নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

মনোহর নিঃসঙ্গতা ।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩



যখন তুমি আসো ধীরে ধীরে
নির্দিষ্ট কক্ষপথে একটি তারা খসে পড়ে
এভাবে খসে পড়ে অসংখ্য তারা
ওরা আল্পনা আঁকে, তোমার প্রতিটি ছাপে
হৃদয়ের ভূমিতে যে আওয়াজ রেখে যাও তুমি
দাগটানা চোখে অশ্রু যায় মুছে...
প্রতিটি ক্ষণে মরণ অনুভব !

গোলাপ সন্ধ্যা গায়ে মাখে কর্পূর কুয়াশা
তোমার অপেক্ষায় থাকা একা অলিন্দ উড়াল দেয়
তারারা ঘিরে ধরে, তোমার খবর ছড়িয়ে পড়েছে !
...তুমি আসছো একাকি অলিন্দ রাত্রিতে
দু'চুমুক অম্ল চুমো খেতে চোখের নিঃশ্বাস চেপে !
ঝুল গুল্মে ফুটবে একটি মনোহর নিঃসঙ্গতা
যার নাম রাখা হবে যুগল রাত্রির অমরাবতী ।



ছবি বন্ধুঃ গুগল ইমেইজ ।

মন্তব্য ৩০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
নি:সঙ্গতাও মনোহর হয় কেবল কবি হৃদয়ে!
যাতনারা বদলে যায় সূখে কলমের আঁচড়ে
কবিরাই পারে জাহান্নামে বসে হাসতে পুষ্পের হাসি

কবিতায় ভাললাগা

++++++

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

কথাকথিকেথিকথন বলেছেন:



নিঃসঙ্গতার মধ্যে সুখ খুঁজে পেলে সে যে কোন অবস্থাতেই ভাল থাকে সেটা সবার সাথে হোক আর একা হোক !

সুন্দর মন্তব্যে ভাল লাগলো খুব । অনেক ধন্যবাদ ।

ভাল থাকুন ।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

কথাকথিকেথিকথন বলেছেন:



মন্তব্যে ভাললাগা রইলো ।

অসংখ্য ধন্যবাদ ।

ভাল থাকবেন ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাল লাগলো অনেক ।

অসংখ্য ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

সুমন কর বলেছেন: আহ....সুন্দর। +।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০২

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাললাগা রইলো।

অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকুন।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫

হাবিব বলেছেন: বেশ বেশ বেশ সুন্দর++++

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাললাগা রইলো ।

অসংখ্য ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাললাগা রইলো ।

অনেক ধন্যবাদ ।

শুভ কামনা রইলো ।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৪

জনৈক অচম ভুত বলেছেন: দারুণ লাগল।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

কথাকথিকেথিকথন বলেছেন:




মন্তব্যে ভাললাগা রইলো। অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকুন।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

শিখা রহমান বলেছেন: কবিতাটা আশ্চর্য সুন্দর!! ভালোলাগা ঘোর লাগায়। শেষের লাইন দুটো দুর্দান্ত লেগেছে।

শুভকামনা কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৫

কথাকথিকেথিকথন বলেছেন:






চমতকার মন্তব্যে ভাললাগা বেশ।

অসংখ্য ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০১

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন,



নিঃসঙ্গতারও একটা আলাদা রূপ থাকে। নিবিড় কৃষ্ণ কেশভারের মতো এলিয়ে থাকে বুকের এককোনে। সজল ঘন বৃষ্টির মতো সুর তোলে বুকের কোথাও।
এ রূপ সবাইকে ধরা দেয়না, কাউকে কাউকে দেয়.....

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:




হ্যাঁ, ঠিক তাই । আমার ধারণা যারা এই রূপের সন্ধান পায় তারা যেন জীবনের সুন্দর একটি রূপকে পায় !

দারুণ মন্তব্যে ভাল লাগলো বেশ । অসংখ্য ধন্যবাদ ।

শুভ কামনা অশেষ ।

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন কবি ।
++++++
শুভকামনা

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে ভাললাগা রইলো।

অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকুন।

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: চা শেষ হয়ে যায়.....
কাপে তখনও ধোঁয়া ওঠে......
একটা মূহুর্তের রেশ থেকে যায়.....
এ ঘোর মায়ায় জড়ায়......

ওগো সুর.. ..

চমৎকার একটা শব্দের জালে মুগ্ধতা......

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর শব্দে চমৎকার উপস্থাপন। মুগ্ধ!

অসংখ্য ধন্যবাদ।

শুভ কামনা থাকলো।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! সত্যিই মনোহর নিঃসঙ্গতা ।

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে ভাললাগা রইলো মনোযোগী কবি!

অসংখ্য ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫২

মনিরা সুলতানা বলেছেন: নিঃসঙ্গতা !! আটপৌরে সময়ে ফুল হয়ে ফোটা মুহূর্ত।

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন:





নিঃসঙ্গতা সুন্দর উপভোগের কেন্দ্রবিন্দুতে!

সুন্দর মন্তব্যে ভাল লাগলো বেশ।

অসংখ্য ধন্যবাদ।

শুভ কামনা রইলো।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর কবিতা +++



শুভ কামনা রইলো কবি ।। :)

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন:





মন্তব্যে ভাললাগা রইলো।

অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকুন।

১৫| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১১:১২

খায়রুল আহসান বলেছেন: শেষের লাইন দুটো চমৎকার হয়েছে। + +
কবিতার শিরোনামটাও সুন্দর!

১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:



সুন্দর মন্তব্যে ভাললাগা রইল ।

অসংখ্য ধন্যবাদ । ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.