নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
তুমি তোমার নিঃসঙ্গ সময়ে
নীরব নিশ্চল বিকেলে
আঁখিতে রেখেছো যেন লাল সূর্য!
উত্তরের শূন্যতা ছুঁয়ে যায় তোমার হৃদয়
দেয়ালে পড়ে থাকা নিস্তব্ধ হাতে স্পর্শ খুঁজো কার?
হৃদয়ে সংকোচ রেখে তোমাকে আহবান করি
তুমি কী সেই সংকোচ বুঝতে পারো?
তোমার অভাব ঘর বেঁধেছে এ হৃদয়ে
তুমি কী সেই ঘরের ঠিকানা খোঁজো?
বৃষ্টিঝরা ক্ষণে মেঘের কী বয়স বাড়ে?
হয়তো বাড়ে, রংধনু তার স্বর্গীয় রূপ।
পাতাভেজা রাতে জোনাকের ঘর ভেসেছে
কে রেখেছে খবর?
০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭
কথাকথিকেথিকথন বলেছেন:
মন্তব্যে ভাললাগা রইলো।
ভাল থাকুন।
২| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
আপনার দাত ভাঙা শব্দরা কোথায় গেল কথা?
০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা! ভাঙ্গা শব্দ আছে ! লিখতে ইচ্ছে হয় একটু কম ।
অনেক ধন্যবাদ। ভাল থাকুন ।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪
কথাকথিকেথিকথন বলেছেন:
মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ।
ভাল থাকুন।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫২
নীল আকাশ বলেছেন: যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়--
তখন আমায় নাইবা মনে রাখলে,
২১ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৫
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর ।
মন্তব্যে ভাল লাগা রইলো ।
ভাল থাকুন। সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো কবিতা।