নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ের মুখছবি।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

যে কথা হয় না বলা
যে অনুভব হয় না প্রকাশ
যে গল্প হয় না বলা
যে আবদার হয় না করা
যে দুঃখ যায় না দেখা
যে সান্তনা হয় না দেয়া
যে ভরসা পড়ে না চোখে
তাদের মূল্য কত?
নীরবতা কী মূল্যহীন?
ওরা কী একান্ত নিজস্ব?

বুঝতে না পারা বিষয়গুলো
ছুঁতে না পারা ভালোবাসাগুলো
অমর হয়ে থাকে হৃদয়ে....
যারা দাঁড়িয়ে চারপাশে
ঘুরে ফিরে আসে সময়ের সাথে
ভাগাভাগী করতে শূন্যতাগুলো
তাদের এড়িয়ে চলা হৃদয়ের গহীনে
যে উচ্ছ্বাস, উন্মাদনা, অনুভব খেলা করে
স্বার্থহীন আগন্তুক যে বাস করে হৃদয়ে
একান্তভাবে লুকিয়ে রাখে ভালোবাসাগুলো
কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য গভীরভাবে
অথচ থাকে ওরা বেখবর.....
ওরা জানে না চেনা এই মানুষের মধ্যে
তাদের অতি আপন, অতি শুভাকাংখী
একজন আগন্তুক বসত করে!

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬

মানুষ বলেছেন: হুমমমমম

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৫

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকুন।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কোটি টাকার প্রশ্ন রেখেছেন কবি তার কাব্য কথায়! একেবারে আমার মনের প্রশ্নগুলো, যা আমি অনেকসময় ওই আসমানের দিকে চেয়ে থেকে মনে মনে ছুড়ে দেই।
কার কাছে কেমন জানিনা, তবে অগোচরে আর অবহেলা-অনাদরে যতই কষ্টব্যথা জমাহোক হৃদয়ের ঘরে আমার কাছে তো অমূল্য মনে হয়।

অনেক অনেক ভালো লাগা রইল কবিতার কথামালায়।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনার সুন্দর মন্তব্যে ভাললাগা অনেক । কিছু অদৃশ্য ব্যাপার আছে যা শুধু হৃদয় অনুভব করতে জানে ।

অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১২

শায়মা বলেছেন: হৃদয়ের মুখ!

তার আবার ছবি!!!

যাক তবুও সেটা নিয়েও দারুণ কবিতা হলো!!!! :)

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:




হৃদয়ের মুখের ছবি হচ্ছে মুখছবি । আপনারটা কী দেখেছেন কখনো ?!

মন্তব্যে ভাল লাগলো বেশ ।

শুভ কামনা রইলো ।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯

কথাকথিকেথিকথন বলেছেন:



ভাল লাগলো আপনার মন্তব্যে।

অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকবেন ।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা.....

আমার ব্লগে দাওয়াত রইলো.... :)

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১

কথাকথিকেথিকথন বলেছেন:



মন্তব্যে ভাল লাগা রইলো ।

আপনার ব্লগ ঘুরে আসলাম । আপনি তো দেখি যথেষ্ট হিট !

অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকুন ।

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

জাহিদ অনিক বলেছেন:
যে কথা যায়না বলা
শুধু বোঝা যায়
মনের গভীরে
শুধু আলো হয়ে রয়ে যায় ।।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩

কথাকথিকেথিকথন বলেছেন:




হ্যাঁ, ঠিক তাই । সে আলো হয়ে থাকে নিশ্চুপ !

মন্তব্যে ভাল লাগলো বেশ ।

অসংখ্য ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০

জুন বলেছেন: কবিতায় অনেক ভালোলাগা রইলো কথাকেথি
অমুল্য প্রশ্নাবলী :)
+

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর মন্তব্যে ভাল লাগলো বেশ।

অসংখ্য ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
ভালোলাগা রাখলাম।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে ভাললাগা রইলো।

অসংখ্য ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

হাবিব বলেছেন: এতোগুলো প্রশ্নের জবাব কে দিবে কবি?

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন:




পরের প্যারায় রেখেছি তো! প্রশগুলোর উত্তর থাকে অনুভবে...

মন্তব্যে ভাল লাগলো বেশ।

শুভ কামনা রইলো।

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: অব্যক্ত জিজ্ঞাসারা রয়ে যায় মনের আনাচে কানাচে পরিচিত হয়ে ।

কবিতায় ভালোলাগা।

শুভেচ্ছা নিয়েন।

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর মন্তব্যে ভাল লাগলো অনেক ।

অসংখ্য ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন,




নিরবতার মূল্য সবাই-ই বোঝেনা, কেউ কেউ বোঝে! যে কথা হয়না বলা, হৃদয়ের মাঝে লুকিয়ে লুকিয়ে তারও অনেক কিছু বলার থাকে!

আর শেষ লাইনে " আগুন্তুক" নয় " আগন্তুক" হবে ।

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন:




হ্যাঁ, নীরবতার মধ্যে যে অনুভব লুকিয়ে থাকে, স্পর্শের বাইরে সেখানে থাকে বহুকথা, বহু কল্পনা ।

ভুল দুটো ছিল । ঠিক করে দিয়েছে । কৃতজ্ঞতা রইলো ।

অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকুন ।

১২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১

আখেনাটেন বলেছেন: ওরা জানে না চেনা এই মানুষের মধ্যে
তাদের অতি আপন, অতি শুভাকাংখী
একজন আগন্তুক বসত করে!
-- হুম; তা আর বলতে। চেনার মাঝে অচেনা কেউ।


২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৬

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.