নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

ইনসমনিয়াক হৃদয়!

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

অভ্যস্ত রাত জেগে থাকে অস্থির
ফিরে আসে বক্ষের জমানো কথারা
ভিড় ঠেলে ভিড়ে... চারপাশজুড়ে
যেন কথাদের শেষ নেই!
নৃত্যগীতে, ফিসফিস সুরে
রিনিঝিনি বৃষ্টির মত ওরা ঘিরে থাকে!

নিউরনে উড়ে বেড়ায় বাজপাখি
যেন পালকে লেগেছে আগুন
হৃদয় নেই ঘরে... এই রাতভর
সে ঘুরে বেড়ায় দিগন্ত জুড়ে
জলপাহাড় থেকে অরণ্য অব্দি
হৃদয় বাজপাখি...

হৃদয়ের ব্যাকপ্যাকে রঙিন পেন্সিল
আকাশের কালো পৃষ্ঠায় পালকের আঁচড়
কত নাম, কত মুখ, কত ভালোবাসা, কত হাসি....
চাঁদ হয় মলিন, মুছে যায় তারকারা
ভেসে উঠে পালকের ভাঁজে ভাঁজে
এক রঙিন আকাশ...
বাতাসের গায়ে লেগে যায় বনজ ঘ্রাণ
রাতপ্রহর ফাঁকি দেয় হৃদয় স্বপ্নসম্ভ্রমে
বাজপাখি সে এক....

চোখ মেলে দেখি নীল প্রভাত
তার গায়ে লেগে আছে বনজ ঘ্রাণ
ঘুমন্ত দেহে ইনসমনিয়াক হৃদয়!

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

আখেনাটেন বলেছেন: হৃদয় বাজপাখি কতজনরে ছোঁ মেরে ঘরে তুলল। ;)

আজকের কবিতা পড়ে মজা পেলুম।

টাইপো:
নিউরন; আচঁড়; ভাঁজে ভাঁজে

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:১১

কথাকথিকেথিকথন বলেছেন:




হা হা! এই বাজপাখি ভালো। ছোঁ মারে না!!

সুন্দর মন্তব্যে ভাললাগা।

বানানগুলো ঠিক করে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।

ভালো থাকুন।

২| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

মলাসইলমুইনা বলেছেন: অনবদ্য উদাসী শব্দ ভ্রমণ যেন ...
"হৃদয়ের ব্যাকপ্যাকে রঙিন পেন্সিল
আকাশের কালো পৃষ্ঠায় পালকের আছড়
কত নাম, কত মুখ, কত ভালোবাসা, কত হাসি...."


কবিতায় ভালোলাগা ইসমোনিয়া হয়ে জেগে রইলো আমার সাথে এই নির্ঘুম রাতে ।বিউটিফুল ।

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

কথাকথিকেথিকথন বলেছেন:



চমৎকার মন্তব্যে ভাল লাগলো বেশ।

অসংখ্য ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগময় কবিতা।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর মন্তব্যে ভাললাগলো।

অনেক ধন্যবাদ।
শুভ কামনা।

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন কবিতা।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকুন।

৫| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

সাহিনুর বলেছেন: অনেক আবেগ দিয়া লিখেছেন ভাইয়া ।

০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

কথাকথিকেথিকথন বলেছেন:




ভাল লাগলো মন্তব্যে।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা থাকলো।

৬| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

শায়মা বলেছেন: বাঁজপাখি ভাই্য়ু!!!!!!

:P

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

কথাকথিকেথিকথন বলেছেন:





আমি হৃদয়ের কথা বলেছি। আপনার হৃদয়ও হয়তো পেঁচা হয়ে ঘুরে রাতের আঁধারে... ইনসমনিয়াক হৃদয়!!

৭| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

ওমেরা বলেছেন: Excellent কবিতা!!

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাল লাগা।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৮| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। ভালো লাগা রইলো।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে ভাল লাগা রইলো।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

সামিয়া বলেছেন: চোখ মেলে দেখি নীল প্রভাত
তার গায়ে লেগে আছে বনজ ঘ্রাণ
ঘুমন্ত দেহে ইনসমনিয়াক হৃদয়!


অসাধারণ লিখেছেন কবি------------

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে ভাল লাগলো বেশ ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১০| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ঘাড় ফিরে লেখা আপনার অবেগময় কবিতাটা খুব মনোযোগের সাথে পড়লাম। অনেক ভাল লেগেছে। তবে ইনসমনিয়াক! ;)

প্লাস+++

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২১

কথাকথিকেথিকথন বলেছেন:






মন্তব্যে ভাল লাগলো অনেক। ঘাড় সোজা করে পড়ুন!!

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

নজসু বলেছেন:



অন্যরকম একটা আবেশ তৈরি হলো কবিতা পাঠে।
ভালো লাগা।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৩

কথাকথিকেথিকথন বলেছেন:






সুন্দর মন্তব্যে ভাল লাগলো বেশ।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৭

মনিরা সুলতানা বলেছেন: আহা ঠিকঠাক নাকে এসে লাগলো অনন্য শব্দে লেখা এক কবিতার ঘ্রাণ !
চমৎকার।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:






হা হা! নাকে লাগে কবিতার গন্ধ! এই নাহলে পার্ফেক্ট কবিতানুরাগী!

সুন্দর মন্তব্যে ভাললাগা বেশ।

শুভ কামনা রইলো।

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন । ++

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২০

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে ভাললাগা রইলো ।

অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.