নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

করোনা তুমি ক্ষান্ত হও

২৬ শে জুন, ২০২০ রাত ৮:২৭

করোনা, তুমি এনেছো এক নিঃসঙ্গতা
পৃথিবীকে করেছো বন্দি
মানুষ কাঁদে, প্রানী কাঁদে
সম্পর্কগুলো যাচ্ছে দূরে
কলহতে পিষ্ট মানবতা
বেরিয়ে পড়েছে শিকলপরা দুষ্টরা
লোভে বেড়েছে পাপ,যেন সবই সর্বনাশ।

তুমি কী শুনতে পাও-
স্বজন হারানোর আর্তনাদ ?
সতকারের অপেক্ষায় থাকা লাশের নিস্তব্ধতা?
ক্ষুধার্ত চোখের হাহাকার ?
চাকরি হারানো কেরানির চিতকার?
ডুবে যাওয়া বণিকের দুঃখ?

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:৪০

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ।  

২| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:৪২

ঢাবিয়ান বলেছেন: এই ভয়ানক অদৃষ্য শক্তিকে দমম করে ফেলেছে অনেক দেশ।

৩| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: করোনা তুমি ক্ষান্ত হও !!!!

৪| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:৪৪

পারভীন শীলা বলেছেন: করোনা কি করে শুনবে ?ও আঘাত করতে পারে কিন্তু আর্তনাদ শুনতে পায় না !

৫| ২৬ শে জুন, ২০২০ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: করোনা আরো অনেক প্রান নিবে। তারপর শান্ত হবে।

৬| ২৭ শে জুন, ২০২০ ভোর ৫:৫৫

ইসিয়াক বলেছেন:





করোনা তুমি শান্ত হও। কবে শান্ত হবে করোনা কে জানে।

৭| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৭

জেন রসি বলেছেন: এসবত করোনার আগেও ছিল। করোনা এসে জাস্ট ঘোমটা খুলে দিয়েছে আরকি।

৮| ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯| ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, সবাই নিরাপদ থাকুক সে কামনা রইলো।

মন্তব্যে ধন্যবাদ।

১০| ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: করোনা তুমি ক্ষান্ত দাও।

ধন্যবাদ মন্তব্যে।

১১| ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, তবুও এ প্রার্থনা করোনা দূর হয়ে যাক।

ধন্যবাদ রইলো।

১২| ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: দুঃখজনক সত্য। সবাই নিরাপদ থাকুক।

ধন্যবাদ রইলো।

১৩| ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: অতিদ্রুত ক্ষান্ত হোক সেই কামনা রইলো।

মন্তব্যে ধন্যবাদ।

১৪| ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, নিজেকে মেলে ধরেছে। দেখো আমার দেহে কত বিষ!

সবাই এই থাবা থেকে মুক্তি পাক।

মন্তব্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.