নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

আঁধার কেটে তুমি, ছুঁয়ে দিলে কুয়াশা ঝরে পড়ে...

১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

আঁধার কেটে তুমি

নিয়মতান্ত্রিক কঠোরতায়
আগলে রাখা তোমায়
ছায়ামেঘে উড়ে যায় সন্ধ্যা
উচ্ছৃঙ্খল সময় যাপন
ভেবে তুমি আপন
ঘিরে থাকা আঙুল ।

চোখের সীমানা পেরিয়ে দীর্ঘ তুমি
ভারাক্রান্ত নিঃশ্বাস তোমায় ছুতে চাইলে
যেন হোঁচট খেয়ে সরে পড়ো তুমি
গড়পড়তায় নিঃশ্বাস ক্ষণজীবী
সে ফিরে আসে বুকের ঘরে ।

বেঁচে থাকা চোখ যেন তোমায় না হারায়
হয়তো একদিন নিঃশ্বাস আর ফিরবে না
......তোমার পিছু পিছু গিয়ে।
এখানে পড়ে থাকবে দেহ হৃদয়হীন
ম্যাচকাঠির খোঁচায় জ্বলে উঠবে দ্বীপশিখা
আঁধার কেটে মশাল হাতে ছুটবে তুমি....
আমি ওপারে থাকবো দাঁড়িয়ে ।

ছুঁয়ে দিলে কুয়াশা ঝরে পড়ে...

যে পথ শেষ হয়ে যায়
সে পথ আবারও সন্মুখে দাঁড়ায়
কিছু ইঙ্গিত স্পর্শ করে যায়
মুখিয়ে থাকো অপেক্ষায় ।

পথের অদূরে টান লাগে
ছুঁয়ে দিলে কুয়াশা ঝরে পড়ে
মুখছবি এঁকে যায় উষ্ণ চাদর
হৃদয়ে বরফ ঝরে-জমে
অদূরে উষ্ণতা, সন্মুখে সেই পথ...

......হয় মৃত প্রভাতের বিভ্রান্ত রাত

ক্রমশ আঁধার নেমে এলে
জানালাগুলো গলে পড়ে
দরজা পিছু ছেড়ে দেয়
বন্দি হয়ে পড়ে আকাশ।

প্লাবন ঘরে ফেরে সমুদ্র নিয়ে
মুঠো ভর্তি কোলাহল মরে যায়
চুপ মেরে বসে থাকে পাখিরা
রাতের গভীরে সন্ধ্যা এসে পড়ে
হয় মৃত প্রভাতের বিভ্রান্ত রাত।

মন্তব্য ৩৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

শায়মা বলেছেন: বাহ বাহ একদম প্রেম ও বিরহের কাব্য হয়েছে।

আঁধার কাঁটা রাতের কাব্য!

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা! প্রেম এবং বিরহ এ দু'য়ের উদ্দেশ্য প্রনোদিত সম্পর্ক রয়েছে। এরা একে অপরকে ছাড়া একাকি যাপণ করতে পারে না!

সুন্দর মন্তব্য। ভালো লেগেছে।

শুভ কামনা। প্রেমে পড়া থেকে দূরত্ব বজায় রাখুন।

২| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

ফেনা বলেছেন: "..... হয় মৃত প্রভাতের বিভ্রান্ত রাত"
-- বেশি ভাল লেগেছে।
শুভকামনা।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:


সুন্দর মন্তব্যে ভালোলাগা।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় লেখা।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২০

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাললাগা রইলো।

অনেক ধন্যবাদ।

ভাল থাকুন সবসময়।

৪| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আধার কেটে মশাল হাতে এগিয়ে যান। সুন্দর।+

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২২

কথাকথিকেথিকথন বলেছেন:





আমি ওপারে দাঁড়িয়ে, মশাল হাতে সে!

সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো

৫| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

সুমন কর বলেছেন: অনিয়মিত কেন?

ভালো হয়েছে।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৬

কথাকথিকেথিকথন বলেছেন:





নিয়মিত আছে বলেই অনিয়মিত হতে পেরেছি!! হা হা। মূলত লেখার প্রতি, পড়ার প্রতি আসক্তি লোপ পেয়েছে। তাই অনিয়মিত।

মন্তব্যে ভাললাগা অনেক।

ভালো থাকুন সবসময়।

৬| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩২

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,



প্রথমটি একটু খাপছাড়া লেগেছে । বাকী দু'টো সুন্দর ।
শেষেরটির শেষ দুটো লাইনে প্রাপ্তি-অপ্রাপ্তির দোলাচল ।

ভালো লেগেছে ।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫০

কথাকথিকেথিকথন বলেছেন:






মূলত তিনটা তিন সময়ে লেখা!

সুন্দর মন্তব্যে ভালোলাগা অনেক।

অনেক ধন্যবাদ।

ভালো থাকুন সবসময়।

৭| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮

আখেনাটেন বলেছেন: অাঁধার নামার সাথে জানালা গলে পড়া ও অাকাশকে বন্দি করে ফেলার উপমাটুকু মন ছুঁয়ে গেল।

অনেক দিন পর অাবেশ জড়ানো কাব্য নিয়ে ফিরলেন।

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:



সুন্দর মন্তব্যে ভাল লাগলো বেশ ।
এই যাওয়া, ফেরা এর মধ্যেই তো সবকিছু । এর মধ্যে যাওয়াটাই সবসময় হয়, ফেরাটা কারো জন্য হয়, কারো জন্য হয় না, অবশেষে একসময় কেউই আর ফিরতে পারে না ।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো ।

৮| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০

বিজন রয় বলেছেন: আপনি অনেক কম পোস্ট দেন আজকাল। কারণ???

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২২

কথাকথিকেথিকথন বলেছেন:





লেখালেখির প্রতি অনীহা জেগেছে!
আপনার কী খবর? ভাল আছেন?

মন্তব্যে ধন্যবাদ অনেক।

ভাল থাকুন?

৯| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

ঋতো আহমেদ বলেছেন: দারুণ কবিতা ! ভালো লাগলো।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২২

কথাকথিকেথিকথন বলেছেন:






মন্তব্যে অনেক ধন্যবাদ।

ভাল থাকুন সবসময়।

১০| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩১

শায়মা বলেছেন: এহ হে রে!!!!!!!!!

দূরত্ব বজায় রাখবো কেনো!!!!!!!!!!

১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন:




কুড়িতে কুড়িতে বয়স তো আর কম হলো না এখন প্রেমে পড়ে কী হবে!!

১১| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

মনিরা সুলতানা বলেছেন: ছুঁয়ে দিলে কুয়াশা ঝরে পড়ে !!
এটা বেশি পছন্দ হয়েছে।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১২| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

শায়মা বলেছেন: ঐ চুপ !!


ভাগ আধামরা ......

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২

কথাকথিকেথিকথন বলেছেন:



আয়নাতে ওই মুখ দেখবে যখন
প্রেমে পড়ার স্বাদ কী জাগবে তখন!

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২

শায়মা বলেছেন: স্বাদ না সাধ !!!!!!!!!! ওহ নো ইউ আর গেটিং গা ....... B:-)


তুমি প্রেমে পড়ছো নাকি ভাইয়ু!!!!! :-B

প্রেমে পড়লে নাকি ছেলেরা সা রে গা মা পা ধা নি সা হয়ে যায়!!!!!! :)

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২১

কথাকথিকেথিকথন বলেছেন:






ওই একি, স্বাদ লাগা, সাধ জাগা।

এখন কী গান ধরবো, প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি, অচেনা অজানা একজনের প্রেমে!!

ছিঃঃ কিছু সব গাধামাধা শব্দ ব্যবহার করছেন! আপনার মত বয়োজ্যেষ্ঠদের থেকে এটা আশা করা যায় না!!

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৪

স্বপ্নডানা১২৩ বলেছেন: অনুভূতির সুন্দর প্রকাশ

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:




অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০

মলাসইলমুইনা বলেছেন: আহমেদ জিএস ভাই আমার কবিতা সমস্যাটা প্রথমেই বলেছেন প্রথমটি একটু খাপছাড়া লেগেছে বলে I আর শায়মা শুরুতেই বাহ বাহ একদম প্রেম ও বিরহের কাব্য হয়েছে বলে সমস্যার সমাধান দিয়েছেন I নাউ, কবিতা বিশেষজ্ঞ আমি বলতেই পারি কবিতা মধুর লেগেছে (ক্রেডিট গোস টু অল থ্রি- পোয়েট, প্রব্লেম আইডেন্টিফায়ার এন্ড প্রব্লেম সল্ভার ) I

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর মন্তব্য । ভাল লাগলো বেশ ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৮

খায়রুল আহসান বলেছেন: গড়পড়তায় নিঃশ্বাস ক্ষণজীবী - খুব চমৎকার বলেছেন এ কথাটা, ভাল লেগেছে।
শেষের কবিতার শেষের স্তবকটি খুব ভাল হয়েছে।

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৪

কথাকথিকেথিকথন বলেছেন:





ভালো লেগেছে সুন্দর মন্তব্যে ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন সবসময় ।

১৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮

সামিয়া বলেছেন: কবিতায় দম বন্ধ প্রচণ্ড কষ্ট কিংবা অভিমানের ছাপ স্পষ্ট। ভালোলাগা +++++

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:




লেখার সারমর্ম বেশ টেনেছেন ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.