নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

গভীরতম বিজয়োল্লাস ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৭


হৃদয়ের গভীরে বিজয়োল্লাস
পকেটভর্তি রক্তস্রোত
চোখের জলে মা ভাসায় ত্যাগ
যৌবনবতী নারী বিলায় সম্ভ্রম
কবি জন্ম দেয় ঘৃণিত শব্দে নিষ্পাপ কবিতা
হারায় না নয়মাস
সমুদ্র যেমন বেঁঁচে থাকে স্রোত নিয়ে।

বুলেটে লেগে থাকা যে রক্ত
তার নাম হাসি
পলকহীন চোখে যে স্থবিরতা
তার নাম স্বপ্ন
নিঃশ্বাসহীন দেহে যে মৃত্যু
তার নাম জীবন
হৃদয়ে গেঁথে থাকা যে কলঙ্ক
তার নাম বিজয়...

আমার বেঁচে থাকা
চিৎকার করে বলা- বাংলাদেশ
এই দেহে সূচালো তীরের মত গেঁথে যায়-
ভাইয়ের খাঁচাহীন বুক, বোনের চিৎকার
মায়ের আঁচলের অভিশাপ
মৃত্তিকার রক্তাক্ত ঘ্রাণ...
ওরা নোনা জলে জন্ম দিয়েছে সবুজ
লাল দিয়ে ফুটিয়েছে ফুল
এর থেকে নিষ্পাপ বিনিময় কী কোথাও আছে?


ছবি বন্ধু- গুগল ইমেইজ।

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: একটি দীর্ঘশ্বাস।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:




কবিতা পাঠে অনেক ধন্যবাদ ।

বিজয়ের শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর
ভাল লাগা রইলো

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:




অসংখ্য ধন্যবাদ ।

বিজয়ের শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শক্তিশালী কথামালার কবিতা।
++++++

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে ভাললাগা বেশ ।

বিজয়ের শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

নীলপরি বলেছেন: নিদারুণ আবেগের কবিতা । খুব ভালো লাগলো কবি ।

++++
শুভকামনা

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:





ভাল লাগলো বেশ মন্তব্যে ।

অসংখ্য ধন্যবাদ ,

বিজয়ের শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন:




অসংখ্য ধন্যবাদ ।

বিজয়ের শুভেচ্ছা ।

ভাল থাকুন ।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: কাব্যের বুনুনটি অসাধারণ লাগলো।
বিশেষ করে,

" বুলেটে লেগে থাকা যে রক্ত
তার নাম হাসি
পলকহীন চোখে যে স্থবিরতা
তার নাম স্বপ্ন
নিঃশ্বাসহীন দেহে যে মৃত্যু
তার নাম জীবন
হৃদয়ে গেঁথে থাকা যে কলঙ্ক
তার নাম বিজয়....." আহা ভাবনায় মুগ্ধতা!!!

মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

কবিতায় প্লাস+++++

অফুরান শুভেচ্ছা রইলো।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:




চমৎকার মন্তব্যে ভাললাগা রইলো বেশ ।

অসংখ্য ধন্যবাদ ।

বিজয়ের শুভেচ্ছা ।

শুভ কামনা রইলো ।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

নজসু বলেছেন:




আপনার কবিতায় প্রিয় দেশের
মানচিত্র দেখতে পেলাম।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

কথাকথিকেথিকথন বলেছেন:



মন্তব্যে ভাল লাগলো খুব । আপনার অনুভূতি চমৎকার ।

অসংখ্য ধন্যবাদ।

বিজয়ের শুভেচ্ছা ।

ভাল থাকুন ।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: দারুণ। প্রথম এবং শেষ প‌্যারা বেশি কিন্তু ২য় প‌্যারাটি মোটামুটি।
+।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর মন্তব্যে ভাল লাগলো বেশ।

অসংখ্য ধন্যবাদ।

বিজয়ের শুভেচ্ছা।

শুভ কামনা রইলো।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

অগ্নি সারথি বলেছেন: হ্যালো কথাকথি!

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন:





হাই, কেমন আছেন?

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার ব্লগে দাওয়াত রইলো B-)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন:





আপনাকে ধন্যবাদ। আসবো কখনো, সখনো!

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৪

কালীদাস বলেছেন: বাংলাদেশ।
এই শব্দটা লেখার সময় সত্যিই চিৎকার করে ফেলেছিলাম।
সুন্দর।

খবর কি কবি?

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

কথাকথিকেথিকথন বলেছেন:





আমি ভালো আছি। কবি ভাল আছে কিনা তা জানি না!
অনেকদিন পর দেখছি আপনাকে। কেমন আছেন?

১২| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

কালীদাস বলেছেন: আলহামদুলিল্লাহ!
কয়দিন ধরেই ভাবছিলাম, কঠিন নামের কবিসাহেবকে দেখছিনা কেন!! আজকে রিপ্লাই পেয়ে ভাল লাগল। শীত কেমন কাটছে?
ভাল থাকবেন :)

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন:




শীত শিরশিরে কাটছে! যদিও শীতের ভোর আমার খুব পছন্দ যদি সেটা হয় সারিসারি গাছের কোন বাগানে। গায়ে চাদর মুড়িয়ে কুয়াশা কেটে কেটে হাঁটতে ভাল লাগে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.