নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একটি দুঃখ আছে, নাম তার \'সুখ\' ! যার পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে হচ্ছি আমি নিত্যি বেহুশ !!( [email protected] )

কথাকথিকেথিকথন

আমি একজন পরীক্ষার্থী...

কথাকথিকেথিকথন › বিস্তারিত পোস্টঃ

কাঙ্ক্ষিত ত্যাগ ।

০৩ রা মার্চ, ২০২১ রাত ৯:১০



মৃত্যু সহজলভ্য সদাই, যেন খুব হাতের নাগালে । মৃত্যু নিয়ে কেন মানুষের এতো ছেলেখেলা! প্রতিদিন নানা আঙ্গিকে, নানা ঢঙে মানুষ মরছে। এগুলো দুর্ঘটনা নয়, কোন অনাকাংখিত মৃত্যুও নয়। মানুষ ধীরে সুস্থে সজ্ঞানে জীবনকে ছুটি দিচ্ছে। সবাইকে দেখিয়ে, হাসিমুখে, অভিমান মেখে... যেন খুব তাড়াহুড়ো, যেন যেতেই হবে !

দুঃখিত, তোমার হৃদয়ের কাছে
যদি থাকে অদমিত অভিমান, ক্ষমা করো
তবু কুড়িও না কোন বদনাম, শুনবে না তুমি
বয়ে বেড়াবে কিছু প্রিয়জন, মরিও না তুমি
থাকো তুমি তাদের ভালবাসায়
চোখের জলে ভাসিয়ে দাও আছে যত দুঃখ
একদিন দেখবে চোখের জল রয়ে গেছে
থাকবে না তোমার কোন দুঃখ
তুমি হবে সুবিশাল, পরিশুদ্ধ....


ছবি- সংগৃহীত ।








মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৯:৪৪

নান্দনিক নন্দিনী বলেছেন: অনেকদিন বাদে আপনাকে ব্লগে দেখা গেল...

০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:
হুম। অনেকদিন পর ।

আশাকরি ভাল আছেন।

২| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
হয়তো বড্ড অভিমানেই
আবেগের টানাপোড়েনে সহসাই হারিয়ে ফেলে লয়
অত:পর জীবনের কি তীব্র অপচয়!
অযুত সম্ভাবনার দুয়ারে দেয় খিল
জীবনকে হেলা করে ঘটায় জীবনের পরাজয়।

০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর কথামালা ।

৩| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: যাক লেখা একটু সহজ বোধ্য হয়েছে আমার জন্য !!


যাইহোক লেখাটা একেবারেই তুমি তুমি। মানে নিরপেক্ষ নিরহংকার এবং ভালোমানুষ! :)

০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:৪০

কথাকথিকেথিকথন বলেছেন:
হয়তো সহজ। ভালো আছেন আপনি ?

৪| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১০:৩৮

আহমেদ জী এস বলেছেন: কথাকথিকেথিকথন ,





জীবন , তুহু মম শ্যাম সমান...............

অনেকদিন পরে কথা কইলেন !

০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন:
সুন্দর কথা কহিলেন।

হ্যা, অনেকদিন পর ।

ভাল আছেন নিশ্চয় ।

৫| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১১:১০

ওমেরা বলেছেন: অনেক দিন পর আসলেন, ভালো আছেন তো আপনি?

০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন:

আমি ভালো আছি । আপনি ভাল আছেন?

৬| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: কোনো মানুষই মরতে চায় না।

০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যা, কেউ মরতে চায় না ।

৭| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ২:২০

নেওয়াজ আলি বলেছেন: পৃথিবী অনেক সুন্দর আর বেঁচে থাকা আরো সুন্দর

০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন:

বেঁঁচে থাকা উপভোগ্য যদি না থাকে প্রত্যাশার আক্ষেপ।

৮| ০৪ ঠা মার্চ, ২০২১ ভোর ৪:০৭

কবিতা ক্থ্য বলেছেন: মৃত্যুকে অস্বীকার করা মানে জন্মকে অস্বীকার করা।
তবু আমাদের নিত্যভাবনা- আমরা বেঁচেথাকবো - অনন্তকাল।
তাইতও কতো আয়োজন আমাদের।

০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন:
হ্যা, সত্য বলেছেন। মৃত্যু নিশ্চিত জেনেও কত আয়োজন!

৯| ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ৯:২৯

হাসান মাহবুব বলেছেন: অনেকদিন পর! সুন্দর লেখা। কেমন আছেন?

০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: আমি ভালো আছি। আপনি ভালো আছেন ।

১০| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:০১

মেহেদি_হাসান. বলেছেন: পৃথিবী অনেক সুন্দর কেউ মরতে চায়না সবাই বাঁচতে চায়।

০৬ ই মার্চ, ২০২১ রাত ৮:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন:
সবাই বাঁচতে চায় প্রত্যাশা নিয়ে।

১১| ০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২০

নান্দনিক নন্দিনী বলেছেন: জ্বী ভালো আছি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১০

কথাকথিকেথিকথন বলেছেন: ভালো থাকুন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.