নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
করোনা, তুমি এনেছো এক নিঃসঙ্গতা
পৃথিবীকে করেছো বন্দি
মানুষ কাঁদে, প্রানী কাঁদে
সম্পর্কগুলো যাচ্ছে দূরে
কলহতে পিষ্ট মানবতা
বেরিয়ে পড়েছে শিকলপরা দুষ্টরা
লোভে বেড়েছে পাপ,যেন সবই সর্বনাশ।
তুমি কী শুনতে পাও-
স্বজন হারানোর আর্তনাদ ?
সতকারের অপেক্ষায় থাকা লাশের নিস্তব্ধতা?
ক্ষুধার্ত চোখের হাহাকার ?
চাকরি হারানো কেরানির চিতকার?
ডুবে যাওয়া বণিকের দুঃখ?
২| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:৪২
ঢাবিয়ান বলেছেন: এই ভয়ানক অদৃষ্য শক্তিকে দমম করে ফেলেছে অনেক দেশ।
৩| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: করোনা তুমি ক্ষান্ত হও !!!!
৪| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:৪৪
পারভীন শীলা বলেছেন: করোনা কি করে শুনবে ?ও আঘাত করতে পারে কিন্তু আর্তনাদ শুনতে পায় না !
৫| ২৬ শে জুন, ২০২০ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: করোনা আরো অনেক প্রান নিবে। তারপর শান্ত হবে।
৬| ২৭ শে জুন, ২০২০ ভোর ৫:৫৫
ইসিয়াক বলেছেন:
করোনা তুমি শান্ত হও। কবে শান্ত হবে করোনা কে জানে।
৭| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৭
জেন রসি বলেছেন: এসবত করোনার আগেও ছিল। করোনা এসে জাস্ট ঘোমটা খুলে দিয়েছে আরকি।
৮| ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, সবাই নিরাপদ থাকুক সে কামনা রইলো।
মন্তব্যে ধন্যবাদ।
১০| ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৩২
কথাকথিকেথিকথন বলেছেন: করোনা তুমি ক্ষান্ত দাও।
ধন্যবাদ মন্তব্যে।
১১| ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, তবুও এ প্রার্থনা করোনা দূর হয়ে যাক।
ধন্যবাদ রইলো।
১২| ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: দুঃখজনক সত্য। সবাই নিরাপদ থাকুক।
ধন্যবাদ রইলো।
১৩| ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: অতিদ্রুত ক্ষান্ত হোক সেই কামনা রইলো।
মন্তব্যে ধন্যবাদ।
১৪| ০১ লা জুলাই, ২০২০ রাত ৯:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: হ্যাঁ, নিজেকে মেলে ধরেছে। দেখো আমার দেহে কত বিষ!
সবাই এই থাবা থেকে মুক্তি পাক।
মন্তব্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:৪০
নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ।