নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

কয়েদখানা বাজেয়াপ্ত।

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮


সমুদ্রের সঙ্গে রয়েছে আড়ি
হৃদয়ে বেড়েছে জল
আঁড়ালে ভেসেছে বুক
খবর রেখেছে শুধু টুকরো নীল
নিঃসঙ্গতা নিষ্পাপ
উদারতা সঙ্গীহীন।

জমানো সুখে আগুন লেগেছে
পুড়েছে দুঃখগুলো
আমার নেই কিছু
না সুখ, না দুঃখ!

শুকনো মুখে চেয়ে থাকি রাতের চোখে
নক্ষত্র হতে চায় হৃদয়
লুকিয়ে থাকা মৃত্যু গগণ ভাঙ্গে।

দিন শেষে সবাই ঘরে ফেরে না
কেউ ফেরে আঁধারে....
নিঃশ্বাস জমে গেলে নিঃশব্দে
মুছে যায় পদচিহ্ন সব অজানা বাহানায়।

হৃদয় ঘেঁসে যারা নিয়েছে নীড়ের ভাগ
চোখের জলে তারা করে ফেলে সব গোপন
ঠিক আঁধারে ফেরা লোকটির মত...
ভরসা রেখো না হৃদয়ে রাখবে কেউ তোমাকে।

যা দেখো আকাশ বেধ করে তুমি
মেঘের বুকে রঙিন দৃশ্যাবলি
তুমি হও মর্মাহত...
সব দিয়েছে ধোঁকা তোমায়
প্রিয়জন বলো, প্রকৃতি বলো।

চোখ বুজে গেলে তুমি একাকী
পথ খুঁজে পাবে হয়তো আলো
অথবা আঁধার আলিঙ্গন গহীনে।

মুঠো হাতে শূন্য রেখা....
দেহের আনাচ কানাচ স্থিরতায় বহমান
কুঁকড়ে থাকা অনুভূতিগুলো জেল ছেড়েছে
কয়েদখানা বাজেয়াপ্ত।


ছবি বন্ধু- গুগল ইমেইজ।

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই, কবিতা পড়লোম, অনেকটাই অস্পষ্ট লাগলো, হয়ত ঘুমের তন্দ্রা আসায়। সকালে আবারো পড়বো। তখন মন মানসিকতা ফ্রেশ থাকবে।

শুভকামনা

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

কথাকথিকেথিকথন বলেছেন:



ঠিক আছে সকালে আবার পড়ুন।

মন্তব্যে অনেক ধন্যবাদ।

ভাল থাকুন।

২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

হাবিব বলেছেন: ভালো লাগলো কবিতা

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাল লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৩| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: ভালো।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৪| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০২

আকতার আর হোসাইন বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনার ভাললাগা গ্রহণ করলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৫| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪১

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে। শুভ রাত্রি।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন:




শুভ সকাল ।

সুন্দর মন্তব্যে ভাল লাগলো বেশ ।

অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৬| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১১

জুনায়েদ বি রাহমান বলেছেন: পড়লাম। অনেক কথা, এক কবিতায়...

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:




পড়েছেন, তাই ভাল লাগলো ।

অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৭| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাল লাগা । অনেকদিন পর আপনাকে দেখলাম ।

অসংখ্য ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৮| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৯| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩১

সোহানী বলেছেন: শিরোনাম, ছবি, বিষয়, ভাব............... সব মিলিয়ে অসাধারন।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে ভাল লাগলো বেশ ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১০| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

শায়মা বলেছেন: বাহ বাহ!!

সাঙ্গ হোক নিসঙ্গতা!!!!!!!!!!

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

কথাকথিকেথিকথন বলেছেন:





এই কবিতার অর্থের বর্ণনা চাই। ব্যাখ্যা করুন।

১১| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

মনিরা সুলতানা বলেছেন: এবার সত্যি মাথার উপর দিয়ে গেছে :(

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন:






মাথার উপর দিয়ে গেল! সহজ শব্দে সরল লেখা!

১২| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন,



মনের কয়েদখানা কিন্তু বাজেয়াপ্ত হয়না কখনও। কেউ না কেউ সেখানে বন্দি হয়ে রয় আমৃত্যু!

আর "দিন শেষে সবাই ঘরে ফেরেনা" এই লাইনটিতে লুকানো ব্যথাটুকু এমন করে গানে গানেই বেজে যাবার মতো -
ঘরে যারা যাবার, তারা কখন গেছে ঘর পানে
পারে যারা যাবার, তারা গেছে পারে
ঘরেও নহে পারেও নহে, যে জন আছে মাঝখানে
সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে!

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

কথাকথিকেথিকথন বলেছেন:






যখন মানুষ যায় মরে তখন কয়েদখানা হয় বাজেয়াপ্ত, কেউ আর থাকে না হৃদয়ে বন্দি, স্বয়ং হৃদয় দেয় উড়াল!

সন্ধ্যাবেলার মধ্যে রয়ে যায় কেউ কেউ.... তাদের না হয় দিন, না হয় রাত।

চমৎকার মন্তব্যে খুব ভাল লাগলো।

অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

ডঃ এম এ আলী বলেছেন: মনযোগ দিয়ে পড়লাম , কবিতায় ছড়ানো রয়েছে একরাস মুগ্ধতা
তবে কবিতাটির কতক কথামালায় বেশ কিছু ভাবনার উন্মেষ ঘটেছে মনে ।
কবিতায় থাকা নিগুঢ় ভাবের কথামালা হৃদয়কোণে বেধেছে বাসা,
দু’চোখের পাথর ছিদ্র করে ভিতরে ভিতরে গড়িয়ে পড়ছে জল
পৃথিবীর প্রাচীন কয়েদখানা কবরের কথা কেবলই হতেছে স্মরণ,
হায়! এ-আনন্দধারায় মনের অজান্তেই জেনে গেলাম ,
মরন দোয়ারে পৌঁছে গেলে ঠিকানা বিহীন
বাজেয়াপ্ত হয়েদখানার অতলোই হতে হবে বিলীন !
সর্বদা মানুষ থাকি না তাই মৃত্যকে ডরাই
সুখের আশায় হয়ে থাকি চাতক, চাতকিনী
যদিও জানি হয়তবা তা পাবনা কোন দিন ।

সুন্দর ভাবগাম্ভির্যময় কবিতাটির জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:






আপনার বিস্তর মন্তব্যে ভাল লাগলো খুব। হ্যাঁ, কয়েদখানা বাজেয়াপ্ত হয়ে যায়। সবাই ধীরে ধীরে হারিয়ে যায়। আজ যে আছে কাল সে নেই। অজানা ক্ষণ কখন এসে পড়ে তা বলা যায় না।

অনেক ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: সমুদ্র জল কব্য ভ্রমের ডানা নিয়ে একটু বেশি লিখতেন!


আজ আপনার কবিতার মাঝে একই স্বাদ পেলাম !

কবিতা খুব সুন্দর হয়েছে++


আপনাদের কবিতা পড়লে আর কবিতা লেখার ইচ্ছা জাগে না।কারণ আপনাদের মত করে কখনোই লিখতে পারি না।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন:




খুব বেশি বলছেন! আপনি আমার মত কিংবা অন্য কেউর মত করে কবিতা লিখবেন কেন!! আপনি লিখবেন আপনার মত। নিজস্ব আঙ্গিকে, নিজস্ব ভঙ্গীতে। এবং আপনি আপনার মতই কবিতা লিখেন এবং সেগুলো বেশ মানসম্পন্ন কবিতা।

মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকুন।

১৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

জুন বলেছেন: ব্যতিক্রমি কবিতায় অনেক ভালোলাগা রইলো কথাকেথি :)
তবে বর্তমান পরিস্থিতিতে কয়েদখানা বাজেয়াপ্ত হলে ভালোই হতো।
তবে মনের টা না ;)

+

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২২

কথাকথিকেথিকথন বলেছেন:








হা হা! কিন্তু মনটাই যে বাজেয়াপ্ত হয়ে যায়!

সুন্দর মন্তব্যে ভাল লাগলো খুব।

অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.