকে নিজেও ভুলভাবে ব্যাখ্যা করছো! তুমি নিজেকে লুকোতে চাচ্ছ! আমি তোমাকে ব্যাখ্যা করবো, আমি তোমাকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করবো... কোন একদিন, কোন এক মূহুর্তে, তোমার রঙে !

রাত্রি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে ! আমি সেই দৃষ্টিকে অগ্রাহ্য করে অন্যদিকে তাকিয়ে রইলাম !




ছবি বন্ধু- গুগল ইমেইজ

রাত্রিত্ব-তিন ।
রাত্রিত্ব-দুই।
রাত্রিত্ব ।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: প্রথম প্লাসটি দিয়ে যাই।

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১১

কথাকথিকেথিকথন বলেছেন:





প্রথম ধন্যবাদটাও আপনাকে দিলাম । নিয়ে যান !

শুভ কামনা রইলো ।

২| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১১

কথাকথিকেথিকথন বলেছেন:





অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: রাত্রি ভালো থাকুক।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:




হ্যা, রাত্রি ভালো থাকুক, উপহার দিক স্নিগ্ধ সব প্রভাত....


অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৪| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০১

শায়মা বলেছেন: রাত্রীভাবী এত কথা বলে!!!!! B:-)

বাপরে! #:-S

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩০

কথাকথিকেথিকথন বলেছেন:





রাত্রীভাবী কে! আমি তো রাত্রির কথা বলেছি, দিন নিপাতে যে আসে, প্রভাতে যে মিলিয়ে যায়!

রাত্রি অনেক কথা না বলে উপায় আছে! আমি যে প্রশ্ন করি ভুরিভুরি!! আবার মাঝে মাঝে গম্ভীরও হয়ে থাকে, প্রশ্ন করলেও উত্তর দেয় না!!

৫| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর বলেছেন: রাত্রি ভালো থাকুক।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩১

কথাকথিকেথিকথন বলেছেন:





হ্যা, রাত্রি ভাল থাকুন, হৃদয় মসৃণ করে ভোর দিক....

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৬| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

শায়মা বলেছেন: ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩০ ০

লেখক বলেছেন:





রাত্রীভাবী কে! আমি তো রাত্রির কথা বলেছি, দিন নিপাতে যে আসে, প্রভাতে যে মিলিয়ে যায়!

রাত্রি অনেক কথা না বলে উপায় আছে! আমি যে প্রশ্ন করি ভুরিভুরি!! আবার মাঝে মাঝে গম্ভীরও হয়ে থাকে, প্রশ্ন করলেও উত্তর দেয় না!!


বুঝেছি......

পাবনায় খবর দিতে হইবেক .... |-)

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৪

কথাকথিকেথিকথন বলেছেন:




পাবনায় কেন! রাত্রি তো সব জায়গায় বিরাজমান!! যখন নামে চারপাশ ঘিরে নেমে আসে....

৭| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪২

জাহিদ অনিক বলেছেন: মোটামুটি লাগলো--
অতটা ভালো লাগলো না।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৪

কথাকথিকেথিকথন বলেছেন:




ঠিক আছে । মেনে নিলাম !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৮| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৫

নাবিলা নিতু বলেছেন: ভালো থাকুক রাত্রি

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন:




হ্যা, ভাল থাকুক রাত্রি, তার রঙে রঙিন হোক হৃদয় সকল ...

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন।

৯| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

আখেনাটেন বলেছেন: আমি সেই চক্ষু মেলে ধরি যে চক্ষুর সামনে থাকে একটি সত্য আয়না। -- আমাদের ব্লগারদের মাঝে কিছু আয়না বিতরণ করা যায় না। :P

সেই আয়নাতে সমাজের সাদা-কালো রূপগুলো উনারাও ভালোভাবে পৃথক করতে পারত। X((

লেখক কি ইদানিং কোনো কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন?



১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন:






হা হা! এ আয়না বিতরণযোগ্য নয়। কারণ এ আয়না সবার মধ্যেই আছে, নিজেকেই খুজে বের করতে হবে! সে আয়নায় প্রথমে নিজেকে দেখতে হবে, পরে অন্যকে, সমাজকে।

কী নিয়ে দ্বিধাদ্বন্ধে ভুগবো!!

মন্তব্যে ভাল লাগা।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো! #

১০| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৮

আখেনাটেন বলেছেন: কী নিয়ে দ্বিধাদ্বন্ধে ভুগবো!! --- অাসলে লেখা পড়ে মনে হল আপনার নিজের সাথেই কোনো কিছু নিয়ে বোঝাপড়া চলছে। আমার ভাবনায় এখন বিরাট গলদ দেখছি। :P

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০১

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা! আসলে আপনার ভাবনাও সত্য! নিজেকে দ্বিধাদ্বন্ধে রেখে জানার চেষ্টা করছি!!

ফিরতে মন্তব্যে ভাললাগা।

১১| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:২২

রেজওয়ান তানিম বলেছেন: লেখার ভাবটা ভালো লেগেছে বেশ। ভাল লাগল বলেই একটু বলছি, শব্দের ব্যবহারে আরেকটু আধুনিক ও সহজ হলে বোধহয় খারাপ হত না। বর্ণের জায়গায় রঙ, চক্ষুর জায়গায় চোখ একই সাথে সহজ ও সতেজ.।.।

শুভেচ্ছা রইল

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৩

কথাকথিকেথিকথন বলেছেন:





ব্যাপারগুলো নিয়ে ভাবছি। আপনার মনোযোগী পাঠে ভাললাগা বেশ।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইল।


১২| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৭

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



রাত্রি হলো শুধুই আলোর অনুপস্থিতি , অন্য কিছু নয় ।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৫

কথাকথিকেথিকথন বলেছেন:



শুধুমাত্র আলোর অনুপস্থিতিকে রাত্রি বলা যায়? তাকে শুধু অন্ধকার বলা যায়, রাত্রি ঠিক বলা যায় না!

মন্তব্যে ভাললাগা।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

খায়রুল আহসান বলেছেন: রাত্রি অনেক কারণে কাঙ্খিত হয়ে থাকে। রাত্রি রহস্যময়, রাত্রি মানুষকে গোপনীয়তা দেয়, মানুষের ভাবনাকে উন্মোচিত করে।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক । রাত্রি যেন মানুষের পুরোটাই মনস্তাত্বিক বিষয় !

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইল ।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: আপনি সেই যে কোথায় চলে গেলেন, আর আসছেনই না। নতুন পোস্ট নিয়ে তাড়াতাড়ি ব্লগে ফিরে আসুন!

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন:


এই যে আসলাম । ভাবলাম একটু বিশ্রাম নিই !!

অনেক ধন্যবাদ খবর নিয়েছেন বলে ।

ভাল থাকুন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.