নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন পরীক্ষার্থী...
আমার অবাধ্য আকাক্ষাগুলো
তোমার মানচিত্র
বিপরীত সুরে
নিঃসঙ্গতা তাল মেলায়....
হৃদয়ের আলিঙ্গনে
মাইল পেরিয়ে
শতবর্ষী বৃক্ষ
এখনো পাতা গজিয়ে চলে...
শুকনো ঠোঁটে
অমসৃণে তুমি
শুকনো সমুদ্রে
ফুটেছে মৃত ফুল
আমার আমি নেই
তোমার তুমি নেই
ব্যস্ত হৃদয়, ব্যস্ত অন্যকিছু
অচেনা আমি, অচেনা তুমি
তবে কোথায় শূন্যতা কিঞ্চিৎ
আলতো করে যায় ছুঁয়ে
শুকনো পাতা বৃক্ষের আলিঙ্গনে
প্রাণ সঞ্চারনে মরে যায়
কোথায় আমি, কোথায় তুমি
আমাদের হয় নি দেখা কখনো
স্মৃতিভ্রষ্টায় পৃথিবী বদলায় না
চেয়ে দেখ পৃথিবীটা তেমনি
শুধু দু'টো অপরিচিত হাত, একসাথে
চোখ বুজে হারিয়ে যাচ্ছে.....
১২ ই মার্চ, ২০২২ রাত ১০:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: হ্যালো ভ্রমর !
২| ১০ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৯
রাজীব নুর বলেছেন: হ্যালুসিনেশ আর কিচ্ছু নয়।
১২ ই মার্চ, ২০২২ রাত ১০:০৭
কথাকথিকেথিকথন বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ।
৩| ১০ ই মার্চ, ২০২২ রাত ১২:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: ব্যস্ত......সবাই.........
১২ ই মার্চ, ২০২২ রাত ১০:০৭
কথাকথিকেথিকথন বলেছেন: ব্যাস্ততা ভাল ব্যাপার !
৪| ১০ ই মার্চ, ২০২২ ভোর ৫:১২
নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখেছেন। চমৎকার
১২ ই মার্চ, ২০২২ রাত ১০:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: মন্তব্যে ধন্যবাদ । ভাল থাকুন ।
৫| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৫
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা। কবিতার মধ্যে এমন কিছু রয়েছে যা এক ঐন্দ্রজালিক স্বপ্নে পাঠককে মোহাবিষ্ট করে।
কবিতায় প্লাস। + +
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৬
ভ্রমরের ডানা বলেছেন: হ্যালো কথাকেথি