নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাশ্বত স্বপন

শাশ্বত স্বপন › বিস্তারিত পোস্টঃ

অবরোধ-হরতালের রাজনীতি এখন কেমন হবে?

২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭


আরাফাত রহমান কোকো মারা গেছেন, খালেদা জিয়া শোকাচ্ছন্ন। হরতাল-অবরোধ উঠিয়ে নিলে, বিরোধীরা বলবে ছেলের জন্য খালেদা জিয়া হরতাল-অবরোধ উঠিয়ে নিল; দেশের জনগণের চেয়ে ছেলে তার কাছে কত বড়! আর যদি না উঠায়, তাহলে বিরোধীরা বলবে, দেখেন জনগণ, দেশের জনগণের জন্য মায়া নাই, ছেলের জন্য মায়া নাই, নির্মম মা! খালেদা জিয়া কঠিন বিপাকে পড়েছে। যদি হরতাল-অবরোধ না উঠে, তাহলে নৌ মন্ত্রির লাল বাহিনী বা সরকারী দলের কোন শাখা কোন গাড়ি এয়ারপোর্ট থেকে ঢাকার ভিতর ঢুকতেই দেবে না। তাহলে লাশ কিভাবে আসবে? ফাটা কেস্ট রুপে প্রধানমন্ত্রী পুলিশ বাহিনী দিয়ে নিরাপদে মায়ের কাছে লাশ দিয়ে যাবে। আর তার গুণগ্রাহীরা বলবে, দেখেন প্রধানমন্ত্রী কত মহৎ, মার চেয়ে মাসি কত বড় মহৎ! আর যদি খালেদা জিয়ার পরিবর্তে স্টিয়ারিং কমিটি হরতার-অবরোধ উঠিয়ে নেয়, তাহলে সরকারী দলের লোকেরা বলবে, দেখেন, কি চালাকি, রিজভী সাবরে দিয়া উনি হরতাল-অবরোধ ডাকায় আর এখন স্টিয়ারিং কমিটি দিয়ে নিজের ছেলের জন্য হরতাল-অবরোধ উঠিয়ে নিল। এছাড়াও সমালোচকরা এই মৃত্যু নিয়ে আরো কত কিছু বলবে। বিএনপি এখন উভয় সঙ্কটে। আমি অধম নাগরিক , প্রধানমন্ত্রির কাছে মিনতি করছি, দেশের কথা চিন্তা করে, এই মুহ্রর্তে খালেদা জিয়ার বাসায় গিয়ে সমবেদনা জানান, শোক জ্ঞাপন করুন। ওয়াজেদ মিয়া মারা গেলে খালেদা জিয়া সমবেদনা জানাতে সূধা সদনে গিয়েছিলেন, ঐ সময়ে ব্যারিস্টার মওদুদ সাব বলেছিলেন, শেখ হাসিনা কান্নারত অবস্থায় খালেদা জিয়াকে জড়িয়ে ধরেছিল। মাননীয প্রধানমন্ত্রী এই সুযোগে একবার যান,যদি জড়িয়ে ধরে, কানে কানে বইলেন, বইন আপনি আর আমি, জামাত বাদ, হরতাল-অবরোধ উঠান আর একটা-দুইটা বছর দেশটা চালাতে দেন, তারপর ভারতের মত করে নির্বাচন কমিশন ঢেলে সাজাব...

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

দ্যা আহমেদ মামুন বলেছেন: শোককে শক্তি তে রুপান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.